Raihan creative program

  • Home
  • Raihan creative program

Raihan creative program এই পেইজ মানবিক কাজ,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান, দরিদ্র পরিবারের সহযোগিতা করা, উপদেশ মুলক।

01/05/2024

ঘটনা সত্য নাকি

01/05/2024

❤️❤️১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সকল মেহনতি মানুষের জয় হোক।❤️❤️

29/04/2024

হিট স্ট্রোক / সানস্ট্রোকের সন্দেহে মাত্র ৩০ বছরের যুবক সহ আজকেই মারা গেছেন ১৭ জন।

দয়া করে দুপুর বেলা খুব বেশী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। সম্ভব হলে সাদা কিংবা হাল্কা উজ্জ্বল রঙয়ের ঢিলেঢালা জামা পরিধান করুন।

আমাদের টিম
29/04/2024

আমাদের টিম

অবশেষে  saifuddin দলে স্থান পেলো
29/04/2024

অবশেষে saifuddin দলে স্থান পেলো

দিনটি Mustafizur Rahman
29/04/2024

দিনটি Mustafizur Rahman

29/04/2024
28/04/2024

বাইক চালকের বয়স ১৩ বছর,নাই হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স।গতি১০০,১৬০ সিসি।উথলী হাসপাতালের সামনে এক বৃদ্ধ লোকের ডান পা শেষ অল্পের জন্য রক্ষা পেল।গাড়ী আটক।

গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় শাকিব খানের দুই ‘সাবেক’ অপু বিশ্বাস ও শবনম বুবলী। বরং বলা যায়, শাকিব খানকে ইস্যু বানিয়ে আল...
28/04/2024

গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় শাকিব খানের দুই ‘সাবেক’ অপু বিশ্বাস ও শবনম বুবলী। বরং বলা যায়, শাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন এই দুই নায়িকা। সে কারণে ক্ষুব্ধ ঢালিউডের এই শীর্ষ নায়ক ও তার পরিবার। অপু-বুবলী দুজনই শাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার বাড়ির দরজায় চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে পরিবার। এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি শাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা।

অপু ও বুবলী প্রসঙ্গে জানা গেছে, যখন তাঁরা দেখেন মিডিয়ায় তাঁদের নিয়ে কোনো আলাপ-আলোচনা নেই কিংবা তাঁদের সিনেমা মুক্তির সময় হয়, তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে শাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন।

নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিবের জীবনে তাঁরা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তাঁর পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাঁকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তাঁর জন্য পাত্রী দেখা শুরু হয়েছে।

শাকিব নাকি পরিবারেই ইচ্ছেতেই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ, আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি।

একটি গণমাধ্যমের তথ্য মতে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক।

গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় শাকিব খানের দুই ‘সাবেক’ অপু বিশ্বাস ও শবনম বুবলী। বরং বলা যায়, শাকিব খানকে ইস্যু ....

আল্লাহ কবুল করুন
28/04/2024

আল্লাহ কবুল করুন

28/04/2024

দাড়ি রাখার জন্য ভালো চাকরি ও বিয়ে হচ্ছেনা বলে আমার এক ভাই ৩৪ বছর বয়সে দাড়িপুরো কেটে ফেলছে।এটা কী ঠিক করছে? আল্লাহকে ভয় করলো না।

28/04/2024

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম
বিবাহকে হালাল করেছেন জেনা করেছেন হারাম। কিন্তু সেই বিয়ে করতে গেলে কতো অজুহাত খুঁজে মেয়ের বাবা ও ভাই।

27/04/2024

স্যালুট শিবা শানু (চৌধুরী মাযহার আলী)

আজ আর কেউ থিয়েটার থেকে শিখে নাটক কিংবা চলচ্চিত্রে আসে না। দুই চারজন প্রযোজক আর পরিচালকের সাথে হাই হ্যালো থেকেই সোজা শ্যুটিং সেটে! এফডিসি এখন ভাঁড়দের আড্ডাখানা। নেই কোন অভিনয়শিল্পী আছে কিছু সিন্ডিকেট যাদের সাথে তাল মিলিয়ে চলতে পারলে ২/৪ টি ছবিতে নিজের চেহারা দেখানো যায় এই আর কি!

আবার সাংবাদিকদের বেলায়ও দেখবেন একটি মোবাইল হাতে থাকলেই বিশাল মাপের সাংঘাতিক। আমার গ্রামের এক সাংঘাতিক আছে সে নিউজ করলে দাড়ি কমা কোথায় দিতে হবে তার বালাই ও নেই। প্রত্যেকে নিচে কমেন্ট করে জিজ্ঞেস করে নিউজের আগামাথা বুঝি নাই, একটু বুঝিয়ে দেন।

যাইহোক এত কথা বললাম অনর্থক। যে জন্য লেখা তা বলছি। গতকাল যখন এফডিসিতে সাংবাদিকদের সাথে শিল্পী সমিতির নেতৃবৃন্দের হাতাহাতির নিউজ দেখলাম তখন হাসলাম। এইসমাজ নষ্ট করেছে এসব কিছু দুষ্ট চরিত্রের শিল্পী আর দেশ নষ্ট করেছে যাদের হওয়ার কথা দেশের আয়না বা চোখ সেই অন্ধ, বোবা ও প্রতিবন্ধী কিছু সাংবাদিক। মোবাইলে স্ক্রল করতে করতে ধারণা করেছিলাম কিছু নয়া ইউটিউবার তার চ্যানেলের ভিউ পেতে হয়তো এমন স্পর্শকাতর বিষয় নিয়ে নাড়া দিয়েছে তা মানতে না পেরেই এই হাতাহাতি। সকালে বিষয়টি কয়েকটি সোর্স থেকে জেনে অবাক হয়েছি। কোন এক ইউটিউবার আমার ধারণার চাইতেও বেশি লিমিট ক্রস করেছিলো। ময়ূরীর ছোট মেয়েকে তার মায়ের অশ্লীল সিনেমা নিয়ে প্রশ্ন করছিলো যা অপরাধের চাইতেও যদি বেশি কিছু হয়ে থাকে তবে সেটাই। পাশে বসে শিবা শানুসহ অনেক চলচ্চিত্র শিল্পীরা যখন শুনলো তখন ইউটিউবার কে সাক্ষাৎকার থামিয়ে বাইরে বেরিয়ে যেতে বলেছিলো। আর শুরু হলো সাংঘাতিক বনাম ভাঁড়দের ধস্তাধস্তি।

মা সবার চাইতে আলাদা। একজন পতিতার সন্তানের কাছে তার মা পতিতা নয়, তার পরিচয় শুধুই মা। সন্তানের কাছে মা'কে খাটো করার বিষয়টি শিবা শানু মেনে নিতে পারেনি তাই সেই ইউটিউবারকে বেরিয়ে যেতে বলেছিলেন। ইউটিউবার নিজেকে জাহির করতে গিয়েই এই অপ্রয়োজনীয় হাতাহাতি।
যাই হোক এই হাতাহাতি কোনভাবেই আমরা সমর্থন ও প্রত্যাশা করি না!

অফিসের কর্মপরিবেশ ভালো ছিল না। চাকরিকে ‘বিষাক্ত’ লাগছিল। তাই চাকরি ছেড়ে দিলেন যুবক। এটুকুই শেষ নয়, এরপর ঢোল বাজিয়ে অফিসে...
27/04/2024

অফিসের কর্মপরিবেশ ভালো ছিল না। চাকরিকে ‘বিষাক্ত’ লাগছিল। তাই চাকরি ছেড়ে দিলেন যুবক। এটুকুই শেষ নয়, এরপর ঢোল বাজিয়ে অফিসের নিচে বসের সামনে নাচানাচি ও আনন্দ উল্লাস করেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের ‍পুনেতে। অনিকেত নামের ওই যুবক বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন। তার নাচের সেই দৃশ্য ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন তারই বন্ধু অনীশ ভগত। খবর এনডিটিভির।

ভগত দাবি করেছেন অনিকেতের অফিসের কর্মপরিবেশ খুব ‘বিষাক্ত‘ ছিল। যেকারণে তিনি তার তিন বছরের চাকরিটা ছেড়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অনিকেত বলেছেন, বসের কাছে তার কোনো সম্মান ছিল না। চাকরিও ছাড়তে পারছিলেন না, কারণ- তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান।

অনিকেতের চাকরি ছাড়াকে স্মরণীয় করে রাখতে বন্ধু ভগত তার অফিসের বাইরে বন্ধুদের নিয়ে একটি ‘সারপ্রাইজ পার্টি’র আয়োজন করেন। তারা ঢোল নিয়ে আসে এবং অনিকেতের অফিসের ম্যানেজারের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। যখন ম্যানেজার বের হয়, তখন অনিকেত হাত নেড়ে ‘সরি স্যার, বাই-বাই‘ বলেন। এরপর তিনি ঢোলের তালে বসের সামনে নাচতে থাকেন। এমন কাণ্ডে ম্যানেজারের মুখেও বিরক্তির ছাপ দেয়া যায়। এসময় তিনি ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টাও করেন।

24/04/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।আজ ভোর ৪টা ৩০মিনিটে ঢাকা মেডিকেলে চিকিৎসাদিন অবস্থায় নজরুল ইসলাম শুভ রাজের মা মারা গেছে।আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।
বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

22/04/2024

ও আল্লাহ.. এত বড় শাস্তি কেন আমাকে দিলেন..??

আমার ভাই আর নাই.. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

22/04/2024
22/04/2024
লর্ড শান্ত ও দাস কি করছে
22/04/2024

লর্ড শান্ত ও দাস কি করছে

শিল্পী সমিতির নতুন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হলেন চিত্রনায়ক ইমন
22/04/2024

শিল্পী সমিতির নতুন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হলেন চিত্রনায়ক ইমন

22/04/2024
ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।  তীব্র তাপদাহে অতীষ্ঠ জনজীবন। ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হা...
22/04/2024

ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

তীব্র তাপদাহে অতীষ্ঠ জনজীবন। ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া। প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে। দরদর করে ঝরছে ঘাম। এই সময়ে মাঝেমধ্যে কালবৈশাখী ও বৃষ্টি কিছুটা স্বস্তি আনে; কিন্তু এবার তা-ও নেই। গত দুই বছরের মতো এবারও এপ্রিল মাস যেন ভয়ংকর হয়ে উঠেছে। এছাড়া গরমজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে বাড়ছেঠ রোগী ভর্তির সংখ্যা। এমতাবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠছে, কী করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন?
বুশরা আফরিন জানিয়েছেন, দায়িত্ব পেয়ে বসে নেই তিনি। চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবিলায় আরও কী ধরনের পদক্ষেপ নেয়া যায়, সেটার চেষ্টা করছেন। এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত ‘হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ চালাচ্ছেন। তার মতে, ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি।
বুশরা বলেন, এটা একদিনে সমাধান করা সম্ভব না। অনেক বছর ধরেই এই দাবদাহ হচ্ছে। যেভাবে এই শহর গড়ে উঠেছে, তাতে আগে থেকেই এমন কিছু হওয়ার কথা ছিল। এমন কিছু হতোই। তবে মানুষ এখন এই তাপ নিয়ে ভাবছে, এটা ভালো দিক। এটা আমাদের একটা শিক্ষা দিয়েছে।

তিনি বলেন, আমাদের এখানে রাস্তার ধারে ২ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে। নগরে বনায়ন করা খুব জরুরি। এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আগে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি। আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার। তাতে তাপমাত্রা যেমন কমবে, তেমনই পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে।

ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন চিফ হিট অফিসার। বুশরা বলেন, তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি। আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সাথে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি।

আমাদের মাঝে আর নেই
22/04/2024

আমাদের মাঝে আর নেই

শুভ জন্মদিন নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব
22/04/2024

শুভ জন্মদিন নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব

ছবিতে যাকে দেখছেন তার নাম মনির বরিশাল এর ছেলে।টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়েও পড়াশোনা...
09/04/2024

ছবিতে যাকে দেখছেন তার নাম মনির বরিশাল এর ছেলে।
টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে পারেন নি।
৩০-৩৫টা চাকরির ভাইবা দিয়েও চাকরি না পেয়ে বর্তমানে তিনি বুড়িগঙ্গা নদীর নৌকার মাঝি।
বরিশাল বিভাগ এর সকল স্বেচ্ছাসেবী ভাইদের, মানবিক ভাইদের ,অসহায় ও মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানো মানবিক নেতা এবং অগ্রজদের দৃষ্টি আকর্ষণ করছি
মনির ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে পরিবারের হাল ধরার সুযোগ করে দিবেন আশা করছি।
সবাই তাকে সহযোগিতা করুন।

Address


Telephone

+8801626269856

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raihan creative program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raihan creative program:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share