24/04/2021
ফেইসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কত সুন্দর মিনিংফুল একটি ছবি । ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি । অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে । যে মিশতে চায় । মিলে মিশে থাকতে চায় । কম্প্রোমাইজ করতে চায় । কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা । বড় একা ।
তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোট আমাদের পৃথিবী । তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা ।
পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে । সামনে আরো মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে । তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব । পৃথিবীর হিসেবে মাত্র কয়েক মিলিসেকেন্ড আমাদের স্থায়িত্ব ।
তবুও কেন এতো মারামারি, এতো হানাহানি, এতো লোভ, এতো লালসা? এতো বিভেদ, এতো দূরত্ব ?
নিজের পরিচয় জানি না অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি । হাস্যকর না?
ভাল থাকুক মানুষ । ইগো, রাগ, হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ুক। মানুষের কল্যাণে ব্যয় হোক মানুষের জীবন।
AHSAN ANIK