27/03/2017
কাউকে ভালোবাসতে খুব বেশি কিছু লাগে না।
কাঁচের মত স্বচ্ছ একটা মন আর হৃদয়ের পটে পছন্দের মানুষটার একটা সাদাকালো স্কেচ, যে সাদাকালো স্কেচের আড়ালে লুকিয়ে থাকে পৃথিবীর সবক'টা রঙ!
যে স্কেচটাকে বর্ষার শ্রাবণধারায় রাঙানো যায়, যে স্কেচটাতে শরতের আকাশের নীলে ডুবানো যায়, হেমন্তের সোনা রঙে মেখে দেয়া যায়,
আবার এই স্কেচটাতে বসন্তের বিচিত্রতা খুঁজে পাওয়া যায়!
ভালবাসা মানে রাতজাগা পাখি হয়ে মোবাইল ফোনে গল্প করা কিংবা দু'দিন পরপর দামে রেস্টুরেন্টে খেতে যাওয়া নয়। ভালবাসা হল একটা বিশাল ছাতার মত, গ্রীষ্মের খরতাপে যে তোমাকে ছায়া দেবে!
ভালোবাসা কখনও মনে বিপরীতে হয় না, জেদ করে, জোর করে ভালোবাসা হয় না!
ভালোবাসা হল তোমার বুকের ভেতরে হৃদপিণ্ডের মাঝে কালচে লাল রক্তের মত, যেটা তোমাকে একটু একটু করে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রাখে!
ভালোবাসা তোমাকে কখনও তোমাকে বুঝতে ভুল করে না, কখনও তোমাকে রেখে দূরে চলে যায় না। ভালোবাসা বিপদে তোমার পাশে এসে দাঁড়ায়, তোমাকে সামনে এগিয়ে যাবার উৎসাহ যোগায়!
একটা ফোনকল দিতে একটুখানি দেরী হয়ে গেলে যে ভাবে তুমি তাকে এড়িয়ে যাবার চেষ্টা করছ, ফোন ওয়েটিং এ পেলে যে ভাবে তুমি অন্য কারও সাথে জড়িয়ে পড়ছ,
বিশ্বাস কর বা না, জেনে রেখো, সে তোমায় ভালোবাসে নি!
সন্দেহ নামক বস্তুটার এত বড় স্পর্ধা নেই যে তোমার ভালোবাসার আঁচল সরিয়ে ভেতরে উঁকি দেবার সাহস করবে!
ভালবাসার চেষ্টা করা আর ভালোবাসা এক জিনিস না!?
এমন কাউকেই নিজের জীবনে জাড়িয়ে নাও, যে তোমার ফোনকলের জন্যে অপেক্ষা করে না! বরং মন দিয়ে তোমাকে অনুভব করে। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ওপর নির্ভর করে নয়, মনের জোরেই যে তোমার সব খবর জেনে নিতে পারে!
স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না, যা হয় তাকে অন্যকিছু বলে।
ZR...