Eng. Zuel Rana

  • Home
  • Eng. Zuel Rana

Eng. Zuel Rana My name is Md. Zuel Rana. District: Kushtia. Education: B.Sc. & M.Sc in Computer Science & Engineerin

13/06/2023
29/01/2021

যারা ব্যাংক চাকরি খুঁজছেন তাদের জন্য এই application টি খুব জরুরি। ব্যাংক পরীক্ষায় applicationটি আসার মতো ।
Suppose you are working in a bank as an officer. Suddenly you have tested Covid-19 positive and for the treatment you need a huge amount of money which you could not manage from your own source. Write an application to your bank for financial assistance for treatment.
29.01. 2021
The Manager
Janata Bank Limited
Motijheel Branch
Dhaka- 1000
Sub: Application for financial assistance/ help for treatment.
Dear Sir,
With due respect, I would like to draw your kind attention to the fact that I have been working for this bank for the last five years. It can be mentioned that within this period there has not been any kind of irregularities in my job activities. No doubt I have so far satisfied almost everyone with my work performance. Recently I have been diagnosed with Covid-19 with critical symptoms. Still now I am on leave and under treatment at home leaving hospital but thanks to the almighty Allah that I have been alive. For the disease I had to bear a lot of the expenses starting from the diagnosis to taking ventilator in the ICU. The largest part of money that I have spent for the treatment has been borrowed from my relatives. As I am still under treatment, I still need a lot of money which can not be met by my present financial situation and other sources as I have already been in debt. So I urgently need financial assistance/ help from the bank- welfare fund.
I, therefore, pray and hope that you would be kind enough to grant me a handsome amount of money from the bank-welfare fund and oblige thereby.
Yours sincerely
Mr. Shah Alam
Officer (Cash)
Janata Bank Limited
বাক্যটি সংযুক্ত করতে পারেন: The necessary medical documents, the medical payment bills and other related documents for your kind consideration are enclosed herewith.
বিসিএস প্রি. এবং রিটেন ইংরেজি, ব্যাংক প্রি. এবং রিটেন ইংরেজি (Short note, focus writing, business letter, translation), আইইএলটিএস, স্পোকেন ইংরেজি ইত্যাদি সম্পর্কে পরামর্শ এবং দিক নির্দেশনা পেতে সাথেই থাকুন।
Prepared by:
এম.আর.জেড. তুহিন

06/01/2021

Math

05/01/2021

English class

20/12/2020

সকল প্রশ্নের উত্তর ভুল হলে শুধরিয়ে দিবেন।

১.রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কত সালে অপারেশনে যাবে?
উঃ প্রথম ইউনিট-২০২৩ সালে।
দ্বিতীয় ইউনিট-২০২৪ সালে।
২.মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কবে অপারেশন যাবে?
উঃ ২০২৩সালে ডিসেম্বর মাসে
৩.পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে?
উঃ ৩৬০০ mw
৪.বর্তমানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
উঃ১৩২০ মেগাওয়াট

৫. রামপাল বিদ্যুৎ কেন্দ্র কত সালে উৎপাদন যাবে?
উঃ প্রথম ইউনিট 2021 সালে।
৬. পিজিসিবির বর্তমান চেয়ারম্যান কে?
উঃ ড.আহমেদ কাউজার
৭.পিজিসিবির মহাপরিচালক কে?
উঃ গোলাম কিবরিয়া
৮. বাংলাদেশের মোট বিদ্যুৎ কেন্দ্র সংখ্যা কত?
উঃ ১৪০টি
৯. বর্তমান সিস্টেম লস কত?
উঃ১১.৬%
১০. সার্কিট ব্রেকার কত ভাবে বর্তনীকে বিচ্ছিন্ন করতে পারে?
উঃদুই ভাবে
১১. ডিসট্রিবিউশন লাইনে ভোল্টেজ কম বেশি হওয়ার কারণ কি?
উঃ ট্যাপিং
১২.বাংলাদেশের কোন সাবস্টেশন ডিসি কে এসি করে?
উঃ ভেড়ামারা এইচভিডিসি সাবস্টেশন,
১৩.বাংলাদেশের গ্রিডে ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায়?
উঃ৪৭,৮২৪ মেগাওয়াট
১৪. চার্জ হীন পরিবাহীর বিভব কত?
উঃ শূন্য।
১৫. দূর-দূরান্তে বিদ্যুৎ প্রেরণের এর জন্য কি ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়?
উঃ পাওয়ার ট্রান্সফরমার।
১৬. কোন পাওয়ার প্লান্ট কে ক্যাপটিভ পাওয়ার প্লান্ট বলা হয়?
উঃ কোন শিল্প কারখানা স্থাপিত নিজস্ব পাওয়ার প্লান্ট ক্যাপটিভ পাওয়ার প্লান্ট বলে।
১৭.বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উঃ৪৩ তম
১৮. দেশের শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কতটি?
উঃ ৪৬১ টি
১৯.দেশের প্রথম বজ্র মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে এবং কত মেগাওয়াট?
উঃ আমিনবাজার কাছাকাছি তুরাগ নদীর পাশে। উৎপাদনক্ষমতা 42.5 মেগাওয়াট।
২০.রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহ করবে কোন কোম্পানি ?
উঃTVEL fuel company (Russia

18/12/2020

Transmission Infrastructure Information যা ওয়েভসাইড থেকে সংগ্রহিত। শুধুমাত্র পড়াশোনার জন্য উপস্থাপন করা হলোঃ-

(Tansmission Line as on: June, 2020)
1) 400kV 861 Circuit km
2) 230kV 3,658 Circuit km
3) 132kV 7,671 Circuit km
4) 92.52 Circuit km (Others)

(Substation as on: June, 2020)
1) 400kV 1 Nos. 2x500MW HVDC Back to Back station
2) 400/230kV 3 Nos. 3120 MVA
3) 1 Nos. 650 MVA (Others)
4) 400/132 kV 2 Nos. 1,300 MVA
5) 230/132kV 22 Nos. 12,075 MVA
6) 6 Nos. 1910 MVA (Others)
7) 132/33kV 114 Nos. 22,055 MVA
8) 31 Nos. 4,166 MVA (Others)
9) Dispatch Capacity at 33kV level 24,418.35 MW (Including all organizations)

(Last Five years achievement)
1) 400kV Substation 1 Nos. 1x500MW HVDC Back to Back station
2) 400/230kV 4 Nos. 3770 MVA
3) 400/132 kV 2 Nos. 1300 MVA
4) 230/132kV Substation 7 Nos: 4360 MVA
5) 132/33kV Substation 35 Nos. 11696.28 MVA
6) 400kV Transmission Line 696.61 Circuit km
7) 230kV Transmission Line 486.476 Circuit km
8) 132kV Transmission Line 1405.172 Circuit km

 নিন্মোক্ত ওয়েবসাইট থেকে মানসিক দক্ষতা কমন পড়ে।১) www.sawaal.com২) www.indiabix.com৩) https://examveda.com৪) https://gra...
09/12/2020


নিন্মোক্ত ওয়েবসাইট থেকে মানসিক দক্ষতা কমন পড়ে।
১) www.sawaal.com
২) www.indiabix.com
৩) https://examveda.com
৪) https://gradeup.co

Gradeup (Gradestack) - Exam preparation for GATE, BANK, SSC/Govt jobs, CTET, and Defence. Get daily GK updates, notifications, previous years's papers, free mock tests and exam-specific study material here.

ict mcq 5th chapter
24/11/2020

ict mcq 5th chapter

14/10/2020

#কম্পিউটার_বিষয়ক_৫৫টি_প্রশ্নঃ- যা খুবই গুরুত্বপূর্ণ.
-
১) কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।
২) আধুনিক কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
৩) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল-ENIC.
৪) এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
৫) কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
৬) কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
৭) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
৮) কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
৯) বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
১০) ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
১১) ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
১২) ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
১৩) HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
১৪) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
১৫) উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
১৬) কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
১৭) আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ।
১৮) OCR হল Optical Character Recognition.
১৯) চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
২০) OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
২১) MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়।
২২) IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।
২৩) বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
২৪) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।
২৫) মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।
২৬) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।
২৭) মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।
২৮) প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।
২৯) কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।
৩০) পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা।
৩১) কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল- হার্ডওয়্যার ও সফটওয়ার।
৩২) কম্পিউটার হার্ডওয়ার হল কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
৩৩) কম্পিউটার ভাইরাস হল- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
৩৪) বিজয় অভ্র হল- বাংলা লেখার সফটওয়ার।
৩৫) ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
RAM হল Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
৩৬) কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে- ইন্টারনেট।
৩৭) মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন- গুগল
৩৮) WWW হলো- World Wide Web.
৩৯) ১ বাইটে বিটের সংখ্যা ৮।
৪০) মডেম হলো ইন্টারনেটের সংযোগ মাধ্যম।
৪১) ১ কিলোবাইটে বিটের সংখ্যা 1024।
৪২) E-mail হলো ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।
৪৩) বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে- ১৯৬৪ সালে।
৪৪) CPU হলো Central Processing Unit.
৪৫) হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।
৪৬) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়- পরমানু শক্তি কেন্দ্র।
৪৭) 3G বলতে বুঝায়- Third Generation.
৪৮) প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- অ্যাডা অগাষ্টা।
৪৯) কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তি কাজের জন্য।
৫০) UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।
৫১) কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
৫২) ক্যাসপারস্কি হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।
৫৩) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.
৫৪) কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড।
৫৫) কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত সংখ্যা হলো- বাইনারী পদ্ধতি।।

মোহাম্মদ মীর হোসাইন মীরা

https://hscict.com.bd
09/09/2020

https://hscict.com.bd

আইসিটি একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য

Address


Telephone

+8801736316314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eng. Zuel Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eng. Zuel Rana:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share