Metro TV BD

Metro TV BD In here Metro TV BD, we the people with too strong a vested interest in their own enrichment to be a
(1)

02/07/2023

পুরান ঢাকায় আসল মোঘল খাবার !!বেচারাম দেউড়ির জমিদার বাড়ি|| Emran's Heritage  Dhaka.  #মুঘল_খাবার  #হেরিটেজ_ডিনার    yo...
28/02/2022

পুরান ঢাকায় আসল মোঘল খাবার !!বেচারাম দেউড়ির জমিদার বাড়ি|| Emran's Heritage Dhaka. #মুঘল_খাবার #হেরিটেজ_ডিনার
youtube link :👇👇

https://youtu.be/zC4ikuXjHSw

পুরান ঢাকার বেচারাম দেউড়ির মৌলভি আবুল খায়রাত মোহাম্মদ জমিদার বাড়ি। এক সময় ঢাকা ও সোনারগাঁয়ের জমিদার ছিলেন ....

17/07/2021

GOOD MORNING

শীঘ্রই আসছে মেগা ধারাবাহিক 'সময়ের গন্ডগোল l ধারাবাহিক টি দেখতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন 👇👇এবং সাবস্ক্রাইব করুন Metro...
12/03/2021

শীঘ্রই আসছে মেগা ধারাবাহিক 'সময়ের গন্ডগোল l ধারাবাহিক টি দেখতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন 👇👇এবং সাবস্ক্রাইব করুন Metro TV BD on you tube.
https://www.youtube.com/watch?v=_U9mmibE478

এক নজরে দেখে নিন বাংলাদেশের সেরা রিসোর্ট।  ভিডিও টি দেখতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন:👉👇https://youtu.be/MkShWz7bcuo
10/03/2021

এক নজরে দেখে নিন বাংলাদেশের সেরা রিসোর্ট। ভিডিও টি দেখতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন:👉👇https://youtu.be/MkShWz7bcuo

It was really an amazing trip at The palace luxurious resort in sylhet. Address: Putijuri, Bahubal 3310 Habiganj, Sylhet Division, Bangladesh,Metro Tv Bd te...

https://youtu.be/MkShWz7bcuo, The Palace Luxurious resort at Habigonj in sylhet. five star resort in Bangladesh. To know...
06/03/2021

https://youtu.be/MkShWz7bcuo, The Palace Luxurious resort at Habigonj in sylhet. five star resort in Bangladesh. To know The palace luxurious resort click the link and watch the full video. An wonderful vlogs by Shahadat Hossain.

It was really an amazing trip at The palace luxurious resort in sylhet. Address: Putijuri, Bahubal 3310 Habiganj, Sylhet Division, Bangladesh,Metro Tv Bd te...

মেট্রো টিভিতে শিগগিরই আসছে মেগা সিরিয়াল  #সময়ের_গন্ডগোল l সিরিয়ালটি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন l পা...
16/02/2021

মেট্রো টিভিতে শিগগিরই আসছে মেগা সিরিয়াল #সময়ের_গন্ডগোল l সিরিয়ালটি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন l পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমদের ইউটিউব চ্যানেল ll
https://youtube.com/channel/UCDrCHDGkBc4ff8Fxn04-ICQ

মেট্রো টিভিতে শিগগিরই আসছে মেগা সিরিয়াল  #সময়ের_গন্ডগোল l সিরিয়ালটি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন l পা...
10/02/2021

মেট্রো টিভিতে শিগগিরই আসছে মেগা সিরিয়াল #সময়ের_গন্ডগোল l সিরিয়ালটি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন l পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমদের ইউটিউব চ্যানেল ll
https://youtube.com/channel/UCDrCHDGkBc4ff8Fxn04-ICQ

Some beautiful capture of our Metro TV BD.
10/12/2020

Some beautiful capture of our Metro TV BD.

We are coming soon 🔜
23/10/2020

We are coming soon 🔜

🌳এই পেয়ারাটি দেখতে যতটা সুন্দর, খেতেও  ভারী মিষ্টি ও সুস্বাদু ।🌳জাতঃ  মাধুরী পেয়ারা ।
23/10/2020

🌳এই পেয়ারাটি দেখতে যতটা সুন্দর, খেতেও ভারী মিষ্টি ও সুস্বাদু ।

🌳জাতঃ মাধুরী পেয়ারা ।

 #জানা_অজানায় #মানবদেহে_ফ্যাট_জমে_থাকার_জায়গা_সমূহএমন একটি চিত্র যা আপনাকে খাওয়ার আগে ঘুমানোর আগে 100 বার ভাবতে বাধ্য ...
19/10/2020

#জানা_অজানায়

#মানবদেহে_ফ্যাট_জমে_থাকার_জায়গা_সমূহ

এমন একটি চিত্র যা আপনাকে খাওয়ার আগে ঘুমানোর আগে 100 বার ভাবতে বাধ্য করবে।
ভরপেট খাওয়ার পরে আলস্য এসে ভর করে। আর খাওয়ার পরেই যাঁরা ভাতঘুমে যান, তাঁদের পেটে চর্বি জমার প্রবণতা থাকে সব থেকে বেশি।দীর্ঘক্ষণ বসে যারা কাজ করেন, তাঁদের পেটেও আস্তেধীরে চর্বি জমে যায়।বাড়তি চর্বি শুধু সৌন্দর্যকেই ম্লান করে দেয় না; রোগও ডেকে আনে।

বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, ‘পেটে বাড়তি চর্বি জমে যাওয়ার আগেই সেটিকে নিয়ন্ত্রণ করা উচিত। আর চর্বি যদি জমেই যায়, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আর ব্যায়ামে সেটিকে অবশ্যই কমিয়ে আনতে হবে। কোন কারণে চর্বি জমছে, এই কারণটিকে চিহ্নিত করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে।’

#পেটে চর্বি জমার কারণঃ
* যারা শর্করাসমৃদ্ধ খাবার বেশি খান, তাঁদের পেটে দ্রুত চর্বি জমে। ভাত, পোলাও, বিরিয়ানি, পরোটা, লুচি, মিষ্টি, কোমল পানীয় খাওয়ায় বিধিনিষেধ মানতে হবে।
* যারা খাওয়ার পরে দ্রুতই ঘুমিয়ে যান, তাঁদের খাবার পরিপাক হয় না ঠিকমতো। সঞ্চিত শক্তি খরচও হয় না। চর্বি জমার এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ।
* যাদের সারা দিনের কাজ চেয়ার-টেবিলেই এবং শারীরিক পরিশ্রম করতে হয় না, তাঁদের পেটেও দ্রুত চর্বি জমে।
* মাখন, পনির, ঘিয়ের মতো চর্বিযুক্ত খাবারে যারা অভ্যস্ত এবং যারা ফাস্টফুডের ভক্ত, তাঁদের পেটেও চর্বি জমে সহজেই।
#পেটে চর্বির জন্য রোগঃ
* পেটে বাড়তি চর্বি জমলে কখনো রোগব্যাধিরও কারণ হয়ে দাঁড়ায়। বাড়তি চর্বির ফলে পরিশ্রমে অনাগ্রহ জন্মে। ফলে চর্বি জমার হারটাও বাড়ে।
* স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আ ফ ম হেলাল উদ্দীন বলেন, ‘পেটে অতিরিক্ত চর্বি জমলে লিভারের বিভিন্ন রোগসহ ফ্যাটি লিভারের শঙ্কা বাড়ে, অর্থাৎ লিভারের চারদিকে চর্বি জমে যায়, ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে থাকেন রোগী, হতে পারে হার্নিয়া। এ ছাড়া নারীর হরমোনজনিত জটিলতাসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে।’

#চর্বি কমাতে করণীয়ঃ
* একবারে বেশি না খেয়ে বেশিবার অল্প অল্প করে খান। প্রতি দুই ঘণ্টা অন্তর অল্প কিছু হলেও মুখে দিন।
* শর্করাজাতীয় খাবারে যদি পেট না ভরে, শাকসবজিতে ভরান। সঙ্গে খেতে পারেন যেকোনো টক ফল।
* খোসাসহ ফল বেশি করে খান। পেয়ার, বরই, আমড়া, শসা—এসবে তৃষ্ণা মেটাতে পারেন।
* একান্তই মাংস খেতে চাইলে চর্বির অংশ বাদ দিয়ে খেতে হবে। ঝোল কিংবা আলু একদমই বাদ থাকুক।
* যেকোনো ধরনের তেলে ভাজা, ফাস্টফুডজাতীয় খাবার একদমই বর্জন করতে হবে।
* পানি খেতে হবে প্রচুর পরিমাণে। পানি শরীরের মেটাবলিজমক্ষমতা বাড়িয়ে দিয়ে চর্বি জমতে বাধা দেবে।
* পেটের চর্বি কমাতে খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি করতে হবে ব্যায়ামও।
* নিয়মিত জিমে এলে এবং প্রয়োজনীয় ব্যায়াম করলে ফলাফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর জিমে যাওয়া সম্ভব না হলে সাঁতার, সাইকেল চালানো, জোরে হাঁটা, দড়িলাফ—এগুলো পেটের চর্বি ঝরানোর জন্য খুব ভালো ব্যায়াম হতে পারে। এ ছাড়া লিফট ব্যবহার না করে হেঁটে ওঠা, কিংবা ফ্লাইওভারের নিচ থেকে জোরে হেঁটে ওপরের দিকে ওঠার অভ্যাস গড়লেও চর্বি ঝরবে দ্রুত।

Sea food 🍲
18/10/2020

Sea food 🍲

 #পরীক্ষা_করে_দেখতে_পারেন৷ ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানে জল পান করুন। ঘোড়া কখনও খারাপ জল পান করে না।বিড়াল যেখানে ...
11/10/2020

#পরীক্ষা_করে_দেখতে_পারেন৷

ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানে জল পান করুন। ঘোড়া কখনও খারাপ জল পান করে না।

বিড়াল যেখানে ঘুমায, সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনও অপবিত্র, নোংরা জায়গায় ঘুমায় না।

যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দিধায় খান। পোকা কখনও বিষাক্ত ফল খায় না।

পোকারা মাটিতে যেখানে খনন করে বাস করে, সেখানে গাছ লাগান। ভাল গাছ ও ফলন পাবেন।

পাখির সাথে একই সময়ে ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্নের শস‍্যে কাটবে।

মাছের মতো পানিতে প্রায়শ:ই সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফুরে ও সজীব অনুভব করবেন।

যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে।

অনেক শান্ত থাকার চেষ্টা করুন, আর অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার আত্মা ও মন শান্ত ও শান্তিতে পূর্ণ হবে।

#সংগৃহীত।

কোপি লুয়াক (Kopi Luwak) বিশ্বের সবচেয়ে দামি কফি হিসেবে পরিচিত।সাধারণ কফিশপে এক কাপ কোপি লুয়াকের দাম ৬৫ থেকে ১০০ ডলার হতে...
09/10/2020

কোপি লুয়াক (Kopi Luwak) বিশ্বের সবচেয়ে দামি কফি হিসেবে পরিচিত।
সাধারণ কফিশপে এক কাপ কোপি লুয়াকের দাম ৬৫ থেকে ১০০ ডলার হতে পারে!
কপি লুয়াক তৈরির জন্য ইন্দোনেশিয়ার সিভেট (গন্ধগোকুল) নামক প্রাণীদের প্রথমে কফি বিন খাওয়ানো হয়। পরে এই প্রাণীর মল থেকে তৈরি হয় কোপি লুয়াক।

Health food is a marketing term to suggest human health effects beyond a normal healthy diet required for a human nutrit...
07/10/2020

Health food is a marketing term to suggest human health effects beyond a normal healthy diet required for a human nutrition.

Good morning
04/10/2020

Good morning

বিজ্ঞান এর বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক এর নাম ।✬ অক্সিজেন আবিস্কার করেন — জে বি প্রিস্টলি।✬ এসি কারেন্ট আবিষ্কার করেন —...
01/10/2020

বিজ্ঞান এর বিখ্যাত আবিষ্কার ও আবিষ্কারক এর নাম ।

✬ অক্সিজেন আবিস্কার করেন — জে বি প্রিস্টলি।

✬ এসি কারেন্ট আবিষ্কার করেন — নিকোলা টেসলা।

✬ ইন্ডাকশান মোটর আবিষ্কার করেন — নিকোলা টেসলা।

✬ অণুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন– জেড ভ্যানসেন।

✬ ইউরিয়া আবিস্কার করেন — উহলার।

✬ ইউরেনিয়াম আবিস্কার করেন — ক্লাপ্রথ।

✬ উদ্ভিদের প্রাণের অস্তিত্ব আবিষ্কার করেন — জগদীশচন্দ্র বসু।

✬ ইলেক্ট্রন আবিস্কার করেন — স্যার জোসেফ জন থমসন।

✬ এক্সরে আবিস্কার করেন — ডব্লিউ কে রন্টজে।

✬ এন্টিসেপ্ট চিকিত্সা আবিস্কার করেন — লিস্টার লর্ড বেন্টিং।

✬ এয়ার কন্ডিশনার আবিস্কার করেন — ডব্লিউ এইচ ক্যারিয়ার।

✬ এরোপ্লেন আবিস্কার করেন — অরভিল ও উইলভার রাইট।

✬ ওজোন আবিস্কার করেন — স্কোনবীনি।

✬ কলেরা বেসিলাস আবিস্কার করেন — রবার্ট কচ।

✬ কৃত্রিম জিন আবিস্কার করেন — হরগোবিন্দ খোরানা।

✬ কৃত্রিম তেজস্ক্রিয় মৌল আবিস্কার করেন — জুলিও কুরি।

✬ কোষ আবিস্কার করেন — রবার্ট হুক।

✬ কোষের নিউক্লিয়াস আবিস্কার করেন — রবার্ট ব্রাউন।

✬ ক্যামেরা আবিস্কার করেন — জর্জ ইস্টম্যান।

✬ ক্রোমোজোম আবিস্কার করেন — স্টাসবুর্গার।

✬ ক্লোরিন আবিস্কার করেন — শীলে।

✬ ক্লোরোফরম আবিস্কার করেন — সিম্পসন ও হ্যারিসন।

✬ গতির সূত্র আবিস্কার করেন — আইজ্যাক নিউটন।

✬ গ্যালভানোমিটার আবিস্কার করেন — আন্ডার মেরি আম্পিয়ার।

✬ চলচ্চিত্র যন্ত্র আবিস্কার করেন — টমাস আলভা এডিসন। (প্যাটেন্ট ক্র‍্য়)

✬ জলাতঙ্ক রোগের চিকিৎসা আবিস্কার করেন — লুই পাস্তুর।

✬ জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিস্কার করেন — লুই পাস্তুর।

✬ টাচস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন — স্টিভ জবস।

✬ টেলিগ্রাফ আবিস্কার করেন — এফ বি মোর্স।

✬ টেলিফোন আবিস্কার করেন — আলেকজান্ডার গ্রাহামবেল।

✬ টেলিভিশন আবিস্কার করেন — জন লজি বেয়ার্ড।

✬ টেলিস্কোপ আবিস্কার করেন — হ্যান্স লিপারসি।

✬ ডাবল হেলিক্স DNA আবিস্কার করেন — ওয়াটসন ও ক্রিক।

✬ ডায়নামো আবিস্কার করেন — মাইকেল ফ্যারাডে।

✬ ডি ডি টি আবিস্কার করেন — জিডলার।

✬ ডিজেল ইঞ্জিন আবিস্কার করেন — রুডলফ।

✬ ডিনামাইট আবিস্কার করেন — আলফ্রেড নোবেল।

✬ ডিপথেরিয়া প্রতিষেধক আবিস্কার করেন — ভন ভেহরিং।

✬ ড্রাইসেল আবিস্কার করেন — জর্জেস লেকল্যান্স।

✬ তড়িত্ বিশ্লেষণ আবিস্কার করেন — ফ্যারাডে।

✬ থার্মোমিটার আবিস্কার করেন — গ্যালিলিও গ্যালিলি।

✬ নিউট্রন আবিস্কার করেন — জেমস চ্যাডউইক।

✬ পচন নিবারক অস্ত্রোপচার আবিস্কার করেন — লিসার।

✬ পরম শূন্যতার স্কেল আবিস্কার করেন — কেলভিন

✬ পারমাণবিক বিভাজন প্রক্রিয়া আবিস্কার করেন — অটোহ্যান

✬ পারমাণবিক সংখ্যা আবিস্কার করেন — মোঁসলে

✬ পারমানবিক বোমা আবিষ্কার করেন — আলফ্রেড নভেল।

✬ পেট্রোল ইঞ্জিন আবিস্কার করেন — নিকোলাস অটো

✬ পেনিসিলিন আবিস্কার করেন — আলেকজান্ডার ফ্লেমিং

✬ পোলিও টিকা আবিস্কার করেন — জোনাস ই স্যাক।

✬ প্রোটন আবিস্কার করেন — রাদারফোর্ড।

✬ প্লুটোনিয়াম আবিস্কার করেন — সিবোর্গ।

✬ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এ তথ্য আবিষ্কার করেন — গ্যালিলিও।

✬ ফনোগ্রাফ আবিস্কার করেন — টমাস আলভা এডিসন।

✬ ফ্লপি ডিস্ক আবিস্কার করেন — আইবিএম কোম্পানি।

✬ বংশগতির সূত্র আবিস্কার করেন — গ্রেগর মেন্ডেল।

✬ বাই সাইকেলের জনক — কার্ল ভ্যান ড্রেইস।

✬ বল পয়েন্ট আবিস্কার করেন — জন জেলাউড।

✬ বসন্ত টিকা আবিস্কার করেন — জেনার।

✬ বসন্তের টিকা আবিস্কার করেন — এডওয়ার্ড জেনার।

✬ বায়ু নিষ্কাশন যন্ত্র আবিস্কার করেন — অটোভন গেরিক।

✬ বার্নার আবিস্কার করেন — রবার্ট বুনসেন।

✬ বাষ্পীয় ইঞ্জিন আবিস্কার করেন — জেমস ওয়াট।

✬ বিদ্যুৎ আবিস্কার করেন — উইলিয়াম গিলবার্ট।

✬ বিবর্তনের সূত্র আবিস্কার করেন — চার্লস ডারউইন।

✬ বিসিজি টিকা আবিস্কার করেন — ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা)।

✬ বৈদ্যুতিক বাতি আবিস্কার করেন — টমাস আলভা এডিসন। (প্যাট্যেন্ট ক্রয় করেছিলেন)

✬ ব্যাক্টেরিয়া আবিস্কার করেন — লিউয়েন হুক।

✬ ব্যারোমিটার আবিস্কার করেন
ইভারজেলিস্টটরসিলি।

✬ ব্লাড গ্রুপ আবিস্কার করেন — ল্যান্ড স্টেইনার।

✬ ভাইরাস আবিস্কার করেন — চার্ল আই ইকলুজ।

✬ ভিটামিন এ বি ও ডি আবিস্কার করেন — মেকুলাস।

✬ মাইক্রোফোন আবিস্কার করেন — আলেকজান্ডার গ্রাহাম বেল।

✬ ম্যালেরিয়া জীবাণু আবিস্কার করেন — রোনাল্ড রস।

✬ মোবাইল ফোনের আবিষ্কারক — মার্টিন কুপার।

✬ মোটর সাইকেল আবিষ্কার করেন — এডওয়ার্ড বাটলার।

✬ যক্ষার জীবাণু আবিস্কার করেন — রবার্ট কচ।

✬ রক্ত সঞ্চালন আবিস্কার করেন — উইলিয়াম হার্ভে।

✬ রেডিও আবিষ্কার করেন — মার্কনী 1886 (অফিসিয়াল),
নিকোলা টেসলা 1885 (আনঅফিসিয়াল)

✬ রাডার আবিস্কার করেন — এ এইচ টেলর এবং লিও সি ইয়ং।

✬ রিভলভার আবিস্কার করেন — স্যামুয়েল কোল্ট।

✬ রেডিয়াম আবিস্কার করেন — ম্যাডম কুরি ও পিয়েরে কুরি।

✬ রেল ইঞ্জিন আবিস্কার করেন — জর্জ স্টিভেনসন।

✬ লেজার আবিস্কার করেন — টি এইচ মাইম্যান।

✬ সার্চ ইঞ্জিন google আবিষ্কার করেন — ল্যারি পেইজ এবং সার্জেই ব্রিন।

✬ সিডি আবিস্কার করেন — আর সি এ।

✬ সৌরজগত আবিস্কার করেন — এন কপার্নিকাস।

✬ হাইড্রোজেন আবিস্কার করেন — হেনরি ক্যাভেন্ডিস।

✬ হামের টিকার আবিস্কার করেন — এনভারস এবং জন পিবলস।

(ইন্টারনেট থেকে)

সাধারণ জ্ঞান: বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয় থেকে এই MCQ গুলো জেনে রাখুন ।প্রশ্ন ১: সঞ্চয়িতা- কোন ক...
01/10/2020

সাধারণ জ্ঞান: বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয় থেকে এই MCQ গুলো জেনে রাখুন ।

প্রশ্ন ১: সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন ?
➢ সত্যেন্দ্রনাথ দত্ত
➢ রবীন্দ্রনাথ ঠাকুর
➢ জসীম উদদীন
➢ কাজী নজরুল ইসলাম
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন ২:‘কবর’ নাটক কার রচনা ?
➢ মুনীর চৌধুরী
➢ সত্যেন সেন
➢ শহীদুল্লাহ কায়সার
➢ জহির রায়হান
উত্তরঃ মুনীর চৌধুরী

প্রশ্ন ৩: বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
➢ ১০টি
➢ ১১টি
➢ ১২টি
➢ ১৩টি
উত্তরঃ ১১টি

প্রশ্ন ৪: কবি আলাওলের জন্মস্থান কোথায় ?
➢ ফতেহাবাদ পরগনা
➢ বার্মার আরাকান
➢ চট্টগ্রামের জোবরা
➢ ফরিদপুরের সুরেশ্বর
উত্তরঃ ফতেহাবাদ পরগনা

প্রশ্ন ৫: ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ?
➢ দেনা পাওনা
➢ মধ্যবর্তিনী
➢ সমাপ্তি
➢ পোস্ট মাস্টার
উত্তরঃ সমাপ্তি

প্রশ্ন ৬: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?
➢ ক্রীতদাসের হাসি
➢ হাঙর নদী গ্রেনেড
➢ সারেং বউ
➢ মাটি আর অশ্রু
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড

প্রশ্ন ৭: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?
➢ রামরাম বসু
➢ লর্ড ওয়েলেসলি
➢ উইলিয়াম কেরি
➢ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ উইলিয়াম কেরি

প্রশ্ন ৮: ‘রাজলক্ষ্মী’চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে ?
➢ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
➢ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
➢ কাজী নজরুল ইসলাম
➢ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন ৯: বেগম রোকেয়ার রচনা কোনটি ?
➢ অবরোধবাসিনী
➢ আয়না
➢ লালসালু
➢ ভাষা ও সাহিত্য
উত্তরঃ অবরোধবাসিনী

প্রশ্ন ১০: সনেট কবিতার প্রবর্তক কে?
➢ দিজেন্দ্রজাল রায়
➢ মাইকেল মধুসূদন দত্ত
➢ রজনীকান্ত সেন
➢ অতুলপ্রসাদ সেন
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন ১১: কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ?
➢ ধূসর পান্ডুলিপি
➢ অন্ধকার একা
➢ নাম রেখেছি কোমল গান্ধার
➢ একক সন্ধ্যায় বসন্ত
উত্তরঃ ধূসর পান্ডুলিপি

প্রশ্ন ১২: ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ?
➢ ১৮৭২ সালে
➢ ১৮৬৫ সালে
➢ ১৯৭৫ সালে
➢ ১৯৮১ সালে
উত্তরঃ ১৮৭২ সালে

প্রশ্ন ১৩: ‘আবোল-তাবোল’ কার লেখা ?
➢ সত্যজিৎ রায়
➢ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
➢ সুকুমার রায়
➢ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
উত্তরঃ সুকুমার রায়

প্রশ্ন ১৪: ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে ?
➢ শহিদুলল্লাহ কায়সার
➢ জহির রায়হান
➢ শওকত ওসমান
➢ রশিদ করিম
উত্তরঃ রশিদ করিম

প্রশ্ন ১৫: ‘সংশপ্তক’ কার রচনা ?
➢ শহীদুল্লাহ কায়সার
➢ শওকত ওসমান
➢ জহির রায়হান
➢ মুনীর চৌধুরী
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার

প্রশ্ন ১৬: ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন ?
➢ ছোটগল্প
➢ রুপকথা
➢ গ্রাম্যগীতিকা
➢ রুপকথা-উপকথা
উত্তরঃ রুপকথা

প্রশ্ন ১৭: কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি ?
➢ রাঙা জবা
➢ মরুসূর্য
➢ মরুশিখা
➢ অগ্নিকোণ
উত্তরঃ রাঙা জবা

প্রশ্ন ১৮: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ?
➢ বনফুল
➢ ভানুসিংহ
➢ টেকচাঁদ ঠাকুর
➢ মুকুন্দরাম
উত্তরঃ ভানুসিংহ

প্রশ্ন ১৯: ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে ?
➢ আর, সি, মজুমদার
➢ অধ্যাপক সুনীতি সেন
➢ নীহার রঞ্জন রায়
➢ অধ্যাপক আবদুল করিম
উত্তরঃ নীহার রঞ্জন রায়

প্রশ্ন ২০: কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?
➢ ১৯৭১ সালে
➢ ১৯৮১ সালে
➢ ১৯৫১ সালে
➢ ১৯৬১ সালে
উত্তরঃ ১৯৬১ সালে

বিস্ময়কর তথ্য• সারাবিশ্বে COCA-COLA'র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!• আলেক্সান্ড...
01/10/2020

বিস্ময়কর তথ্য

• সারাবিশ্বে COCA-COLA'র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!

• আলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বধির ছিলো।

• কম্পিউটারে সাথে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক, ১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে!

• নারীদের তুলনায় পুরষেরা ছোট ছোট অক্ষর ভাল পড়তে পারেন। আর নারীদের শ্রবণ শক্তি পুরুষের তুলনায় বেশী।

• পিক্সেল এর হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল!

• অংকে এক মিলিয়ন লিখতে ৭টি সংখ্যা লাগে। তেমনি ইংরেজিতে মিলিয়ন শব্দটি লিখতে ৭টি অক্ষর লাগে।

• হাঙর এর কোনও প্রকার রোগ ব্যাধি হয় না!!

• এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন!!

• বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় - পোল্যান্ডে !

• সাগর মহাসাহরের তলদেশে যত সোনা পড়ে আছে তা যদি উত্তোলন করে পৃথিবীর সব মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয় তাহলে প্রতিটি মানুষের ভাগে পড়বে ২০ কেজি করে সোনা।

• তুলনামূলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হল পিঁপড়া যে নিজের ওজনের ০৯ গুণ ওজন বহন করতে পারে।

• এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডা র, জুলিয়াস সিজার এবং শার্লিম্যান।

• মধ্যযুগে আলকেমিরা বিভিন্ন ধাতুকে স্বর্ণে রূপান্তর করার ব্যর্থ প্রয়াস চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিনা জানা যায়নি, তবে স্যার আইজাক নিউটনও সময় ব্যয় করেছিলেন স্বর্ণ তৈরির আশায়।

• ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে।

• হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদী তরুণী। কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতেই পারেন নি! অথচ এ ব্যক্তিই পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদীকে।

• অধিক মেয়েদের সাথে বসার সুযোগের জন্য বিল গেটস তাঁর স্কুলে আসনবিন্যাসের প্রোগ্রাম কোড পরিবর্তন করে দিয়েছিলেন।

• সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটাও সিংহ নেই।

• বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে।

01/10/2020
মানুষ যখন থাকবে না,তখন হয়ত এভাবেই জায়গা করে নিবে প্রকৃতি।সংগৃহীত
20/09/2020

মানুষ যখন থাকবে না,তখন হয়ত
এভাবেই জায়গা করে নিবে প্রকৃতি।
সংগৃহীত

Good Morning DhakaPic: internet
27/08/2020

Good Morning Dhaka
Pic: internet

মিঠামইন (Mithamoin) কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। মিঠামইন এর উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, প...
27/08/2020

মিঠামইন (Mithamoin) কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। মিঠামইন এর উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী উপজেলা। হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ। মিঠামইনকে অন্যান্য নামেও ডাকা হয় তার মধ্যে মিঠামন, মিটামইন বা মিটামন বলে উচ্চারণ করে থাকেন। নামের উৎস নিয়ে যে মত আছে তার একটি হলো গ্রামের পাশ্ববর্তী এলাকায় এক সময় প্রচুর মিষ্টি বা মিঠা রসের খাগড়া গাছের বন ছিল। এই খাগড়ার বন থেকে মিঠাবন এবং সেখান থেকে মিঠামন বা মিঠামইন হয়েছে। শহর থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো ও কম সময়ে ঘুরে আসা যায় সেই জন্যে মিঠামইন হাওর এলাকা ভ্রমণ প্রিয় মানুষের জনসমাগম বেশি হয়ে থাকে।

মিঠামইন হাওরে যাবার উপায়
আপনি যদি শুধু মিঠামইন হাওরের কথা চিন্তা করে আসেন তাহলে প্রথমে আপনাকে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে করে কিশোরগঞ্জ আসতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭.১৫ মিনিটে এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) ছাড়ে কিশোরগন্জের উদ্দ্যেশ্যে। ৩-৪ঘন্টার এই ট্রেন ভ্রমণ করতে খরচ হবে শ্রেণী ভেদে ১৩০-২৮০টাকা। বাসে আসতে চাইলে মহাখালি বাস স্ট্যান্ড থেকে অনন্যা পরিবহণ ও অনন্যা সুপার বাসে এবং সায়েদাবাদ থেকে আসতে চাইলে অনন্যা সুপার ও যাতায়াত বাসে করে সরাসরি কিশোরগঞ্জ সদরে আসা যায়। বাস ভাড়া ২০০ টাকা থেকে ২২০ টাকা। কিশোরগঞ্জ রেলস্টেশন বা বাস স্টেশন থেকে থেকে রিক্সা/ইজিবাইক দিয়ে একরামপুর বাস/সিএনজি স্ট্যান্ড, তারপর লোকাল সিএনজি/অটো অথবা রিজার্ভ গাড়ি নিয়ে চামড়া/চামটা ঘাট। সেখান থেকে ঘন্টা অথবা সারাদিনের জন্যে ছোট ইঞ্জিন নৌকা ভাড়া করে মিঠামইন হাওরের চারপাশ ঘুরে দেখা যাবে। চামটা ঘাট থেকে ইঞ্জিন নৌকা মিঠামইন যেতে প্রায় এক ঘন্টা ৩০মিনিটের মত লাগে। ইঞ্জিন নৌকা ভাড়া ঘন্টাপ্রতি ২০০-৩০০টাকার মধ্যে হয়ে থাকে। দরদামের উপর নির্ভর করবে।

মিঠামইনে দেখার মত স্থান
মিঠামইনের হাওরে ভ্রমণ ছাড়াও দেখার মত আছে ঐতিহ্যবাহী নানা স্থাপনা, তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

মালিকের দরগা
মিঠামইন থেকে ট্রলার যোগে ঘাগড়া। সেখান থেকে আবার ট্রলার যোগে মালিকের দরগা যেতে হয়। আবার আসার সময় মালিকের দরগাহ থেকে ট্রলার দিয়ে ঘাগড়া। ঘাগড়া থেকে আবার ট্রলার যোগে মিঠামইনের উদ্দ্যেশে রওনা দিতে হয়। সময় লাগে ১ ঘন্টা ৪০ মিনিট। শুকনো মৌসুমে মিঠামইন থেকে টেম্পু দিয়ে ঘাগড়া অথবা মটর সাইকেলে মালিকের দরগা যাওয়া যায়।

দিল্লির আখড়া
কিশোরগঞ্জ থেকে বাস বা সিএনজি করে চামড়া ঘাট। চামড়া ঘাট থেকে ট্রলার দিয়ে যেতে হয় দিল্লির আখড়ায়।

রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি
মিটামইনের কামালপুর গ্রামে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিছুটা সময়।

এ ছাড়াও আছে অনেক বছরের পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ। মিঠামইন উপজেলার গায়ের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রি এখানকার ঐতিহ্য বহন করছে চলছে। এ ছাড়াও এ অঞ্চলে রয়েছে ঐতিহ্যবাহী অনেক খেলাধুলা, যেমন, নৌকা বাইচ, লাঠি খেলা ইত্যাদি। নৌকা বাইচ হবে এমন একটা সময়ে গেলে হয়তো এই বাংলার ভিন্ন এক ঐতিহ্যের সাথে পরিচয় হবে আপনার। মিঠামইন বাজারের কাঠমহাল এখানকার ঐতিহ্যের আরেক নিদর্শন।

থাকার ব্যবস্থা
মিঠামইন উপজেলায় থাকার খুব ভালো ব্যবস্থা নেই। যদি থাকতে চান তাহলে উপজেলা পরিষদের ডাক বাংলোতে থাকতে পারবেন। এছাড়া মিঠামইন বাজার এলাকায় শিকদার হোটেল ও সোহেল গেস্ট হাউজ থাকার ব্যবস্থা আছে। ভালো কোথাও থাকতে চাইলে কিশোরগঞ্জ সদরে রিভার ভিউ, গাংচিল, নিরালা, উজানভাটি, ক্যাসেল সালাম নামে বেশ কিছু ভাল মানের আবাসিক হোটেল রয়েছ। এছাড়া অনুমতি সাপেক্ষে জেলা সদরের সরকারি ডাক-বাংলোতে থাকতে পারবেন।

কি খাবেন
বাজারের স্থানীয় খাবার হোটেলে চেখে দেখতে পারেন হাওরের বিভিন্ন স্বাদের মাছ। মিঠামইনের খাবার হোটেলগুলোতে সাধারণত হাওরের তাজা মাছই রান্না করা হয়।

কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান
মিঠামইন ছাড়াও কিশোরগঞ্জ জেলায় রয়েছে নিকলী হাওর, ইটনা হাওর, শহরের নরসুন্দা লেক, বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর মন্দির, মানব বাবুর জমিদার বাড়ি সহ আরও অনেক দর্শনীয় স্থান। হাতে সময় আর সুযোগ বুঝে পরিকল্পণা করে ফেলুন আপনার ভ্রমণ পরিকল্পনা।

একটি শিশুর সুস্থভাবে বড় হওয়ার জন্য দরকার সঠিক ও পুষ্টিকর খাবার। তাই শিশুর বৃদ্ধি ও সঠিক বুদ্ধির বিকাশের জন্য যে খাবার দে...
25/08/2020

একটি শিশুর সুস্থভাবে বড় হওয়ার জন্য দরকার সঠিক ও পুষ্টিকর খাবার। তাই শিশুর বৃদ্ধি ও সঠিক বুদ্ধির বিকাশের জন্য যে খাবার দেয়া হচ্ছে অবশ্যই তার দিকে লক্ষ্য রাখতে হবে।
শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুর স্বাস্থ ভালো রাখতে খাদ্য তালিকায় পরিপূরক খাদ্য হিসাবে যে সমস্ত পুষ্টিকর ও সুষম খাবার যুক্ত করতে হবে সেগুলো হলোঃ

 বিভিন্ন প্রকার শাক-সব্জি, চাল, ডাল মিশিয়ে নরম খিচুড়ি রান্না করে খাওয়ানো যেতে পারে।

 আলু ও ডাল সিদ্ধ করে চটকিয়ে খাওয়াতে হবে।

 মুরগির ডিম সিদ্ধ ও নরম করে খাওয়ানো যেতে পারে।

 চিড়া, মুড়ি বা ভাত, দুধ দিয়ে নরম করে মেখে খাওয়ানো যেতে পারে।

 শাকসবজির সাথে রান্না করা মাছ ভালো করে চটকিয়ে দেওয়া যেতে পারে।

 ডাল বা দুধে রুটি ভিজিয়ে খাওয়ানো যেতে পারে।

 বিভিন্ন প্রকার দেশীয় ফল যেমন কলা, পেঁপে, কাঁঠাল, পেয়ারা, আম, আনারস ইত্যাদি চটকিয়ে বা এসব ফলের জুস বানিয়েও খাওয়ানো যেতে পারে।

 ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে পারিবারিক পদ্ধতিতে দুধ দিয়ে তৈরি পায়েস বা সুজি রান্না করে খাওয়ানো যেতে পারে।

 টমেটো, মটরশুটি, ফুলকপি, শিম ও অন্যান্য শাকসব্জি ভাল করে সিদ্ধ করে চটকিয়ে খাওয়ানো যেতে পারে।

 স্বাস্থ ভালো রাখার পাশাপাশি শিশুর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অবশ্যই খাবারের সাথে আয়োডিনযুক্ত লবণ খাওয়াতে হবে।

ছবিঃ শফিউল আলম জনি

১★ বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদান করে → ভূটান ১৯৭১ সালের ৬ডিসেম্বর।২★ বাংলাদেশকে দিত্বীয়স্বীকৃতকারি দেশ → ভারত ৬ডিসেম্বর ...
25/08/2020

১★ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি
দান করে → ভূটান ১৯৭১ সালের ৬
ডিসেম্বর।
২★ বাংলাদেশকে দিত্বীয়
স্বীকৃতকারি দেশ → ভারত ৬
ডিসেম্বর ১৯৭১। (ভুটানের ৪ ঘন্টা পর)
৩★বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মিডিলইস্ট দেশ → ইসরাইল ৪ ফ্রেব্রুয়ারী ১৯৭২
৪★ বাংলাদেশকে
স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ →
ইরাক ৮ জুলাই ১৯৭২।
৫★ বাংলাদেশকে স্বীকৃতি
দানকারী প্রথম আমেরিকার দেশ →
বার্বাডোস।
৬★ বাংলাদেশকে স্বীকৃতি
দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ
→ পূর্ব জার্মানি ও মঙ্গোলিয়া।
৭★ বাংলাদেশকে স্বীকৃতি
দানকারী প্রথম এশিয় মুসলিম দেশ →
ইন্দোনেশিয়া ও মালেশিয়া।
৮★বাংলাদেশকে স্বীকৃত
দানকারী প্রথম আফ্রিকান দেশ →
সেনেগাল।
৯★ বাংলাদেশকে স্বীকৃতি
দানকারী প্রথম ইউরোপীয় দেশ → পূর্ব
জার্মানি।
১০★ উপসাগরীয় দেশগুলোর মধ্যে
স্বীকৃতি দানকারী দেশ → কুয়েত।
১১★ মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে
স্বীকৃতি দানকারী → ইরাক।
১২★ বাংলাদেশকে প্রথম স্বীকৃত
দানকারী অ- আরব মুসলিম দেশ→
সেনেগাল।

বাংলাদেশের দক্ষিণে যেখানে সুন্দরবন শেষ, সেখান থেকেই শুরু সমুদ্রযাত্রা। এ যাত্রায় আরো ১৮৫ কিলোমিটার দক্ষিণে গেলেই দেখা মে...
25/08/2020

বাংলাদেশের দক্ষিণে যেখানে সুন্দরবন শেষ, সেখান থেকেই শুরু সমুদ্রযাত্রা। এ যাত্রায় আরো ১৮৫ কিলোমিটার দক্ষিণে গেলেই দেখা মেলে নীল জলরাশির বিস্তীর্ণ রাজ্য, যার নাম সোয়াচ অব নো গ্রাউন্ড। অর্থাৎ যার কোনো তল নেই। বঙ্গোপসাগরের এক লাখ ৭৩ হাজার ৮০০ হেক্টর এলাকা নিয়ে গঠিত সংরক্ষিত এলাকা ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বা SONG, যা বিশ্বের ১১টি গভীরতম ক্যানিয়নের মধ্যে অন্যতম, যা এক লাখ ২৫ হাজার বছর আগে তৈরি হয়েছিল।



বিজ্ঞানীরা মনে করেন, এটি একটি সামুদ্রিক অভয়ারণ্য। সোয়াচ অব নো গ্রাউন্ড নামকরণ করা হয়েছিল কারণ, যেখান থেকে এ অঞ্চলের শুরু সেখানেই হঠাৎ পানির গভীরতা বেড়ে গেছে। তাই ব্রিটিশদের ধারণা ছিল, সমুদ্রের এই খাদের কোনো তল নেই। সোয়াচ অব নো গ্রাউন্ডকে স্থানীয়রা বলে ‘নাই বাম’। কারণ, তারা সাগরে ফুট কিংবা মিটারে হিসাব না করে বাম, দশ বাম, বিশ বাম, আর ওই জায়গা নাই বাম, মানে এই জায়গাটির কোনো হিসাব নেই, যা মারিয়ানা ট্রেঞ্চের মতো। বাংলায় বলে অতলস্পর্শী।

বঙ্গোপসাগরের মৎস্যভাণ্ডার হিসেবে দীর্ঘ সময় ধরে পরিচিত সোয়াচ অব নো গ্রাউন্ডে মাছের পাশাপাশি আছে বিশাল আকারের তিমি, ডলফিন, হাঙর, কচ্ছপ আর বিরল প্রজাতির কিছু জলজপ্রাণী। প্রায় দেড় হাজার বর্গমাইলের বিস্তীর্ণ এলাকাটি বিরল জীববৈচিত্র্যের নিরাপদ প্রজননকেন্দ্র, যা প্রস্তাবিত ব্লু ইকোনমির জন্য হয়ে উঠতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওই এলাকায় সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এমন তথ্য দিচ্ছেন গবেষকরা।

আর এর নামকরণের পেছনে রয়েছে একটি রহস্য, আঠারোশ শতকের শেষ দিকে ডুবে যাওয়া একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের কোনো নিশানা না পেয়েই এর নাম দেয় সোয়াচ অব নো গ্রাউন্ড, যা সংক্ষেপে গবেষকরা সুন্দর নামও দিয়েছেন—সং। এ অঞ্চলে রয়েছে তিমি, ডলফিন, সবচেয়ে বড় ইরাবতী ডলফিন, ইন্দো-প্যাসিফিক ডলফিন ও পাখনাহীন ইমপ্লাইস ডলফিনসহ বহু সামুদ্রিক প্রাণী। এটি পৃথিবীর একমাত্র সোয়াচ, যেখানে এই তিনটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায়।

সুন্দরবনের দুবলারচরের দক্ষিণাঞ্চলে ক্রমে এগিয়ে গেলে এক হাজার ৭৩৮ বর্গকিলোমিটার এলাকার দীর্ঘ উপত্যকাটি। এটি তিমি, ডলফিন, হাঙর ও কচ্ছপের প্রধান প্রজননক্ষেত্র।

গত মার্চের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরের সেই তলাবিহীন নীল জলরাশিতে ১৩ অভিযাত্রী, গবেষক ও স্কুবা ডাইভাররা চষে বেড়িয়েছেন জীববৈচিত্র্যের সন্ধানে। ইসাবেলা ফাউন্ডেশনের নেতৃত্বে আর নৌবাহিনীর জাহাজ করতোয়া সহায়তা করে। অভিযানের নাম দেওয়া হয় সাগর ও জীবনের সন্ধানে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার এই অভিযানের দলনেতা। এ সময় মহিসোপানটি হেমারহেড শার্ক ও চার প্রজাতির ডলফিন শনাক্ত করা হয়েছে। মাছ ধরার ট্রলারে উঠে দেখা হয়েছে কী কী ধরনের মাছ ধরা পড়ছে। সোয়াচের আকাশে কোন ধরনের পাখি আছে, তা-ও দেখা হয়েছে।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মামলা লড়ে বাংলাদেশ যে সমুদ্র বিজয় করেছে, এর পরিমাণ এক লাখ কিলোমিটারের বেশি, যা আরেকটি বাংলাদেশের সমান। সে হিসেবে সোয়াচে প্রথমবারের মতো অনুসন্ধান করা হয়েছে। সরকারের সব সংস্থার সমন্বয়ে ব্যাপক আকারে পরবর্তী গবেষণা শুরু করবে ইসাবেলা ফাউন্ডেশন। এবারের অভিযাত্রায় নৌবাহিনীর ম্যাপিং ব্যবহার করা হয়েছে। এতে সিসমিক সার্ভে ও তেল-গ্যাসসহ খনিজ সম্পদ সম্পর্কে জানতেও অনুসন্ধান হবে। তবে সোয়াচকে সংরক্ষণের আরো কী করা যায়, তা নিয়েও কাজ করা হবে।

বর্তমান সরকার এসডিজির আওতায় শুধু সাগরের উপরিভাগ নয়, সাগরতলের জীবন নিয়ে কাজ করছে। এখন প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এলাকাগুলো শুধু সংরক্ষিত অঞ্চল ঘোষণাই নয়, সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আর ব্লু ইকোনমির সম্ভাবনার বিষয়ে প্রাকৃতিক সম্পদ আহরণ ও কোথায় কী আছে, তা অনুসন্ধানও শুরু করা জরুরি মনে করা হচ্ছে। এ জন্য প্রাথমিকভাবে মৎস্য ও জলজ প্রাণী, পাখিসহ সমুদ্রে যা আছে, তা লিপিবদ্ধ করার কাজ শুরু করা হবে।



সোয়াচের মূল্যবান জীববৈচিত্র্যের তথ্যভাণ্ডারও অবাক করেছে গবেষকদের। সাগরতলের গভীর উপত্যকা বা মেরিন ভ্যালির পানির রং পরিবর্তিত হয়ে নীল আকার ধারণ করেছে। সাগর ও জীবনের সন্ধানে দলের প্রধান গবেষক হিসেবে গবেষণাকাজ শুরু করেছেন ড. আনিসুজ্জামান খান। তাঁর মতে, এতে সীমিত পরিসরে জাহাজ চলাচল করায় ও ব্যাপকভাবে মাছও আহরণ না করার কারণে সোয়াচ এখনো বাংলাদেশের সাগরে অনাবিষ্কৃত ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। এবারের অনুসন্ধানে এমন কিছু প্রাণী পাওয়া গেছে, যেগুলো বিশ্বে বিলুপ্তির তালিকায় রয়েছে। এটি বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে ইকোলজিক্যালি, জিওলজিক্যালি, হাইড্রোলজিক্যালি এবং আন্তর্জাতিক বায়োডাইভারসিটি হটস্পটও। বিভিন্ন গবেষকের তথ্য থেকে জানা গেছে, ১৯১৪ সালের ২৭ অক্টোবর এই এলাকাকে বাংলাদেশের প্রথম মেরিন প্রটেক্টেড অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ডলফিন, তিমি, হাঙর দেখে সেটা করা হয়েছিল। কিন্তু পানির নিচে যে জীববৈচিত্র্য আছে ঝিনুক, শামুক, সাপ, সি-উইডস এসবের তথ্য জানতে পানির নিচের ডুবোপ্রযুক্তি ব্যবহার করে সেগুলোরও তথ্য সংগ্রহ করার প্রয়োজন রয়েছে। আর সোয়াচে যে পানি রয়েছে, তা খুবই পরিষ্কার। এই পানির গুণগতমান শ্রীলংকা, ভারত, মিয়ানমার ও মালদ্বীপের চেয়েও উন্নত। বিশেষ করে সুন্দরবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চল। এটি এ অঞ্চলের জন্য ইকোলজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করছে। এ ছাড়া এতে যে মাছ ও প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার সঠিক ব্যবহার করতে পারলে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা সম্ভব।



সোয়াচে প্রধান ডুবুরি হিসেবে কাজ করছেন ডুবুরি এস এম আতিক রহমান। তিনি পানির তলদেশ ঘুরে জেলি ফিশ, সুইমিং ক্র্যাবসহ নানা ধরনের সামুদ্রিক উদ্ভিদের চিত্র ধারণ করেন। সোয়াচের পানির তল খুবই পরিষ্কার ও স্বচ্ছ। সোয়াচের আরো অজানা তথ্য জানতে আগামী ডিসেম্বরে আরো বড় আকারের অভিযানে নামছে ইসাবেলা ফাউন্ডেশন।

প্রিয় সুধী, মনমাতানো নিত্যনতুন সব অনুষ্ঠান এবং দেশ বিদেশের সকল খবর নিয়ে আমরা মেট্রো টিভি আসছি খুব সিগ্রই ।  আমাদের পে...
23/08/2020

প্রিয় সুধী, মনমাতানো নিত্যনতুন সব অনুষ্ঠান এবং দেশ বিদেশের সকল খবর নিয়ে আমরা মেট্রো টিভি আসছি খুব সিগ্রই । আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন । ধন্যবাদ ।

23/08/2020

অলস সময়ে ঘরে বসে শিখে ফেলতে পারেন দারুন সব ফ্রী কোর্স সাথের পাবেন সার্টিফিকেটও । মুক্তপাঠ সবার জন্য উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম
-----------------------------------------------------------------
আমরা প্রতিদিন মুক্তপাঠ মুক্তপাঠ শব্দটি ব্যবহার করছি।।আমার কাছে প্রতিদিন ম্যাসেঞ্জারে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছে।। তাই এ বিষয় টি সম্পর্কে কিছু কথা বলতে চাই যেন আর কারো কোন সমস্যা না থাকে।।
আসলে প্রথমে মুক্তপাঠ কি সেই টা জানতে হবে।। মুক্তপাঠ হচ্ছে উন্মুক্ত একটি ই লার্নিং প্ল্যাটফর্ম। এটি একটি অনলাইন কোর্স যেখানে অংশগ্রহণ করে আপনি নিজের জ্ঞান দক্ষতা অর্জন ও বৃদ্ধি করতে পারবেন।
শুধু তাই নয় এই মুক্তপাঠের মাধ্যমে অসহায়,সুবিধা বঞ্চিত দের শিক্ষামূলক বৃত্তি প্রদান করে তাদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবে।
তাহলে আমাদের কি করতে হবে???এর জন্য মুক্তপাঠ নামক একটি ওয়েব সাইট আছে যার ঠিকানা www.muktopaath.gov.bd। এই ওয়েব সাইটে গিয়ে আপনার ইমেইল দিয়ে নিবন্ধন ফর্ম পূরন করে আপনারা এর সদস্য হতে পারবেন।
এই মুক্তপাঠ এ যে যে কোর্স রয়েছে তা হলো শিক্ষা সংক্রান্ত শিক্ষক বাতায়ন,মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি,মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম,তাছাড়া কেঁচো সার,আছে ইলাস্ট্রেটর, আছে বৈদেশিক কর্মসংস্থানের পূর্বপ্রস্তুতি, আছে হাউস কিপিং গৃহকর্ম প্রশিক্ষণ, UDC উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নসহ আরো অনেক কিছু ।
মুক্তপাঠের ব্যপকতা এত বেশি যে এখানে শিক্ষক,শিক্ষার্থী, যুবসমাজ,কর্মজীবি ব্যক্তিবর্গ,বিদেশগামী কর্মী,প্রবাসী কর্মী,গৃহিণী সবাই সবাই এই মুক্তপাঠ ব্যবহার করতে পারবেন।।তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে মুক্তপাঠ সবার জন্য। একদম উন্মুক্ত।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিদেশগামী কর্মীদের করনীয়,বিদেশে চাকুরী ইচ্ছুক কর্মীদের অনলাইন আবেদন, অনলাইনে ভিসা চেক টিউটোরিয়াল পাসপোর্ট, অনলাইনে এজেন্ট ব্যাংকিং চেক,অনলাইনে পন্যের বিজ্ঞাপন,শিক্ষা প্রতিষ্ঠান এ ভর্তি,অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশ,ই লার্নিং প্লাটফর্ম এ ভিডিও টিউটোরিয়াল, স্বাস্থ্য সেবা,টিন(TIN) সার্টিফিকেট আবেদন,ভিসা চেক করার উপায়,কৃষি সেবা,ই ফাইল,ই পর্চার জন্য আবেদন,ফটোশপ,কম্পিউটার ট্রাবল শূটিং ইত্যাদির ভিডিও টিউটোরিয়াল যা দেখে খুব সহজেই নিজের দক্ষতা অর্জন করতে পারবেন।
আরো মজার বিষয় হচ্ছে মুক্তপাঠে আছে অফলাইন ভার্সন। লেসন গুলি কম্পলিট করলে পাবেন সার্টিফিকেট।।
আসুন এই বার আমরা মুক্তপাঠের পয়েন্ট গুলি সম্পর্কে জেনে নি।
content reading 100, Assignment Submission 200, Pop Quiz Participation 100,Exam Participation 200, Registration 1000, course enrollment 1000, Daily login 100, Discussion 200,Blog comment 300, course completion 1000... এই ভাবে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন।
থাকবেন সক্রিয় অংশগ্রহণকারী তে আপনি।
তাই আসুন সবাই মুক্তপাঠের সদস্য হই। সবাই শিখুন যখন যেখানে ইচ্ছে।
http://muktopaath.gov.bd/

ঘরে তৈরি মাস্ক ব্যাবহারের নিয়মাবলী
23/08/2020

ঘরে তৈরি মাস্ক ব্যাবহারের নিয়মাবলী

Address


Alerts

Be the first to know and let us send you an email when Metro TV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro TV BD:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share