06/11/2023
ইউরো ফাইনালের পর পেপে তার অধিনায়ককে কাপ উৎসর্গ করেছিলেন। বলেছিলেন, “রোনালদোর জন্যই আমাদের জিততে হতো।” পঁচিশ গজের দুর্দান্ত শটে গোল করা এডার বলে ফেলেছেন, “এ রকম ক্যাপ্টেন থাকলে আপনাআপনি চার্জড আপ লাগে।” তবে আসল কাজটা বোধহয় করেছিলেন কোচ ফারনান্দো সান্তোস। তিনি হাফটাইমে শিষ্যদেরকে বলেছিলেন, “চলো, আজ রোনালদোর জন্য শিরোপাটা জিতি।”
সবসময় জেনে এসেছি, ব্যক্তির আগে দল, দলের আগের দেশ। কিন্তু যখন দেশের আগে, দলের আগে একজন নেতার জন্য সতীর্থরা নিজেদের উজাড় করে দেন তখন সেই নেতা সম্পর্কে অনেক কিছুই বলা যায়, আবার কিছু না বললেও হয়।
কীভাবে ব্যাখ্যা করা যায় একে? ক্রিসের ব্যক্তিত্ব নাকি নেতা ক্রিসের নেতৃত্ব? কীসের প্রভাবে চোখে পানি নিয়ে মাঠ ছাড়া নেতার জন্য শেষপর্যন্ত জান লড়িয়ে দেন নানি, কোয়ারেসমা, পেপেরা?
কে জানে!!! তবে এটুকু জানি, যদি কখনও নেতা হই তবে ক্রিসের মতো নেতা হতে চাই।
ইস্পাত কঠিন মনোবলের এক দুর্ধর্ষ যোদ্ধা। মাঠে না থেকেও একজন দুর্দান্ত নেতা, পিছিয়ে পড়েও হার না মানা মানসিকতার এক অদম্য গ্ল্যাডিয়েটর।
ক্রিস্টিয়ানো রোনালদো!!!!!!
's Best