TIRTHOK

TIRTHOK Media Agency & Creative Zone. All kinds of Audio Visual, Event -Activation & Print-Publications. TIRTHOK is a highly professional team to make your dream truth.

We serve the Corporate & Entertainment world and also society & nation. We have a lot of professional, educated & creative member to fulfill clients demand. We make all kinds of films such as Movie, Documentary, Docu-Film, TVC, OVC, RDC etc for your promotion in any medium. We create Concepts & Implement for your market rising. We are ready to serve you all kinds of Events & Activation. We can also provide Public Relation, Print & Publications, Market Analysis and Survey also.

***তপু খান-ই লিডার এবং আপাত সর্বশেষ উদাহরণ ***যে ভয়ঙ্কর বিপর্যয় এবং লড়াইয়ের মধ্য দিয়ে তপু খান নামের ছোটখাটো মানুষটা রীতি...
17/01/2024

***তপু খান-ই লিডার এবং আপাত সর্বশেষ উদাহরণ ***

যে ভয়ঙ্কর বিপর্যয় এবং লড়াইয়ের মধ্য দিয়ে তপু খান নামের ছোটখাটো মানুষটা রীতিমতো যুদ্ধ জয় করেছে, তা অন্য কারো জীবনে হলে হয়ত উন্মাদ হয়ে জীর্ণভাবে রাস্তায় ঘুরে বেড়াতো। এই মানুষটা কিভাবে সামাল দিয়েছে তা উপরওলাই জানে, আর জানে সে নিজে।

বাংলাদেশের প্রায় সকল নির্মাতারই স্বপ্ন বড় পর্দা। তারচেয়েও দু:সাহসী স্বপ্ন শাকিব খান। ছোট পর্দার গুণী নির্মাতা তপু খান দুটোই পেয়েছেন একসাথে। কিন্তু ভাগ্য যে বলে অন্য কথা! শাকিব-বুবলি তাণ্ডব, বিদেশ থেকে ধ র্ষ ণের অভিযোগ ও মামলা, প্রযোজনা প্রতিষ্ঠান/কর্তাব্যাক্তিদের সাথে শাকিবের দূরত্ব ইত্যাদি নানা করণে শাকিবের নানাভাবে দীর্ঘ সময় আমেরিকা অবস্থান ইত্যাদি নানাভাবে একটি স্বপ্ন রীতিমতো দু:স্বপ্নে পরিণত হয়।

সে সময়টাতে শাকিবের ক্যারিয়ার যেমন ভয়াবহ হুমকির মুখে, তেমনি নানাভাবে শাকিব হয়ে উঠেন হাস্যরসের উপাদান। সোশ্যাল মিডিয়া থেকে নানান মাধ্যম শাকিবকে নিয়ে নানাভাবে অসুস্থ আলাপনে ভরে যায়। জীবনের সবচেয়ে বড় ইমেজ সংকটে পড়ে যায় শাকিব। এমনকি শাকিবের ডাইহার্ট ফ্যানবেজও বিশাল ধাক্কা খেয়ে দিশেহারা হয়ে যায়।

এমতাবস্থায় একজন তপু খান দীর্ঘ অনিশ্চিত পথেও নিশ্চয়তার ভরসা কিভাবে রেখেছিলেন, তা গবেষণার দাবী রাখে। সিকি ভাগ, অর্ধেক, আরেকটু, এইতো শেষ প্রায় ইত্যাদি নানান সমীকরণে তার সিনেমাটি আটকে থাকে। অবশেষে একদিন ভাগ্যবিধাতার মন সুপ্রসন্ন হয়। অসম্ভবকে সম্ভব করে দ্বন্দের চূড়ান্তে থাকা নায়ক-নায়িকাকে এক পর্দায় আনলেন। রোমান্টিক গানের শুটিং হলো, পরস্পরকে স্পর্শ না করে, পাশাপাশি না দাঁড়িয়ে।

সিনেমাটি মুক্তির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দর্শক কি শাকিবের সিনেমা দেখতে হলে আসবে! জ্বি, দর্শক এলো এবং আবিস্কার করলো, এতদিনে চিরচেনা পর্দার শাকিবকে ভেঙ্গেচুরে, লাউড-ওভার এক্টিংয়ের শাকিবকে ন্যাচারাল অভিনয়ের দুনিয়া টেনে নিয়ে এসেছে চলচ্চিত্রের এক নবীন নির্মাতা। সিনেমাটি টানা হাউসফুল চললেও পুরানো সেই দ্বন্দে, চাহিদা থাকলেও সিনেমাটিকে দীর্ঘদিন হলে চালানো হয় নি।

কিন্তু দর্শক পেয়ে গেছে নতুন করে জন্ম নেয়া নতুন এক শাকিবকে। দর্শক ভুলে গেছে বিগত লম্বা একটা সময় কি কি ঘটেছে শাকিবকে ঘিরে। সে ঘটনা ভাল নাকি মন্দ, সত্য নাকি মিথ্য সে বিচার এখানে করছি না। তো সেই পূনর্জন্ম দিয়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাষ্ট্রি যে ঝাঁকিটা দিলো তারই ফল পরবর্তীতে 'প্রিয়তমা'।

যার হাত ধরে, যার ধৈর্য্য-শ্রম-নতুনত্বের দু:সাহস আগুন পাখির মতো রক্ষা করেছিল বাংলা সিনেমার আপাতত সর্বশেষ সুপার স্টার শাকিব খান এবং বাংলা সিনেমাকে, আজ সেই তপু খানের জন্মদিন। আমি জানি না, শাকিবের মতো নায়ককে 'লিডার আমিই বাংলাদেশ' সিনেমাটির জন্য কিভাবে রাজি করিয়েছিলেন তিনি। কারণ শাকিব ডাউন টু আর্থ টোন এবং অভিনয়ে সিনেমা করা বা করার চেষ্টা আরো ১০/১৫ বছর আগে ছেড়ে দিয়েছে।

শুধু তা-ই না, এখনো যদি এমন চরিত্র/গল্পের সিনেমা নিয়ে যায়, আমার ধারণা শাকিব সেটা বাতিল করবে। অন্যদিকে কোন পরিচালক শাকিবকে নিয়ে সিনেমা বানাতে চাইলে, সে চাইবে সেফজোনে থেকে কাজটি করতে। শাকিবের স্টারডম, চিরচেনা স্টাইল এটা দিয়েই সে নিজের বৈতরণী পার করার চেষ্টা করবে। সেখানে তপু খান কিভাবে সাহস করলো, শাকিবকে নিয়ে শাকিবের বাইরের সিনেমা বানাবার! তপু খানের ক্যারিয়ার শেষও হয়ে যেতে পারতো, সেখানে কোন ভুল হলে।

তাহলে কি এমন ম্যাজিক ছিল সেখানে! শাকিব কেন রাজি হলো! নেতৃত্ব! লিডারশীপ! ইয়েস, ক্যাপ্টেন অব দ্যা শীপ। ইয়েস দ্যা ডিরেক্টর। ইয়েস দ্যা লিডার। যে সাহস করে, যে লড়াই করে, যে পরাজয়ে ভয় করে না এবং যে পুড়ে ছাই হয়ে আবারো উড়ে যেতে পারে আগুন পাখি হয়ে।

সেই সাহসী লিডার আপাতত একজনই। তপু খান-ই লিডার। যার একটু সাহসে এবং ধৈর্য্যে দম পেয়েছে বাংলাদেশের সিনেমা।

জন্মদিনে শুভকামনা জানাই তপু খান, দ্যা লিডারকে।

আগামীকাল (০৭/০১/২০২৪), বাংলাদেশের একটি গণমাধ্যমের ভোটের ফলাফল লাইভে কাজ করবো আমরা। এখন চলছে সেট-ইকুপমেন্টস সেট-আপ ও চেক-...
06/01/2024

আগামীকাল (০৭/০১/২০২৪), বাংলাদেশের একটি গণমাধ্যমের ভোটের ফলাফল লাইভে কাজ করবো আমরা। এখন চলছে সেট-ইকুপমেন্টস সেট-আপ ও চেক-আপ।

২০২৩ সালে আপনাদের কার্যক্রমের অংশ হতে পেরে আমরা আনন্দিত। নতুন বছরে আপনাদের সাথে আমাদের সহযাত্রা আরো দীর্ঘ এবং যথারীতি সা...
06/01/2024

২০২৩ সালে আপনাদের কার্যক্রমের অংশ হতে পেরে আমরা আনন্দিত। নতুন বছরে আপনাদের সাথে আমাদের সহযাত্রা আরো দীর্ঘ এবং যথারীতি সাফল্যের হবে বলে প্রত্যাশা করি।

দেখা যাক, এই পথচলা কোথায় নিয়ে যায়। TIRTHOK এর নতুন ক্লায়েন্ট educo.
20/12/2023

দেখা যাক, এই পথচলা কোথায় নিয়ে যায়। TIRTHOK এর নতুন ক্লায়েন্ট educo.

বিদ্যুৎ ভবনে APSCL এর এজিএম এর ইভেন্ট পরিচালনায় TIRTHOK
19/12/2023

বিদ্যুৎ ভবনে APSCL এর এজিএম এর ইভেন্ট পরিচালনায় TIRTHOK

ট্রান্সজেন্ডার এবং হিজরা কমিউনিটির কর্ম-শিক্ষা-নিরাপত্তা, অধিকার ইত্যাদি বিষয় নিয়েআজ বিকেল সাড়ে ৫ টায় ডিবিসি চ্যানেলে প্...
18/12/2023

ট্রান্সজেন্ডার এবং হিজরা কমিউনিটির কর্ম-শিক্ষা-নিরাপত্তা, অধিকার ইত্যাদি বিষয় নিয়ে
আজ বিকেল সাড়ে ৫ টায় ডিবিসি চ্যানেলে প্রচারিত হবে TRANS TALK এর ৪র্থ পর্ব.
BANDHU সোশ্যাল ওয়েরফেয়ার সোসাইটি'র সার্বিক সহযোগীতায় এই টকশো আয়োজনটির এজেন্সি হিসেবে কাজ করেছে আমাদের প্রতিষ্ঠান TIRTHOK

TIRTHOK এর নতুন ক্লায়েন্ট actionaid. এই প্রথম তাদের সাথে কাজ করতে যাচ্ছি।
10/12/2023

TIRTHOK এর নতুন ক্লায়েন্ট actionaid. এই প্রথম তাদের সাথে কাজ করতে যাচ্ছি।

BANDHU Social Welfare Society এর প্রজেক্টের অংশ হিসেবে ডিবিসি চ্যানেলে ১ম দফায় আজ রেকর্ড করা হলো টক শো "ট্রান্স টক"। অনু...
09/12/2023

BANDHU Social Welfare Society এর প্রজেক্টের অংশ হিসেবে ডিবিসি চ্যানেলে ১ম দফায় আজ রেকর্ড করা হলো টক শো "ট্রান্স টক"। অনুষ্ঠানটির এজেন্সি হিসেবে কাজ করছে আমাদের প্রতিষ্ঠান TIRTHOK.

ব্যাক্তিগত কারণে যদিও আমি আজ সেটে উপস্থিত থাকতে পারিনি। তবু ভালভাবে শুটিং সম্পন্ন হওয়ায় ভাল লাগছে।

ট্রান্সজেন্ডার কমিউনিটির অধিকার, সুরক্ষা, কর্মক্ষেত্র, স্বাস্থ্য সেবা, শিক্ষা ইত্যাদি বিষয়ে চার পর্বের টিভি শো করার চুক্...
04/12/2023

ট্রান্সজেন্ডার কমিউনিটির অধিকার, সুরক্ষা, কর্মক্ষেত্র, স্বাস্থ্য সেবা, শিক্ষা ইত্যাদি বিষয়ে চার পর্বের টিভি শো করার চুক্তি স্বাক্ষর হলো।

আসছে খুব তাড়াতাড়ি...

ইন্ডিয়ান আইডলের কোরাস ভয়েস দেন এই মানুষগুলো। পৃথিবীর সব রিয়েলিটি শো থেকে শুরু করে, বড় বড় তারকা গায়ক-গায়িকাদের লাইভ পারফর...
03/11/2023

ইন্ডিয়ান আইডলের কোরাস ভয়েস দেন এই মানুষগুলো। পৃথিবীর সব রিয়েলিটি শো থেকে শুরু করে, বড় বড় তারকা গায়ক-গায়িকাদের লাইভ পারফরমেন্সে কোরাস একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ছবিটা আমি দিয়েছি ভিন্ন একটি কারণে। পরের প্যারায় যাবার আগে আপনি আমার জন্য একটা মিনিট খরচ করে একটু ভাবুন তো, ছবিটা দেখে আপনার মনে কি ভাবনা আসছে! লেখাটা পড়ে মিলিয়ে নিতে পারেন, আমার সাথে মিলছে কিনা।

এই ছবিটাকে আপনি পৃথিবীর সব কোরাস কন্ঠদাতার প্রতিনিধি হিসেবে ধরে নিন আপাতত। এখানে পৃথিবীর শ্রেষ্ঠতম স্বপ্ন দেখা কিছু মানুষের গল্প। এই ছবিটাতে পৃথিবীর সবথেকে অবদমিত হবার গল্প আছে। এই ছবিতে স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষার গল্প আছে। এই ছবিতে 'দেখিস একদিন আমরাও' বলা মানুষটার পরাজয় মেনে নিয়ে বেঁচে থাকার সংগ্রামের গল্প আছে। এখানকার সবাই কিন্তু সুর-তাল-লয়-স্কেল-মিটার-প্যারামিটার ইত্যাদি সব বিষয়ে উত্তীর্ণ বলেই এখানে দাঁড়াতে পেরেছে। আর এই যোগ্যতার মাঝেই, আড়াল হয়ে আছে হতাশা।

সেদিন হঠাৎ কেন যেন, ছবিটা আমাকে খুব কষ্ট দিলো, বিমর্ষ করলো। ছবির পেছনের সারির পুরুষগুলোর দিকে তাকান। হয়ত একটা বয়সে তারা শহরে পাড়ি জমিয়েছিল নামী গায়ক হতে। স্বপ্ন দেখেছিল, সিনেমাতে তার একক কন্ঠ শোনা যাবে। ঘুরতে ঘুরতে আজ একটা বয়সে এসে ভাগ্য তাদের ঠিকানা করে দিয়েছে অন্য গায়ক-গায়িকার গানের অলঙ্কার বাড়ানোর ময়দানে। ভাগ্য তাদের স্বপ্নের কাছে নিয়ে যায় নি। আবার সামনের মেয়েগুলোকে দেখেন। বয়স কম, কিন্তু স্বপ্নে ডুবে আছে। একদিন তারাও মূল গায়িকা হবে। কে জানে! হয়ত হবে। কে জানে, হয়ত বয়স ৪০ পেরিয়ে কোরাসেই জীবন পার করে যাবে।

মঞ্চের অনেক খ্যাপের গায়ক/গায়িকার চেয়েও তাদের অনেকে অনেক বেশী মেধাবী এবং যোগ্য। কিন্তু অদৃষ্ট তাদের সাথে প্রতারণা করেছে।

বরাবরের মতো TIRTHOK'র নতুন প্রজেক্টে (ডকু-ফিকশন) আমরা দুজন শিক্ষানবীশ (১ জন ছেলে, ১ জন মেয়ে) পরিচালককে আমাদের সাথে শুটিং...
30/10/2023

বরাবরের মতো TIRTHOK'র নতুন প্রজেক্টে (ডকু-ফিকশন) আমরা দুজন শিক্ষানবীশ (১ জন ছেলে, ১ জন মেয়ে) পরিচালককে আমাদের সাথে শুটিংয়ে রেখে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে চাই। যারা ক্যামেরার পেছনে ডিরেক্টরিয়াল টিমের কাজ শিখতে এবং করতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করুন।

ঢাকার বাইরে ২ দিনের শুটিং।

আপনি চাইলে অভিজ্ঞতা অর্জনে আমাদের প্রি-প্রোডাকশন এবং পোস্ট-প্রোডাকশন কাজেও যোগ দিতে পারেন।

শুটিং স্থলে আপনার কাজ হবে কিভাবে শুটিং হয়, কিভাবে একটা স্ক্রীপ্ট ফলো করা হয়, কিভাবে লোকেশন এরেঞ্জমেন্ট করা হয় ইত্যাদি যাবতীয় বিষয় দেখা এবং শেখা। আপনার মনে কোন প্রশ্ন আসলে সে ব্যাপারেও জেনে নিতে পারবেন।

ভ্রমণ, শুটিং দেখা, খাওয়া-দাওয়ার বাইরে আমাদের পক্ষ থেকে আপনাকে কোন দায়িত্ব দেয়া হবে না। তবে আপনি চাইলে নিজ আগ্রহে যে কোন কাজে যুক্ত হতে পারবেন।

একদমই নবীন, যারা পরিচালনায় আসতে চান কিন্তু দেখার কিংবা শেখার কোন সুযোগ পাচ্ছেন না, এই সুযোগটা শুধুমাত্র তাদের জন্য।

আপনার ছবি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগত্যা এবং ঠিকানা TIRTHOK এর পেজে হোয়াটসআপে পাঠিয়ে দিন। জানান আপনার আগ্রহের কথা।

বি.দ্র.: শুটিং শেষে আপনাকে নামমাত্র টোকেন মানিও প্রদান করা হবে।

একবার ভাবুন, এই বাংলার এক গ্রামের মাঠে এক তরুণী নিজের ওড়না পেঁচিয়ে খালি পায়ে থ্রি-পিস পরে ব্যাট করছেন। কেউ সাপোর্ট দিচ্ছ...
02/10/2023

একবার ভাবুন, এই বাংলার এক গ্রামের মাঠে এক তরুণী নিজের ওড়না পেঁচিয়ে খালি পায়ে থ্রি-পিস পরে ব্যাট করছেন। কেউ সাপোর্ট দিচ্ছে, কেউ হা করে চেয়ে আছে। কেউ কটুক্তি করছে।

বাংলাদেশের নারী ক্রিকেটের শক্তিশালী একটি স্তম্ভ সালমা খাতুন। তার হাত ধরেই এসেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা এশিয়াকাপ, এসএ গেমসে স্বর্ণ, দুটি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ট্রফি সহ ভারতের মাটিতে চারদলীয় টুর্নামেন্টের শিরোপা।

নানীর দেয়া একখন্ড জমিতে বাঁশের খুঁটিতে গোলপাতার ঘরে তার বেড়ে ওঠা। ৪ ভাইবোনের সবার ছোট তিনি। এখন অবশ্য ৫ ইঞ্চি দেয়ালের পাকা ঘর হয়েছে।

৭/৮ বছর বয়সে মামাদের সাথে সেলোয়ার কামিজ পড়েই ক্রিকেট খেলা শুরু করেন। পরিণত বয়সে একদিন প্রয়াত মোহাম্মদ সালাউদ্দিন স্যারের কাছে যান। তিনি সালমাকে ট্রাউজার এবং জুতা কিনে দেন। দেয়ালের বাড়ি করতেও সালাউদ্দিন স্যার টাকা ধার দেন। এখানে একজন শিক্ষক/ওস্তাদের মহানুভবতার গল্পও আমরা পাই।

এলাকাভিত্তিক খেলার সব মেডেল, ট্রফি সালমাই পেতেন। ১১ জনের দলে সালমা একমাত্র মেয়ে। কিন্তু তাঁর কারণে দল জিতত। সেই সালমা দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের অধিনায়ক। হয়েছিলেন টি–টোয়েন্টিতে নারী বিশ্বসেরা অলরাউন্ডার। ছিলেন টি–টোয়েন্টির সেরা নারী বোলারদের মধ্যে দ্বিতীয়।

কোচ ইমতিয়াজ হোসেন পিলুর হাতে গড়া ক্রিকেটার সালমা খাতুন। তার হাতেই পেয়েছিলেন প্রথম ব্যাটটিও। এছাড়া এহসানুল হককেও পাশে পেয়েছেন পুরোটা ক্যারিয়ার জুড়ে।

লাল-সবুজ জার্সিতে সালমা খাতুনের অভিষেক করেন ২০০৮ সালে। তখনও বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায়নি। সে বছরই অধিনায়ক হন তিনি। তার নেতৃত্বেই ওয়ানডে স্ট্যাটাস পায় বাংলাদেশ।

গতকাল ছিল বাংলার নারী ক্রিকেটের ইতিহাসের এই কিংবদন্তীর জন্মদিন।

Team TIRTHOK এই কিংবদন্তীকে জানাচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

শর্টকাটে মিনি ইভেন্ট...
30/08/2023

শর্টকাটে মিনি ইভেন্ট...

03/07/2023

গান: শহর ছেড়ে ভাগ
কথা, সুর ও কন্ঠ: তির্থক আহসান রুবেল
সঙ্গীত: রাজ হৃদয়
গিটার: রিয়াজুল সাদ

এই শহরে মেঘের আকাল
এই শহরে বৃষ্টি হলে
শরীর ভিজে, মন ভিজে না
এই শহরে মনের আকাল
এই শহরে প্রেম এলে
শরীর টানে, মন টানে না

শহর ছেড়ে ভাগ
মেঠো পথেরই ডাক
মানুষ সেথা মানুষ আজো
মনে নেই দাগ

মেঘে ঢাকা দিনে
স্পর্শ চাও তুমি হাত বাড়িয়ে
বৃষ্টি মাখা দিনে
তুমি আছো জানালায় ঠায় দাঁড়িয়ে

শহর ছেড়ে ভাগ
বৃষ্টি হলে শরীর ভিজে, মন ভিজে না
ভাগ ভাগ শহর ছেড়ে ভাগ
মনের মাঝে মনের আকাল মন টানে না

স্বপ্ন দেখা ভোরে
ঘুম ভেঙ্গে যায় খুব সকালে
কুয়াশা ঢাকা ভোরে নগ্ন পায়ে শিশির যা মাড়িয়ে

শহর ছেড়ে ভাগ
বৃষ্টি হলে শরীর ভিজে, মন ভিজে না
ভাগ ভাগ শহর ছেড়ে ভাগ
মনের মাঝে প্রেমের আকাল মন টানে না

শহর ছেড়ে ভাগ
মেঠো পথেরই ডাক
মানুষ সেথা মানুষ আজো
মনে নেই দাগ

https://www.youtube.com/watch?v=pORgz7cc8e0গানের গ না জানা একজনের গান এসেছে। একটু না হয় বেহিসাবী হলেন।কষ্ট করে শুনে নেন।...
28/06/2023

https://www.youtube.com/watch?v=pORgz7cc8e0
গানের গ না জানা একজনের গান এসেছে। একটু না হয় বেহিসাবী হলেন।
কষ্ট করে শুনে নেন। যাদের ভাল স্পিকার কিংবা হেডফোন নাই, তাদের কানের দায়িত্ব আমার নয়...
গান: শহর ছেড়ে ভাগ
কথা, সুর, কন্ঠ: তির্থক আহসান রুবেল
সঙ্গীত: রাজ হৃদয়
গিটার: রিয়াজুল সাদ

Shohor Chere Vaag || Tirthok Ahsan Rubel || TIRTHOKগান: শহর ছেড়ে ভাগকথা, সুর ও কন্ঠ: তির্থক আহসান রুবেলসঙ্গীত: রাজ হৃদয়গিটার: রিয়াজুল সাদএই শহরে মে....

প্রযোজক ভয়ে হলে রিলিজ না দিয়ে টিভিতে রিলিজ দেন এবং পত্রিকাতে স্পন্সর/বিজ্ঞাপন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি ছিলাম (সে স...
07/06/2023

প্রযোজক ভয়ে হলে রিলিজ না দিয়ে টিভিতে রিলিজ দেন এবং পত্রিকাতে স্পন্সর/বিজ্ঞাপন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি ছিলাম (সে সময়ের) নচিকেতার অন্ধ ভক্ত। অন্যদিকে ক্যাসেটের পোস্টার দেখে পুরাই ফিদা হয়ে গেলাম। এরা বাংলাদেশী নাকি কলকাতার জানতাম না। গান সব তখন মুখস্ত।

যাই হোক, সে বছর আমি এসএসসি দিয়ে নানী বাড়ি বেড়াতে যাই। ফেরার সময় আমার নানী আমাকে এক হাজার টাকা দেন। ভালমতো বুঝে নেন, ৯৮ সালের ১ হাজার টাকা।

আমি তো অত হিসাবনিকাশ বুঝি না। ভাবলাম যে, টাকার অভাবে সিনেমাটা মুক্তি দিতে পারছে না। নচিকেতার গান বড় পর্দায় আসবে না, এটা হয় নাকি! হলুদ খামে ভরে দিলাম সেই ১ হাজার টাকা পাঠিয়ে।

আমার মা একদিন জানতে পারলো যে, আমার নানী আমাকে ১ হাজার টাকা দিয়েছিল। তখন হঠাৎ নেমে আসা দূর্যোগে আমাদের খুবই অভাবের সংসার। মা জানতে চাইলো টাকাটা কোথায়? মিথ্যে করে বললাম যে, খরচ করে ফেলেছি। জানতে চাইলো, কোথায় খরচ করেছিস? মিথ্যা বলতে গিয়ে প্যাচিয়ে ফেলি। যার ফলে, ব্যাপক মার খাই। কারণ টাকাটা হলে অনেক দিনের খাবারের নিশ্চয়তা হয়ে যেতো।

যাই হোক, ঈদের দিন বন্ধুদের বাসায় ঘুরতে ঘুরতে দুপুরের দিকে জোর করে বন্ধু মিশুর বাসায় ৮/১০ জনকে ডেকে নিয়ে জড়ো হই সিনেমাটা দেখাতে। কারণ তাদের রঙ্গিন টিভি। তারপরের ইতিহাসটা আবার কখনো সুযোগ হলে জানাবো।

আজ অবশ্য ভাত-কাপড়ের সেই অভাবটা নেই। তবে জীবনের এই রোমাঞ্চকর আনন্দ কতটা আছে, সেটা প্রশ্নসাপেক্ষ।

আজ হঠাৎ সে গল্পটা মনে পড়ে গেলো।

শুভ জন্মদিন, হঠাৎ মানহীন, দর্শকহীন এবং স্থবির হয়ে যাওয়া বাংলাদেশী সিনেমাকে ধাক্কা দিয়ে কিছু সময়ের জন্য হলেও জাগ্রত করা এবং দু: সময়ে ঢাকাই সিনেমাকে বাঁচিয়ে রাখার অন্যতম বীর সেনানী ফেরদৌস ভাই।

আজ TIRTHOK টিমের মিস সখিনা ৪২ বৎসরে পদার্পণ করেছে। তাই টিমের পক্ষ থেকে উপহার হিসেবে কুতুবদিয়া দ্বীপের আজকের সাত সকালের ১...
04/06/2023

আজ TIRTHOK টিমের মিস সখিনা ৪২ বৎসরে পদার্পণ করেছে।

তাই টিমের পক্ষ থেকে উপহার হিসেবে কুতুবদিয়া দ্বীপের আজকের সাত সকালের ১ম শট (সমূদ্রের পাড়ে) সে ডিরেকশন দিয়েছে। এক দশকে আমার টিমে অফিসিয়ালি এই প্রথম আমার বাইরে কেউ রোল/কাট বললো। অনুভুতিটা অন্যরকম। ইমোশনাল একটা ফিল অনুভব করছি।

আরো দুজন মোখলেস খুব তাড়াতাড়ি রোল/ কাট বলার সুযোগ পাবে বলে প্রত্যাশা করছি। চেষ্টা করছি আরেক প্রজন্ম প্রস্তুত করতে।

TIRTHOK -এ কোন ডিরেক্টর, সহকারী ডিরেক্টর নাই। আছে টিম, টিম মেম্বার এবং টিম লিডার।

বাকি আলাপ পরে হবে...

বিদায় হাতিয়া দ্বীপ এবং নিঝুম দ্বীপ। এখন যাত্রা শুরু পরবর্তী লোকেশন কক্সবাজার। ❤️
03/06/2023

বিদায় হাতিয়া দ্বীপ এবং নিঝুম দ্বীপ।
এখন যাত্রা শুরু পরবর্তী লোকেশন কক্সবাজার। ❤️

মিশন: হাতিয়া, নিঝুম দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ।প্রজেক্ট : ডকুমেন্টারি৫ দিনের সফরে দলে বলে যাত্রা শুরু করলাম। এই প্রথম লঞ্চে ...
01/06/2023

মিশন: হাতিয়া, নিঝুম দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ।
প্রজেক্ট : ডকুমেন্টারি

৫ দিনের সফরে দলে বলে যাত্রা শুরু করলাম। এই প্রথম লঞ্চে উঠলাম। সারা রাতের ভ্রমণ শেষে সকালে শুটিং শুরু হবে।

সৈয়দপুর বিমানবন্দর এবং সৈয়দপুর চিনি মসজিদ ১৮৬৩ শুটিং চলছে।
29/05/2023

সৈয়দপুর বিমানবন্দর এবং সৈয়দপুর চিনি মসজিদ ১৮৬৩ শুটিং চলছে।

ঢাকা টু সৈয়দপুর ডকুমেন্টারি কাজে ছুটে চলা৷  Team TIRTHOK
28/05/2023

ঢাকা টু সৈয়দপুর ডকুমেন্টারি কাজে ছুটে চলা৷
Team TIRTHOK

বাতাস আর স্রোতের মাঝে স্পীডবোটে কাকভেজা ভিজে আপাতত দিন কয়েকের বিদায় হাতিয়া এবং নিঝুম দ্বীপ।১ম ভেন্যু রেকি শেষ। পরশু ২য় ভ...
22/05/2023

বাতাস আর স্রোতের মাঝে স্পীডবোটে কাকভেজা ভিজে আপাতত দিন কয়েকের বিদায় হাতিয়া এবং নিঝুম দ্বীপ।

১ম ভেন্যু রেকি শেষ। পরশু ২য় ভেন্যু রেকি হবে।

ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ । ঈদ মোবারক ❤️🌹
21/04/2023

ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ । ঈদ মোবারক ❤️🌹

Improved rights and quality of life for Gender Diverse Population বা লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর অধিকার এবং সমতা নিয়ে, USA...
18/04/2023

Improved rights and quality of life for Gender Diverse Population বা লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর অধিকার এবং সমতা নিয়ে, USAID’s Shomota (Equality) Activity প্রজেক্টে, Bandhu Social Welfare Society এর সহযোগীতায় উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে অডিও-ভিজুয়্যাল (প্রোমো) নির্মাণের কাজ ছিল আজ।

ঈদের আগে এটাই ছিল শেষ শুটিং।

এজেন্সি: TIRTHOK
Camera: Jubayer Islam
Creative Director: C. F. Zaman
Assistant Director: Sumiya Ahmed Chaiti
Technical Support: Imran Hossen Jiku
Concept, Script & Direction: Tirthok Ahsan Rubel

05/04/2023

বঙ্গবন্ধুর ১০৩ জন্ম বার্ষিকী উপলক্ষে APSCL এর ইভেন্ট' হাইলাইটস।

ইভেন্ট পরিচালনা: TIRTHOK

টিম TIRTHOK কে শুভেচ্ছা।New York, USA তে প্রায় ৫০ বছর পর আবারো UN Water Conference আয়োজন করা হয়েছে। ঢাকা ওয়াসা এবং ড্রিং...
23/03/2023

টিম TIRTHOK কে শুভেচ্ছা।

New York, USA তে প্রায় ৫০ বছর পর আবারো UN Water Conference আয়োজন করা হয়েছে। ঢাকা ওয়াসা এবং ড্রিংকওয়েল এর যৌথ উদ্যোগে পরিচালিত ওয়াটার এটিএম নিয়ে আমাদের নির্মিত ডকুমেন্টারি টি আজ রাতে সেখানে প্রদর্শিত হবে। যা বাংলাদেশের মার্কিন দূতাবাস কর্তৃক মনোনিত।

C. F. Zaman চলতি মাসে আরো ২ টা প্রজেক্ট আছে। সবাইকে প্রস্তুত করো

** ডকুমেন্টারিটি শীঘ্রই প্রকাশ করা হবে।

শেষ হলো...US STATE DEPARTMENT AWARD FOR CORPORATE EXCELLENCE HANDOVER CEREMONYএজেন্সি: TIRTHOK
19/03/2023

শেষ হলো...

US STATE DEPARTMENT AWARD FOR CORPORATE EXCELLENCE HANDOVER CEREMONY

এজেন্সি: TIRTHOK

চলছে...US STATE DEPARTMENT AWARD FOR CORPORATE EXCELLENCE HANDOVER CEREMONY
19/03/2023

চলছে...
US STATE DEPARTMENT AWARD FOR CORPORATE EXCELLENCE HANDOVER CEREMONY

১৭ তারিখ ছিল আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ইভেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছিল এই আয়োজন।ইভেন্ট এজেন্সি ছিল TIRTH...
18/03/2023

১৭ তারিখ ছিল আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ইভেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছিল এই আয়োজন।

ইভেন্ট এজেন্সি ছিল TIRTHOK

Address


Alerts

Be the first to know and let us send you an email when TIRTHOK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIRTHOK:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Engine Start...

The Start...