PRB

PRB This is an entertainment channel.

17/10/2023

প্রিয়তমা তোমাকে বলছি।

ব্রেসলেট ও একটি শিহরণপারভেজ রানা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে।সে আমার হাত ধরল। তার সাথে আজ আমার দ্বিতীয় দেখা। প্র...
13/10/2023

ব্রেসলেট ও একটি শিহরণ
পারভেজ রানা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে।

সে আমার হাত ধরল। তার সাথে আজ আমার দ্বিতীয় দেখা। প্রথম দেখা এক লেখক সম্মেলনে। সব মিলিয়ে তিন দিনের পরিচয়। টেলিফোনে কথা হয়েছে দু'একবার। আজকের দিনটাকে সে স্মরণীয় করে রাখতে চায়। তার হাত কাঁপছে। সে ওটাকে আমার হাতে পরিয়ে দিচ্ছে। আমাদের সম্পর্কের স্মারক হবে এই ব্রেসলেট। তার দুটি হাত কাঁপছে, চোখে মুখে অস্থিরতা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। বসন্তের পড়ন্ত বিকেল। ওঘর থেকে কেউ যেন তাকে ডাক দিলো। সেদিকে তার কোন ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, ব্রেসলেটটা সে পরাবেই আমার হাতে। আমার শরীরের মধ্যেও তার রোগ সংক্রামিত হল। আমার হাত কাঁপছে না। কিন্তু, মনের ভেতর টলছে। সে ব্যর্থ হল, আমাকে বলল, তুমি একটু চেষ্টা করে দেখো না। আমি তাকে আশ্বস্ত করলাম, তুমিই পারবে। একটু শান্ত হ‌ও, তারপর চেষ্টা করো। হ্যাঁ, অবশেষে সে পারল। ব্রেসলেটটা আমার হাত আঁকড়ে র‌ইল। নাকি সে আমাকেই আঁকড়ে ধরল?

কাপ্তাই বন্ধুবার্তা, ২য় বর্ষ, ১ম সংখ্যা। এপ্রিল ২০০৫

05/10/2023

শিক্ষক দিবসে সবাই কথা বলবে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদেরকে নিয়ে। কিন্তু, যার কাছ থেকে শিখি তিনিই কি শিক্ষক নন?

প্রাইমারি স্কুলে (ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শার্শা, যশোর) একবার দুই বন্ধু মারামারি করলাম। থার্ড স্যার (আনসার স্যার) দেখতে পেয়ে শপাং শপাং বেত চালালেন। লাল দাগ নিয়ে চোখ ধুতে গেলাম কলপাড়ে।

থার্ড স্যার নামে এর আগে যিনি ছিলেন আতিয়ার স্যার। স্যারের বিদায় অনুষ্ঠানের জন্য হেড স্যারের কাছে ৫ টাকা (১৯৮৪ সাল) করে চাঁদা দিয়েছিলাম। সেই বিদায় অনুষ্ঠান যখন বিলম্বিত হচ্ছিল আমরা অন্য একজন স্যারের অনুপ্রেরণায় হেড স্যারের দৃষ্টি আকর্ষণ করি। বিদায় অনুষ্ঠান হয়েছিল। তবে, হেড স্যার একদিন আমাদেরকে বাটে পেয়ে যান। তারপর, শপাং শপাং।

সেকেন্ড স্যার ক্লাসে মাঝে মাঝে ঘুমাতেন। একদিন হঠাৎ টিইও (থানা এডুকেশন অফিসার) চলে এলেন। আমাদের একজন বন্ধু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলো, স্যার স্যার টেকো। টিইও টেকো ছিলেন। আর ঐ ছোট বয়সে টিইও শব্দটাও মাথায় আসেনি তার। স্যার ধড়মড় করে জেগে উঠলেন, আর বললেন, কৈ? কৈ? টেকো তখনও স্কুল মাঠে ছিলেন। সেকেন্ড স্যার সামলে নিলেন।

সেকেন্ড স্যার সংগীত পিপাসু ছিলেন। ক্লাসের একজন বন্ধু ভুন্দা আশরাফুল গান গাইতো। দুইজন আশরাফুলের মধ্যে একজন মোটা হ‌ওয়ার কারণেই ভুন্দা আশরাফুল বাঁকা হতো। আশরাফুল একটাই গান জানতো। একদিন আশরাফুল বলল, স্যার লজ্জা লাগে। স্যার বললেন, চোখ বুজে গা। আশরাফুল চোখ বুজে শুরু করলো:

দমদমাদম গাড়ি চলে
লিচু তলা দিয়ে
ঐ ছ্যামড়ি তুই শুনে যা
পয়সা দুবানি।
- ও পয়সা নোবো না
ক‌ইয়ে দুবানি
আমার ভাবির পয়সা আছে
তাই নুবানি।
- বাড়ি গিয়ে ভাত না খেয়ে
বলব বাবাকে
আমার বিয়ে দিতি হবে
ঐ ছ্যামড়ির সাথে .....

এটুকুই মনে আছে। (আশরাফুল অবশ্য এস‌এসসি পরীক্ষার পরপর‌ই বিয়ে করে। এখন তার বাচ্চা অনেক বড়। )

সকল শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা। আর ছাত্রদেরকেও শুভেচ্ছা।

পরবর্তীতে হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়েও লিখবো।

পারভেজ রানা

25/08/2023

This is an interview on MR9, Do or Die

25/08/2023

MR 9, Releasing 25 August 2023.

29/07/2023

Operation 2020 Promo

26/06/2023

পুরনো স্মৃতি

15/04/2023

Rural Area

অভিনন্দন Sabila Nur
12/04/2023

অভিনন্দন Sabila Nur

Film: MA$TERMIND (announcement)Story: Eamin Haque Bobby Screenplay: Abdullah zahir babu Directed by: Saikat Nasir Produc...
02/04/2023

Film: MA$TERMIND (announcement)
Story: Eamin Haque Bobby
Screenplay: Abdullah zahir babu
Directed by: Saikat Nasir
Produced by: BTL GROUP
Visualizer Workshop

02/04/2023

গোড়ানে খোলা হলো রাইটার্স গিল্ডের শোরুম।

আমাদের আমি গাছে আম।
31/03/2023

আমাদের আমি গাছে আম।

31/03/2023

Address

Road No. 9/A

Telephone

+8801791999111

Website

Alerts

Be the first to know and let us send you an email when PRB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share