AK Babu bhai

AK Babu bhai ⫷▓▓▓(󱢏Kashem Babu󱢏)▓▓▓⫸

󰂆 󰟬 󰟷 󰟫
(11)

09/01/2025

সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া
আলহামদুলিল্লাহ

কাশেম কাকার তিন মেয়ে লেখায়: কাশেম✍️✍️কাশেম কাকার তিনটি মেয়ে সুমাইয়া, ঐশি, মিম,শ্যামলা থেকে ফরসা হইছেতারা মুখে মেখে ক্রিম...
06/11/2024

কাশেম কাকার তিন মেয়ে
লেখায়: কাশেম✍️✍️

কাশেম কাকার তিনটি মেয়ে
সুমাইয়া, ঐশি, মিম,
শ্যামলা থেকে ফরসা হইছে
তারা মুখে মেখে ক্রিম।

সুমাইয়ার বয়স সতেরো হতেই
হাত রেখে সাব্বিরের হাতে,
প্রেমের টানে ছাড়লো বাড়ি
পালিয়ে গেলো সে রাতে।

মেয়ের শোকে কাশের কাকার
ঝরছে চোখের পানি,
কয়েকদিন পরেই ঐশি পালিয়েছে
হায় খবর আবার শুনি।

পাশের গ্রামের সাইফুলের সাথে
কাজি অফিসে গিয়ে,
দশ টাকার কাবিন করে
করেছে তারা বিয়ে।

কয় মাস হলো কাশেম কাকা
আছে দু মেয়ের কষ্ট ভুলে,
হঠাৎ করেই সংবাদ এলো
মিমও গেছে নাকি চলে।

আমি তখন খবর নিলাম
কাশেম কাকার অতীত নিয়ে,
চাচিকে নাকি কাশেম কাকা
পালিয়ে করেছিলো বিয়ে।

কথায় আছে গাছ যেমন
তার ফলও তেমন হয়,
কাশেম কাকার ক্ষেত্রেও কথাটি
কোনো ব্যাতিক্রম নয়।

জং ধরেছে মোর মনে কাশেম ✍️✍️ক্লাস সেভেনের তানহার ঘরে দেড়শো প্রেমের পত্র, আমার ঘরে একটাও নাই আমি কলেজের ছাত্র। সারাজীবন ছন...
31/10/2024

জং ধরেছে মোর মনে
কাশেম ✍️✍️

ক্লাস সেভেনের তানহার ঘরে
দেড়শো প্রেমের পত্র,
আমার ঘরে একটাও নাই
আমি কলেজের ছাত্র।

সারাজীবন ছন্দ লিখলাম
পেলাম না প্রেমের চিঠি,
প্রপোজ করতে গিয়ে কত
দেখলাম হাতে লাঠি।

ক্লাস ফোরের ফারিয়া রোজ
প্রেমিক সংখ্যা গোনে,
এদিকে কারো প্রেম না পেয়ে
জং ধরেছে মোর মনে।

সাবিহার কথা বলবো কি আর
এখনো ওঠেনি দুধের দাঁত,
প্রেমের টানে সে নাকি হায়
হাসিবের দিকে বাড়িয়েছে হাত।

ক্লাস ফাইভের মাসুদ রানা
সেও প্রেমের ঘাটের মাঝি,
সব মেয়েরাই তার সাথে
প্রেম করতে হয় রাজি।

সামিয়ার কথা নাই বা বলি
ক্লাস থ্রীতে সে পড়ে,
এখনি নাকি এই বয়সে সে
ডাবল টাইমিং করে।

চোখের সামনে এসব দেখে
সহ্য করবো কয় জনে,
সুন্দরী কারো প্রেম না পেয়ে
জং ধরেছে মোর মনে।

15/10/2024

তোমাদের ভাবি ফেইল করছে

12/10/2024

আজকে গায়ে হলুদ কালকে আমার বিয়ে

আমি শরিফ নাকি শরিফা  কাশেম✍️✍️যেখানে যাই সেখানেই শুধু দুষ্টুরা থাকে চেয়ে,কেউ ভাবে ছেলে আমায়কেউ ভাবে মেয়ে। কেউ দেয় প্রেম ...
10/10/2024

আমি শরিফ নাকি শরিফা
কাশেম✍️✍️

যেখানে যাই সেখানেই শুধু
দুষ্টুরা থাকে চেয়ে,
কেউ ভাবে ছেলে আমায়
কেউ ভাবে মেয়ে।
কেউ দেয় প্রেম পত্র
কেউবা দেয় ফুল,
ধুতি দেখে ছেলে ভাবে
মেয়ে ভাবে দেখে চুল।
ন্যাকা কথায় কেউ আবার
শরিফা মনে করে,
কেউ আবার শরিফ ভেবে
আমায় জরিয়ে ধরে।
আমি শরিফ নাকি শরিফা
শোনো কানটি পেতে ধরে,
যাও বলবো না দুষ্টুরা
আমার শরম করে।
🫣🤭🤭

04/10/2024

দেখতে পারো আমার দিকে
ছেলে আমি নিউ,
তোমায় আমি ভালোবাসি
আই লাভ ইউ।

রিমঝিম ধারাতে বৃষ্টি এলো পারাতে চল যাই ছুটে আম আনি খুটে বৃষ্টির মাঝে আজ এ মন হারাতে। পুকুর পারে ডাকছে ব্যাঙঘ্যাঙর ঘ্যাং ...
01/10/2024

রিমঝিম ধারাতে বৃষ্টি এলো পারাতে
চল যাই ছুটে আম আনি খুটে
বৃষ্টির মাঝে আজ এ মন হারাতে।

পুকুর পারে ডাকছে ব্যাঙ
ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং
শোল টানছে পুটির ঠ্যাং।

শালিক যাচ্ছে বাসায় ফিরে
শত বৃষ্টির ফোটার ভিরে
মাঝি বাধছে নৌকা তীরে।

বৃষ্টির মাঝে মনটা আজ
ফেলে দিয়ে সকল কাজ
করতে চাচ্ছে পাহাড়ি নাচ।

আজ এ মন বেঘ বেলায়
পানির সাথে ঢেউ খেলায়
ছুট্টে গিয়ে নাইতে চায়।

বাইরে যেতে মায়ের বারণ
জ্বর আসবে এটাই কারণ
তবু বৃষ্টির মাঝে বাড়াই চরণ।

বৃষ্টি ভিজে সন্ধা বেলায়
হাপিয়ে মরি হাচির ঠেলায়
লাঠি দিয়ে মা কেলায়।

বৃষ্টি
কাশেম ✍️

কি দোষ সে পেলো?কাশেম✍️✍️আমার হৃদয় কাদে মনেপরলে পুরনো সব সৃতি, চলে গেলে জীবন থেকে প্রেমের টেনে ইতি।সুরাইয়া আমার বান্ধবী ছ...
30/09/2024

কি দোষ সে পেলো?
কাশেম✍️✍️

আমার হৃদয় কাদে মনে
পরলে পুরনো সব সৃতি,
চলে গেলে জীবন থেকে
প্রেমের টেনে ইতি।
সুরাইয়া আমার বান্ধবী ছিলো
নয়তো অন্য কিছু,
তোমার খোজ নিতেই শুধু
ঘুরছি রাবেয়ার পিছু।
হাফিজা আমার বেষ্টফ্রেন্ড ছিলো
তার চেয়ে বেশি কিছু নয়,
খোদার কসম নুপুর আমার
চাচাতো বন হয়।
সুমি আমার ক্লাসমেট ছিলো
নিতাম তার থেকে নোট,
ভুল করে একদিন লেগে গেল
ঠোটের সাথে ঠোট।
বৃষ্টির সাথে এমনি সেদিন
পুকুর পারে বসে,
কইছিলাম কথা কিছুক্ষণ
একটু মুচকি হেসে।
সামান্য এই কারণ গুলোয়
ছাইরা চলে গেলো,
জানিনা আমার মাঝে
কি দোষ সে পেলো!

কবে করবো বিয়ে?🙁   কাশেম ✍️✍️চোখের সামনে ঘোরে সবাই আহা সুন্দরী বউ নিয়ে, আমি কবে ঘুরবো হাইরে হবে নাকো মোর বিয়ে?সেদিন যারা ...
30/09/2024

কবে করবো বিয়ে?🙁
কাশেম ✍️✍️

চোখের সামনে ঘোরে সবাই
আহা সুন্দরী বউ নিয়ে,
আমি কবে ঘুরবো হাইরে
হবে নাকো মোর বিয়ে?
সেদিন যারা হাফপ্যান্ট পরে
সামনে দিয়ে ঘুরতো,
গায়ে থাকতো কাঁদা মাটি
নাক দিয়ে স্বর্দি ঝরতো।
পুতুল পুতুলের বিয়ে খেলতো
তারা বর বউ সেজে,
বরযাত্রীকে খাওয়াতো তারা
গাছের পাতা ভেজে।
এখন তারা বউয়ের সাথে
সামনে দিয়ে ঘোরে,
এই বেদনা আমি ভাইরে
সইবো কেমন করে।
পাড়ার মহল্লার সুন্দরীদের
যাচ্ছে বিয়ে হয়ে,
বান্ধবীরাও শশুরবাড়ি যাচ্ছে
আমি দেখছি শুধু চেয়ে।
সবার বিয়েই হচ্ছে ভাইরে
আমার হচ্ছে না শুধু,
এ জীবনে পাবোনা বুঝি
সুন্দরী একটা বধু।

ছোট ভাইয়ের বিয়ে      কাশেম✍️✍️ছোট ভাইটা সেভেনে পড়েদেখতে কিছুটা কালো,কালো হলেও ছোট ভাইটার মেধা অনেক ভালো। রোজ সকালে সেজে ...
27/09/2024

ছোট ভাইয়ের বিয়ে
কাশেম✍️✍️

ছোট ভাইটা সেভেনে পড়ে
দেখতে কিছুটা কালো,
কালো হলেও ছোট ভাইটার
মেধা অনেক ভালো।
রোজ সকালে সেজে গুজে
স্কুলে যায় চলে,
পাশের গ্রামে ছুটে যায় সে
নিত্য বিকেল হলে।
হঠাৎ একদিন সাথে করে
আসলো নিয়ে বউ,
বললাম একটা পাথর নিয়ে
আমার মাথায় মার কেউ।
মনের দুঃখ কইবো কারে
তোমরা একটু শোনো,
এখন আমি কলেজে পড়ি
তবু গার্লফ্রেন্ড নেই কোনো।
কেমন করে সহ্য করবো
ছোট ভাই করেছে বিয়ে,
মরতে বুঝি হবে আমায়
গলায় দড়ি নিয়ে।

আমার কেউ নাই😞    কাশেম✍️✍️আমার কেউ নাই রে ভাইআমার কেউ নাই, একা খাই একা ঘুমাইএকাই দিন কাটাই।সাগরের বুকে সাদিয়া আছেশাকিলের...
27/09/2024

আমার কেউ নাই😞
কাশেম✍️✍️

আমার কেউ নাই রে ভাই
আমার কেউ নাই,
একা খাই একা ঘুমাই
একাই দিন কাটাই।
সাগরের বুকে সাদিয়া আছে
শাকিলের বুকে পারভিন,
শূন্য বুকে যাচ্ছে কেটে
আমার নিত্য দিন।
ইভার বুকে শুভ আছে
নিশির বুকে জয়,
দেয়ালে আমি মাথা ঘষে
শুধু কপাল করেছি ক্ষয়।
বৃষ্টির দিনে শুয়ে আছে
যাদের আছে বউ,
খাটের উপরেও উঠিনা আমি
কারণ নেইকো আমার কেউ
সবারই আছে আপন মানুষ
যেদিকেই আমি তাকাই,
আমিই বোধহয় সিঙ্গেল শুধু
আমার কেউ নাই।

সাম্য কোথাও নাই  কাশেম✍️✍️জগৎ জুরে সংঘাত শুধু নেইকো কোথাও শান্তি, লুব্ধ দৃষ্টি দেখতে দেখতে চোখ জুরে বাড়ে ক্লান্তি। মানুষ...
26/09/2024

সাম্য কোথাও নাই
কাশেম✍️✍️

জগৎ জুরে সংঘাত শুধু
নেইকো কোথাও শান্তি,
লুব্ধ দৃষ্টি দেখতে দেখতে
চোখ জুরে বাড়ে ক্লান্তি।
মানুষে মানুষে বিভেদ শুধু
গড়ে সম্পর্কের ভাগাভাগি,
বিত্ত একটু কম পরিলেই
চলে সার্থের রাগারাগি।
ভাইয়ে ভাইয়ে বিভেদ চলে
বোনের সাথেও তাই,
সংসারেতেও সুখের কমতি
সাম্য কোথাও নাই।
সম্পদ গড়তে সবাই ব্যাস্ত
প্রীতি প্রেম কজন চায়,
নেমেছি মোরা সম্পদ খুজতে
ব্যাস্ত অর্থের প্রতিযোগিতায়।
কোন দেশ কত ক্ষমতাশালী
আজ করতে তাহা প্রমাণ,
অদম্যে ঝরিয়ে চলেছি হায়
শত নিষ্পাপ জাতি প্রাণ।
(সংক্ষিপ্ত)

26/09/2024

আমারে ছাইড়া যাইতে, কখনো কা*রো এক ফোটা'ও মায়া হয় নাইই!'😊💔

মন নিয়ে আর খেলবি কত?  কাশেম ✍️✍️মন নিয়ে আর খেলবি কত সাদিয়া রে তুই, আর কত গুছিয়ে রাখবিগোলাপ জবা জুই। অন্তরের মনে কষ্ট দিয়...
25/09/2024

মন নিয়ে আর খেলবি কত?
কাশেম ✍️✍️

মন নিয়ে আর খেলবি কত
সাদিয়া রে তুই,
আর কত গুছিয়ে রাখবি
গোলাপ জবা জুই।
অন্তরের মনে কষ্ট দিয়ে
জিহাদকে করলি আপন,
এখন দেখি কাঁদে আবার
নাজমুল আর পাপন।
হাসিবরে তুই ছ্যাকা দিলি
রিফাদকে করলি পর,
রাকিবের মনে আসা দিলি
বাধবি প্রেমের ঘর।
সোহানকেও তুই ধোকা দিলি
সহজ সরল পেয়ে,
তোর বিরহে নাইম পরে থাকে
বিদেশি মদ খেয়ে।
কবির মনেও কষ্ট দিলি
কি দোষ ছিলো তার,
অন্যের মন নিয়ে সাদিয়া
তুই খেলবি কত আর?

24/09/2024

নারী তিন বেলা ভাতের অভাব সহ্য করতে পারে -কিন্তু এক বেলা ভালোবাসার অভাব সহ্য করতে পারে না!

24/09/2024

ফুটপাত
কাশেম✍️✍️
ফুটপাতে কাঁদে কত শিশুর দল
পেটে নাই খাবার চোখে শুধু জল।
রাস্তায় ঘোরে তারা নিয়ে ভিক্ষার থালি
খাবার তো পায়না, পায় শুধু গালি।
সারাদিনে পায় তারা দু এক আনা
তাি দিয়ে কি খায় তারা পেট ভরে খানা।
কত জনে বহুদিন খায় নাকো ভাত
কেমন কাটে তাদের ফুটপাতের রাত?
মশার কামর আর ঝেঝির ডাকে
রাত কাটে সকলের জেগে থেকে।
ফুটপাত শিশুরা খায় বড়লোকের লাথি
নেই তাদের বন্ধু, নেই কোনো সাথি।
ফুটপাত শিশুদের কেরে নিয়ে অধিকার
কিছু লোক হয়েছে বড় বড় অফিসার।
তাদের জন্য বরাদ্দ এসি ওয়ালা রুম
দামি দামি খাবার আর টাকার খাটে ঘুম।
ইজ্জত সম্মান নিয়ে তারা চলে,
কি আসে যায় ফুটপাত শিশুরা না খেলে।
বলি শোনো ওহে অফিসার,
ফুটপাত জনজীবন দেখ একবার।
কতনা কষ্ট আর মাথায় গাড্ডা
কিভাবে দাও তুমি নাইট এ আড্ডা।
দেশের সব অফিসার যদি এক হয়ে
ফুটপাত ওয়ালাদের সাহায্য করতো টাকা দিয়ে।
তবে বাংলাদেশে থাকতো না ফুটপাত জনজীবন
হতোনা কভু ফুটপাত শিশুদের মরন।
তাই বলি ভাই ভেঙে ফেলো ফুটপাত
তবেই পাবে গরিবরা পেট ভরে ভাত।

24/09/2024

'একজন সুন্দরী সঙ্গী থাকার চেয়ে,
একজন যত্নশীল সঙ্গী থাকা ভালো!🖤

Address


১১২২

Alerts

Be the first to know and let us send you an email when AK Babu bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK Babu bhai:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share