![প্রেম তুমি, হৃদয়ের খামে অজস্র নামে শত বেদনার সহস্র দামে ক্রীত এক সৃষ্...](https://img5.medioq.com/815/381/113351358153816.jpg)
21/08/2022
প্রেম তুমি,
হৃদয়ের খামে অজস্র নামে
শত বেদনার সহস্র দামে
ক্রীত এক সৃষ্টির বন্ধন!
প্রেম তুমি,
মনের খাতায় স্বপ্ন আঁকায়
শত আবেগের স্মৃতি পাতায়
নিঃসঙ্গতার হৃদস্পন্দন!
প্রেম তুমি,
সৃষ্টির উল্লাসে মত্ত আকাশে
শত সাধনার প্রপ্তির পাশে
লিখিত এক প্রাপ্তির নাম!
"প্রেম তুমি"
Skfi Shohan