Miskat Creation

  • Home
  • Miskat Creation

Miskat Creation Address: Gulshan 1, Dhaka, 1212
Contact Number : 01730967388 A store of beautiful handmade craft. We produce and sell all kinds of ladies, gents and kids wear.

Hope that , all of them will satisfy your eyes and mind with a reasonable price. Welcome to "Miskat Creation "page, this page is love� We are a famous handicraft page. We maintain high quality product. So stay with us and support us.

08/10/2023
05/09/2023
19/06/2023

একজনের নাম আমি কখনো ভুলবো না!

'ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজী'🙂
অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম🙊

13/06/2023

১ কাপ চায়ে তোমাকে চাই🙊

13/06/2023

আমরা যতই ম্যাচিউর হই,বাস্তববাদী হই,শক্ত হই,ইন্টারেস্ট পার্সন হই,ভালো হই...!!

কারো না কারো গল্পে ঠিক ইম'ম্যাচিউর,আবেগী,দুর্বল, বিরক্তিকর,খারাপ!এন্ড ইটস ওকে!টপ রেটেড সিনেমারও দুই-একটা নেগেটিভ রিভিউ দেখা যায়।সুন্দর একটা জ্যোৎস্না রাতও সবাইকে মুগ্ধ করতে ব্যর্থ হতে পারে।

চাইলেও সবার কাছে এক হওয়া,ভালো থাকা যায় না।এটাই নিয়ম!তাতে খুব বেশি কিছু পরিবর্তন হয় না। Believe Yourself!🖤

01/06/2023

মেয়েরা হচ্ছে দুরকমের। একটা হচ্ছে প্রেমিকা ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ওয়াইফ ম্যাটেরিয়াল..!!!

যে মেয়েটা প্রেমিকা ম্যাটেরিয়াল তার সাথে প্রেম করলে যত রকমের কেয়ার আপনি চান সব পাবেন। এরা আপনার সাথে ঢং করবে, মুখে রং করবে, আপনাকে আপনার টাকা দিয়েই ট্রি'ট করবে, খুশি রাখবে, গায়ে গা লাগাই দিয়া ঘ'ষাঘ'ষি করে রাস্তায় হাটবে, আপনাকে সব সময় ফিল করাবে, “ সি ইজ দ্যা বেস্ট”। এক কথায় এরকম মেয়েদের সাথে প্রেম করলে আপনি সাময়িক ভাবে একটা এ্যান্জ'য়াবল লাইফ পাবেন, নিজেরে খুশি মনে হবে প্রচুউউউর। মানে যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ এই হ্যা'পিনে'স আপনি পাবেন, আর টাকা শেষ তো সব গায়ে'ব।

আর যে মেয়েটা ওয়াইফ ম্যাটেরিয়াল সে এসবের কিছুই করতে পারে না। তারা রং করতে পারে না, ঢং করতে পারে না, প্রেমিকরে ক্যামনে খুশি করতে হয় তাতেও তারা এ'ক্সপা'র্ট না, তারা জানে না প্রেমিকের সামনে এ'লোমে'লো নিজেকে কিভাবে পরিপাটি করে উপস্থা'পন করতে হয়, তারা জানে না নিজের মুখ ভর্তি ব্রণ টা মেকাপের আবরণে আড়াল করে কেন ভালোবাসার মানুষের সামনে যেতে হয়, কেন ভালোবাসার মানুষের সামনে এতো ফর্মালিটিস পালন করতে হয়? তারা জানে না প্রেমিকের পকেট কি করে ফাঁ'কা করতে হয়।

তারা শুধু জানে ভালোবাসার মানুষটার উন্নতি কিভাবে হবে, কিভাবে তার দুই পয়সা সেভ হবে, দেখা করার সময় কিভাবে বাদাম দিয়েই পার করা যাবে গোটা একটা দিন; তারা সেই চিন্তাই করে। এরা হয়তো আজকালকার ম'র্ডান যুগের প্রেমিকা হিসেবে বড্ড বেশিই ইম'পার্ফেক্ট, কিন্তু যদি বউ হিসেবে চয়ে'জ করা হয় তো এরাই হচ্ছে ঘরের লক্ষী।

তাই এই ওয়াইফ ম্যাটেরিয়াল প্রেমিকা গুলোকে ক্ষ্যা'ত, হ্যা'নত্যা'ন বলে দূরে সরাই না দিয়ে ধরে রাখুন। দেখবেন কখনোই ঠ'কবেন না।

এই শহরে মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো। একটা মেয়ে চাইলেই এই শহরে গভীর রাতে শূন্য রাস্তায় চলতে পারেনা। একটা মেয়ে স...
18/05/2023

এই শহরে মেয়ে হয়ে জন্মানো অনেকটা অভিশাপের মতো। একটা মেয়ে চাইলেই এই শহরে গভীর রাতে শূন্য রাস্তায় চলতে পারেনা। একটা মেয়ে সব সময় অসহায়, চলতে-ফিরতে, উঠতে-বসতে।একটা মেয়ে কখনো নিজের ইচ্ছে মতো জীবন পরিচালনা করতে পারেনা। ইচ্ছে থাকলেও এই শহর তাদের আটকে দিবে। প্রত্যেকটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে।
কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছার কাছে।
আসলে মেয়েদের চাওয়া-পাওয়া গুলো চার দেয়ালে বন্দি করে রাখতে হয়। চাইলেই সে চার দেয়ালের বাহিরে আসতে পারেনা। কখনো তারা মুখে প্রকাশ করবেনা,অন্তরের চাপা দুঃখ গুলো। মেয়েদের স্বপ্ন-আশা করাও একটা অভিশাপ। তাদের কখনো মুক্ত হতে দেয় না। বন্দি খাঁচায় পাখির ন্যায় আটকে রাখে।
মেয়েদের জীবনটা এই যেন এক গোলক ধাঁধা, মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ।
খুব কম মেয়েই পারে নিজের পছন্দের মূল্য দিতে

আমি সহজে সরে যাই না। সরালেও সরে যাই না। থাকলে খুব শক্ত করে হাতটা ধরে থাকি। থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি। কারোর অনেক ক...
16/05/2023

আমি সহজে সরে যাই না। সরালেও সরে যাই না। থাকলে খুব শক্ত করে হাতটা ধরে থাকি। থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি। কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে আমরা কেউই নিখুঁত নই, ভুল তো সবারই হয়। আবার সুযোগ দিই এবং থেকে যাই। অসংখ্য ট্রমায়, লক্ষ বার ক্ষমায়, অন্তহীন দাঁড়ি কমায় থেকে যাই। হারিয়ে যাই না।

কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। চাইলে এই পৃথিবীর ৭৫০ কোটি মানুষের মধ্যে ৭৪৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ জনকে খুঁজে পাবে।
কিন্তু, আমায় পাবে না।

15/05/2023

পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে। তারা সব জায়গায় সুবিধা পায়,সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন, তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।বলতে গেলে পা চাটাদের একটা কোঠাই থাকে আলাদা সর্বপরি।অথচ এরা না কারো আপন হয়, না কারো বিশ্বস্ত হয়, না কারো নিজস্ব হয়।এরা হয় সুবিধাবাদী, মেরুদণ্ডহীন টাইপের লোক।
এদের নিজের কোন মতামত থাকেনা, নিজস্ব কোন হস্তক্ষেপ থাকেনা কোন কাজে।এদের মাঝে বিবেক মানবতা বলতেও কিছু থাকেনা। তবুও এরা অনেকের প্রিয় হয়ে থাকে,,ঐ যে প্রথমেই বললাম পা চাটা লোকদের সুপার পাওয়ার আছে।
সকাল সকাল মিজাজটা খারাপ করে দিলো পা চাটা কুত্তা গুলা😡

13/05/2023
01/05/2023

ভীষন মন খা'রা'প হলেও,
এক গাল হাসি হেসে ভালো থাকার অভিনয় করতে শিখে গেছি।
সবচেয়ে বড়ো কথা কারো কথা সহজে গায়ে লাগে না,
সে যতই বা'জে কথা বলুক না কেন?
তর্কে না গিয়ে মিষ্টি করে হেসে কেটে পড়ি।
কাউকে নিয়ে অকারণে অহেতুক ভাবনা আসে না,
দিন শেষে ভেবে দেখি নিজেকেই ঠিক সময় দিতে পারি না।।
কারো উপর রাগ হয় না,
হয়না ঠিক না, হয় কিন্তু হ্যাঁ মুচকি হেসে কেটে পড়ি।
আমাকে নিয়ে যে মানুষগুলো সময় পেলেই পেছনে বা'জে কথা বলে,
তাকেও কখনো বুঝতে দিই না সবটা জানি,
পেছনে তো বলে সামনে তো বলেনি ।
জীবনে চলতে গেলে তোমার সঙ্গে অনেক কিছু ঘটবে,
খা'রা'প যেমন ঘটবে, তেমনি ভালোও ঘটবে।
সাময়িক খা'রা'প লাগবে তাদের কথা ভেবে ।

29/04/2023

আমাদের হঠাৎ করেই কিছু মানুষের সাথে দেখা হয়, কথা হয়, ধীরে ধীরে আপনজনের খাতায় যোগও হয়। তাদের ছাড়া আমাদের জীবন চলবে না এমনটা নয়, কিন্তু তাদের পাশে পেলে ভালো থাকবো, আনন্দে বাঁচবো এমনটাই মনে হয়। তাই তাদের আমরা এতটাই বিশ্বাস ও ভরসা করি যে, আপনজনের খাতায় যোগ করতে একবারও দ্বি'ধা করি না।
যাদের আমরা বিশ্বাস করি, তাদেরকে ভালোবাসার একটা স্থানে রাখি। বিশ্বাস যাকে করা যায় তাকেই হৃদয়ে ঠাঁই দেয়া যায়। শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়। তাইতো আপনজন বলতে আমরা সেই মানুষগুলোকেই খুঁজি। কিন্তু একটা সময় পর দেখা যায় যাদের আমরা খুঁজি, তাদের থেকেই অপ্রত্যাশিত এমনকিছু পাই-
যা আমাদের ভালো থাকা মূহুর্তে কেড়ে নেয়। আমাদের মন খা'রা'পের কারণ হয়ে দাঁড়ায়। ছোটোবেলায় অংক করতে গিয়ে যোগের পাশাপাশি বিয়োগ করাও শেখানো হয়। তাই যাদের আপনজনের খাতায় যোগ করা যায় তাদের বিয়োগও করা যায়। ধীরে ধীরে সম্পর্কের সমীকরণ বদলে যায়। যোগের খাতা থেকে বাতিল হতে থাকে সেই মানুষগুলো। কিন্তু তফাৎ হলো, যোগ করার সময় আনন্দ বয়ে আনে! আর বিয়োগ হওয়ার সময় দুঃখ দিয়ে বের হয়।
দুঃখ কম-বেশি সবার জীবনেই থাকে! কিন্তু, কিছু দুঃখ অপ্রত্যাশিত হয় যা জীবনকে শত আনন্দের মাঝেও ঘেঁটে দেয়।

শুভ সকাল💥জীবনে অনেক কিছুই কন্ট্রোল করা যায় না🥲তবে মনের জোড় দিয়ে পজিটিভ থাকুন❤️ সমস্যা নিয়েও হাসিমুখে থাকুন🥰
26/04/2023

শুভ সকাল💥

জীবনে অনেক কিছুই কন্ট্রোল করা যায় না🥲তবে মনের জোড় দিয়ে পজিটিভ থাকুন❤️ সমস্যা নিয়েও হাসিমুখে থাকুন🥰

Mehedi & Rasin ধন্যবাদ আমাকে এতো সুন্দর করে মেহেদী দিয়ে দেওয়ার জন্য 😘😘😘
24/04/2023

Mehedi & Rasin ধন্যবাদ আমাকে এতো সুন্দর করে মেহেদী দিয়ে দেওয়ার জন্য 😘😘😘

21/04/2023

প্রত্যেক ফ্যামিলিতে একজন আর্টিস্ট থাকে,যাকে মেহেদী লাগিয়ে দেয়ার জন্য সবাই ডাকাডাকি করে!

খুব অপ্রিয় সত্যি কথা🙂✍বই:"অনুভবে তুমি"-অর্পিতা সরকার
20/04/2023

খুব অপ্রিয় সত্যি কথা🙂✍
বই:"অনুভবে তুমি"-অর্পিতা সরকার

খারাপ অতীত মানুষ কখনও ভুলতে পারে নাহ। এটা কখনোই নাহ!!মাঝে মাঝে নিজের হাত পা এবং নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে খুব নিখুঁত ভা...
19/04/2023

খারাপ অতীত মানুষ কখনও ভুলতে পারে নাহ।
এটা কখনোই নাহ!!
মাঝে মাঝে নিজের হাত পা এবং নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে খুব নিখুঁত ভাবে দেখি আর ভাবি আল্লাহ তায়া’লা আমাকে এখনও বাচিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ।

অল্প বয়সে এতো বড় ধাক্কা সহ্য করে,,এতো দূর সবর করে আসা সম্ভব ছিলো নাহ আমার একার।
এক এক জনের জীবন কাহিনী এক এক রকম কষ্টের।
কারও সঙ্গে কারোটা পুরো কখনোই মিলবে নাহ।
"বিচ্ছেদ" শব্দ একটা। কিন্তু কাহিনী সবার ভিন্ন।
এরপর আপনি যতক্ষন না অপর ব্যাক্তিটির পরিস্থিতিতে পড়বেন ততক্ষন আপনি তার কষ্ট বুঝবেন নাহ।

আসলে এতো দূর সবর করে আসা হয়েছে শুধু আল্লাহর জন্য।
যখন দাড়ানো অবস্থা থেকে ধাপ করে ফ্লোর কান্নায় ভেঙে পড়তাম। ওই সময় আল্লাহ তায়া’লা সান্ত্বনা দিতেন।
আর বলতেন,, "আরেকটু সবর করো বান্দা, আরেকটু"!
তার উপস্থিতি তখন কাছ থেকে অনুভব করতাম।
তখন মনে একটু সুকুন পেয়ে আবার দেয়াল ধরে দাঁড়াতাম।
এভাবে বারবার ভেঙে পড়তাম আর বারবার দেয়াল ধরে দাড়াতাম,, কারন তিনিই সামলে নিতেন।

এতো কিছু পেরিয়ে এতো দূর আসা শুধুই তার জন্য।
তবে একটা জিনিস কি,, ওই সময়'টা খুব খারাপ গেলেও এক দিক থেকে খুব উপকার হয়েছে। ওই একটা কষ্টই রবের অনেক কাছে নিয়ে গিয়েছিলো। দীর্ঘক্ষন সময় তার সাথে কাটাতে পেরেছিলাম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

আল্লাহ তায়া’লা অবশ্যই যা করেন প্রতিটি বান্দার ভালোর জন্য করেন।
কিছু অতীত না ভুলাই ভালো,, ভুলে গেলে পুরোপুরি সফলতা অর্জন করবো কি করে??

আল্লাহ তায়া’লা আমাকে সহ প্রতিটি বান্দাকে উত্তম জীবন সঙ্গী দান করুক। আল্লাহুমা আমিন ইয়া রাব্বি। 🤲✨

জন্মদিনটা বছরে একবার কেন আসে😏অবশ্য বছরে দুইতিনবার জন্মদিন আসলে এতো সুন্দর উপহার পাওয়া যেতো না মনে হয়🙊আপনারা কতো ভাগ্যবান...
18/04/2023

জন্মদিনটা বছরে একবার কেন আসে😏অবশ্য বছরে দুইতিনবার জন্মদিন আসলে এতো সুন্দর উপহার পাওয়া যেতো না মনে হয়🙊আপনারা কতো ভাগ্যবান জানেন আপনাদের জিবনে আমার মতো ভালো,কিউট, গুলুমুলু,একজন আছে🙈 আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করবেন যাতে আমি সারাজীবন আপনাদের এমন করে জ্বালাতে পারি🖤🖤
প্রিয় মানুষ গুলো থেকে পাওয়া আজকের উপহার

17/04/2023

কারো কাছে অতিরিক্ত আশা করতে যেও না, কারণ মাত্রাতিরিক্ত আশা করার পর যখন কেউ সে আশা ভেঙে দেয়, তখন মানুষও ভেঙে পড়ে। আর যদি তুমি একবার ভেঙে পড়ো তবে জীবন থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাবে। একবার ভেঙে গেলে খুব সহজে উঠে দাঁড়াতে পারবে না। নিজের উপর ভরসা রাখো, একদিন কারো কোনো সাহায্য ছাড়াই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে ।

তুমি ছাড়া তোমার বিরহ কেউ বুঝবে না। তোমার কষ্টে কেউ এক ফোঁটা চোখের জলও ফেলবে না। তুমি কষ্ট পেলে তোমাকে একাই কাঁদতে হবে, তোমার কিছু কাছের মানুষ বড়জোর তোমায় সান্ত্বনা দিতে পারবে, এ ছাড়া আর কিছু নয়, যতো কাছের মানুষই হোক তোমার কষ্ট তুমি ছাড়া কেউ অনুভব করতে পারবে না।তাই নিজেই নিজের আয়না হয়ে যাও ।

কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবে না, ভীষণ বাজে ভাবে ঠকে যাবে।কারণ সব মানুষ মানুষের বিশ্বাস ধরে রাখতে জানে না। সে কাছের হোক বা দূরের মানুষ।তাই সবকিছুতেই একটা লিমিট করে নাও। মনের কথা কারো কাছে বলার প্রয়োজন নেই, কারণ যার কাছে বলবে একদিন দুদিন সে হয়তো চেপে রাখবে, কিন্তু তৃতীয়দিন তোমার সাথে তার একটু মন মালিন্য হলেই দেখবে সে তোমার বিষয় নিয়ে অন্যদের সাথে হাসি ঠাট্টা করবে।

কাউকে অতিরিক্ত ভালোবাসতেও নেই, কারণ এ পর্যন্ত যারাই অতিরিক্ত ভালোবেসেছে তারা তাদের ভালোবাসার মানুষটিকে পায়নি।বরং পাগল উপাধি পেয়ে বসে আছে। জীবনে ভালোবাসার প্রয়োজন আছে, তুমিও ভালোবাসবে। তবে মনে রাখতে হবে সবকিছুর একটা লিমিট রাখা প্রয়োজন। কারণ কাউকে অতিরিক্ত ভালোবাসলে একটা সময়ে হয়তো সেও বিরক্ত হয়ে যাবে। ভালোবাসাটা হলো লবনের মত, প্রয়োজনের চেয়ে বেশি দিলে তার স্বাদ থাকে না।

একটা সময়ে তুমি বুঝতে পারবে,ধরো একটি গ্লাসে কখনো তুমি দুই গ্লাস পরিমাণ পানি রাখতে পারবে না, সে যতোটুকু পারবে ততটুকু ধরে রাখবে বাকিটুকু পরে যাবে। ঠিক তেমনি প্রয়োজনের চেয়ে বেশি কাউকে কিছু দিলে সেটাও সে ধরে রাখতে পারে না। সেটা হতে পারে বিশ্বাস- ভালোবাসা অথবা কারো উপর আশা।

সত্যি বলতে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।

15/04/2023

আপনার দূর্বলতার জায়গা গুলো জেনে ও যারা আপনাকে আ'ঘা'ত করে তারা আর যাই হোক না কেন আপনার প্রিয়জন হতে পারে না।
তারা যদি সত্যি আপনার প্রিয়জন হতো বা আপনি যদি তাদের প্রিয়জন হতেন তাহলে তারা আপনার ক'ষ্ট বুঝতে পারতো আর আপনাকে এভাবে আ'ঘা'ত ও করতে পারতো না।।

14/04/2023

বেশিরভাগ মানুষ আপনাকে বুঝতে ভুল করে?? ... করুক ...
সবাইকে ধরে ধরে বুঝানোর প্রয়োজন নেই, কিছু কিছু ক্ষেত্রে খারাপ হওয়াটাও প্রয়োজন।
যাতে আপনি অন্যদের তাদের সীমারেখা দেখিয়ে দিতে পারেন, যে আপনার কিছু নীতি আছে যেগুলোর বাইরে আপনি নিজের সম্মান ক্ষুণ্ন করেন না ।
মানসিক ভাবে বড় হতে হলে, ঠকতে হয়! হারাতে হয়! কাঁদতে হয়!
ভেঙ্গে যেতে যেতে আবার দাঁতে দাঁত চেপে টক করে উঠে দাঁড়াতে হয় নতুনভাবে বাঁচতে হয়। নতুনভাবে নিজেকে চিনতে শিখুন ইয়েস সুইট হার্ট ইউ রিড ইট রাইট 🙂

12/04/2023

খুব ভালো লাগে! যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে।খুব আপন লাগে! যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে।
খুব স্পেশাল হয়! যে কিনা " বাদ দাও, ভালো লাগছে না .. " বলার পরেও বারবার কি হয়েছে ?? " জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি…
আজকালকার দিনে এমন কোনো প্রিয়মানুষ ভাগ্য করেই পাওয়া যায়।🌸🖤

10/04/2023

এখন আর কারো কথা গায় মাখি না 😼

নতুন একটা পারফিউম কিনছি ঐটাই মাখি

আজকাল কেউ বিশ্বাসের মান রাখে না-সবাই বো'কা বানিয়ে চলে যায়।"পাশে আছি" "পাশে থাকবো" বলে ই'নিয়ে বি'নিয়ে গল্প সাজিয়ে,পাশে নয়...
07/04/2023

আজকাল কেউ বিশ্বাসের মান রাখে না-
সবাই বো'কা বানিয়ে চলে যায়।
"পাশে আছি"
"পাশে থাকবো" বলে ই'নিয়ে বি'নিয়ে গল্প সাজিয়ে,
পাশে নয়, পাশ কাটিয়ে চলে যায় বহুদূর।
ছেড়েই যখন যাবে,
জীবনটাকে না ঘেঁ'টে দিলেও পারতে!

Complete
07/04/2023

Complete

05/04/2023

পথ চলতে চলতে যখন মনে হয় গন্তব্য ভুল তখন গন্তব্য পরিবর্তন করতে হয় আর আমি বোকার মত এত দিন বাহন পরিবর্তন করার কথা ভাবছি।

🌺পান্জাবি🌺হ্যান্ড পেইন্টখাদি কাপড় বি.দ্র: যেকোনো কাপড়ে করে দেওয়া যাবে
25/01/2021

🌺পান্জাবি🌺
হ্যান্ড পেইন্ট
খাদি কাপড়

বি.দ্র: যেকোনো কাপড়ে করে দেওয়া যাবে

Address


Alerts

Be the first to know and let us send you an email when Miskat Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miskat Creation:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share