!["একটি বিশেষ ঘোষণা"---------------------------------ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সাধারনের সদয় দৃষ্টি...](https://img3.medioq.com/324/972/557740153249727.jpg)
12/09/2024
"একটি বিশেষ ঘোষণা"
---------------------------------
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সাধারনের সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১৪/০৯/২৪ ইং তারিখ রোজ: শনিবার সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রক্ষনাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের পূর্বে শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সম্মানিত গ্রাহক সাধারনের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কর্তৃপক্ষ,
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১।
মুক্তাগাছা, ময়মনসিংহ।