09/02/2022
Twitch এ কালকে Lost Ark game টির viewer's সবচেয়ে বেশি ছিল। কারণ Lost Ark game টি আগামী দুই-এক দিন এর মধ্যে Steam এ Free To Play Game হিসেবে release হতে যাচ্ছে। Lost Ark game টা অবশেষে steam এ release হতে গেলেও Sea Server এ release হবেনা। So game টা খেলার আশাটাই বাদ দিতে হবে।
Lost Ark game টির Developer হলো Smilegate RPG (Korean)। Game টি তাঁরা প্রথমে Korea region এ, দ্বিতীয়তে Russia region এ, তৃতীয়তে Japan region এ, অবশেষে NA/EU/Oceania region এ release হতে যাচ্ছে। NA/EU/Oceania region এর game টি Steam এ Amazon Publisher দ্বারা release হবে। Sea Server এর player রা ভেবেছিল Amazon Publisher এর দ্বারাই game টি release হবে কিন্তু Amazon এর Publisher রা বললো game টি Sea region release নিয়ে Smilegate RPG এর সাথে কোনো চুক্তি হয়নি। আর Amazon Publisher game টা যদি Sea region এ release ও করে BD তে game টি খেলা যাবে কিনা সন্দেহ আছে।
Korean Developer রা সবসময় এই কাহিনীটাই করে থাকে তাদের game নিয়ে, সবসময় game অন্য region এ release করলেও Sea region অনেক অবহেলা করে। যখন game কিছুটা flop খেতে শুরু করে তখন তারা Sea region এ release করে।