Kamal Edu

Kamal Edu I am a Secondary School teacher.

03/08/2023

প্রাকৃতিক বিষয়(Natural Object)
১| উপসাগর = Bay (বে)
২| ছোট সাগর = Gulf (গালফ)
৩| সাগর = Sea (সী)
৪| মহাসাগর =Ocean (ওশন)
৫| সমুদ্র তীর =Coast (কোস্ট)
৬| সমুদ্র তট =Sea shore (সী শোর)
৭| জলপ্রপাত =Water - fall ( ওয়াটার ফল )
৮| স্রোত = Current (কারেন্ট)
৯| জোয়ার = Flow tide (ফ্লো - টাইড)
১০| ভাটা=Ebb - Tide(এব- টাইড)
১১| বজ্র=Thunder (থাণ্ডার)
১২| মেঘ =Cloud (ক্লাউড)
১৩| শিশির =Dew (ডিউ)
১৪| আবহাওয়া =wheather(ওয়েদার)
১৫| বিদ্যুৎ =Lightning(লাইটনিং)
১৬| জলবায়ু = Climate (ক্লাইমেট)
১৭| রংধনু=Rain - bow (রেন বো)
১৮| তুষারপাত =Snowfallস্নো ফল )
১৯| গাঢ় কুয়াশা =Mist ( মিষ্ট)
২০| তুষার = Snow (স্নো)
২১| বন্যা =Flood (ফ্লাড)
২২|বাষ্প =Vapour(ভেপার)
২৩| ঝড়= Storm (স্টর্ম)
২৪|ধূমকেতু =Comet (কমেট)
২৫|রাত্রি =Night(নাইট)
২৬|ধোঁয়া =Smoke(স্মোক)
২৭|হ্রদ=Lake (লেক)
২৮|পুকুর =Pond(পণ্ড)
২৯|ঢেউ =Wave(ওয়েভ)
৩০|পানি =Water(ওয়াটার)
৩১|ঝর্ণা =Spring (স্পিং)
৩২|দ্বীপ =Island(আইল্যান্ড)
৩৩|উপদ্বীপ =Peninsula(পেনিনসুলা)
৩৪|কুয়াশা =Fog(ফগ)
৩৫|শিলাবৃষ্টি =Hail (হেল)
৩৬|বৃষ্টি =Rain(রেন)
৩৭|পাথর=Stone (স্টোন)
৩৮|মঙ্গলগ্রহ=Mars (মারস)
৩৯|শুক্রগ্রহ=Venus(ভেনাস)
৪০|গ্রহ =Planet(প্ল্যানেট)
৪১|শনিগ্রহ=Saturn(স্যাটার্ন)
৪২|বৃহস্পতিবার গ্রহ=Jupitar(জুপিটার)
৪৩|বুধগ্রহ=Mercury(মার্কিউরি)
৪৪|উপগ্রহ=Satellite(স্যাটালাইট)
৪৫|ধূলি =Dust(ডাস্ট)

26/06/2023

((( হোমিওপ্যাথি নোসোডস মেডিসিন))))
==========
1. Ambragrecia = তিমি মাছের মল
2. Authracinum= কার্ব্বঙ্কলের বিষ
3. Basillinum = যক্ষ্মা রোগীর ফুসফুসের বিষ
4. Calculobili = পিত্তপাথরী চূর্ণ
5. Castor Equi = ঘোড়ার পায়ের গ‍্যাঁজ
6. Coceluchin = হুপিং কাশির শ্লেষ্মা
7. Colesterium = পিত্তাশয় থেকে প্রাপ্ত
8. Dyptherinum = ডিপথেরিয়া ভাইরাস
9. Electricitus = বিদ‍্যুৎ প্রবাহ
10. Hippoganium = ব্রঙ্কাইটিসের ক্ষত
11. Hydrophobinum = পাগলা কুকুরের লালা।( লাইসিন)
12. Malandrinum = ঘোড়ার বসন্ত রোগ বীজ
13. Magnetis Poli Ambo = চুম্বকীয় আবেশ
14. Magnetis Polus Arcticus = চুম্বকের উত্তর মেরু
15. Magnetis Polus Austerelis = চুম্বকের দক্ষিণ মেরু
16. Medohrrinum = প্রমেহের বীজ
17. Mucotoxin = সর্দ্দির জীবাণু
18. Nectriaminum = বৃক্ষাদির ক‍্যান্সার আক্রান্ত ক্ষত
19. Pucomococcin = ডিপ্লোকস্বাস ল‍্যান্স ও লোটাস নামক জীবাণু
20. Pneumotoxin = নিউমোনিয়ার বিষ
21. Psorinum = খোস পাঁচড়ার বীজ
22. Pyrogenium = পচা মাংস
23. Radium Bromide = ১৮, ০০, ০০০ রেডিও রশ্মি
24. Secali Cornutum = আর্গট গাছের রোগ বিশেষ
25. Sirinum = ক‍্যান্সারের ক্ষত
26. Syphillinum = সিফিলিসের ক্ষত
27. Tuberculinum = যক্ষ্মা রোগবীজ
28. Tuberculinum Aviare = পক্ষীর যক্ষ্মা রোগ বীজ
29. Ustilego Medis = ভূট্টার রোগবীজ
30. Vaccininum = মানব দেহের বসন্তের বীজ
31. Variolionum = গোজাতীয় বসন্তের বীজ
32. X-Ray = রঞ্জনরশ্মী।
কপি
33. Fel tauri -- ষাঁড়ের পিত্ত থলি।
34.Lunar-- চাঁদের আলো
35.Carsinosin -- ক্যানসারের জীবাণু।
36. Thairodium - থাইরয়েড গ্রন্থির হরমোন।
37. Typhoidium টাইফোয়েডের জীবাণু।
38.Covidinum (করোনা জীবাণু, বাংলাদেশের)
39. Insulinum (সুগার রুগী)
40.Pancreatinum প্যানকরিয়াস।
41. Pepsinum লিভারের রোগ
42. Folliculinum ভেড়ার ডিম্বাশয়।

29/05/2023

If=যদি, ...হলে
Although=যদিও ,সত্বেও
Though=যদিও,সত্বেও
Both=উভয়ে,সাথে
Because=কারন,হেতু,যেহেতু
Moreover=তাছাড়া,অধিকন্তু
In order to=উদ্দেশ্যে,জন্যে
Even if=এমনটি যদিও,এমন যদিও হয়
Frist of all=প্রথমত
Rather=বরং,চেয়ে,ঢেড়
So that= যাতে ,যেন, উদ্দেশ্যে
As if=যেন ,যেন মনে হয়
All though=যাতে ,যেন মনে হয়
While=যখন ,যে সময় যদিও ,সত্বেও
Such as=তেমনই
Last of all=সর্বশেষ
As if= যেন ,যেন মনে হয়
However=যাইহোক
Incidentally=ঘটনাক্রমে
Then=তারপর ,তখন
Than= চেয়ে ,থেকে
For a while= একটু ক্ষনের জন্য ,আপাতত
Suddenly=হঠাৎ , আচমকা
Unless=যদিও না, ... না হলে
Above all=সর্বপরি
Usually=সাধারনত , প্রথাগত
As well as=সাথে ,এবং,ও,আরো
For example=ঊদাহরনস্বরূপ
Yet=তথাপি ,তবুও
Secondly=দ্বীতিয়ত
Most= প্রায় , বেশির ভাগ
Now= এখন
Actually= প্রকৃতপক্ষে
But also= এমনি , এটিও , তিনিও
Not only...but also=শুধু এটিই নয়..ওটিও
Where as= পক্ষান্তরে ,যেখানে
After that=তারপর
Instead of= পরিবর্তে ,বদলে
Again=পুনরায় , আবার
In addition=অধিকন্তু , মোটের উপর
Thus= এইভাবে
Unfortunately=দূর্ভাগ্যবশত
Infact= পকৃত পক্ষে ,মূলত
Likewise=মত , তদ্রমন
In this connection=এই ক্ষেত্রে ,এই বষয়ে
Furthermore=আরো
Once=একদা , অনেক আগের কথা
Gradually= ধিরে ধিরে
Since=কারন, যেহেতু , যে সময়ে
Sometimes=মাঝে মাঝে
Above all=সর্বপরি
Yet=তথাপি, তবুও
As a result=ফলে ,ফলশ্রুতিতে
On the other hand=পক্ষান্তরে, অপরপক্ষে
In that=কারন
Or=নচেৎ ,তা না হলে, নতুবা,অথবা
Still=তথপি ,তারপরও
Either=দুয়ের যে কোন একটি
Nevertheless=তথাপি ,তবুও ,তারপরও
For=জন্য ,তুলনায় ,সুতরাং,সত্বেও
So= অতএব , অতটা , ও
As= কারন, যেহেতু, যে সময়ে, যিনি
Who= কে, যে, কেকে, যেযে, যিনি
And= এবং ,ও, আর
But= কিন্তু, তথাপি, যিনি---না, ছাড়া
Which= যেটি , যা
Similarly= অনুরূপভাবে, একইভাবে
Therefore=অতএব , সুতরাং
Firstly= প্রথমত, প্রধানত
Finally= সর্বষেশ , শেষে
Beside= পাশাপাশি , অধিকন্ত
That= যে ,যা, কারন, যাতে, ফলে
Even---এমনকি , ... এমন হয়
At first=প্রথমত, সর্বপ্রথম
------------------

28/05/2023

🍀একক লক্ষনে হোমিওপ্যাথি।
🌺হোমিওপ্যাথি আয়ত্ব করতে যাদের কষ্ট হয়/বা আত্মস্ত করতে ইচ্ছুক তাঁদের জন্য পোষ্টটি গুরুত্বপূর্ন।এখান থেকে প্রাথমিক ধারনা নিয়ে বসে যান মেটেরিয়া মেডিকা নিয়ে।৫০টির ধারনা দেওয়া হল।প্রতিটি অন্তরে গেথে নিন।

1🎯 আঘাত পেয়ে যেকোন রোগ হলে- Arnica
2🎯 হঠাৎ আসা তরুণ বা যেকোন রোগে- Aconite
3. গলায় মাছের কাঁটা বিধলে-Silicia 200
4. ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে-Staphysagria
5. পিন, তারকাটা, পেরেক, লোহা বিধলে-Ledum Pal 200
6. অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur 30
7. যানবাহনে চড়ে বমি হলে-Cocculus Ind
8. ঘুমের মাঝে নাক ডাকলে- O***m
9. ঘুম না আসলে- O***m
10. অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার ক্ষতি হলে-Ferrum Phos 3x
11. চোখের পাতায় বার বার অঞ্জলি/তেলেঙ্গা হলে-Staphysagria
12. যেকোন স্থানে, যেকোন ব্যথায়-Mag phos 6x
13. ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য-Nux Vom Q
14. খাবারে রুচি না থাকলে-Amloki Q
15. শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে-Calendula Q (বাহ্যিক)
16. বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox
17. আমাশয় হলে-Merc Sol
18. আমাশয়ে রক্ত গেলে-Merc Cor
19. শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে-Sinaberis
20. কি ঔষধ প্রয়োগ করবেন না জানলে-NuxVom- 30
21. নড়াচড়া বা চাপলে আরাম-RhusTox
22. চুপচাপ থাকলে আরাম-Bryonia Alb
23. স্কুল কলেজ/অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য Cantharis
24. গায়ক/বক্তার স্বর ভেঙ্গে গেলে-Custicum/Arg Nit
25. স্মরণশক্তি লোপ পেলে-Anacardium
26. খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে-Camomila
27. আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়-Glonoine
28. শুঁচিপায়ি রোগির জন্য- Syphillinum-10m
29. বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে-Cina
30. মৌমাছি হুল ফুটালে-Apis Mel
31. চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে-Causticum
32. পিঠে ব্যথায়-Lycopodium
33. ঘাড় ব্যথার জন্য-Conium
34. দুরগন্ধযুক্ত যেকোন স্রাব হলে-Achinesia
35. সোরাইসিসের জন্য-Gynocardium Q
36. যা খায় তাই বমি করে, কোন খাবার হজম হয়না-Symphoricur pus 30
37. মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায়- Kali Phos 6x
38. মহিলাদের জরায়ু ঝুলে গেলে-Sipia 200
39. মহিলাদের তল পেটে ব্যথা হলে-Colophylom Q
40. প্রস্রাব ধারনে অক্ষমতা-Causticum 200
41. গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে-Pulsitilla
42. যেকোনো বাতের জন্য -Guacum
43. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-Calcaria phos-6x
44. শরীরে আইরনের অভাব হলে-Ferum phos-6x
45. শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos
46. ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calcaria phos
47. রোগী কথায় কথায় “ #যদি” শব্দ থাকলে- Arg Nit 200
48. মুখ ও গলার ভিতর যেকোন রোগে- Marc Sol
49🎯ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঔষধ- Eupatorium Perfoliatum
50🎯 হৃদরোগের মহা ঔষধ- Crataegus Oxyacantha
বিঃদ্রঃ সংগৃহীত তর্থ গুলো শুধুমাত্র প্রথমিক ধারনা পেতে সহযোগীতা করবে।বিষদভাবে জানতে মেটেরিয়া মেডিকা আবশ্যক।

🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে। তবে হোমিওপ্যাথি সম্পর্কে জ্ঞান না থাকলে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিৎ নয়।

((পূর্ণরায় পোস্ট করা হল লেখাটি))

হোমিওপ্যাথি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান

23/05/2023

#১৫০টি___বানান____শুদ্ধিকরণ

#অশুদ্ধ______শুদ্ধ

০১) শ্বাশত_______শাশ্বত
০২) শশুর________শ্বশুর
০৩) শাশুরি_______শাশুড়ি
০৪) নূন্যতম_______ন্যূনতম
০৫) স্বাস্থ_________স্বাস্থ্য
০৬) মাহাত্ম_______মাহাত্ম্য
০৭) দারিদ্র_______দারিদ্র্য
০৮) প্রতিদ্বন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী
০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা
১০) প্রতিযোগীতা__প্রতিযোগিতা
১১) উচ্ছাস_______উচ্ছ্বাস
১২) অপরাহ্ন______অপরাহ্ণ
১৩) নিশিথীনি_____নিশীথিনী
১৪) মনকষ্ট_______মনঃকষ্ট
১৫) দ্বন্দ_______দ্বন্দ্ব
১৬) পিপিলিকা____পিপীলিকা
১৭) মণিষী____মনীষী
১৮) মূমূর্ষু_____মুমূর্ষু
১৯) আমাবশ্যা____অমাবস্যা
২০) অত্যাধিক____অত্যধিক
২১) কটুক্তি_____কটূক্তি
২২) ভূল________ভুল
২৩) ভূবন_______ভুবন
২৪) সান্তনা______সান্ত্বনা
২৫) পক্ক______পক্ব
২৬) বিদূষী_____বিদুষী
২৭) সমীচিন____সমীচীন
২৮) মূহুর্ত______মুহূর্ত
২৯) ব্রাক্ষণ_____ব্রাহ্মণ
৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা
নোট___রমজান__
৩১) ইতিপূর্বে____ইতঃপূর্বে
৩২) ইতিমধ্যে____ইতোমধ্যে
৩৩) ইংরেজী____ইংরেজি
৩৪) ইষৎ______ঈষৎ
৩৫) অহরাত্রি___অহোরাত্র
৩৬) অপাঙতেয়____অপাঙ্ক্তেয়
৩৭) অন্তঃস্বত্ত্বা_____অন্তঃসত্ত্বা
৩৮) আদ্যক্ষর(কলকাতা)____আদ্যাক্ষর(বাংলা একাডেমি)
৩৯) অনুসূয়া_____অনসূয়া
৪০) আকাংখা____আকাঙ্ক্ষা
৪১) আশ্বস্থ______আশ্বস্ত
৪২) আত্বস্থ______আত্মস্থ
৪৩) আশীষ_____আশিস্
৪৪) আয়ত্ব_____আয়ত্ত
৪৫) আত্মৎসর্গ___আত্মোৎসর্গ
৪৬) উপরোক্ত____উপর্যুক্ত
৪৭) উদ্বৃত______উদ্বৃত্ত
৪৮) উপযোগীতা____উপযোগিতা
৪৯) উর্ধ্বশ্বাস______ঊর্ধ্বশ্বাস
৫০) উদিচী_______উদীচী
৫১) উর্ধ্ব_______ঊর্ধ্ব
৫২) ঐক্যতান____ঐকতান
৫৩) কাংখিত____কাঙ্ক্ষিত
৫৪) ক্ষীণজীবি____ক্ষীণজীবী
৫৫) ক্ষুদপিপাসা____ক্ষুৎপিপাসা
৫৬) কৌতূক______কৌতুক
৫৭) কথপোকথন____কথোপকথন
৫৮) কর্ণেল______কর্নেল
৫৯) কুপমণ্ডুক_____কূপমণ্ডূক
৬০) খোজাখোজি____খোঁজাখুঁজি
৬১) গীতাঞ্জলী______গীতাঞ্জলি
৬২) গ্রামীন_____গ্রামীণ
৬৩) গড্ডালিকা____গড্ডলিকা
৬৪)গার্হস্থ______গার্হস্থ্য
৬৫) ঘূর্নিঝর_____ঘূর্ণিঝড়
৬৬) চতুস্কোন____চতুষ্কোণ
৬৭) জগত_____জগৎ
৬৮) জেষ্ঠ_____জ্যেষ্ঠ
৬৯) জোতিষ্ক____জ্যোতিষ্ক
৭০) ঝরণা_____ঝরনা
৭১) ডাষ্টবিন____ডাস্টবিন
৭২) পোষ্ট______পোস্ট
৭৩) ত্রিভূজ____ত্রিভুজ
৭৪) ততক্ষণাত___তৎক্ষণাৎ
৭৫) দূর্গাপূজা____দুর্গাপূজা
৭৬) দূরাবস্থা_____দুরবস্থা
৭৭) দুঃস্ত_______দুস্থ/দুঃস্থ
৭৮) দীর্ঘজীবি____দীর্ঘজীবী
৭৯) দূর্ঘটনা______দুর্ঘটনা
৮০) দাসত্ত______দাসত্ব
___রমজান___®
৮১) শিরচ্ছেদ______শিরশ্ছেদ
৮২) স্বরস্বতী______সরস্বতী
৮৩) বিভিষিকা_____বিভীষিকা
৮৪) দৈন্যতা_____দৈন্য/দীনতা
৮৫) সন্যাসী_____সন্ন্যাসী
৮৬) দুরুহ_____দুরূহ
৮৭) দুর্বৃত্ত্ব____দুর্বৃত্ত
৮৮) দৌরাত্ম____দৌরাত্ম্য
৮৯) দধিচি_____দধীচি
৯০) ধরনী_____ধরণি
৯১) ধুলিসাৎ____ধূলিসাৎ
৯২) ধারনা_____ধারণা
৯৩) নূন্যতম____ন্যূনতম
৯৪) নৈপুন্য____নৈপুণ্য
৯৫) নিগুঢ়____নিগূঢ়
৯৬) নিশিথিনি____নিশীথিনী
৯৭) পিপিলিকা____পিপীলিকা
৯৮) পোষ্টমাষ্টার____পোস্টমাস্টার
৯৯) প্রাতঃরাশ_____প্রাতরাশ
১০০) প্রোজ্জ্বলন____প্রজ্বলন
১০১) প্রতিদন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী
১০২) পানিনি______পাণিনি
১০৩) ফটোষ্ট্যাট____ফটোস্ট্যাট
১০৪) ব্রাহ্মন______ব্রাহ্মণ
১০৫) ব্যাতিত_____ব্যতীত
১০৬) ব্যাথা_____ব্যথা
১০৭) বাল্মিকি_____বাল্মীকি
১০৮) বশিভুত_____বশীভূত
১০৯) বুৎপত্তি_____ব্যুৎপত্তি
১১০) ভৌগলিক____ভৌগোলিক
১১১) ভুমিষাৎ_____ভূমিসাৎ
১১২) ভৎসনা_____ভর্ৎসনা
১১৩) মূহুর্ত_______মুহূর্ত
১১৪) মনিষি______মনীষী
১১৫) মরীচীকা____মরীচিকা
১১৬) মনযোগ_____মনোযোগ
১১৭) মনুষ্যত্য_____মনুষ্যত্ব
১১৮) যক্ষা_______যক্ষ্মা
১১৯) লজ্জাস্কর____লজ্জাকর
১২০) লক্ষ্যনীয়_____লক্ষণীয়
১২১) শান্তনা______সান্ত্বনা
১২২) শারিরীক____শারীরিক
১২৩) শুভাশীষ____শুভাশিস
১২৪) শায়ত্ত্বশাসন____স্বায়ত্তশাসন
১২৫) শিরধার্য্য______শিরোধার্য
১২৬) শশ্রূসা________শুশ্রূষা
১২৭) ষাম্মাষিক_____ষাণ্মাসিক
১২৮) সম্বর্ধনা______সংবর্ধনা
১২৯) সহযোগীতা___সহযোগিতা
১৩০) সুষ্ঠ________সুষ্ঠু
১৩১) ব্যবহারিক____ব্যাবহারিক
১৩২) পোষাক_____পোশাক
১৩৩) ধরণ_____ধরন
১৩৪) ধারণ____ধারণ
১৩৫) উষা____ঊষা
১৩৬) দুর্ণীতি____দুর্নীতি
১৩৭) মধ্যাকর্ষণ ____মাধ্যাকর্ষণ
১৩৮) শিহরণ_____শিহরন
১৩৯) দধিচী_____দধীচি
১৪০) ইদানিং______ইদানীং
১৪১) জ্ঞানভুসিত____জ্ঞানভূষিত
১৪২) সুসম_____সুষম
১৪৩) কনিষ্ট_____কনিষ্ঠ
১৪৪) দুষণীয়_____দূষণীয়
১৪৫) পুণর্মিণনি____পুনর্মিলনী
১৪৬) সুধি____সুধী
১৪৭) বীবতস্য____বীভৎস
১৪৮) অদ্ভূত____অদ্ভুত
১৪৯) শ্বশ্রু_____শ্বশ্রূ
১৫০) রূপালী_____রুপালি(ব্যাংকের ক্ষেত্রে রূপালী)

(সংগৃহীত পোস্ট)
Samir Kumar Bardhan

18/05/2023

English grammar
———————-
মাত্র ৫ টি নিয়মেই Right Form Of Verb শেষ।।

Right form of Verb ১ কিংবা ২ নাম্বার আসে। তবে এভাবে টেকনিক করে পড়লে কেমন হয়?

------------------------

boou=পল্লী বউ, থাকলে Verb এর past form বসে।

P=previously

A=after a few days

A=ago

L=last

L=last night, last month/day

Y=yesterday

B=before

O=once

O=one day

U=upon a time

# FM DECK U PASS=এফ,এম দেখে তুমি পাস, থাকলে Verb এর সাথে Ing যুক্ত হবে।

F=finish

M=miss

D=dislike

E=enjoy

C=consider

K=keep

U=understand

P=postponed

A=avoid, appreciation, admit,

S=suggest, stop

# DAN TIR=ধান তীর, থাকলে Verb এর present continuous tens বসবে।

D=day by day

A=at present, at this moment

N=now

T=the moment

I=increasingly

R=rapidly

# HUS=হুস, থাকলে present indefinite tense বসে।

H=habitual fact(অভ্যাসগত কর্ম)

U=universal truth(চিরন্তন সত্য)

S=scientific truth(বৈজ্ঞানিক সত্য)

# Arguon Fedo=আগুর্য়ান ফেডো, থাকলে verb এর সাথে present indefinite tense বসে।

A=always

R=regularly

G=generally

U=usually

O=occasionally

N=normally

F=frequently

E=everyday

D=daily

O=often

------------
সংগৃহীত পোস্ট।

12/05/2023

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃ থেকে যা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। (সরকারি /বেসরকারি চাকরিতে)

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় ; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়-
1. আপনার নাম কি?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নামকি?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।
14. আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18. বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন?
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কি?
49. কি আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?
76. আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কে?
সংগৃহীত।
#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।

07/05/2023

মানবজাতির প্রতি কোরআনের ১০০ উপদেশ
----------------------------------------------
মানবজাতির প্রতি পবিত্র কোরআনের ১০০টি উপদেশ ধারাবাহিকভাবে ১০ পর্বে প্রকাশিত হয়। আজ সবগুলো পর্ব একসাথে দেওয়া হলো।

১। সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না

ইরশাদ হয়েছে, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত কোরো না। এবং জেনেশুনে সত্য গোপন কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ৪২)

২। সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো

ইরশাদ হয়েছে, ‘তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও, আর নিজেদের বিস্মৃত হও...?’ (সুরা : বাকারা, আয়াত : ৪৪)

৩। বিবাদে লিপ্ত হয়ো না

ইরশাদ হয়েছে, ‘...দুষ্কৃতকারীরূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ৬০)

৪। কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিয়ো না

ইরশাদ হয়েছে, ‘তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর (ঘর) মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশসাধনে প্রয়াসী হয়...?’ (সুরা : বাকারা, আয়াত : ১১৪)

৫। কারো অন্ধ অনুসরণ করা যাবে না

ইরশাদ হয়েছে, ‘যখন তাদের বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তা তোমরা অনুসরণ করো; তারা বলে, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি, তার অনুসরণ করব...।’ (সুরা : বাকারা, আয়াত : ১৭০)

৬। প্রতিশ্রুতি ভঙ্গ কোরো না

ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো...।’ (সুরা : মায়েদা, আয়াত : ১)

৭। অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না

ইরশাদ হয়েছে, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না...।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৮)

৮। সীমা লঙ্ঘন করা যাবে না

ইরশাদ হয়েছে, ‘...সীমা লঙ্ঘন কোরো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯০)

৯। আল্লাহর পথে ব্যয় করো

ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর পথে ব্যয় করো...।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯৫)

১০। এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো

ইরশাদ হয়েছে, ‘মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম...।’ (সুরা : বাকারা, আয়াত : ২২০)

১১। ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম কোরো না। (সুরা : বাকারা, আয়াত : ২২২)

১২। শিশুকে দুই বছর বুকের দুধ খাওয়াও

ইরশাদ হয়েছে, ‘শিশুকে পূর্ণ দুই বছর দুধ পান করাও।’

(সুরা : বাকারা, আয়াত : ২৩০)

১৩। সৎ শাসক নির্বাচন করো

ইরশাদ হয়েছে, ‘সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো।’

(সুরা : বাকারা, আয়াত : ২৪৭)

১৪। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়

ইরশাদ হয়েছে, ‘দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।

(সুরা : বাকারা, আয়াত : ২৫৬)

১৫। মানুষের নিঃস্বার্থ উপকার করো

ইরশাদ হয়েছে, ‘প্রতিদান কামনা করে দান বিনষ্ট কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৪)

১৬। অন্যের বিপদে সাহায্য করো

ইরশাদ হয়েছে, ‘প্রয়োজনে সহযোগিতা করো।’

(সুরা : বাকারা, আয়াত : ২৭৩)

১৭। সুদ পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘সুদ গ্রহণ কোরো না।’

(সুরা : বাকারা, আয়াত : ২৭৫)

১৮। অপারগ ব্যক্তির ওপর সদয় হও

ইরশাদ হয়েছে, ‘যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও।’ (সুরা : বাকারা, আয়াত : ২৮০)

১৯। হিসাব সংরক্ষণ করো

ইরশাদ হয়েছে, ‘ঋণের বিষয় লিখে রাখো।’

(সুরা : বাকারা, আয়াত : ২৮২)

২০। আমানত রক্ষা করো

ইরশাদ হয়েছে, ‘আমানত রক্ষা করো।’

(সুরা : বাকারা, আয়াত : ২৮৩)

২১। পরনিন্দা পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘কারো গোপন তথ্য অনুসন্ধান কোরো না এবং পরনিন্দা কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৮৩)

২২। সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো

ইরশাদ হয়েছে, ‘সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো।’

(সুরা : বাকারা, আয়াত : ২৮৫)

২৩। আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ সাধ্যের বাইরে কারো ওপর বোঝা চাপিয়ে দেন না। সে তা-ই পায় যা তার অর্জন।’

(সুরা : বাকারা, আয়াত : ২৮৬)

২৪। আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না

ইরশাদ হয়েছে, ‘তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১০৩)

২৫। সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই

ইরশাদ হয়েছে, ‘তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত, যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১০৪)

২৬। কোমলভাষী হও

ইরশাদ হয়েছে, ‘রূঢ় ভাষা ব্যবহার কোরো না।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

২৭। সৃষ্টিজগতে আল্লাহর অনুসন্ধান করো

ইরশাদ হয়েছে, ‘এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯১)

২৮। নারী-পুরুষ সবাই তার কর্মফল পাবে

ইরশাদ হয়েছে, ‘নারী ও পুরুষ উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯৫)

২৯। প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও

ইরশাদ হয়েছে, ‘মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বণ্টন করতে হবে।’ (সুরা : নিসা, আয়াত : ৭)

৩০। নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত কোরো না

ইরশাদ হয়েছে, ‘সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে।’ (সুরা : নিসা, আয়াত : ৭)

৩১। অনাথের সম্পদ আত্মসাত্ কোরো না

ইরশাদ হয়েছে, ‘অনাথদের সম্পদ আত্মসাত্ কোরো না।’

(সুরা : নিসা, আয়াত : ১০)

৩২। নিষিদ্ধ নারীকে বিয়ে কোরো না

ইরশাদ হয়েছে, ‘যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের

বিয়ে কোরো না।’ (সুরা : নিসা, আয়াত : ২৩)

৩৩। অন্যায়ভাবে সম্পদ হরণ কোরো না

ইরশাদ হয়েছে, ‘অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ কোরো না।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)

৩৪। পুরুষ পরিবারের অভিভাবক হবে

ইরশাদ হয়েছে, ‘পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয়

পুরুষের দায়িত্ব।’ (সুরা : নিসা, আয়াত : ৩৪)

৩৫। সদাচারী হও

ইরশাদ হয়েছে, ‘অন্যের প্রতি সদাচারী হও।’

(সুরা : নিসা, আয়াত : ৩৬)

৩৬। কৃপণ হয়ো না

ইরশাদ হয়েছে, ‘কার্পণ্য কোরো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিয়ো না।’ (সুরা : নিসা, আয়াত : ৩৭)

৩৭। বিদ্বেষ পরিহার করো

ইরশাদ হয়েছে, ‘বিদ্বেষী হয়ো না।’

(সুরা : নিসা, আয়াত : ৫৪)

৩৮। ন্যায়বিচার করো

ইরশাদ হয়েছে, ‘মানুষের প্রতি ন্যায়বিচার করো।’

(সুরা : নিসা, আয়াত : ৫৮)

৩৯। মানুষ হত্যা কোরো না

ইরশাদ হয়েছে, ‘পরস্পরকে হত্যা কোরো না।’

(সুরা : নিসা, আয়াত : ৯২)

৪০। বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষপাত কোরো না

ইরশাদ হয়েছে, ‘বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক কোরো না।’ (সুরা : নিসা, আয়াত : ১০২)

৪১। সত্যের ওপর অবিচল থাকো

ইরশাদ হয়েছে, ‘ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো।’

(সুরা নিসা, আয়াত : ১৩৫)

৪২। অঙ্গীকার পূর্ণ করো
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা অঙ্গীকার পূর্ণ করো।’ (সুরা মায়িদা, আয়াত : ১)

৪৩। সৎকাজে পরস্পরকে সহযোগিতা করো
ইরশাদ হয়েছে, ‘সৎকাজ ও খোদাভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো।’ (সুরা মায়িদা, আয়াত : ২)

৪৪। সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা কোরো না
ইরশাদ হয়েছে, ‘আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা কোরো না।’ (সুরা মায়িদা, আয়াত : ২)

৪৫। সত্যের অনুগামী হও
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহর উদ্দেশে সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে।’

(সুরা মায়িদা, আয়াত : ৮)

৪৬। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও
ইরশাদ হয়েছে, ‘পুরুষ চোর ও নারী চোর, তাদের হাত কেটে দাও। এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড।’ (সুরা মায়িদা, আয়াত : ৩৮)

৪৭। পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় কোরো না
ইরশাদ হয়েছে, ‘তাদের অনেককেই তুমি দেখবে পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর। তারা যা করে নিশ্চয় তা নিকৃষ্ট।’ (সুরা মায়িদা, আয়াত : ৬২)

৪৮। মাদকদ্রব্য বর্জন করো
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! নিশ্চয় মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো।’ (সুরা মায়িদা, আয়াত : ৯০)

৪৯। জুয়া খেলো না
ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! নিশ্চয় মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো।’ (সুরা মায়িদা, আয়াত : ৯০)

৫০। পৃথিবীতে ভ্রমণ করো
ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম কী হয়েছিল!’ (সুরা আনআম, আয়াত : ১১)

৫১। আধিক্য সত্যের মানদণ্ড নয়

ইরশাদ হয়েছে, ‘যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথামতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমানভিত্তিক কথা বলে।’

(সুরা : আনআম, আয়াত : ১১৬)

৫২। সঠিক ওজনে লেনদেন করো

ইরশাদ হয়েছে, ‘তোমরা ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করবে।’

(সুরা : আনআম, আয়াত : ১৫২)৫৩. অহংকার পতনের মূল

ইরশাদ হয়েছে, ‘তুমি এই স্থান থেকে নেমে যাও। এখানে থেকে তুমি অহংকার করবে, তা গ্রহণযোগ্য নয়। সুতরাং তুমি বের হয়ে যাও। নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত।’ (সুরা : আরাফ, আয়াত : ১৩)

৫৪। নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো

ইরশাদ হয়েছে, ‘হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)

৫৫। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না

ইরশাদ হয়েছে, ‘তোমরা খাও এবং পান করো। তবে অপচয় কোরো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)

৫৬। অন্যের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো

ইরশাদ হয়েছে, ‘আপনি ক্ষমাপরায়ণ হোন।’ (সুরা : আরাফ, আয়াত : ১৯৯)

৫৭। যুদ্ধের ময়দান থেকে পালাবে না

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন কোরো না।’ (সুরা : আনফাল, আয়াত : ১৫)

৫৮। নিরাপত্তাপ্রত্যাশীদের নিরাপত্তা দাও

ইরশাদ হয়েছে, ‘মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দেবেন, যেন সে আল্লাহর বাণী শুনতে পারে।’ (সুরা : তাওবা, আয়াত : ৬)

৫৯। আল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন

ইরশাদ হয়েছে, ‘সেখানে রয়েছে এমন মানুষ, যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন।’ (সুরা : তাওবা, আয়াত : ১০৮)

৬০। আল্লাহঅনুগ্রহ থেকে নিরাশ হয়ো না

ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না।’

(সুরা : আরাফ, আয়াত : ১৩)

৬১। অজ্ঞতাবশত ভুল হলে আল্লাহ ক্ষমা করেন

ইরশাদ হয়েছে, ‘অতঃপর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারা পরে তওবা করলে এবং নিজেদের সংশোধন করলে তাদের প্রতি তাদের প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা : নাহল, আয়াত : ১১৯)

৬২। ইসলাম প্রচারে কৌশলী হও

ইরশাদ হয়েছে, ‘তুমি আল্লাহর পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করো। তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্কে লিপ্ত হও। নিশ্চয় তোমার প্রভু পথভ্রষ্টদের সম্পর্কে সবিশেষ অবগত এবং সত্য পথের অনুসারীদের ব্যাপারেও সর্বোত্তম জানেন।’ (সুরা : নাহল, আয়াত : ১২৫)

৬৩। কেউ কারো পাপের বোঝা বহন করবে না

ইরশাদ হয়েছে, ‘যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্য সৎপথ অনুসরণ করে এবং যে পথভ্রষ্ট হবে সে নিজের ধ্বংসের জন্যই তা করবে। কেউ কারো বোঝা বহন করবে না। আমি রাসুল প্রেরণ করার পূর্ব পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ১৫)

৬৪। পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার কোরো

ইরশাদ হয়েছে, ‘আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ২৩)

৬৫। মা-বাবার সঙ্গে মন্দ ব্যবহার কোরো না

ইরশাদ হয়েছে, ‘তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের ‘উফ’ বলো না, তাদের ধমক দিয়ো না; তাদের সঙ্গে বিনম্র ভাষায় কথা বলো।’

(সুরা : বনি ইসরাইল, আয়াত : ২৩)

৬৬। জীবনে মধ্যপন্থা অবলম্বন করো

ইরশাদ হয়েছে, ‘তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও কোরো না। তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে যাবে।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ২৯)

৬৭। সন্তান হত্যা কোরো না

ইরশাদ হয়েছে, ‘দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা কোরো না। তাদের এবং তোমাদের আমিই জীবিকা প্রদান করি। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ৩১)

৬৮। অবাধ যৌনাচারে লিপ্ত হয়ো না

ইরশাদ হয়েছে, ‘ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয় এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ৩২)

৬৯। না জেনে কোনো কিছুর অনুসরণ করবে না

ইরশাদ হয়েছে, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ কোরো না। নিশ্চয় কান, চোখ, হৃদয়—এর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে।’ (সুরা : বনি ইসরাইল, আয়াত : ৩২)

৭০। নম্র ভাষায় কথা বলো

ইরশাদ হয়েছে, ‘তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে। হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে।’

(সুরা : ত্বহা, আয়াত : ৪৪)

৭১। অনর্থক কাজ থেকে বিরত থাকো

ইরশাদ হয়েছে, ‘(মুমিন তারা) যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৩)

৭২। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ কোরো না

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! অন্যের ঘরে অনুমতি গ্রহণ বা সালাম প্রদান না করে প্রবেশ কোরো না। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা উপদেশ গ্রহণ করো।’

(সুরা : নুর, আয়াত : ২৭)

৭৩। লজ্জা ও শালীনতার সঙ্গে চলো

ইরশাদ হয়েছে, ‘আপনি মুমিন পুরুষদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য পবিত্রতম। তারা যা করে আল্লাহ নিশ্চয়ই তা জানেন। এবং আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে; তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে ওইটুকু ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়।’ (সুরা : নুর, আয়াত : ২৭)

৭৪। মা-বাবার ঘরে প্রবেশের আগেও অনুমতি নাও

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমাদের মালিকাধীন দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তিন সময় তোমাদের ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেয়—ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখ এবং এশার নামাজের পর। এই তিন সময় তোমাদের গোপনীয়তার সময়।’ (সুরা : নুর, আয়াত : ৫৮)

৭৫। বিনম্র হয়ে চলাফেরা করো

ইরশাদ হয়েছে, ‘রহমানের বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে।’ (সুরা : ফোরকান, আয়াত : ৬৩)

৭৬। মানুষের প্রতি দয়া করো

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, তুমিও তেমন অনুগ্রহ করো। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি কোরো না।’ (সুরা : কাসাস, আয়াত : ৭৭)

৭৭। সংকটকালেও আল্লাহর পথে অটল থাকো

ইরশাদ হয়েছে, ‘তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা যেন তোমাকে কিছুতেই সেগুলো থেকে বিমুখ না করে। তুমি তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের দলভুক্ত হইয়ো না।’ (সুরা : ফোরকান, আয়াত : ৮৭)

৭৮। সমকামিতা জঘন্যতম অপরাধ

ইরশাদ হয়েছে, ‘তোমরাই তো পুরুষে উপগত হচ্ছো, তোমরাই ডাকাতি করে থাকো, তোমরাই তোমাদের মজলিসে প্রকাশ্যে অপকর্ম করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, আমাদের ওপর আল্লাহর শাস্তি নিয়ে এসো—যদি তুমি সত্যবাদী হও।’

(সুরা : আনকাবুত, আয়াত : ২৯)

৭৯। সৎ কাজের আদেশ করো

ইরশাদ হয়েছে, ‘হে পুত্র! নামাজ আদায় করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। বিপদে ধৈর্য ধারণ করো। এটাই তো দৃঢ় সংকল্পের কাজ।’

(সুরা : লোকমান, আয়াত : ১৭)

৮০। মানুষকে অবজ্ঞা কোরো না

ইরশাদ হয়েছে, ‘অহংকারবশত তুমি মানুষকে অবজ্ঞা কোরো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ কোরো না। নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না।’

(সুরা : লোকমান, আয়াত : ১৮)

৮১। কণ্ঠস্বর নিচু রাখো

ইরশাদ হয়েছে, ‘তুমি সংযতভাবে পথ চলো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো। নিশ্চয়ই গাধার স্বর সর্বাধিক শ্রুতিকটু।’

(সুরা লোকমান, আয়াত : ১৯)

৮২। নারী অশালীনভাবে নিজেকে প্রদর্শন করবে না

ইরশাদ হয়েছে, ‘তোমরা ঘরে অবস্থান করো এবং পূর্ববর্তী জাহেলি (বর্বর) যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না।’ (সুরা আহজাব, আয়াত : ৩৩)

৮৩। অপরাধ যত বড় হোক আল্লাহ ক্ষমা করবেন

ইরশাদ হয়েছে, ‘বলুন! হে আমার বান্দাগণ তোমাদের মধ্যে যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহই ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু।’ (সুরা ঝুমার, আয়াত : ৫৩)

৮৪। আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করো

ইরশাদ হয়েছে, ‘তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ করো; তোমাদের ওপর শাস্তি আসার আগে, যখন তোমাদের সাহায্য করা হবে না।’

(সুরা ঝুমার, আয়াত : ৫৪)

৮৫। মন্দের বিপরীতে ভালো করো

ইরশাদ হয়েছে, ‘ভালো-মন্দ কখনো সমান হতে পারে না। মন্দ প্রতিহত করো ভালোর দ্বারা। ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে, সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে।’

(সুরা হা মিম সাজদা, আয়াত : ৩৪)

৮৬। পরামর্শ করে কাজ করো

ইরশাদ হয়েছে, ‘(মুমিনরা) পরস্পরের সঙ্গে পরামর্শ করে কাজ করে।’ (সুরা শুরা, আয়াত : ৩৮)

৮৭। আল্লাহ আপস পছন্দ করেন

ইরশাদ হয়েছে, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা ভাইদের ভেতর শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’ (সুরা হুজরাত, আয়াত : ১০)

৮৮। কাউকে উপহাস করো না

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হচ্ছে সে তার চেয়ে উত্তম হতে পারে। কোনো নারী যেন অপর কোনো নারীকে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী নারীর চেয়ে উত্তম হতে পারে।’

(সুরা হুজরাত, আয়াত : ১১)

৮৯। সন্দেহপ্রবণতা ভালো নয়

ইরশাদ হয়েছে, ‘মুমিনরা অধিক পরিমাণে সন্দেহ করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কিছু কিছু সন্দেহ পাপতুল্য।’ (সুরা হুজরাত, আয়াত : ১২)

৯০। পরনিন্দা করো না
ইরশাদ হয়েছে, ‘তোমরা পরস্পরের অনুপস্থিতিতে নিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা ঘৃণা করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।’ (সুরা হুজরাত, আয়াত : ১২)

৯১। সম্মানের ভিত্তি খোদাভীতি

ইরশাদ হয়েছে, ‘হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। অতঃপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক ভয় করে। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন।’ (সুরা : হুজরাত, আয়াত : ১৩)

৯২। অতিথির প্রতি সম্মান প্রদর্শন করো

ইরশাদ হয়েছে, ‘আপনার নিকট ইবরাহিমের সম্মানিত মেহমানদের ঘটনা বিবৃত হয়েছে? যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে তিনি বললেন, সালাম। এরা তো অপরিচিত লোক। অতঃপর ইবরাহিম তার নিকট গেল এবং একটি মাংসল গরুর বাছুর ভাজা নিয়ে এলো এবং তাদের সামনে রাখল।’ (সুরা : জারিয়াত, আয়াত : ২৪-২৭)

৯৩। দাতব্যকাজে অর্থ ব্যয় করো

ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।’ (সুরা : হাদিদ, আয়াত : ৭)

৯৪। বৈরাগ্যবাদ মানুষের সৃষ্টি

ইরশাদ হয়েছে, ‘বৈরাগ্যবাদ এটা তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রবর্তন করেছিল। আমি তাদের এই বিধান দিইনি। অথচ তারা এটাও ঠিকমতো পালন করেনি।’ (সুরা : হাদিদ, আয়াত : ২৭)

৯৫। আলেমদের আল্লাহ মর্যাদা দান করেছেন

ইরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তোমরা যা করো আল্লাহ তা সম্মুখ অবগত।’

(সুরা : মুজাদালা, আয়াত : ৫৮)

৯৬। অমুসলিমদের সঙ্গেও উত্তম আচরণ করতে হবে

ইরশাদ হয়েছে, ‘যারা দ্বিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ মাতৃভূমি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি।’ (সুরা : মুমতাহিনা, আয়াত : ৮)

৯৭। ঋণদাতার জন্য রয়েছে পুরস্কার

ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন এবং তিনি তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, ধৈর্যশীল।’ (সুরা : তালাক, আয়াত : ১৭)

৯৮। তাহাজ্জুদের নামাজ পড়ো

ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় আপনার প্রতিপালক জানেন যে আপনি জাগরণ করেন কখনো রাতের প্রায় দুই-তৃতীয়াংশ, কখনো অর্ধাংশ এবং কখনো এক-তৃতীয়াংশ; জাগে তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও। আল্লাহই নির্ধারণ করেন দিন-রাতের পরিমাণ।’ (সুরা : মুজাম্মিল, আয়াত : ২০)

৯৯। ভিক্ষুকদের ধমক দিয়ো না

ইরশাদ হয়েছে, ‘এবং তুমি ভিক্ষুককে ধমক দিয়ো না।’ (সুরা : দুহা, আয়াত : ১০)

১০০। আল্লাহর একত্ববাদের সাক্ষ্য

ইরশাদ হয়েছে, ‘বলুন! আল্লাহ এক-অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি। এবং তাঁর সমতুল্য কেউ নেই।’ (সুরা : ইখলাস)

Address

T&T Colony Road

Telephone

+8801638924566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Edu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamal Edu:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share