24/10/2024
সচিবালয়ের একটু দূরে একটা টং এর দোকানের টুলে বসে এক ছেলে আর এক মেয়ে চা খাচ্ছে..
একটু আগে সচিবালয়ে মিছিল শেষ করে এসে বিশ্রাম নিচ্ছে..
ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করল,
-তুমি কোন কলেজের?
-শহীদ হোসনে আরা কলেজ, তুমি?
-আমি মদনবাড়ী আইডিয়াল কলেজ
-তুমি কয় সাবজেক্টে ফেল?
-৪ টায়, তুমি?
-২ টায়
-আরেহ তুমি তো অনেক ভাল ছাত্র
-আরে নাহ, তেমন না
-তোমার কি মনে হয়, রেজাল্ট বাদ দিবে?
-দেয়া তো উচিত
-কি জানি, বুঝতেছিনা, আম্মা বিয়ে দেয়ার জন্য ইঞ্জিনওয়ালা রিক্সাওয়ালা খুঁজতেছে
ছেলেটা মাথা নিচু করে মৃদুস্বরে বললে,
-তোমার আম্মা কি দুই বছর অপেক্ষা করতে পারবে?
-কেন? কি হবে দুই বছরে?
-ভাবছি কিছু টাকা জোগার করে একটা ইঞ্জিনওয়ালা রিক্সা কিনে চালাব
মেয়েটা চোখে মুখে অবাক বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইল..
এভাবেই দুজনের প্রেম হয়ে গেল..
😁
পুনশ্চ: ফেল থেকে যদি ভাল কিছু হয় তবে ফেলই ভাল