Jahidul I. Nayem

  • Home
  • Jahidul I. Nayem

Jahidul I. Nayem Full-Stack Digital Marketer | Digital Entrepreneur | Freelancer I am Jahidul I.

Nayem, a result-driven digital marketer, with over 5 years of experience in SEO, Media Buying, e-mail marketing, and website building. I help mindful and sustainable small to medium businesses build their social media presence, and become visible with digital marketing!

Important reminder!!
12/11/2022

Important reminder!!

30/10/2022
07/10/2022

কোন টাকাপয়সা খরচ না করে একদম শুরু থেকে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন এবং কিভাবে ইনকাম শুরু করবেন তার একটা গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওতে। 👇

02/10/2022

আপনার কি ফ্রিল্যান্সিং এ আসা উচিত? ক্যারিয়ার হিসাবে ফ্রিল্যান্সিংকে বেচে নেওয়া কতটা যুক্তিযুক্ত? জানতে হলে নিচের ভিডিওটি দেখে পেলুন 👇

30/09/2022

একজন ডিজিটাল মার্কেটার তার স্কিলসগুলোকে কাজে লাগিয়ে কি কি উপায়ে আয় করতে পারে? ডিজিটাল মার্কেটারদের মাসিক আয় কেমন? এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি।

29/09/2022

ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এই ভিডিওতে ডিজিটাল মার্কেটিং শেখার ভিবিন্ন ধাপগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি।

16/09/2022

যেকোনো Business এর জন্য ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে বেশকিছু বেসিক বিষয় জেনে নেওয়া বেশ জরুরী। এই ভিডিওটি আপনাকে নিঃসন্দেহে অনেক সাহায্য করবে আপনার ব্যবসায়ের জন্য সঠিক মার্কেটিং প্লান তৈরি করতে 👇

13/09/2022

বর্তমান সময়ে প্রায় যে কোন বিজনেস এর জন্য ডিজিটাল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছোট বিজনেস এর জন্য ডিজিটাল মার্কেটিং এর বিকল্প অন্য কিছু হতে পারে এমনটা আমি মনে করি না।

আপনি চাইলে ফ্রী কিংবা পেইড যে কোন উপায়ে আপনার ব্যবসায়ের জন্য ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। ডিজিটাল মার্কেটিং কি এবং এর সুবিধাগুলো জানতে এই ভিডিওটি দেখে নিতে পারেন। 👇

Proud to be a Google Ads Certified !! View my certification on Google Skillshop - shorturl.at/bCNQZ
25/08/2022

Proud to be a Google Ads Certified !!
View my certification on Google Skillshop - shorturl.at/bCNQZ

02/04/2022

ফাইভার গিগ এর রেঙ্ক চলে যাওয়ার কারন এবং প্রতিকার।

29/03/2022

আমাদের দেশে উদ্যোক্তাদের একটি কমন সমস্যা হল কোন কিছুতে লেগে থাকার মন মানসিকতার অভাব।

কারণ বেশিরভাগ উদ্যোক্তাই প্রথমবার যখন কোনো কিছুতে হোঁচট খায় কিংবা অসফল হয়, তখনই তারা অতিমাত্রায় হতাশ হয়ে যায় এবং সেটা থেকে সটকে পড়ে।

কিন্তু আপনি যদি পৃথিবীতে বড় বড় সফল মানুষদের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বেশিরভাগই প্রথম চেষ্টাতেই তেমন একটা সফল হতে পারেনি বরং বেশিরভাগ সফল মানুষরাই বারবার হোঁচট খেতে খেতে একটা পর্যায়ে এসে সফল হয়েছেন।

তাই ব্যবসা করতে হলে বা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রথমেই লেগে থাকার মন মানসিকতা গড়ে তুলতে হবে।

আর এজন্য নিজের স্বপ্নটাকে ভালবাসতে হবে, কারন কোনো কিছু কে মন থেকে ভালোবাসলেই কেবল সেটার পিছনে লেগে থাকা সম্ভব।

14/03/2022

ওয়ারেন বাফেট এর এই উক্তিটি আপনি যত তাড়াতাড়ি উপলব্দি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন-

"আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করার কোন পথ খুজে বের না করতে পারেন, তাহলে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে।"

কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করা যায় সে ব্যাপারে খুব শীঘ্রই আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

08/03/2022

আপনারা যে কেউ চাইলে খুব স্বল্প মূলধন নিয়ে পণ্য আমদানি ব্যবসা শুরু করতে পারেন। এই ভিডিওতে আমি পণ্য আমদানি ব্যবসা নিয়ে A-Z গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।

Watch on Youtube: https://youtu.be/TngXpbdljwg

21/02/2022

অল্প আয় করেও যেভাবে কোটিপতি হবেন! 💲💱💰💵

বাংলা আমাদের ভাষা আমাদের অহংকার ❤️
20/02/2022

বাংলা আমাদের ভাষা আমাদের অহংকার ❤️



আচ্ছা যাদের মাসিক আয় ১৫-২০ হাজার টাকা তারা সংসার চালায়  কিভাবে? সংসার না হয় টেনেটুনে চলে, কিন্তু বিয়ে-সাদি, বিপদ-আপদ, অস...
16/02/2022

আচ্ছা যাদের মাসিক আয় ১৫-২০ হাজার টাকা তারা সংসার চালায় কিভাবে? সংসার না হয় টেনেটুনে চলে, কিন্তু বিয়ে-সাদি, বিপদ-আপদ, অসুখ-বিসুখের সময় কিভাবে কি করেন?
ইনফ্লেশন আমাদেরকে শেষ করে দিচ্ছে অথচ এটা তে তেমন কোন মাথা ব্যথা নেই কারো। অবাক করা ব্যাপার না?

13/02/2022

একজন ফ্রীলান্সারের মাসিক আয় কতো?

একজন ফ্রীলান্সারের মাসিক আয় তার দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে। এই ভিডিওতে আপনারা ফ্রীলান্সারদের আয়ের বেপারে আশাকরি একটা ধারনা পেয়ে যাবেন।

View on YouTube: https://youtu.be/xVvRCF8LQWg

11/02/2022

Evaly-Destiny এ জাতীয় প্রতারণামূলক কোম্পানিগুলোর উৎপত্তি কবে থেকে? কিভাবে গড়ে উঠে? | পঞ্জি স্কিম কি?

আমরা অনেকেই হয়তো পঞ্জি স্কিম নামটির সাথে তেমন পরিচিত নয়। কিন্তু ডেসটনি, ইভেলি, রিং আইডি, এসপিসি ওয়ার্ল্ড, ইউনিপে-টু-ইউ, ডুলেঞ্ছার ইত্যাদি এমএলএম কোম্পানির কথা প্রায় সবাই জানি।

যাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন পণ্য বা সার্ভিস নিয়ে মার্কেটে আসলেও আদতে এদের উদ্দেশ্য একই ছিল । আর এদের সবার গুরু হলেন কার্লো পনজি নামের একজন ব্যক্তি, যিনি সর্ব প্রথম ১৯২০ সালে আমেরিকার বোস্টনে এই ধরনের একটি প্রতারণামূলক স্কিম শুরু করেন যার নাম “পঞ্জি স্কিম”।

যেটার মূল ধারনা ছিল মানুষের লোভ কে পুঁজি করে ডাবল মুনাফার লোভ দেখিয়ে তাদেরকে বিনিয়োগে আকৃষ্ট করা। এবং অনেকের কাছ থেকে টাকা নিয়ে অল্প কয়েকজনকে ফেরত দিয়ে তাদের দ্বারা সেটা ব্যাপক ভাবে প্রচার করে আরো মানুষকে আকৃষ্ট করা। এবং শেষমেশ সবার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া।
যা বিগত ১০০ বছর যাবত বিভিন্ন দেশে দেশে, ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কখন ই- কমার্স, কখন আইটি বিজনেস, কখনো গাছের ব্যবসা, কখনো মাছের ব্যবসা ইত্যাদির নামে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে।

আমার আশেপাশের অনেক মানুষ এই সবকিছু জেনেশুনে, শুধুমাত্র অতিরিক্ত লোভে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

হয়তো ডেস্টিনি বা ইভেলি থেকে আপনি রক্ষা পেয়েছেন কিন্তু এ জাতীয় প্রতারকরা থেমে নেই, ভিন্ন কোন নামে, নাতো নতুন কোন উপায়ে এরা আপনার সামনে হাজির হবে। তখন শুধু একটা কথা মাথায় রাখলেই আপনি রক্ষা পাবেন “রাতারাতি ধনী হবার কোন উপায় নেই, যা আছে সেগুলো মুলত রাতারাতি নিঃস্ব হওয়ার উপায়”।

View on YouTube- https://youtu.be/5W7D51ZuNvI

07/02/2022

ফ্রিল্যান্সিং এ কোন কোন কাজগুলোর চাহিদা রয়েছে এবং সহজ কাজ কোনগুলো?
এই ভিডিওতে ফ্রিল্যান্সিং জব ক্যাটাগরি এবং সেগুলোর সাব-ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করছি। যারা ফ্রিল্যান্সিং একদমই নতুন এবং জানেন না কোন কাজ শিখবেন তাদের কাজে আসবে আশা করি।

Watch On YouTube: https://youtu.be/JCGaxy5cFoA

05/02/2022

ফ্রিল্যান্সিং হলো একধরনের পেশা বা চাকরি। সাধারণ জব আর ফ্রিল্যান্সিং এর মধ্যে মূল পার্থক্য হলো, সাধারন জবে আমরা কোন একটি নির্দিষ্ট স্থানে স্বশরীরে উপস্থিত থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিং এ প্রায় একই কাজগুলো বাসায় বসে অনলাইনে করা হয়।

ফ্রিল্যান্সিং বিষয়ক সাধারণ বিষয়গুলো আলোচনা করেছি এই ভিডিওতে। আপনারা যারা নতুন এবং ফ্রিল্যান্সিং এ আগ্রহি, তাদের কাজে আসবে আশা করি।

View On YouTube- https://youtu.be/Gr6qV7wNlaE

02/02/2022

আমাদের অনেকের হয়তো শেয়ার বাজার সম্পর্কে তিক্ত ধারনা রয়েছে, কারন বেশিরভাগ বিনিয়োগকারি শেয়ার মার্কেটে তাদের কষ্টার্জিত টাকা লস করে এটা মোটামুটি আমরা সবাই জানি।

কিন্তু শেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য বেশ কিছু রুলস রয়েছে যেগুলো ফলো করলে আপনি শেয়ার বাজারে খুব দ্রুত সফল হতে পারবেন এবং অন্যদের মতো লসের হাত থেকে বাঁচতে পারবেন।

আমি এই ভিডিওতে আমার নিজের অবিজ্ঞতাগুলো শেয়ার করেছি, যেগুলো ফলো করলে আপনিও লাভবান হতে পারবেন।

ভিডিওটি ইউটিউবে দেখুন - https://youtu.be/U63VATlFXc0

01/02/2022

কেন ব্যাংকে টাকা জমা রাখলে সেই টাকা বাড়ার পরিবর্তে দিন দিন কমতে থাকে?

অনেকের কাছে হয়তো শুনতে অবাক লাগলেও কথাটি সত্যি। বর্তমানে ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার প্রায় ৫%। কিন্তু দেশে ইনফ্লেশন রেট 5.6% যদিও প্রকৃত হার আরো বেশি। আর এই ইনফ্লেশনের কারনেই আপনার অজান্তেই দিন দিন ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কমে যায়।

ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কি?

সহজ ভাষায় বলতে গেলে, সময়ের সাথে সাথে পণ্য ও সেবার মান বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। অন্যভাবে বললে, সময়ের সাথে সাথে টাকার মান কমে যাওয়াকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বলে।

একদম সহজ একটি উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি একটি পন্য আজকে বাজার থেকে ১০০ টাকায় কিনলেন, কিন্তু এক বছর পর একই পন্য আপনাকে কিনতে হবে ১০৫ টাকায়। তাহলে এখানে একবছর পর মুদ্রাস্ফীতির হার হবে ৫%।

এবার আসি মূল কথায়, ধরুন আপনি এক লাখ টাকা ফিক্সড ডিপোজিটে বাৎসরিক সুদ ফেলেন ৫% বা ৫০০০ টাকা কিন্তু দেশে বর্তমান ইনফ্লেশন রেট ৫.৬% বা ৫,৬০০ টাকা। অর্থাৎ এক লাখে আপনি ফেলেন ৫০০০ টাকা আর ইনফ্লেশন রেট অনুযায়ী টাকার মান কমে গেলো ৫,৬০০ টাকা। তাহলে এক লাখে প্রতি বছর আপনার লস ৬০০ টাকা।
তাহলে উপায়? উপায় একটাই, সেটা হলো ব্যাংকে টাকা না জমিয়ে সেটা কোনো লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা।

যেটা আপনার সৃষ্টিকর্তাই আপনাকে বলে দিয়েছেন ‘আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম ঘোষণা করেছি।’ (সুরা বাকারা : ২৭৫)।
এটা ঠিক যে ব্যবসায় ঝুঁকি রয়েছে, কিন্তু ব্যাংকে টাকা জমা করলে সেখানে লস নিশ্চিত। তাহলে নিশ্চিত লস করা ভালো নাকি লস হবার ঝুঁকি থাকা ভালো। কোনটি বেশি নিরাপদ?

তাছাড়া আপনি কোনো ব্যবসায় সম্পর্কে ভালো মত পড়াশোনা করে, জেনে-বুঝে বিনিয়োগ করলে ঝুঁকির পরিমাণ কয়েকগুণ কমিয়ে আনা সম্ভব।

খুব অল্প মূলধন নিয়ে কিভাবে ব্যবসায় বা বিনিয়োগ শুরু করা যায় সেটা নিয়ে নিয়ে না হয় অন্য একদিন লিখবো, আজ এ পর্যন্তই।

View on YouTube- https://youtu.be/TSoWKrIOLv0

এটা এখন কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেকাররা চাকরি খুঁজে পাচ্ছে না, আর কোম্পানিগুলো যোগ্য লোকজন খুঁজে পাচ্ছে না। এট...
23/01/2022

এটা এখন কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেকাররা চাকরি খুঁজে পাচ্ছে না, আর কোম্পানিগুলো যোগ্য লোকজন খুঁজে পাচ্ছে না। এটার জন্য মূল দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের সেকেলে চিন্তা-ভাবনা।

সত্যি বলতে আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনো নির্দিষ্ট কিছু পেশা যেমন সরকারি চাকরি, ডাক্তার-ইঞ্জিনিয়ার এর বাইরে যে আরো কোনো ভালো পেশা থাকতে পারে সেই সম্পর্কে কোন ধারনাই নেই তাদের। তাই তাদের চিন্তা-চেতনা গুলোও অল্প কিছু বিষয়ের উপরই আটকে আছে, যার ধরুন আমাদের চাকরির বাজারে এখন রাজ করছে ভারতীয়রা।

তাই যতদিন না আমরা এই বিষয়টি বুঝতে পারবো, গতানুগতিক শিক্ষার পাশাপাশি অন্য বিষয়গুলোতে স্কিলস ডেভলপ না করবো ততোদিন আমাদের চাকরির বাজারের দূর্দশা কাটবে না।

আপনি একজন গরীব (গরীব মানসিকতার) মানুষের হাতে ২০ লাখ টাকা তুলে দিয়ে যদি তাকে বলেন ধনী হতে, ১০ বছর পর সে আরো বেশি গরীব হয়ে...
30/12/2021

আপনি একজন গরীব (গরীব মানসিকতার) মানুষের হাতে ২০ লাখ টাকা তুলে দিয়ে যদি তাকে বলেন ধনী হতে, ১০ বছর পর সে আরো বেশি গরীব হয়ে যাবে। অন্তত নিচের স্ক্রীনশটটি সেই কথাই বলে।

আর একজন ধনী মানুষের কাছ থেকে যদি তার সকল অর্থ-সম্পদ কেড়ে নিয়ে তাকে গরীব বানিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন ১০ বছর পর সে আবারও ধনী হয়ে উঠেছে। কেন বলুন তো?

কারন বাইরের কোন কিছুই আপনাকে ধনী বা উন্নত করতে পারবে না, সব কিছুই আমাদের ভিতরে আছে। আর সেটা হল “জ্ঞান”। যেটা কেউ কখনো কেড়ে নিতে পারে না।

30/12/2021

কাউকে নিয়ে হাসা-হাসি করার আগে তার চাইতে বেশি বা নূন্যতম তার সমপরিমাণ যোগ্যতা অর্জন করতে হয়।

With Faisal Mustofa vai , CEO at VISER X
26/12/2021

With Faisal Mustofa vai , CEO at VISER X

Digital Entrepreneur Summit
25/12/2021

Digital Entrepreneur Summit

With some awesome people at Freelancers Biggest Meetup 2021
24/12/2021

With some awesome people at Freelancers Biggest Meetup 2021

24/12/2021

আপনি মানেন আর না মানেন, আমাদের বাঙ্গালী জাতির সফলতার পিছনে সবচেয়ে বড় বাধা আমাদের পরিবার এবং সো কলড্ সমাজ।
উদাহরণ সহ বলি, গত কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম ভারতে একজন তরুণ উদ্যোক্তা পন্য ভেলিভারি বিজনেস শুরু করায় তার বাবা-মা আত্মহত্যা করেছে।
ভারত আর আমাদের সমাজ-সংস্কৃতির মধ্যে তেমন একটা ব্যবধান নেই আমার মতে।

হয়তো ঐই তরুণের সাথে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটায় এটা পত্রিকায় এসেছে, কিন্তু প্রতিনিয়ত কতশত উদ্যোক্তার স্বপ্নকে বলি দিতে হয় পরিবার আর সমাজের বেড়াজালে পড়ে।

এক সময় যে কাজগুলো শুধু সমাজের খেটে খাওয়া মানুষজন করতো, এখন প্রযুক্তির কল্যাণে সেসব সেক্টরে শিক্ষিত তরুনরা এগিয়ে আসছে এবং রাতারাতি কোটিপতি বনে যাচ্ছে। উদাহরণ: এগ্ৰো সেক্টর।

আপনি পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন কিন্তু আপনার পরিবার বা সমাজের চিন্তা-চেতনা কিন্তু সেই আদিম যুগেই পড়ে আছে।

আর আপনি একুশ শতকে এসে যদি তাদেরকে বলেন আপনার ক্যরিয়ার, ভবিষ্যতের কি করবেন সেটা ঠিক করে দিতে তাহলে আপনি নির্ঘাত নিজের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের পায়ে কুড়াল মারছেন।

24/12/2021

বেশিরভাগ মানুষ যা চায়, যখন চায়, তখনই পেতে চায়।

এরা সকালে গাছ লাগিয়ে বিকালেই ফল 🍊 খেতে চায়।
এরা সন্তানকে পড়াশোনা শেষ না করতেই আউটপুট পেতে অধৈর্য হয়ে পড়ে, এদের বেশিরভাগই ব্যাংকে টাকা জমানোকে নিরাপদ মনে করে এবং বিনিয়োগে ভয় পায়। এরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হতে চায়।
এরা টাকা দিয়ে টাকা 💸 আয় করার চাইতে শ্রম দিয়ে আয় করতে বেশি পছন্দ করে।
আবার পাশাপাশি এরা জীবনে ভালো কিছুও অর্জন করতে চায়। 😀
কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্য এবং ধৈর্য ছাড়া কি ভালো কিছু অর্জন করা সম্ভব?
আপনি আগামী পাঁচ বছর অথবা দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান সেটা আজকেই নির্ধারন করতে হবে, নাতো আজকে যেমন ভাবতেছেন কেনো যে পাঁচ বছর আগে ভাবলাম(শুরু) "জ্বি সবকিছুর শুরু ভাবনা থেকেই" না, ঠিক পাঁচ বছর পরে গিয়ে ও একই কথাই বলবেন।
চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রেই সফল হওয়ার জন্য দরকার সুনির্দিষ্ট লক্ষ্য, ধৈর্য এবং সেই অনুযায়ী কাজ করে যাওয়া।
একটি ব্যবসা বা চাকরীতে সফল হওয়ার জন্য নূন্যতম ৫-১০ বছর সময় লাগে, কিন্তু এই সময়টাতে কষ্ট করা কিংবা ধৈর্য ধরার শক্তি সবার থাকে না বলেই বেশিরভাগ মানুষ সারা জীবন ধরে আফসোস, হতাশা, অভাব এবং কষ্টের মধ্যে কাটায়।
আর যেটা সে নিজেই বেছে নেয় অথচ দোষ দেয় সৃষ্টিকর্তার। 😑

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jahidul I. Nayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahidul I. Nayem:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share