Change

Change Don't be sad, ALLAH is with us! ♡︎

17/01/2025
13/01/2025

আমাকে গুছিয়ে দাও হে প্রভু, আমি বিভ্রম আর দুশ্চিন্তায় ক্লান্ত।

05/01/2025

ফেসবুকে শিবির আর ছাত্রদলের যুদ্ধ চলছে। অন্য দিকে ছাত্রলীগ, হাদিসের নাম্বার সহ পোস্ট করতেছে।
এমন দিনও দেখার বাকি ছিলো!
😆

15/12/2024

"হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না"

বরং শুকরিয়া আদায় করুন আল্লাহ
আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন…

10/12/2024

কতকিছুর স্বপ্ন দেখি।

এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সূত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে-

"দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই ইনশাআল্লাহ ।" ❤️🌸
©

22/11/2024

যাকে চাইলেই পাচ্ছো; তাকে ব্যবহারের পাত্র ভেবো না। যে তোমার প্রয়োজনে ছুটে আসে, সে তোমার ভালো চায়। তাকে একজন শুভাকাঙ্ক্ষী ভাবতে শেখো।

তার প্রতি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করো; যে তোমার ভালো সময়ের খোঁজ না রাখলেও, খারাপ সময়ে এসে কাঁধে হাত রেখে বলে "সব ঠিক হয়ে যাবে।"

মা ছাড়া নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসতে জানেনা। তাই যদি কেউ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে তবে তার মূল্যায়ন করতে শেখো। মনে রেখো, তুমি একজন শুভাকাঙ্ক্ষী হারালে মানে, তুমি একটা বিশ্বস্ত কাঁধ হারালে।

11/11/2024

যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন সপ্ন ভেঙে যাবে ইচ্ছাগুলো পূরণ হবে না অপূর্ণ হয়ে থাকবে | কষ্ট বাঁধা, আর হতাশা সবই জীবনের অংশ। শেষ পর্যন্ত মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না আগের মতো তবুও দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এটাই জীবন...

11/11/2024

মানসিক ঝড়গুলো অতিক্রম করতে করতে মানুষ বেঁ'চে থেকেও ফুরিয়ে যায়! 🖤

06/11/2024

আগে বড়দের ভয় পেতাম,
ভয়ের কারন ছিলো- সম্মান ও শ্রদ্ধা,
আর এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ- বেয়াদবি আর অভদ্রতা।

25/10/2024

অন্যের কাছে নিজেকে প্রমাণের দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই। যেটা ভালো লাগে সেটাই করেন। Just make sure that your liking does not become a cause of harm to others.

হাসেন, মন খুলে হাসেন, সময় এনজয় করেন। পৃথিবী আসলেই দুই দিনের। কাল বাদে পরশুর সূর্য আপনার নাও হতে পারে! 🌻

Bhoom🔥
23/10/2024

Bhoom🔥

04/10/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

03/10/2024

মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয়, একদিন সব ঠিক হয়ে যাবে "ইনশাল্লাহ"সেই আশায়...🍀😪

02/10/2024

সুদিন আসবে আসবে বলিয়া মরণের দিন কাছাকাছি চলিয়া আসিতেছে

29/09/2024

আমরা সহস্র বছর বেঁচে থাকবো বলে স্বপ্ন দেখি; অথচ কুড়ি থেকে ত্রিশ পেরুতে না পেরুতেই জীবনের প্রতি আমাদের প্রচন্ডরকমের অভিমান জন্মায়! 🖤

28/09/2024

বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিন। আকাশে একই মেঘ, ধুন্দুলবনে একই হাওয়া প্রতিদিন ঘুরে ফিরে আসে। সমুদ্রে ক্লান্ত, নদীতে ক্লান্ত। এইসব ছেড়ে কোথাও যাওয়া গেলে ভালো হতো। জীবন ক্লান্ত হতে হতে ছেঁ ড়া স্যান্ডেল হয়ে যাচ্ছে তবুও বাঁচতে হচ্ছে প্রতিদিন।

- হাসান রোবায়েত

26/09/2024

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছেন না। ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখছেন, আপনার চোখে পানি।

চোখে পানি নিয়েই আপনি ভাত খেতে থাকলেন! আপনি জানেন আপনার কিছু করার নাই। কষ্ট টা কমাইতে পারবেন না কোনো ভাবে।

মানুষ এর জীবনে এতো 'খারাপ' সময় না আসুক...

Address


Telephone

+8801601112616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Change posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Change:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share