05/09/2023
সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির হল-
(a) অছি পরিষদ,
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(c)নিরাপত্তা পরিষদ,
(d) জাতিসংঘ
উত্তরঃ- জাতিসংঘ।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি?
(a) 110 টি,
(b) 111 টি,
(c) 112 টি,
(d) 113 টি।
উত্তর:-111 টি।
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়-
(a) 1944 এর 24 অক্টোবর,
(b) 1945 এর 24 অক্টোবর,
(c)1947 এর 15 আগষ্ট,
(d) 1950 এর 26 জানুয়ারি।
উত্তরঃ- 1945 এর 24 অক্টোবর।
1945 সালে ——— টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল-
(a) 21,
(b) 50,
(c) 187,
(d) 193
উত্তরঃ- 50
সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা-
(a) 190,
(b) 191,
(c) 192,
(d) 193
উত্তর:-193
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল-
(a) 191,
(b) 192,
(c) 204,
(d) 193
উত্তরঃ-193
সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ-আইনসভা হল-
(a) সাধারণ সভা,
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(c) নিরাপত্তা পরিষদ,
(d) কর্মদপ্তর।
উত্তরঃ- সাধারণ সভা।
নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল-
(a) 10,
(b) 15,
(c) 20,
(d) 25,
উত্তরঃ-15
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল-
(a) 4,
(b) 5,
(c) 6,
(d) 7
উত্তরঃ- 5
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল-
(a) 10,
(b) 5,
(c) 8,
(d) 9
উত্তরঃ- 10
ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র-
(a) সাধারণ সভার,
(b) আন্তর্জাতিক আদালতের,
(c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের,
(d)অছি পরিষদের।
উত্তরঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।
‘বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল-
(a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(b) সাধারণ সভা,
(c) নিরাপত্তা পরিষদ,
(d) অছি পরিষদ।
উত্তরঃ- সাধারণ সভা।
ভারত জাতিপুঞ্জের সদস্য হয়-
(a) 1945 খ্রিস্টাব্দে,
(b) 1947 খ্রিস্টাব্দে,
(c) 1950 খ্রিস্টাব্দে,
(d)1952 খ্রিস্টাব্দে।
উত্তরঃ-1945 খ্রিস্টাব্দে।
আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল-
(a) 9 জন,
(b) 10 জন,
(c) 15 জন,
(d) 16 জন।
উত্তরঃ-15 জন।
জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে-
(a) 39 নং ধারায়,
(b) 99 নং ধারায়,
(c) 42 নং ধারায়,
(d) 88 নং ধারায়।
উত্তরঃ- 99 নং ধারায়।
জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন-
(a) মহাসচিব,
(b) সাধারণ সভার সভাপতি,
(c) আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি,(d) কেউই নন।
উত্তরঃ- মহাসচিব।
UNO-এর প্রথম মহাসচিব ছিলেন-
(a) ইউ থান্ট,
(b) ট্রিগভি লি,
(c) কোফি আন্নান,
(d) বান কি মুন।
উত্তরঃ- ট্রিগভি লি।
সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ-
(a) 6 বছর,
(b) 4 বছর,
(c) 5 বছর,
(d) 7 বছর।
উত্তরঃ- 5 বছর।
নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে-
(a) মহাসচিব,
(b) সমস্ত সদস্যরা,
(c) স্থায়ী সদস্যরা,
(d) অস্থায়ী সদস্যরা।
উত্তরঃ- অস্থায়ী সদস্যরা।
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-
(a) 50,
(b) 52,
(c) 54,
(d) 55
উত্তরঃ- 54