jagomunshiganj24.com

  • Home
  • jagomunshiganj24.com

jagomunshiganj24.com It is illegal to use any text, images or videos on this website without permission.Munshiganj-1501

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা
21/02/2024

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা

31/01/2024

মুন্সীগঞ্জের গজারিয়া ঘাটে চরকিশোরগঞ্জে অবৈধ স্থাপনা নদীর তীরে বিআইডব্লিউটিএ অভিযানে রিসোর্ট উচ্ছেদ।

Send a message to learn more

পুলিশের অবসরপ্রাপ্ত রাজনৈতিক পলিটিক্যাল অতিরিক্ত আইজিপি'র মানবতার নিদর্শন।  মোঃ সুজন বেপারী - বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ...
12/01/2024

পুলিশের অবসরপ্রাপ্ত রাজনৈতিক পলিটিক্যাল অতিরিক্ত আইজিপি'র মানবতার নিদর্শন।

মোঃ সুজন বেপারী - বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত রাজনৈতিক পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন (পিপিএম বার) (বিপিএম বার) একজন মুন্সীগঞ্জের কৃতি সন্তান হিসেবে নির্লোভ, নির্মোহ, সদালাপী, পরোপকারী অত্যন্ত সাদা মনের মানুষ, একজন মানবতার ফেরিওয়ালা ও পুলিশের উজ্জ্বল নক্ষত্র বাহিনীর মানবতার নিদর্শন।

অনুসন্ধানে জানা যায় প্রকৃতপক্ষে যারা দুস্থ্য, গরীব,শীতে কাতর তাদেরকেই কম্বল দেওয়া হয়। উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগানোর জন্য আইসক্রীম ও জুস বিতরণ করেন। সৌদি বাদশা সালমানের মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহযোগিতায় দেশব্যাপী ৮৭ হাজার হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি ও ধর্মীয় অনুশাসনের জন্য নিজ বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। শীতকালে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক গণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকেন।

যিনি করোনাভাইরাস সংক্রমণ কোভিড-১৯ প্রতিরোধে দিনরাত নিরলসভাবে কাজ করে থাকেন। দেশের মানুষের পাশাপাশি ভাবেন মুন্সীগঞ্জের অসহায়, হতদরিদ্র,অবহেলিত,বঞ্চিত মানুষের কথা। কিভাবে লাঘব করা যায় গরীব,দুঃখি মানুষের দুঃখ,দূর্দশা। কি ভাবে এলাকার মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখা যায়। অসহায় কর্মহীন মানুষকে সহায়তা করা যায়। মানুষের বিপদেআপদে সবসময় তিনি পাশে থাকেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানব কল্যানে।

তিনি চাকরির সুবাদে বসবাস করেন ঢাকাতে,কিন্তু তার মন সদাই পরে থাকে নিজ জন্মস্থান মুন্সীগঞ্জে। চিন্তা করেন মুন্সীগঞ্জবাসীকে নিয়ে,ভাবেন এলাকার মানুষকে নিয়ে, কিভাবে মানুষ দু'বেলা দু'মুঠো খেয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। দূর্নীতি, মাদক,সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পরিপাটি সুস্থ সমাজ গড়ে তুলাই তাঁর লক্ষ্য ।

যখনি সময় পান ছুটে আসেন নিজ এলাকায়।এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে এসে দাঁড়ান। মীরকাদিম পৌরসভার রিকাবীবাজারের মানুষের কাছে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন একজন আস্থাভাজন ও ভালোবাসার মানুষ হিসাবে অতি পরিচিত।তিনি তাঁর ভালোবাসার যাদুতে খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন। বড়,ছোট আপন,পর সকলেই তার কাছে সমান। তাঁকে অনেকেই বলে থাকেন মানবতার ফেরিওয়ালা ও একজন মানবসেবক। ইতিপূর্বে দেশের এই মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এর ক্রান্তিলগ্নে ও থেমে নেই তাঁর মানবতার সহায়তা। এলাকার মানুষের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা।

করোনাভাইরাস সংক্রমণে লকডাউনের কারনে খেটে খাওয়া মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়ায় নিম্ন আয়ের ও মধ্য আয়ের মানুষের মাঝে লকডাউনের শুরু থেকেই খাদ্য সহায়তা করে থাকেন। পাশাপাশি এলাকায় বিভিন্ন শ্রেণির মানুষকে পিপিই,মাস্ক,স্যানিটাইজারসহ বিভিন্ন করোনাভাইরাসের সময় উপকরণ বিতরণে হাত বাড়িয়ে দেন। তাঁর এই মহানুভবতার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে মুন্সীগঞ্জবাসীর কাছে।

পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, পুলিশ মানুষের বন্ধু, তাই মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি আপনাদের জন্য সব সময় নিয়োজিত হয়ে কাজ করে যেতে চাই। এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ- বৃষ্টিতে ফসল ফলানো কৃষক, তাদের জন্য লিখুন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ২০৪১ সফল করতে হলে সবাইকে সৎভাবে পরিশ্রম করতে হবে।

আরও বলেন তিনি, দেশকে দারিদ্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে দেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। দারিদ্রতার বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে কাজ করতে হবে। এদেশের কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকলের সন্তানকে সমানভাবে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থনৈতিক মুক্তি পেতে হলে দেশের সকল নাগরিককে কাজ করতে হবে। ইউরোপের দেশগুলোর মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সকল নাগরিকের অর্থনৈতিক ও সার্বিক মুক্তি তবেই আমরা উন্নত জাতী ও উন্নত দেশ হিসাবে গর্ব করতে পারবো।

07/01/2024

মুন্সীগঞ্জ-৩ আসনে মীরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় নৌকার সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জ ত্রিমুখ এরিয়া চরকিশোরগঞ্জ গড়ে উঠেছে হৈ চৈ বিনোদন শিশু পার্ক। মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ সদর উপজেলার পার্শ্ব...
30/12/2023

মুন্সীগঞ্জ ত্রিমুখ এরিয়া চরকিশোরগঞ্জ গড়ে উঠেছে হৈ চৈ বিনোদন শিশু পার্ক।

মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ সদর উপজেলার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সোনারগাঁও ত্রিমুখ এরিয়া চরকিশোরগঞ্জ গজারিয়া ঘাট নদীর তীরে অল্প সময়ের ব্যবধানে ২০২১ সালে পার্কটি জেলার দর্শনীয় একটি স্থান পরিচিতি হিসেবে গড়ে উঠেছে হৈ চৈ বিনোদন শিশু পার্ক ও রিসোর্ট কেন্দ্রসহ পাশা-পাশি আরো ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন অবস্থিত।

সন্ধ্যার পর জ্বলে ওঠে লাল-নীল, হলুদ-সবুজ বাতি। উদ্যানের খোলা জায়গায় কপি হাউস, চটপটি-ফুচকা ও বিভিন্ন ধরনের খাবারের দোকান। শিশুদের খেলাধুলা ও আনন্দ-বিনোদনের জন্য দোলনা, ঘূর্ণায়মান চর্কা, নাগর দোলা, ট্রেনসহ আরও রয়েছে নানা উপকরণ। সবার সমন্বয়ে সেজে উঠছে পার্কটি। দিন যাচ্ছে আর রূপ ছড়াচ্ছে। একই সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। আবার দেখা যায় নদীর মাঝেও ভেসে বেড়ানো স্পিডবোট।

হৈ চৈ শিশু পার্কের কর্তৃপক্ষ মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, মোহাম্মদ নজরুল ইসলাম ও সোহেল মিয়া ও মোহাম্মদ স্বপনসহ কয়েকজনে আমরা এক কোটি টাকা ব্যায়ে সুন্দর পরিবেশে বিনোদনের কেন্দ্র সাজিয়ে তুলা সম্পন্ন হয় আরো জিনিস পত্র বাড়ানোর চেষ্টায় রয়েছি প্রতিদিনই বাড়ছে বিনোদনপ্রেমীদের ভিড়। তবে এখন পর্যন্ত ভালো পরিবেশ বজায় রয়েছে। এমন সুস্থ পরিবেশ যেন বজায় থাকে এটাই কামনা কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে।

এবিষয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা অফিসার (ইউএনও) দিপন দেবনাথ বলেন, হৈ চৈ শিশু পার্ক ও রিসোর্ট গড়ে তুলা আমার জানা নেই তবে আমার অবগতয়ে রইলো।

এবিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি কামরুজ্জামান বলেন, বিনোদনের খোঁজ নিয়ে দেখবো এখানে আইনশৃঙ্খলা বজায় রাখাতে সর্বদা চেষ্টা করা হবে।

মুন্সীগঞ্জ-৩ আসনে দক্ষিন ইসলাম পুরে কাঁচি মার্কায় ভোট চাইলেন আওলাদ। মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংস...
26/12/2023

মুন্সীগঞ্জ-৩ আসনে দক্ষিন ইসলাম পুরে কাঁচি মার্কায় ভোট চাইলেন আওলাদ।

মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন কে সামনে রেখে দক্ষিন ইসলাম পুর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আওলাদ হোসেনের স্ত্রী শিল্পী বেগম এর নেতৃত্বে সতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি মার্কায় ভোট চাইলেন কয়েক শতাধিক নারীকর্মীরা।

২৬ই ডিসেম্বর বিকেল তিনটায় কাচিঁ মার্কা লিপলেট বিতরণ করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আওলাদ হোসেন।

এসময় পৌর শহরের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন দক্ষিণ ইসলাম পুরের খাসকান্দি সহ বিভিন্ন এলাকায় বিপ্লবের কাঁচি এ স্লোগানে অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ। মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ সদর উপজেলার মির...
26/12/2023

মুন্সীগঞ্জে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ।

মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক পলিটিক্যাল নেতা অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন সাহেব নিজ বাড়িতে উপস্থিতিতে রিকাবী বাজার টেঙ্গরে গতকাল ২৫ই ডিসেম্বর সোমবার বিকেল পাঁচটার সময় অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায় প্রকৃতপক্ষে যারা দুস্থ্য, গরীব,শীতে কাতর তাদেরকেই কম্বল দেওয়া হয়। উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগানোর জন্য আইসক্রীম ও জুস বিতরণ করেন। ধর্মীয় অনুশাসনের জন্য নিজ বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। শীতকালে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক গণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকেন বলে জানান।

21/12/2023

১৯৭১ সালের মহান বিজয় মাসের সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা....

মুন্সীগঞ্জ-১ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী দোয়েল আক্তার পেয়েছেন আম প্রতীক।
18/12/2023

মুন্সীগঞ্জ-১ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী দোয়েল আক্তার পেয়েছেন আম প্রতীক।

17/12/2023

মুন্সীগঞ্জ জেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ডিসি- এসপি পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি'র উপস্থিততে মুক্তিযোদ্ধাগণদের উদযাপনের স্মরণীয় অনুষ্ঠিত।

জাগো মুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা...
15/12/2023

জাগো মুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা.......

বাংলার খাল-বিল, পুকুর-জলাশয়ে ফোটে শাপলা ফুল।
14/12/2023

বাংলার খাল-বিল, পুকুর-জলাশয়ে ফোটে শাপলা ফুল।

জাগোমুন্সীগঞ্জ ৩য় বর্ষপূর্তি ৪র্থ বর্ষে পর্দাপণে আলোচনা সভা।স্টাফ রিপোর্টার -মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জের নারায়ণ...
08/12/2023

জাগোমুন্সীগঞ্জ ৩য় বর্ষপূর্তি ৪র্থ বর্ষে পর্দাপণে আলোচনা সভা।

স্টাফ রিপোর্টার -মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জের নারায়ণগঞ্জ এরিয়া রিসোর্ট পার্কে গত বুধবার ৬ই ডিসেম্বর বিকেল সাড়ে পাচঁটায় জাগোমুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর ৩য় বর্ষপূর্তি ৪র্থ বর্ষে পর্দাপণের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় অবগতয়ে মুন্সীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সাবেক স্পেশাল ব্রাঞ্চের রাজনৈতিক পলিটিক্যাল নেতা অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন ও বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি জনাব মিজানুর রহমান ইরান।

বক্তব্যকালে উপস্থিতি ছিলেন, চরকিশোরগঞ্জ রিসোর্ট কমিটির পার্কের সভাপতি, ৯নং ওয়ার্ড দীল মুহাম্মাদ ও মোফাজ্জল হোসেন, মোহাম্মদ স্বপন মিয়া,আনিছুর রহমান, মোহাম্মদ বাদল মিয়া, ইয়ানবী, শফিকুল, আবু তালেব আবু, মোহাম্মদ হাবিব।

এছাড়াও উপস্থিতি ছিলেন, মোহাম্মদ শাহআলম হালাদার ও মোঃ আবুল মাদবর ও ঢাকা মহানগর প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন অফিসার ও দৈনিক আলোকিত সকাল স্টাফ রিপোর্টার, জাগো মুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোঃ সুজন বেপারী, জাগো মুন্সীগঞ্জ টুয়েন্টিফর ডটকম এর স্টাফ রিপোর্টার সাংবাদিক ডা: মোঃ নয়নসহ অন্যান্য প্রমুখ।

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন যারাশ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি - আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্ব...
30/11/2023

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন যারা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি - আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর- সিরাজদিখান উপজেলা) এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী'র কাছে সংশ্লিষ্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এদিন দুপুর সোয়া ১ টার দিকে প্রথম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিছুক্ষণ পরই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ, বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও আসনটির বর্তমান সাংসদ মাহি বি চৌধুরী, তৃনমূল বিএনপির চেয়ারপার্সন অন্তরা হুদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম- মহাসচিব আতাউল্লাহ হাফেজী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। বিকাল ৫টার দিকে প্রার্থীদের মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মো. ফখর উদ্দিন সিকদার। অপরদিকে ন্যাশনাল পিপলস্ পার্টির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় মহিলা পার্টির সহ-সভাপতি দোয়েল আক্তার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি তিনি (প্রার্থী) নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনিয়ে মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দু'জন নারীসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী'র গনভবনে এমপি'র সাক্ষাৎ। মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ-৩ আসনের বর...
29/11/2023

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী'র গনভবনে এমপি'র সাক্ষাৎ।

মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ-৩ আসনের বর্তমান পালামেন্ট এর সংসদ সদস্য নৌকা প্রতীক পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস গনভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন এমপি।

রাজনৈতিক প্রসঙ্গে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে আরও শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ১৯৫৯ সালের ২৫ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান সদর উপজেলার সরদার পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম স্যাম লাল দাস ও মাতার নাম গীতা রানী দাস। তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। তিনি আইন ব্যবসা করেন। মৃনাল কান্তি দাস ২০১০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ছিলেন। তিনি ৫ জানুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত ১০ম জাতীয় পালামেন্ট নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মুন্সীগঞ্জ তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেন যারা -১ মহিউদ্দিন আহমেদ -২ সাগুফতা ইয়াসমিন এমিলি -৩ এডভোকেট মৃণাল ...
26/11/2023

মুন্সীগঞ্জ তিনটি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেন যারা -১ মহিউদ্দিন আহমেদ -২ সাগুফতা ইয়াসমিন এমিলি -৩ এডভোকেট মৃণাল কান্তি দাস

মুন্সীগঞ্জ-১ আসনে নৌকা পাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতিবীদ হারুন অর রশিদ। মুন্সীগঞ্জ ডেস্ক- এবার মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থী ...
24/11/2023

মুন্সীগঞ্জ-১ আসনে নৌকা পাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতিবীদ হারুন অর রশিদ।

মুন্সীগঞ্জ ডেস্ক- এবার মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থী দিতে যাচ্ছে আওয়ামী লীগ। জেলায় প্রার্থী নির্বাচনে এটাই হতে পারে এবারের চমক।

দলীয় সূত্রে জানা গেছে, এই আসনের বর্তমান সংসদ সদস্য বিকল্প ধারার মাহি বি চৌধুরী এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন নাও পেতে পারেন। তাছাড়া প্রথম অবস্থায় সারাদেশের সকল আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। সেই হিসাবে মুন্সিগঞ্জ ১ আসনে নৌকার প্রার্থী করা হতে পারে হানা গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি জাপান বঙ্গবন্ধু পরিষদ জয়েন্ট ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের রাজনীতিবীদ হারুন অর রশিদ।

তবে কালই যানা যাবে আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে নেতাকর্মীদের।

মুন্সীগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মিত্র বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরী। আসনটি এর আগের দুই মেয়াদে আওয়ামী লীগের দখলেই ছিলো। ২০১৮ সালের নির্বাচনের আগে ‘প্ল্যান বি’ নিয়ে রাজনীতির মাঠে হাজির হন মাহি। মাহির দল বিকল্পধারা প্রথমে বিএনপির সাথে যুক্তফ্রন্টে গেলেও পরে যোগ দেয় আওয়ামী লীগের জোটে।

বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের বিপরীতে ৬৫.০৯% শতাংশ ভোট পেয়ে বিকল্প ধারা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাহি বি চৌধুরী।

২০০২ সালে মাহির পিতা বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি ছেড়ে দেন। এরপর উপ-নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মাহি। কিন্তু বিএনপি বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগে বাধ্য করলে মাহিও সংসদ সদস্য পদ ছেড়ে দেন। দুজনে মিলে গঠন করেন বিকল্প ধারা।

২০০৪ সালে আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মমিন আলীকে হারিয়ে বিজয়ী হন মাহি বদরুদ্দোজা চৌধুরী।

এর আগে ১৯৯১, ১৯৯৬ ফেব্রুয়ারি (ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন), ১৯৯৬ জুন (সপ্তম জাতীয় সংসদ নির্বাচন) ২০০১ ও ২০০২ সালে অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে আসনটি বিএনপির দখলে ছিলো। এই আসনটিতে ২০০৮ সালে মোট ভোটের ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ও বিকল্প ধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে হারিয়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ।

২০১৪ সালের নির্বাচনে বিএনপি ভোট বর্জন করলে জাতীয় পার্টির প্রার্থী নুর মোহাম্মদকে হারিয়ে ৯৬ শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সুকুমার রঞ্জন ঘোষ।

মুন্সীগঞ্জ-১ আসন থেকে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)'র পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দোয়েল আক্তার।
24/11/2023

মুন্সীগঞ্জ-১ আসন থেকে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)'র পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দোয়েল আক্তার।

মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের কে হচ্ছেন নৌকার মাঝি।
24/11/2023

মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের কে হচ্ছেন নৌকার মাঝি।

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন হারুন অর রশিদ ।নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ...
19/11/2023

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন হারুন অর রশিদ ।

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর – সিরাজদিখান) আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন হানা গ্রুপ প্রতিষ্ঠাতা সভাপতি জাপান বঙ্গবন্ধু পরিষদ জয়েন্ট ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের রাজনীতিবীদ হারুন অর রশিদ।

গতকাল ১৮ই নভেম্বর শনিবার বেলা দুপুর ০১টার সময় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ - ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাবেক সংসদ সদস্য এম.ইদ্রিস আলী এমপি।
18/11/2023

মুন্সীগঞ্জ - ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাবেক সংসদ সদস্য এম.ইদ্রিস আলী এমপি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন....
15/11/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন....

15/11/2023

মুন্সীগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য এমপি এম.ইদ্রিস আলী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এম ইদ্রিস আলীর সালাম নিন, নৌকায় ভোট দিন' এরকম ফেস্টুন দেখা যাচ্ছে জেলা সদরের বিভিন্ন জায়গায়। এই ফেস্টুন আসন্ন নির্বাচনকে ঘিরে ইদ্রিস আলীর তৎপরতা আরও চলছে প্রচারণা।

মুন্সীগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য এমপি এম.ইদ্রিস আলী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তারপুরে দেখা যায় ফেস্টুন...
15/11/2023

মুন্সীগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য এমপি এম.ইদ্রিস আলী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তারপুরে দেখা যায় ফেস্টুন ব্যানার প্রচারণা।

মুন্সীগঞ্জ -১ আসনে রাজনীতিবীদ হারুন অর রশিদের জীবন বৃত্তান্ত।মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জের কৃতি সন্তান হানা গ্রুপ (জাপা...
14/11/2023

মুন্সীগঞ্জ -১ আসনে রাজনীতিবীদ হারুন অর রশিদের জীবন বৃত্তান্ত।

মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জের কৃতি সন্তান হানা গ্রুপ (জাপান বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ) জয়েন্ট ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ আওয়ামী লীগের ও (রাজনীতিবিদ) উদ্দেশ্যে জীবন বৃত্তান্ত।

হারুন অর রশীদ বলেন -পারিবারিক ও রাজনৈতিক পরিচয় : পৈত্রিক সূত্রে আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার পিতা মরহুম আব্দুর রহমান মোল্লা, সাবেক প্রতিষ্ঠাতা (সভাপতি) কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রীনগর-মুন্সীগঞ্জ। বাবার হাত ধরেই শৈশব থেকে কৈশর ছাত্রলীগ রাজনীতি দিয়েই আমার রাজনৈতিক অঙ্গনে পথ চলা। ১৯৮৫ সালে এসএসসি ও ১৯৮৭ সালে এইচএসসি পাশ করার পর, ১৯৮৮ সালে বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করি।

১৯৯০ সালে জাপানে বঙ্গবন্ধু পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। ১৯৯৩ ও ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জাপান সফরে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দায়িত্ব পালন করি এবং জাপানী দোভাষী হিসাবে কাজ করি।

পারিবারিক তথ্য: বাবা: মৃত আব্দুর রহমান মোল্লা সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, কুকুটিয়া ইউনিয়ন, শ্রীনগর ভাই-বোন ৪ ভাই ১ বোন

১। হারুন অর রশিদ ব্যবসায়ী ২। আবু বকর সিদ্দীক ব্যবসায়ী ৩। আবুল কালাম আজাদ জাপান প্রবাসী ৪। নাজমা রহমান গৃহিনী ৫। শাহীন আহমেদ - ব্যবসায়ী পারিবারিক ভাবে সকলেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য: • জন্ম তারিখ: ০১ মার্চ ১৯৬৮ইং

• বর্তমান ঠিকানা: ২০৩, ফ্রি স্কুল স্ট্রিট,কলাবাগান, ধানমন্ডি, ঢাকা-১২০৫। স্থায়ী ঠিকানা : গ্রামঃ- বিবন্দী, ডাকঘর:- বিবন্দী, উপজেলাঃ- শ্রীনগর, জেলাঃ- এন আইডি নম্বর ২৮২৯৮৫৭৩২১ এইচ. এস. সি যোগাযোগ: সামাজিক সম্পৃক্ততা :

নিজস্ব অর্থায়নে নিজ এলাকায় বঙ্গবন্ধু মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট নির্মান, বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দলীয় ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নির্মান ও নির্মান কাজে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান, দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় গরীব অসহায়দের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ, দলীয় নেতাকর্মীদের আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান, এলাকার বেকার ও কর্মহীনদের জন্য কর্মস্থল নির্মান সহ ১৯৯৬ সাল থেকে ২০১৮ সালে জাতীয় নির্বাচন পর্যন্ত বাংলাদেশের সকল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থীর পক্ষে আর্থিক ও সার্বিক সহযোগিতাসহ এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছি এবং আমৃত্যু প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে অবদান : দীর্ঘদিন, জাপান প্রবাস জীবনে অর্জিত সম্পর্ক এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ এর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগে এই পর্যন্ত পাঁচটি জাপানিজ কোম্পানির (থাইসে করপোরেশন, মারুবিনি কনস্ট্রাকশন, ওরাইশি কর্পোরেশন, মিওয়াগাওয়া কনস্ট্রাকশন এবং জাপান ডেভেলপমেন্ট কর্পোরেশন) বিনিয়গ সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

হানা গ্রুপ (জাপান-বাংলাদেশ) এর ব্যবস্থাপনা পরিচালক এবং লোকাল পার্টনার হিসাবে জাপানি কোম্পানির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে সক্ষম হয়েছি এবং আরো বেশকিছু সম্ভাব্য প্রজেক্ট এর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে জাপানের Miyagawa Construction কোম্পানীর অর্থায়নে সম্ভাব্য নির্মাণাধীন ভোলা-বরিশাল ব্রীজ প্রকল্পে জাপানি কোম্পানীর লোকাল পার্টনার হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Public Private Partnership (PPP) Authority. প্রধানমন্ত্রীর কার্যালয় এর সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমৃত্যু এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর কালে হানা গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা তার সাথে সফর সঙ্গী ছিলেন বলে জানিয়েছেন।

মুন্সীগঞ্জ মুক্তারপুর হতে পঞ্চবটি- নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক উদ্বোধন।স্টাফ রিপোর্টার - নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্...
14/11/2023

মুন্সীগঞ্জ মুক্তারপুর হতে পঞ্চবটি- নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক উদ্বোধন।

স্টাফ রিপোর্টার - নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জানমালের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে। তবে আমরাও সতর্ক রয়েছি। আমরা জনগণের সেবক। জনগণ যদি মনে করে তাদের সেবক হিসেবে কিংবা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এটা প্রতিরোধ করা প্রয়োজন, তাহলে আমরা জনগণকে নিয়েই তাদের প্রতিরোধ করবো। ওদের চেয়ে জনগণের শক্তি বেশি। তাদের বোঝা উচিত যে তারা ধৈর্যের সীমার বাহিরে চলে গেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর সড়ক উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করা বিএনপির উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য এমন পরিস্থিতি তৈরি করা যাতে দেশে একটি পাপেট (পুতুল) সরকার আসে। এই সুযোগে দেশকে আবারও একটি কলোনিতে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে নির্বাচন হচ্ছে, গাজাতে মানুষ মেরে ফেলা হচ্ছে, হাসপাতালে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে মানবাধিকারের কোনো প্রশ্ন উঠছে না। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই সবাই উদগ্রিব। এর প্রধান কারণ আমাদের ভৌগোলিক সীমা। এই ভৌগোলিক সীমার কারণেই আমরা গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে পরিণত হয়েছি।

তিনি আরও বলেন, পরাশক্তিসহ বাংলাদেশে যারা আছে, বিশেষ করে তারেক রহমানের নির্দেশে তারা যে কোনো পন্থায় এই নির্বাচন বন্ধ করতে চাচ্ছে। ইনশাআল্লাহ নির্বাচন হবে, সময়মতোই হবে। এখন কিছু বাস ভাঙচুর করা হবে, মানুষ পুড়িয়ে ফেলা হবে, শামীম ওসমান মরবে, কিছু আহত হবে, নিহত হবে। আমাদের ওপর আঘাত হতেই পারে। এর আগেও বারবার করেছে। ২১ আগস্টে করেছে। জাতির পিতার কন্যাকে একবার না ২১ বার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ - ১ আসনে আওয়ামী লীগের কে পাবেন নমিনেশন।
05/11/2023

মুন্সীগঞ্জ - ১ আসনে আওয়ামী লীগের কে পাবেন নমিনেশন।

মুন্সীগঞ্জ -১ আসনে মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান হারুন-রশিদ। মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের ন...
03/11/2023

মুন্সীগঞ্জ -১ আসনে মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান হারুন-রশিদ।

মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকার প্রচারণায় নেমেছেন হানা গ্রুপের চেয়ারম্যান মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান হারুন অর রশীদ মোল্লা। শ্রীনগর উপজেলার বিবন্দী বাজার, কুকুটিয়া বাজার, হোগলাগাঁও বাজার ও বাড়ৈগাও বাজারে গণসংযোগ দেখা যায়।

এ-সময় হারুন রশিদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদান করার কাজে আমি সর্বাত্মক চেষ্টা করে আসছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। তিনি পদ্মা সেতু, রেল সংযোগ, মেট্রোরেল সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদের প্রচারণার সময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর কালে হানা গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা তার সাথে সফর সঙ্গী ছিলেন বলে জানান।

02/11/2023

সরকারের বেঁধে দেওয়া দামে জেলায় প্রতিদিন ৩০ টন আলুবিক্রি হবে ট্রাকের মাধ্যমে ডিসি মুন্সীগঞ্জ।

28/10/2023

পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক - বিএনপির সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তাকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল পারভেজকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে। সেই ফুটেজ আমাদের কাছে আছে।

এর আগে, রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

এদিন নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ আহত অন্তত ৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

Address

Www. Jagomunshiganj24. Com

Telephone

+8801797431450

Website

Alerts

Be the first to know and let us send you an email when jagomunshiganj24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to jagomunshiganj24.com:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share