21/09/2022
এফিলিয়েট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর অংশ । এফিলিয়েট মাকেটিং জানতে হলে আপনাকে আগে মার্কেটিং সম্পর্কে জানতে হবে ।আপনার মতে মাকেটিং কি? রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পন্য বিক্রি করা।আপনার মতো আমার ও এ ধারনা ছিলো। আসলে মার্কেটিং এটা না।তা হলে মার্কেমাটিং কি?
মাকেটিং হলো একটা প্রসেস যেখানে কোনো পন্য মার্কেটে প্রচারের পূর্বে পন্যটা সম্পর্কে যাচাই করা যেমন: পন্যটা আগে মার্কেটে ছিলো কি না,পন্যটা উপকারিতা,অপকারিত কি, মার্কেটে কি রকম চাহিদা আছে এগুলা এনালাইসিস করে সঠিক মানুষের কাছে সঠিকভাবে আপনার পন্যের প্রচার এবং প্রসার।
আর এই কাজটা শুরু হয় মূলত কোন পন্য বাজারে বা মার্কেটে আসার পরে না বরং আগে থেকে। রিসার্চ করে দেখতে হয় এবং কাস্টমারকে বুঝাতে হবে যে আপনার পন্যটা তাদের জন্য উপযুক্ত। মার্কেটিং করতে হলে আপনাকে ৪ টা বিষয় মাথায় রাখতে হবে-
১.Product(যে পন্য নিয়ে মার্কেটে ক্রয় বিক্রয় করবেন)
২.Price(যে দামে পন্যটি আপনি ক্রেতার নিকট বিক্রি করতে চান)
৩.Place(যে স্থান থেকে ক্রেতা করতে পারবে)
৪.Promotion(যে ভাবে আপনি আপনার পন্যের পচার করতে চান)
এখন আসেন এফিলিয়েট মাকেটিং কি❓
এফিলিয়েট মানে প্রমোট বা প্রচার যা SEO করার মাধ্যমে মানুষের কাছে পোছাবে ।যে সিস্টামের মাধ্যমে অন্যের পন্য আপনার লিঙ্ক বা ব্যানারের মাধ্যমে প্রচার করবেন,আপনার প্রচারকৃত লিঙ্ক থেকে যদি পন্য ক্রয় করে তা হলে আপনি নিদিষ্ট পনিমান কমিশন পাবেন আর এটাই হলো এফিলিয়েট মার্কেটিং।
যেখানে নিজের পন্য না থাকলেও আপনি ব্যাবসা করতে পারবেন। এফিলিয়েট করতে পারলে আপনি লোকাল মার্কেট এবং ইন্টারনেশনাল মার্কেটে ও কাজ করতে পারবেনূ