Shifat Khan

Shifat Khan Shifat Khan is a vlog page. In this page, I share my vlog videos, food vlogs, travel vlogs, lifestyle

15/06/2024

শনির আখড়া কোরবানির গরুর হাট এখন গরু শূন্য। সারা রাত কোরবানির পশু বিক্রি হচ্ছে। অনেক গরু বিক্রি হচ্ছে। হাট ভর্তি ক্রেতা থাকলেও গরুর পরিমান খুবই কম। কোরবানির ঈদের শেষ সময়ে পছন্দের পশু কিনতে শনির আখড়া গরুর হাটে উপচে পড়া ভিড়।
#গরুরহাট২০২৪ #গরুরহাট

15/06/2024

শনির আখড়া কোরবানির গরুর হাট জমজমাট হয়েছে। তুমুল দর কষাকষি চলছে। অনেক গরু বিক্রি হচ্ছে। শনির আখড়া গরুর হাট ২০২৪ সালের দরদাম তুলে ধরা হয়েছে। আজকের শনির আখড়া গরুর হাটের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। গরুর দাম স্বাভাবিক আছে শনির আখড়া গরুর হাটে।
#গরুরহাট২০২৪ #গরুরহাট

12/06/2024

হাসনাবাদ গরুর হাট অনেকটাই জমে উঠেছে তবে এখনো কোরবানির পশু বিক্রি শুরু হয়নি। বড় থেকে শুরু করে ছোট গরু মাজারি আকারে সব রকমের গরু হাসনাবাদ গরু হাটে এসেছে। দুই একদিনের মধ্যেই বিক্রি শুরু হয়ে যাবে কোরবানির পশুর হাট হাসনাবাদ এ।
#গরুরহাট২০২৪ #গরুরহাট

11/06/2024

শনির আখড়া গরুর হাট এখন বেশ জমে উঠেছে। অসংখ্য গরু এসে পড়েছে, আরো আসবে। বড় বড় গরু প্রধান যে আকর্ষণ সেই সব এক হাজার, বারোশো কেজি ওজনের গরু এখনো আসা বাকি।
#গরুরহাট২০২৪ #গরুরহাট

10/06/2024

পোস্তগোলা শ্মশানঘাট গরুর হাটে অনেক গরু এসেছে এবং প্রচুর সংখ্যক গরু আনলোড হচ্ছে সারা রাত ধরে। দুই এক দিনের মধ্যেই গরু বিক্রি শুরু হবে এবং হাট সম্পূর্ণ কোরবানির পশু দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে।

#গরুরহাট২০২৪ #গরুরহাট

09/06/2024

শনির আখড়া গরুর হাট এখনো জমে ওঠেনি। কিছু সংখ্যক গরু এসেছে তবে বেশিরভাগ জায়গা এখনো সম্পূর্ণই খালি। আশা করা যায় ২-৩ দিনের মধ্যে অনেক পরিমাণে গরু আসবে এবং শনির আখড়া গরুর হাট ২০২৪ আবারো জমজমাট হবে।
#গরুরহাট২০২৪ #গরুরহাট

07/06/2024

গরুর হাট জমে উঠেছে পোস্তগোলা শ্মশান ঘাটে। এখনো ঈদের প্রায় ১০ দিন বাকি এরই মধ্যে ঢাকার পোস্তগোলা শ্মশান ঘাটে বেশ পরিমাণে গরু এসেছে। পোস্তগোলা শ্মশান ঘাট গরুর হাটে এখনও এক নাম্বার কাউন্টার দুই নাম্বার কাউন্টার খালি তবে মাজারের দিকে বেশ পরিমানে গরু এসেছে।

#গরুরহাট২০২৪ #গরুরহাট

05/06/2024

ইন্ডিয়ান লেমন সোডা ড্রিংকস ভারতের দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্রি হচ্ছে। প্রতি গ্লাস লেবু সোডা ৩০ টাকা। প্রতি গ্লাস ওয়ান শর্ট ৫০ টাকা সাথে থাকছে বিভিন্ন রকমের ফ্লেভার। প্রতিদিন ১০ থেকে ১২ ধরনের ফ্লেভার এখানে থাকে। ম্যাংগো, জিরা পানি, গ্রীন আপেল, স্ট্রবেরি, কালা খাট্টা এছাড়াও আরো নানা রকমের ফ্লেভার।

#লেমন_সোডা

26/05/2024

পুরান ঢাকার নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোডে পলাশ ভাইয়ের দিল্লির শাহী মিঠা পান। দেশি-বিদেশি অনেক পান এখানে পাওয়া যায়। শাহী মিঠা পান, বানারসি মিঠা পান, স্পেশাল মাসালা পান, স্পেশাল আইস পান ও ফায়ার পান মূল আকর্ষন। প্রতিদিন বিকাল পাঁচটা থেকে ভোর সাতটা পর্যন্ত দোকান খোলা থাকে।

ঠিকানা: ১/২, আগাসাদেক রোড (নাজিরা বাজার চৌরাস্তা) ঢাকা- ১১০০।

#ফায়ার_পান

24/05/2024

ঢাকার বিভিন্ন জায়গায় এখন খুব সহজেই Rafsan TheChotoBhai এর Blu Electrolyte Drinks পাওয়া যাচ্ছে। এই ভিডিওতে আমরা Blu Lychee and Lemon Rizz এর রিভিউ করেছি।

#ব্লু

20/05/2024

পুরান ঢাকায় এই প্রথম কয়লায় রান্না করা মাটির হাঁড়িতে হান্ডি বিফ।
হান্ডি বিফ খিচুড়ি প্রতি প্লেট ২০০/- টাকা
গরুর কালা ভুনা খিচুড়ি প্রতি প্লেট ১৮০/- টাকা
চুইঝাল খিচুড়ি প্রতি প্লেট ১৫০/- টাকা
সরিষার তেলে খিচুড়ি, হান্ডি বিফ ও কালা ভুনা রান্না করা হয়। সাথে ৩ রকমের ভর্তা আনলিমিটেড।

লোকেশন : রায় সাহেব বাজার, বিউটি লাচ্ছির পাশে, জনসন রোড ঢাকা- ১১০০।

11/05/2024

যাত্রাবাড়ীর জনপ্রিয় খালেক ভাইয়ের ভুনা খিচুড়ি। মাত্র ৪০ টাকায় ডিম খিচুড়ি ৩০ টাকায় চিকেন পোলাও এছাড়া আরো বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। খালেক ভাইয়ের এই খিচুড়ি ও ডিম পোলাও খেতে প্রতিদিন শত শত মানুষের ভিড় হয় যাত্রাবাড়ির এখানে।
খিচুড়ি ২০ টাকা
পোলাও ২০ টাকা
চিকেন লেগ পিস ৬০ টাকা
চিকেন বল ১০ টাকা
ডিম ২০ টাকা‌।
সময়: দুপুর ৩:০০ টা থেকে রাত ১২:০০ টা পর্যন্ত।
ঠিকানা: কুতুবখালী বড় মাদ্রাসা গেটের বিপরীতে, যাত্রাবাড়ী।
#খিচুড়ি

03/05/2024

প্রায় ৭০ বছর ধরে পুরান ঢাকার নারিন্দা এলাকায় এই ঐতিহ্যবাহী দেশি মুরগির পোলাও চলছে। প্রতিদিন দুপুর ১২ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত এই দেশি মুরগির পোলাও পাওয়া যায়। দেশি মুরগির সাথে গিলা কলিজা পেতে হলে অবশ্যই ১২:০০টা থেকে ৩:০০ টার মধ্যেই আসতে হবে কারণ এরপর শেষ হয়ে গেলে আর রিকভার করা হয় না।

🛤️ ঠিকানা: নারিন্দা, পুলিশ ফাঁড়ি, পুরান ঢাকা।

30/04/2024

দীর্ঘ সময় বন্ধের পর অবশেষে খোলা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মানিক চানের পোলাও।প্রথম দিনে টোকেন ছাড়াই বিক্রি হচ্ছে মানিক চানের পোলাও। ৭৮ বছর ধরে পুরান ঢাকায় মানিক চানের এই ঐতিহ্যবাহী পোলাও চলছে।
উনার কোন দোকান নেই গলির পাশে ডেচকি নিয়ে পোলাও বিক্রি করেন।
শুক্রবার বাদে সপ্তাহের ৬ দিন ৬ আইটেম করে থাকেন।

⌚ টোকেন নেওয়ার সময় রাত ৩-৩.৩০ টা পর্যন্ত।
আপনারা কেউ উনার পোলাওয়ের স্বাদ নিতে চাইলে ঘুম বাদ দিয়ে আপনাকে যেতে হবে।

🛤️ ঠিকানা: দিগু বাবু লেন, মিটফোর্ড রোড, বিসমিল্লাহ টাওয়ারের পাশের গলিতে।

28/04/2024

বর্তমান সময়ে শনির আখড়াতে সবচেয়ে ভাইরাল পুচকা। এখানে ফুচকা, দই ফুচকা, রাজকাচুরি, রোলার ফ্রুট আইসক্রিম পাওয়া যায়। আপনিও শনির আখড়াকে রিপ্রেজেন্ট করে পুচকাতে ট্রিট বুঝে নিতে পারেন।
ঠিকানা: দেশ বাংলা হাসপাতালের পাশে, শনির আখড়া।

20/04/2024

যাত্রাবাড়ীর জনপ্রিয় সেলিম ভাইয়ের খিচুড়ি। মাত্র ৩০ টাকায় ডিম খিচুড়ি ৪০ টাকায় চিকেন পোলাও এছাড়া আরো বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়। সেলিম ভাইয়ের এই খিচুড়ি ও ডিম পোলাও খেতে প্রতিদিন শত শত মানুষের ভিড় হয় যাত্রাবাড়ির এখানে।
ঠিকানা: কুতুবখালী বড় মাদ্রাসা গেটের বিপরীতে, যাত্রাবাড়ী।

13/04/2024

পরবর্তী ভিডিও কোথায় করা যেতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান।
ঈদ মোবারক ❤️

Eid Mubarak 2024Day One❤️
11/04/2024

Eid Mubarak 2024
Day One❤️

01/04/2024

পুরান ঢাকার ঐতিহ্যবাহী দিলবাহার আজওয়া শরবত যা বর্তমান সময়ে পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় শরবত। প্রতি গ্লাস দিলবাহার আজও শরবত ১০০ টাকা। রমজান মাসে প্রতিদিন রাত ১১ টা থেকে রাত ২ টা পর্যন্ত এই দিলবাহারা আজওয়া শরবত পাওয়া যায়। রমজান মাস ছাড়া প্রতিদিন এশার নামাজের পর থেকে শুরু করে রাত ১২ পর্যন্ত পাওয়া যায়। পুরান ঢাকায় এই দিল বাহার আজওয়া শরবত এতটাই জনপ্রিয় যে যার জন্য প্রতিদিন শত শত মানুষের ভিড় হয়।
ঠিকানা: শুরিটোলা স্কুলের বিপরীতে, আলু বাজার, গুলিস্তান।

25/03/2024

পুরান ঢাকার নয়া বাজারে প্রতি বছর রমজান মাসে অনেক বড় ইফতার বাজার আয়োজিত হয়। নয়া বাজারের এই ইফতার বাজারে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হালকা বাবুর্চি ও আপন বাবুর্চির ইফতার বাজার। এখানে ইফতারের খাবার গুলোর মধ্যে প্যাকেজ আইটেম সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়াও খাসির লেগ রোস্ট, আস্ত মুরগি, গরুর কালা ভুনা, গরুর লাল ভুনা, বাটার নান, গার্লিক নান, রুমালি রুটি ইত্যাদি বাহারি ধরনের ইফতার আইটেম পাওয়া যায়।
ঠিকানা: হাবিবুল্লাহ রোড, নয়াবাজার, জুম্মন কমিউনিটি সেন্টার এর বিপরীতে
#ইফতার_বাজার #ইফতার২০২৪

22/03/2024

রমজান মাসে শনির আখড়ার 'দখিনা কিচেন' এ ইফতার বাজার আয়োজিত হয়। সবচেয়ে বড় খাশির লেগ রোস্ট শনির আখড়ার শুধু এখানে পাওয়া যায়। বীফ হালিম, চিকেন কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন সাসলিক, আস্ত মুরগির ধাতুরি, বীফ চুই ঝাল, মটকা মাটন, মটকা বীফ, জিলাপি, মাঠা, শরবতে মহব্বত ইত্যাদি এখানের রমজান মাসের ইফতার বাজারের বিশেষ আকর্ষণ।
#ইফতার২০২৪

18/03/2024

পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার, ঢাকার সবচেয়ে বড় ইফতার বাজার। ধারণা করা হয় প্রায় ৪০০ বছরের পুরনো এই ইফতার বাজার। মোঘল আমল থেকেই রমজান মাসে এই ইফতার বাজার আয়োজিত হয়ে আসছে। বিশেষ করে সুতি কাবাব, বড় বাপের পোলায় খায়, আস্ত খাশির লেগ রোস্ট বেশি জনপ্রিয়। এ ছাড়াও রাজহাঁস, চিনা হাস, কবুতর, সোনালী মুরগি, ফার্মের মুরগির, কোয়েল পাখি, চিকেন কাবাব, বীফ কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, ফিরনি, জর্দা, দই বড়া, রেশমি জিলাপি, শাহী জিলাপি, বোম্বে জিলাপি, চিকেন সাসলিক, বীফ সাসলিক, ঘিয়ে ভাজা নান, রেগুলার নান, মোগলাই, কিমা পরোটা, পনির ইত্যাদি নানা ধরনের খাবার এই ইফতার বাজারে প্রতি রমজানে পাওয়া যায়।
সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত ভিডিওতে।
#চকবাজারের_ইফতার #ইফতার২০২৪

Ramadan & Jummah Mubarak 🖤❤️
15/03/2024

Ramadan & Jummah
Mubarak 🖤❤️

13/03/2024

প্রতি‌ বছর রমজান মাসে শনির আখড়ায় ইফতার বাজার আয়োজিত হয়। এ বছরও সেই ধারাবাহিকতায় শনির আখড়ায় বেশ বড় পরিসরে ইফতার বাজার আয়োজিত হয়েছে। নানা রকমের আইটেমে পরিপূর্ণ শনির আখড়ার ইফতার বাজার।
#ইফতার২০২৪

১ম রমজানের শনির আখড়ার ইফতার বাজার।
12/03/2024

১ম রমজানের শনির আখড়ার ইফতার বাজার।

06/03/2024

নন্দন পার্ক বিনোদন ও পিকনিকের জন্য অন্যতম একটি সেরা কেন্দ্র ঢাকার মধ্যে। নন্দন পার্কে অসংখ্য রাইড সহ ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে। এরমধ্যে সবচেয়ে আকর্ষণীয় রাইড হচ্ছে ক্যাবল কার, মুন রেকার, প্যাডেল বোট ইত্যাদি।
সময়: সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
🛤️ ঠিকানা: সাভারের নবীনগর, চন্দ্রা হাইওয়ে।
#নন্দন_পার্ক

02/03/2024
নন্দন পার্ক।Nandan Park Tour 2024
27/02/2024

নন্দন পার্ক।
Nandan Park Tour 2024

24/02/2024

কিছুদিন আগে গিয়েছিলাম কাচ্চি ভাই শনির আখড়া শাখায়।
বাসমতি চালের কাচ্চি- ৩০০ টাকা
বাদামের শরবত- ৯০ টাকা
বোরহানী- ৭০ টাকা
🛤️ ঠিকানা: বর্ণমালা স্কুল রোড, শনির আখড়া।
#কাচ্চিভাই

কাচ্চি ভাই শনির আখড়া ব্রাঞ্চ।Kacchi Bhai Shonir Akhra
17/02/2024

কাচ্চি ভাই শনির আখড়া ব্রাঞ্চ।
Kacchi Bhai Shonir Akhra

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shifat Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shifat Khan:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share