Three Six Zero

  • Home
  • Three Six Zero

Three Six Zero Do help and be helped. A simple man with simple lifestyle. I like to know the new things and I love to know the unknown.
(1)

12/09/2023

সাপ আর বেজির খেলা। এত বড় সাপ আগে কখনো দেখেন নায়।

26/08/2023

হাসবো, নাকি কাদবো😐

13/08/2023

তো নারী তাইলে জায়েদ খানে আটকায়।😒

Basic words are important. The framing of the sentence doesn't matter.🤣🤣🤣Don't book a book by its book😌
11/08/2023

Basic words are important. The framing of the sentence doesn't matter.🤣🤣🤣

Don't book a book by its book😌

10/08/2023

ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কী করে তা লুকাবো?

09/08/2023

ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে, কী করে তা লুকাবো?

06/05/2023

Beautiful leaf

17/04/2023

“সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।”

– ফ্র্যাঙ্ক লয়েড (আমেরিকান লেখক ও শিল্পী)

15/04/2023

ছেলেদের কিসের উপর সবচেয়ে বেশি চাহিদা হয়ে থাকে?

রাসুল (সাঃ) বলেনঃআল্লাহ বলেন, বনী আদমের সকল আমল তার জন্য, অবশ্য সিয়াম (রোজা) এর কথা আলাদা। কেননা ‍সিয়াম (রোজা) আমার জন্য...
24/03/2023

রাসুল (সাঃ) বলেনঃ
আল্লাহ বলেন, বনী আদমের সকল আমল তার জন্য, অবশ্য সিয়াম (রোজা) এর কথা আলাদা। কেননা ‍সিয়াম (রোজা) আমার জন্য, আমিই এর ‍পুরুস্কার দিব।

বুখারীঃ হা/ ১৮০৫, ৫৫৮৩
মুসলিমঃ হা/ ২৭৬০

 কনটেন্ট কি? (What is content?) ’কনটেন্ট’ শব্দটি ইংরেজি শব্দ। যার বাংলা শব্দ হলো ‘বিষয়বস্তু’। কনটেন্ট বলতে কি বোঝায়? ...
24/11/2022

 কনটেন্ট কি? (What is content?)
 ’কনটেন্ট’ শব্দটি ইংরেজি শব্দ। যার বাংলা শব্দ হলো ‘বিষয়বস্তু’।

 কনটেন্ট বলতে কি বোঝায়? (What does it mean by content?)
 কনটেন্ট বলেতে বোঝায় বা কনটেন্ট হলো কোনো একটি বিষয় সন্মন্ধে তথ্য দেয়া, ধারনা দেয়া বা জ্ঞাত করা। কনটেন্ট হলো কোনো একটি বিষয়ের ব্যাপারে ব্যাখ্যা দেয়া। সহজভাবে বল্লে কোনো বিষয়ের ব্যাপারে তথ্য বা উপাও দেয়ার প্রক্রিয়াটাই হলো কনটেন্ট।

 কনটেন্ট কত প্রকার ও কি কি? (What is the classification of content?)
 কনটেন্ট প্রধানত চার প্রকারঃ
• লিখিত কনটেন্ট
• অডিও কনটেন্ট
• ভিডিও কনটেন্ট
• ছবি কনটেন্ট
• যখন কোনো বিষয়ের ব্যাপারে লেখার মাধ্যমে বিষয়টিকে উপাস্থাপন করা হয় তখন তাকে লিখিত কনটেন্ট বলা হয়ে থাকে।
• যখন কোনো বিষয়ের ব্যাপারে অডিওর মাধ্যমে বিষয়টিকে উপাস্থাপন করা হয় তখন তাকে অডিও কনটেন্ট বলা হয়ে থাকে।
• যখন কোনো বিষয়ের ব্যাপারে ভিডিওর মাধ্যমে বিষয়টিকে উপাস্থাপন করা হয় তখন তাকে ভিডিও কনটেন্ট বলা হয়ে থাকে।
• যখন কোনো বিষয়ের ব্যাপারে ছবির মাধ্যমে বিষয়টিকে উপাস্থাপন করা হয় তখন তাকে ছবি কনটেন্ট বলা হয়ে থাকে।
এছাড়াও অনেক কিছু কনটেন্ট এর উপকরন হতে পারে যেমন- প্রশ্ন উওর, সংলাপ ইত্যাদি।

 ডিজিটাল কনটেন্ট বলতে কি বোঝায়? (What does it mean by digital content?)
ডিজিটাল কনটেন্ট বলতে বোঝায়, ডিজিটাল প্রযুক্তি ব্যাবহার করে কোনো কনটেন্টকে যদি উপাস্থাপন করা হয় বা যে কনটেন্ট এর মধ্যে ডিজিটাল প্রযুক্তি বিরাজ করে তাকেই সাধারনত ডিাজটাল কনটেন্ট বলে।

কনটেন্ট রাইটিং বলতে কি বোঝায়? (What does it mean by content writing?)
 ইন্টারনেটে লিখিত বা বিভিন্ন পাঠ্য বিষয়সমূহ হলো কনটেন্ট। আর এই কনটেন্টগুলো যে বা যারা লিখে থাকেন তারা হলেন কনটেন্ট রাইটার। অর্থাৎ কোন ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো আকর্ষণীয়ভাবে তুলে ধরাকেই কনটেন্ট রাইটিং বলে।

একজন কনটেন্ট রাইটারের কি কি দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? (What skills and knowledge does a content writer need to have?)
একজন কনটেন্ট রাইটারের কনটেন্ট লেখার জন্য তার কিছু দক্ষতা ও জ্ঞান থাকা জরুরী। তার মধ্যে উল্যেখযোগ্য হলোঃ
• যখন কেউ কোন কনটেন্ট লিখতে চায় তখন তার সর্বপ্রথম কাজ হলো ভাষা নির্বাচন করা। বাংলা বা ইংরেজি অথবা অন্য যে কোন ভাষায় লেখা হোক না কেন সেই ভাষা সম্পর্কে ভালোভাবে ধারনা রাখতে হবে বা জেনে নিতে হবে।
• সহজ সরল বা প্রাঞ্জল ভাষায় কনটেন্ট লিখতে পারা।
• লেখার মধ্যে সৈন্দর্য ফুটিয়ে তোলা বা বৈচিত্র নিয়ে আসা।
• বানান সঠিক রাখা বা নির্ভূলভাবে কনটেন্ট লিখতে পারা।

 স্ট্যান্ডার্ড কনটেন্ট রাইটিং এর জন্য কনটেন্ট এর গঠন কেমন হওয়া দরকার? (What should be the content structure for standard content writing?)
 একটি সুন্দর ও স্ট্যান্ডার্ড কনটেন্ট লেখার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরী। যেমনঃ
• শিরোনাম / Header or Title
• পরিচিতি / Introduction
• ব্যাখ্যা / Body
• উপসংহার / Footer or Conclusion

 কনটেন্ট লেখার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া দরকার? (What should be the content writing approach?)
 কনটেন্টকে আরো বেশি সৈন্দর্যমন্ডিত করতে কিছু বিষয় অনুসরন করা দরকার বা কিছু তথ্য যুক্ত করা দরকার। যেমনঃ
• প্রোডাক্ট বা সার্ভিস এর নাম উল্ল্যেখ করা।
• মানুষ কেন এই প্রোডাক্ট বা সার্ভিস নিবে সে ব্যাপারে বলা।
• এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার আগে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিৎ।
• এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সুবিধা-অসুবিধা কী?
• এই প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে পাওয়া যেতে পারে?
• ভালো কোন রিভিও থাকলে সংক্ষেপে উল্ল্যেখ করা।
• বিস্তারিত ঠিকানার পাশাপাশি কনটেন্ট লিংক শর্টকাট করে শেয়ার করা।

 বর্তমান সময় কনটেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটির সাথে বলা চলে সবাই কম বেশি পরিচিত। কনটেন্ট একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আপনার যদি কনটেন্ট লেখার উপর ভালো দক্ষতা থাকে তাহলে আপনি শুধুমাত্র কনটেন্ট লিখেই টাকা উপার্জন করতে পারবেন। কনটেন্ট এর গুরুত্ব অপরিসীম। তাই আমাদের উচিত কনটেন্ট এর উপর ভলো দক্ষতা অর্জন করা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Three Six Zero posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Three Six Zero:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share