C-lab

C-lab Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from C-lab, Digital creator, .

11/10/2023
বিজ্ঞানের গল্প:১পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, যা প্...
11/10/2023

বিজ্ঞানের গল্প:১
পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, যা প্রায় ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে।

10/10/2023

By one dimension we mean that the body is moving only in one plane and in a straight line. Like if we roll a marble on a flat table, and if we roll it in a straight line (not easy!), then it would be undergoing one-dimensional motion. There are four variables which put together in an equation can describe this motion. These are Initial Velocity (u); Final Velocity (v), Acceleration (a), Distance Traveled (s) and Time elapsed (t). The equations which tell us the relationship between these variables.

12/09/2023

প্রশ্ন: Pteris কে বলা হয়
উত্তর: সানফার্ন

প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?
উত্তর: ২

প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তর: লুই পাস্তুর

প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
উত্তর: জলজ

প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি
উত্তর: cycas

প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: ল্যামার্ক

প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?
উত্তর: নদী

প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?
উত্তর: জ্বর

প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
উত্তর: ৪০০০০

11/09/2023

স্থায়ী সম্পত্তি : যে সকল সম্পত্তি একটি হিসাবকালের অধিক সময়ের জন্য ব্যবহার করা হয়, তাদের স্থায়ী সম্পত্তি বলে। এদের উপর অবচয় ধার্য করা হয়। ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে অর্জন মূল্যে বা ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হয়।

এদের দীর্ঘ জীবন রয়েছে
এ ধরনের সম্পত্তি পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না
উদাহরণ : আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালানকোঠা, ইত্যাদি

06/09/2023
05/09/2023

সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির হল-

(a) অছি পরিষদ,
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(c)নিরাপত্তা পরিষদ,
(d) জাতিসংঘ

উত্তরঃ- জাতিসংঘ‌।

সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি?

(a) 110 টি,
(b) 111 টি,
(c) 112 টি,
(d) 113 টি।

উত্তর:-111 টি।

সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়-

(a) 1944 এর 24 অক্টোবর,
(b) 1945 এর 24 অক্টোবর,
(c)1947 এর 15 আগষ্ট,
(d) 1950 এর 26 জানুয়ারি।

উত্তরঃ- 1945 এর 24 অক্টোবর।

1945 সালে ——— টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল-

(a) 21,
(b) 50,
(c) 187,
(d) 193

উত্তরঃ- 50

সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা-

(a) 190,
(b) 191,
(c) 192,
(d) 193

উত্তর:-193

সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল-

(a) 191,
(b) 192,
(c) 204,
(d) 193

উত্তরঃ-193

সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ-আইনসভা হল-

(a) সাধারণ সভা,
(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(c) নিরাপত্তা পরিষদ,
(d) কর্মদপ্তর।

উত্তরঃ- সাধারণ সভা।

নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল-

(a) 10,
(b) 15,
(c) 20,
(d) 25,

উত্তরঃ-15

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল-

(a) 4,
(b) 5,
(c) 6,
(d) 7

উত্তরঃ- 5

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল-

(a) 10,
(b) 5,
(c) 8,
(d) 9

উত্তরঃ- 10

ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র-

(a) সাধারণ সভার,
(b) আন্তর্জাতিক আদালতের,
(c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের,
(d)অছি পরিষদের।

উত্তরঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।

‘বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল-

(a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
(b) সাধারণ সভা,
(c) নিরাপত্তা পরিষদ,
(d) অছি পরিষদ।

উত্তরঃ- সাধারণ সভা।

ভারত জাতিপুঞ্জের সদস্য হয়-

(a) 1945 খ্রিস্টাব্দে,
(b) 1947 খ্রিস্টাব্দে,
(c) 1950 খ্রিস্টাব্দে,
(d)1952 খ্রিস্টাব্দে।

উত্তরঃ-1945 খ্রিস্টাব্দে।

আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল-

(a) 9 জন,
(b) 10 জন,
(c) 15 জন,
(d) 16 জন।

উত্তরঃ-15 জন।

জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে-

(a) 39 নং ধারায়,
(b) 99 নং ধারায়,
(c) 42 নং ধারায়,
(d) 88 নং ধারায়।

উত্তরঃ- 99 নং ধারায়।

জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন-

(a) মহাসচিব,
(b) সাধারণ সভার সভাপতি,
(c) আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি,(d) কেউই নন।

উত্তরঃ- মহাসচিব।

UNO-এর প্রথম মহাসচিব ছিলেন-

(a) ইউ থান্ট,
(b) ট্রিগভি লি,
(c) কোফি আন্নান,
(d) বান কি মুন।

উত্তরঃ- ট্রিগভি লি।

সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ-

(a) 6 বছর,
(b) 4 বছর,
(c) 5 বছর,
(d) 7 বছর।

উত্তরঃ- 5 বছর।

নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে-

(a) মহাসচিব,
(b) সমস্ত সদস্যরা,
(c) স্থায়ী সদস্যরা,
(d) অস্থায়ী সদস্যরা।

উত্তরঃ- অস্থায়ী সদস্যরা।

জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-

(a) 50,
(b) 52,
(c) 54,
(d) 55

উত্তরঃ- 54

01/09/2023

ইসলাম শিক্ষা

আল কুরআনের কিছু নাম-

১. আল-কিতাব (গ্রন্থ)
২. আল-ফুরকান(সত্য-মিথ্যার পার্থক্যকারী)
৩. আল-হিকমা(জ্ঞান,প্রজ্ঞা)
৪. আল-বুরহান(সুস্পষ্ট প্রমাণ)
৫.আল-হক( সত্য)
৬.আন-নূর(জ্যোতি)
৭.আল-হুদা(পথনির্দেশ)
৮. আল-যিকর(উপদেশ)
৯.আশ-শিফা(নিরাময়)
১০.আল-মাজিদ(সম্মানিত, মহামান্বিত)

01/09/2023

প্রশ্নঃ ভর হচ্ছে পদার্থের
উত্তর: জড়তার পরিমাণ।

প্রশ্নঃ নিউটনের গতি সূত্র
উত্তর: তিনটি।

প্রশ্নঃ নিউটনের বিখ্যাত বই
উত্তর: ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা।

প্রশ্নঃ বিদ্যুৎ শক্তির হিসাব করা হয়
উত্তর: কিলোওয়াট / ঘন্টা kw/h

প্রশ্নঃ মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল
উত্তর: মহাকর্ষ বল।

প্রশ্নঃ পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল
উত্তর: অভিকর্ষ বল।

প্রশ্নঃ অভিকর্ষজ ত্বরণ g এর মান
উত্তর: পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী।

প্রশ্নঃ পৃথিবীর মুক্তিবেগ
উত্তর: ১১.২ কি.মি./সে.।

প্রশ্নঃ মঙ্গল গ্রহের মুক্তি বেগ
উত্তর: ৫.১ কি.মি./সে.।

প্রশ্নঃ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি
উত্তর: তিনটি।

প্রশ্নঃ ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক
উত্তর: ইস্পাত।

প্রশ্নঃ বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়
উত্তর: শব্দ

প্রশ্নঃ পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো
উত্তর: অনুপ্রস্থ বা আড় তরঙ্গ।

31/08/2023

সমাজবিজ্ঞান কি

সমাজবিজ্ঞান এমন একটি পূর্ণাঙ্গ বিষয় যা মানুষ এবং মানুষের সমন্বয়ে সৃষ্ট সমাজের সকল দিককে অন্তর্ভুক্ত করে। সমাজবিজ্ঞান শব্দটি একটি যৌগিক শব্দ যা সমাজ ও বিজ্ঞান দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সমাজ একটি ব্যাপক অর্থবোধক শব্দ, সমাজের সাথে মানব জীবনের সকল দিক সম্পর্কিত, যেমন, পরিবার, ধর্ম, সাংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং মানুষের পারস্পরিক সম্পর্ক। অন্যদিকে বিজ্ঞান হচ্ছে যুক্তি ও বাস্তবিকতার নিরিখে সব কিছু পর্যালোচনা করা। সুতরাং সমাজবিজ্ঞান শব্দের শাব্দিক অর্থ দ্বারায়, যুক্তি ও বাস্তবিকতার নিরিখে মানুষ এবং সমাজের পর্যালোচনা।

সমাজবিজ্ঞান কাকে বলে

যে শাস্ত্র সমাজের উৎপত্তি, বিকাশ, প্রত্যয় ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সকল দিক থেকে পূর্ণাঙ্গভাবে অধ্যয়ন করে, সেই বিজ্ঞানময় শাস্ত্রকে সমাজবিজ্ঞান বলে।

সমাজবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানকে নানা ভাবে সংজ্ঞায়িত করেছেন, যেমন ফরাসি সমাজবিজ্ঞানী ডুর্খেইম বলেছেন,”সমাজবিজ্ঞান হলো সমাজিক প্রতিষ্ঠান সমূহের বিজ্ঞান”। ম্যাকাইভারের মতে,“সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং মানুষের মধ্যাকার সম্পর্ক নিয়ে আলোচনা করে”। সমাজবিজ্ঞান সমাজের আদি হতে অন্ত সকল দিক পর্যালোচনা করার মাধ্যমে মানব সমাজ এবং মানুষের ব্যাপারে সম্যক ধারণা প্রদান করে।

অগাস্ট কোৎ এর সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও ব্যাখ্যা

অনেক সমাজতাত্ত্বিক সমাজবিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন তবে সবচেয়ে বহুল ব্যবহৃত সংজ্ঞাটি প্রদান করেছেন সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোৎ, তিনি বলেন, "Sociology is the scientific study of the society" অর্থাৎ, সমাজবিজ্ঞান হলো সমাজকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় অধ্যায়নের বিজ্ঞান। অগাস্ট কোৎ সমাজবিজ্ঞান শাস্ত্রে বিশেষ অবদান রাখেন, যার জন্য অগাস্ট কোৎ কে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনিই Sociology (বাংলা অর্থ হচ্ছে সমাজবিজ্ঞান) শব্দটি প্রবর্তন করে সমাজবিজ্ঞানকে সঠিকভাবে বিশ্লেষণ করেন।

Comte (অগাস্ট কোৎ), scientific study শব্দদ্বয় দ্বারা আসলে কি বুঝাতে চেয়েছেন তা একটু পর্যালোচনা করে দেখা যাক। scientific study (বৈজ্ঞানিক পর্যালোচনা) দ্বারা scientific method of study বা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পর্যালোচনা কে বুঝানো হয়েছে । আর বিজ্ঞান যে প্রক্রিয়ার বস্তুজগতের ব্যাখ্যা প্রদান করে সেইটাকে বলা হয় Doctrine of causality (ঠিক একই মেথড থমাস হবসও তার political philosophy এর ক্ষেত্রে ব্যবহার করেছেন) অর্থাৎ প্রত্যেকটা incidence বা ঘটনা প্রবাহের পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। আর এই সুনির্দিষ্ট কারণগুলো অনুসন্ধানের মাধ্যমে বিজ্ঞান material world বা বস্তুজগতকে বিশ্লেষণ করে। তেমনি সমাজবিজ্ঞান সামাজিক ঘটনাপ্রবাহকে এই একই প্রক্রিয়ায় ব্যাখ্যা করে বলে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোৎ সমাজবিজ্ঞানকে social physics বা সমাজের পদার্থবিদ্যা বলেছেন। এবার Doctrine of Causality এর একটা বাস্তবধর্মী এক্সাম্পল দেয়া যাক।

আমরা জানি যে আগুনের সংস্পর্শে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, এখানে ছাই হয় effect বা ঘটনা এইটার cause বা কারণ হচ্ছে আগুন। আবার, ধর্ম যদি হয় ইফেক্ট বা ফলাফল, এর cause বা কারণ হচ্ছে geography বা ভূগোল, কারণ কোন অঞ্চলের ভৌগলিক বৈশিষ্ট্য ওই অঞ্চলের ধর্মের প্রকৃতি নির্ধারণ করে।

29/08/2023

প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক

প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ

প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩

প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক

প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা

28/08/2023

কথা বলা গণিত

গণিত রীতিমতই মজার! আজ সেই মজার গণিতের একটি অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসুন মজা নিই। এই জন্য আপনাকে জানতে হবে গণিতের জালকা কিছু নিয়ম। যেমন- ক্যালকুলেটরের ব্যবহার। এটি যেহেতু মজার গণিত, তাই আপনার দরকার হবে একটু কল্পনা শক্তি। না থাকলে কারও থেকে ধার নিন।

তাহলে চলুন মজা নিই।

আপনি কি কখনও শুনেছেন গণিতের সংখ্যা কথা বলে? তাও আবার আপনার মাতৃভাষা বাংলায়। শুনেন নি, তাই না? আর হয়ত বলবেন আজব, এটা কি বলে? না, আজ আপনার সাথে এই সংখ্যাই বলবে, আর প্রমাণ করে দিবে আমরাও বাংলায় কথা বলতে পারি।

১/১১=০.০৯০৯০৯০৯… । তাহলে ১ দিয়ে ১১ কে ভাগ দিলে আমারা উত্তরটি পেলাম ০.০৯০৯০৯০৯…। এখন আপনি এই অংককে জিজ্ঞাস করেন যে, “১১ দিয়ে ১ কে ভাগ করলে উত্তর কি শূর্ণ হয়?”। অংক কি বলে দেখেন, ০.০৯০৯০৯০৯…। একটি দ্রুত ও কল্পনা দিয়ে পড়ে দেখেন, এই রকম হয় কি? “শূর্ণ দশমিক শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয়। তার মানে হল, উত্তর শূর্ণ হয় না।
২/১১=০.১৮১৮১৮১৮… । তাহলে ১ দিয়ে ১১ কে ভাগ দিলে আমারা উত্তরটি পেলাম ০.০৯০৯০৯০৯…। একটু মন দিয়ে শুনুন তো অংক কি বলে। এটি বলতেছে কি? শূন্য দশমিক এক আট এক আট এক আট এক আট…। এই কথাকে একটু মজা ও দ্রুত করে বলেন দেখি। এই ভাবে, দশমিক একাট্যাকাট্যাকাট্যাকাট্যাকা ট্যাকা ট্যাকা….। কি বুঝলেন অংক আপনাকে বলছে, সে আপনার কাছে টাকা পাবে আর সেই টাকা দিতে।
সতীন চিনেন তো? ৩০৩ আর কি!! একটু ১১*৩০৩ গুণ করুন, কত হয়? ১১২৩। এবার ১১২৩*৩৩৩৩=কত? বলতে পারবেন? ক্যারকুলেটর দিয়ে অংক করে বলতে পারবেন। উত্তরটা হলঃ ৩৩৬৯ ৩৩৬৯ ৩৩৬৯। উত্তরটা তো পেলেন। এবার আপনার অংককে জিজ্ঞাস করেন যে, ৩ আর ৩ মিলে কত হয়? তার আগে আপনিই বলুন কত? ৬, তাই না? হ্যাঁ, কিন্তু দেখূন এই অংক কি বলে! সে বলে যে ৩ আর ৩ নাকি ৬ নয়। কিভাবে? উত্তরটা একটু লক্ষ্য করুন আর দেখুন, ৩৩৬৯ ৩৩৬৯ ৩৩৬৯। দেখুন অংক বলতেছে, “তিন তিন ছয় নয়”। মানে তিন আর তিন ছয় না। তবে কত?
মজার শেষ পর্যায় চলে এসেছি। শেষ করার আগে আরেকটু মজা করি। ১১২৯/৯৯৯৯=০.১১২৯১১২৯১১২৯। লক্ষ্য করুন, উত্তরটার আর অংককে প্রশ্ন করে, “আচ্ছা তোমার ভিতরে ৫ কয়বার আছে?” সে কি উত্তর দেয় দেখুন, ১১২৯ ১১২৯ ১১২৯। মানে হল, এক বারো নয়, এক বারো নয়। হা……হা…..হা………
এখন আপনিই বলুন, অংকটি তাহলে কথা বলে? কি মনে হয়?

27/08/2023

প্রশ্ন:পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত
উত্তর: ১ : ২

প্রশ্ন:রসায়ন বিজ্ঞানে ‘রকসল্ট’ নামে পরিচিত
উত্তর: সোডিয়াম ক্লোরাইউ।

প্রশ্ন:কপারের অপর নাম
উত্তর: তামা।

জ্বী হ্যা-C-Lab এর সকলে শাখায় অফলাইনে চলছে-SSC-24 সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য ফ্রীতে মডেল টেস্ট প্রোগ্রাম।সব গুলো পরী...
17/08/2023

জ্বী হ্যা-

C-Lab এর সকলে শাখায় অফলাইনে চলছে-
SSC-24 সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য ফ্রীতে মডেল টেস্ট প্রোগ্রাম।

সব গুলো পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষার্থীবৃন্দ।

উক্ত প্রোগ্রামে থাকবে-
> প্রতিটা Subject এ সাধারন এবং গুরুত্বপূর্ন প্রশ্নের ২টি করে পরীক্ষা।

> প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পরীক্ষার রেজাল্টের সাথেই তাও আবার একদম ফ্রীতে।

> পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন সরাসরি বোর্ডের নিরীক্ষক গন।

> পরীক্ষার ফলাফল বুঝে শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনমূলক আলোচনা একদম ফ্রীতে।

শাখাসমূহ:
১. তাজমহল রোড, মোহাম্মদপুর
২. ৬০ ফিট, মিরপুর-২
৩. ঢাকা উদ্যান, মোহাম্মদপুর
৪. টোলারবাগ, মিরপুর-১

সীমিত আসনে Register করতে আজই যোগাযোগ করুন।

অফিস: তাজমহল রোড, মোহাম্মদপুর।
যোগাযোগ: 01407-959 464

😂😂
13/08/2023

😂😂

12/08/2023

🥀💔

যদি পিছনের টা আপনি হন তাহলে সামনেরটা কে হতে পারে???🤔
11/08/2023

যদি পিছনের টা আপনি হন তাহলে সামনেরটা কে হতে পারে???🤔

10/08/2023

ব্রেকিং নিউজ
ইসলাম ধর্মকে 'মহান ধর্ম' হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন কংগ্রেসে
আলহামদুলিল্লাহ্

08/08/2023

কেন- এতটা শোক..!"🤔
এর চেয়ে বরং আমার নামে কবরস্থান-রচনা হোক..!"

হে আল্লাহ যারা এখনো হজে যেতে পারে নাই। তাদেরকে হজ করার তৌফিক দান করুন 🤲🖤
07/08/2023

হে আল্লাহ যারা এখনো হজে যেতে পারে নাই।
তাদেরকে হজ করার তৌফিক দান করুন 🤲🖤

😫😫
07/08/2023

😫😫

শে'ষ বাহন🙂💔
07/08/2023

শে'ষ বাহন🙂💔

দায়িত্ব যখন কাঁধে আসে,বয়স তখন হার মানবেই।🖤🥀
06/08/2023

দায়িত্ব যখন কাঁধে আসে,

বয়স তখন হার মানবেই।🖤🥀

Address


Telephone

+8801407959464

Website

Alerts

Be the first to know and let us send you an email when C-lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share