27/12/2022
আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন এবং "Scam" করা থেকে ও "Scammer" দের থেকে দূরে আছেন।
সম্প্রীতি "Scam" এই বিষয়টা খুবই বেশি দেখা যাচ্ছে।
"Scam" জিনিসটা FF COMNUNITY তে ইকটু বেশিই আছে। কিছুদিন আগে Farhan নামক একজন FFTC নিয়ে স্ক্যাম করে গেল। আবার ফাহিম নামক আরেকজন তো Organizer এর সাথেই স্ক্যাম করল। কেও বা আবার শহরের নাম দিয়ে করল চুরি।
Free Fire এর বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে হয় এসব স্ক্যাম।
তারা শুরুতে ২-৩ টা টুর্নামেন্ট ছেড়ে সবার বিশ্বাস অর্জন করে, পরে বড় টাকা নিয়ে পালিয়ে যায়।
এখন এই স্ক্যাম জিনিসটা থেকে বাঁচা খুবই কষ্টসাধ্য।
স্ক্যামার রা স্ক্যাম করার পর আপনারও মাথায় হয়ত এইকথাটা আসে, "যদি ওর আসল পরিচয় পেতাম, যদি ওর বাসা কথায় জানতাম।"
হ্যাঁ, যদি জানতেন তাহলে হয়ত আপনার থেকে চুরি করা অর্থ ফিরিয়ে আনতে পারতেন।
Free Fire এ চলতে থাকা Scam থেকে বাঁচার ২ টি উপায় আছে।
প্রথম, Free Fire খেলা ছেড়ে দেওয়া।
দ্বিতীয়, যার কাছ থেকে আপনি টুর্নামেন্ট টা নিচ্ছেন তার ঠিকানা জানা, তার আসল পরিচয় জানা।
আপনি বলতেই পারেন যে, 'তারা তো নকল ঠিকানাও দিতে পারে, আমরা জানব কিভাবে সেটা আসল নাকি নকল।'
তাদের আসল পরিচয় এর জন্য আপনি তাদের "Birth Certificate" অথবা তাদের NID চেক করতে পারেন।
হ্যাঁ এইতাও ঠিক যে আপনি তো এখন কিছু টাকার জন্য তাদের Birth Certificate বা NID নিয়ে বসবেন না।
তাই আপনাদের জন্য FFBHC (Free Fire Bangladesh Host Community) এই কাজ তা করে দেয়।
তাদের Community এর সকলের Birth Certificate FFBHC এর এডমিন-দের কাছে রয়েছে।
তাহলে যদি তাদের Community এর কেউ কোনো ধরনের স্ক্যাম করে থাকে তাহলে তারা অবশ্য-ই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে (পুলিশে Case পর্যন্তও করবে)।
আর কে কে এই কমিটির সদস্য আছে তা জানতে পারবেন, একটি Logo এর মাধ্যমে যা নিছে দেওয়া আছে। কমিটির সদস্যরা তাদের টুর্নামেন্ট ব্যানারে "Supported By" লিখে এটি ব্যবহার করে।
কমিটির সদস্য ব্যতিত অন্য কেউ Logo ব্যবহার করলে FFBHC তাদের চিন্হিত করে আপনাদের জানিয়ে দেবে।
তো এখন থেকে আশা করি আপনারা যাদের উপর বিশ্বাস করেন ও যাদের আনেক মাস ধরে চিনেন এবং FFBHC এর সদস্যদের থেকেই টুর্নামেন্ট নিবেন।