Fahad Ahmed Sikder

  • Home
  • Fahad Ahmed Sikder

Fahad Ahmed Sikder Hi ,
This Fahad Ahmed Sikder !! I opened this page to share my life experiences ! cheers !!

30/12/2023

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে আজ আমার তৃতীয় দিন । গতকাল এখান থেকে রাজধানী এডিনবার্গ গিয়ে সারাদিন ঘুরে এসে আবার বের হয়েছিলাম । হোটেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল । আজ তাই একটু বিশ্রাম নিয়ে বের হলাম রিভারসাইড মিজিয়াম দেখতে । খুব সুন্দর গোছানো একটা জাদুঘর। এটা মূলত গাড়ির জন্য করা হয়েছে , ভিন্টেজ গাড়িগুলো এখানে রাখা । সাথেই একটা বড় আকারের জাহাজ রাখা হয়েছে । সেখানেও দর্শনার্থীরা ঘুরে দেখতে পারে। আর এন্ট্রি ফি এক টাকাও লাগে না ।
ভিডিওটা দেখে আশা করি আপনাদের ভাল লাগবে ।

15/12/2023

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি। আপনি কী আমাকে চিনতে পেরেছেন, স্যার?
(তিনি তাকে চিনতে পারেন নি। চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারব না কেন?চিনেছি।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে। এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী?
- কলিমউল্লাহ।
- হ্যাঁ, তাই তো। কলিমউল্লাহ। এখন পরিষ্কার মনে পড়েছে। তুমি কি খাওয়াদাওয়া করেছ?
- জ্বি না, স্যার।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও। আয়োজন খুব সামান্য। ভাত, ডিম ভর্তা। ঘরে আরো ডিম আছে। তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না..
কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না। আপনার কাছে আমি একটা অতি জরুরি কাজে এসেছি।
- জরুরি কাজটা কী?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা?
- আমি জানি না। তবে স্যার আপনার ভয়ের কিছু নেই। আমি সঙ্গে আছি।
ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না। মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই। আমি খুব ক্ষুধার্ত। সকালে নাশতা করিনি।
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি। আমার সঙ্গে কি কথা বুঝলাম না। সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি। প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন।

কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে। কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র।
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির। ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন। ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না। চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন। তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে....

(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

I am pleased to announce the launch of our new venture, Beller'izza Beauty Lounge, with gratitude for the support we hav...
27/11/2023

I am pleased to announce the launch of our new venture, Beller'izza Beauty Lounge, with gratitude for the support we have received. We extend a cordial invitation to all the sophisticated women in my friend list to experience our beauty lounge. As a token of appreciation, enjoy a flat 40% discount exclusively for you.

(আমি জানি এই ছবিতে কেউ লাইক করবেনা, তাই নিজেই প্রথম লাভ রিয়েক্ট দিয়ে পোস্ট করলাম)গত কিছুদিন ধরে চায়নায় আছি। চায়নার ...
07/11/2023

(আমি জানি এই ছবিতে কেউ লাইক করবেনা, তাই নিজেই প্রথম লাভ রিয়েক্ট দিয়ে পোস্ট করলাম)

গত কিছুদিন ধরে চায়নায় আছি।
চায়নার এক প্রত্যন্ত এলাকায় হালাল খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। অনেকক্ষণ খুঁজার পর একটা মুসলিম দোকান পেলাম। খাবার অর্ডার দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখছি। হঠাৎ হোটেলের সামনের দিকে নজর পড়ল।
আরে এটা তো প্যালেস্টাইনের পতাকা !! দেখে মনটা ভরে গেলো। এই প্রত্যন্ত এলাকার মুসলিমরাও নিরবে প্যালেস্টাইনের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে। যেখানে গুগল চলেনা, ইউটিউব চলে না , হোয়াটসঅ্যাপ চলে না , প্রত্যন্ত এক অঞ্চল , এইখানের মুসলিমদের ও পৃথিবীর ওপর মুসলিম ভাইদের জন্য মন কাঁদে।
খুব ভালো লাগলো বিষয়টা। মুসলিম এই ভাইদের জন্য ভালোবাসা ও সম্মান জানাচ্ছি। ❤️

চায়নার একটা মেট্রো স্টেশনের ছবি এটা। কমপক্ষে ৫০০ মানুষের ভিড়। কিন্তু কারো সাথে কারো ধাক্কা লাগছে না। কেউ আগে যাবার জন্...
31/10/2023

চায়নার একটা মেট্রো স্টেশনের ছবি এটা। কমপক্ষে ৫০০ মানুষের ভিড়। কিন্তু কারো সাথে কারো ধাক্কা লাগছে না। কেউ আগে যাবার জন্য পিছনের জনকে ওভারটেক করছে না। কারো মুখে কোন চিৎকার বা হুড়োহুড়ি নেই। কেউ সরকারকে দোষারোপ করে ভিডিও ও করছে না। এরা সবাই নিজের কাজে ব্যাস্ত। আজাইরা কোনো সময়ই নেই অন্যকে নিয়ে চর্চা করার।
এটাই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য।

16/10/2023

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে এসে একটা জিনিস দেখে খুব অবাক হলাম। এখানে কফি , চা কিংবা চকলেটের সাথে হুইস্কি মিশিয়ে খাওয়া হয় । কি আজব বিষয় ! যদিও আমাদের দেশের মত মুসলিম প্রধান দেশ না এটা। হারাম নিয়েও কোন মাথা ব্যাথা নেই তাদের। খুব কম সংখ্যক মুসলিম দেখেছি আমি স্কটল্যান্ডে । খুবই সুন্দর দেশটির রাজধানী এডিনবার্গে ঘুরতে এসেছি আজ । চলুন আমার অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করি।

ইস কী যে একটা ভয়াবহ বৃষ্টি ছিলো সেদিন। চায়নার মতো ডেভেলপ্ড দেশের রাস্তায়ও পানি উঠে গিয়েছিল।এই বৃষ্টিতে ভিজতে ভিজতে গ...
13/10/2023

ইস কী যে একটা ভয়াবহ বৃষ্টি ছিলো সেদিন।
চায়নার মতো ডেভেলপ্ড দেশের রাস্তায়ও পানি উঠে গিয়েছিল।
এই বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েছি ক্যান্টন টাওয়ারে। যেয়ে দেখি একদম উপরে ওঠার গেট বন্ধ হয়ে গেছে। উপরে উঠা যাবেনা।
কী আর করা। নিচে কিছু শপ ছিলো। সেগুলো ঘুরে কিছুক্ষণ পর বাইরে দাঁড়াই ট্যাক্সির জন্য। পাক্কা দেড় ঘণ্টা কোন ট্যাক্সি পাই নাই। সেই অপেক্ষার সময়ের ছবি এটা। পরে বৃষ্টিতে ভিজে হেঁটে বাইরে মেইন রোডে গিয়ে ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরি।

যেভাবে হামাসের যাত্রা শুরুঃ মিশরের ইসলামী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। দখলদার ইসরাইলিদের কাছে বাস্তুচ্যুত অনেক ফিলিস্ত...
09/10/2023

যেভাবে হামাসের যাত্রা শুরুঃ

মিশরের ইসলামী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। দখলদার ইসরাইলিদের কাছে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি মিশরে শরণার্থী হিসেবে বসবাস করেছেন। তাদের মধ্যে অনেকেই ব্রাদারহুডের আদর্শে দীক্ষা নেন। ১৯৮৭ সালে এমনই দুজন আহমেদ ইয়াসিন ও আব্দেল আজিজ আল-রানতিসি প্রতিষ্ঠা করেন হামাস। হামাস হচ্ছে, হারকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া- এর সংক্ষেপ, যার অর্থ ইসলামী নবজাগরণের আন্দোলন।

হামাস শব্দের অর্থ– উদ্দীপনা, গভীর দেশপ্রেম। সাংগঠনিক সনদ অনুযায়ী, দখলদার ইসরাইলি রাষ্ট্রকে উৎখাত করে একটি ইসলামী রাষ্ট্র গঠন করাই হামাসের লক্ষ্য। পরবর্তীতে অবশ্য সংগঠনটি বলেছে, ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধপূর্ব সীমানায় ফিরে গেলে, অর্থাৎ ওই যুদ্ধের সময়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে এবং ফিলিস্তিনি শরণার্থীদের সেখানে ফিরতে দিলে তারা ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। কিন্তু, ইসরাইল এ প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। দখলদার শক্তিটি ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও ছাড়তে রাজি নয়।

হামাসের সাংগঠনিক কাঠামো, সমর্থন দেয় কারা

হামাসের প্রধান শাখা দুটি। এর একটি সাংস্কৃতিক, যার নাম দাওয়াহ। সামরিক শাখার নাম ইজ্জ আদদ্বীন আল-কাসসাম ব্রিগেডস।

হামাসকে সমর্থন দিচ্ছে ইরান, এবং ইরান সমর্থিত সিরিয়ার সরকার ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। এই জোটের সদস্যরা মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ঘোর-বিরোধী।

গত কালকের আক্রমণ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনা দখলদারিত্বের মুখে ফিলিস্তিনি জনগণের গভীর আস্থার প্রমাণ।

গাজা ছাড়াও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সমর্থকরা রয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পশ্চিমাদের সমর্থক সরকার থাকলেও, সাধারণ জনগণের কাছে হামাসের গ্রহণযোগ্যতা আছে। ইতোমধ্যেই সিরিয়া, ইরান ও ইয়েমেন হামাসের প্রতি সমর্থন ব্যক্ত করে এই আক্রমণকে 'বীরোচিত' ও 'গর্বের' বিষয় বলে অভিহিত করেছে। আরব লীগ ও জর্ডান বর্তমান সংঘাত শুরুর পেছনে দীর্ঘদিন ধরে ইসরাইলের চালানো নিষ্ঠুরতাকে দায়ী করেছে। সৌদি আরব, মরক্কো এবং ইসরাইলের ঘনিষ্ঠ দোসর মিশরের প্রেসিডেন্ট আল-সিসির সরকার অস্ত্র সম্বরণের আহ্বান জানিয়েছে।

পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। এরমধ্যে আছে– যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মিশর ও জাপান।
পক্ষান্তরে ,
কথিত আছে, হামাস প্রতিষ্ঠায় সরাসরি সহায়তা দিয়েছিল ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনী। এর পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল, কাঁটা দিয়ে কাঁটা তোলা। সে সময় স্বাধীন-স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সংঘবদ্ধভাবে কাজ করে যাচ্ছিল ধর্মনিরপেক্ষ প্যালেস্টাইন

লিবারেশন মুভমেন্ট। ইসরায়েলের সামরিক গোয়েন্দারা চাইছিল, প্যালেস্টাইন লিবারেশন মুভমেন্টের প্রতিদ্বন্দ্বী আরেকটি ধর্মীয় গ্রুপ তৈরী করে স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রচেষ্টাকে দমিয়ে দেওয়া। ইসরায়েলের সেই প্রচেষ্টার সফলতা হিসেবে আজ ফিলিস্তিন প্রশাসনিকভাবেই দুইভাবে বিভক্ত। ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফাতাহ আর গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। এইভাবে দ্বিধা-বিভক্ত ফিলিস্তিনিরা এখন ইসরায়েলের সবচেয়ে সহজতর শিকার।

হামাসের আন্দোলন সম্পর্কে হামজা নামের একজন ফিলিস্তিনি মুক্তি সংগ্রামকারীর বক্তব্য হচ্ছে, দ্বিতীয় ইন্তিফাদা আন্দোলন চলাকালে হামাস মুক্তি-সংগ্রামের পথ বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা মনে করতে শুরু করে যে, কেবল আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি সম্ভব নয়। তারা আলোচনার টেবিল থেকে সরে এসে আত্মঘাতী বোমা হামলা শুরু করে। হামাস ইসরায়েলীদেরকে যে ব্যাথা দেওয়ার চেষ্টা শুরু করেছিল, তার বেদনা ভুগতে হচ্ছে আমাদেরকেই। হামজার এই বক্তব্যটি সংগ্রহ করেন ফিলিস্তিন মুক্তি সংগ্রাম নিয়ে গবেষণা গ্রন্থের লেখক এভি আইজ্যাকশ্রফ।

হামাস প্রতিষ্ঠায় ইসরায়েলের ভূমিকা:

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই একই ভূখন্ডের ওপর মালিকানা দাবি করতে থাকে ইসরায়েল সরকার ও ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে থাকে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন। সত্তরের দশকে গাজার মুসলমানদের বিষয়ে ভাবতে শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। ওই সময়গুলোতে গাজার মুসলমানরা ইসরায়েল-ফিলিস্তিন ইত্যাদি বিষয়ে ভাবার চাইতে কুরান শরীফ পাঠেই বেশি মনযোগী ছিল। সে সময় ইসরায়েল সরকার গাজায় মুজামা আল ইসলামিয়া নামের একটি সংস্থাকে দাতব্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়। এই সংস্থাটির প্রধান ছিলেন শেখ আহমেদ ইয়াসিন। সে সময় থেকেই শেখ আহমেদ ইয়াসিনকে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা দিতে শুরু করে ইসরায়েল। এই স্বীকৃতির সুযোগে গাজায় স্কুল, লাইব্রেরী, হাসপাতাল প্রতিষ্ঠা করতে থাকে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে শেখ আহমেদ ইয়াসিনই প্রতিষ্ঠা করেন আজকের হামাস। হামাসের নেতা হিসেবে শেখ আহমেদ ইয়াসিন ব্যাপক সমাদৃত। তবে এই ধর্মীয় নেতার মৃত্যু হয় ইসরায়েলের সেনাবাহিনীর হাতেই।

এই কারণেই ইসরায়েল-হামাসের সম্পর্ককে যুক্তরাষ্ট্র-তালেবান সম্পর্কের সাথে তুলনা করা হয়। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধ শক্তি হিসেবে আফগানিস্তানে তালিবান তৈরীতে সহায়তা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই তালিবানরাই পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করতে শুরু করে। তেমনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বিরুদ্ধ শক্তি হিসেবে হামাস প্রতিষ্ঠা করে, বর্তমানে সেই হামাসের পক্ষ থেকেই শত্রুতার শিকার হচ্ছে ইসরায়েল।
হামাস কি বেসামরিকদের হত্যা করছে?

হামাসের মুখপাত্র ওসামা হামদান আল-জাজিরাকে বলেছেন, হামাস বেসামরিকদের ওপর হামলা করছে না। যদিও এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার গোষ্ঠীগুলি অভিযোগ করে, হামাসের হাতে ইসরাইলি বেসামরিক মানুষ নিহত হয়েছে।

অ্যামনেস্টিকে উদ্দেশ্য করে ওসামা হামদান বলেন, বসতি স্থাপনকারী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য জানতে হবে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের আক্রমণ করেছে।

এ সময় দক্ষিণ ইসরাইলের বেসামরিক নাগরিকরাও বসতি স্থাপনকারী কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে। আমরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক কাউকে লক্ষ্যবস্তু করছি না। আমরা ঘোষণা করেছি বসতি স্থাপনকারীরা দখলদারত্বের অংশ এবং সশস্ত্র ইসরাইলি বাহিনীর অংশ। তারা বেসামরিক নয়।

যুগান্তর থেকে সংগ্রহীত

গত শুক্রবার ঢাকা রেজেন্সিতে দেশি ফুড ফেস্টিবলে ঘুরে আসলাম। খাবারের ভ্যারাইটি ছিল অনেক। স্ট্রিটফুড, পিঠা, হালিম, পায়া,মা...
08/10/2023

গত শুক্রবার ঢাকা রেজেন্সিতে দেশি ফুড ফেস্টিবলে ঘুরে আসলাম।
খাবারের ভ্যারাইটি ছিল অনেক। স্ট্রিটফুড, পিঠা, হালিম, পায়া,মাছ,মাংসের অনেক ভ্যারিয়েশন দেখে ভালো লাগল। খাবারগুলো সুস্বাদু ছিল। যদিও সব ট্রাই করা হয়নি। তবে যেগুলোই খেয়েছি ভালো লেগেছে।

পাহাড়ি আঁকা বাঁকা পথের পাশে বসে হাত বাড়িয়ে ডাকছিল তারাঃ  মালয়শির অজস্র দ্বীপ এর মধ্যে লাংকাউই অন্যতম।  এখানে টুরিস্ট দের...
06/10/2023

পাহাড়ি আঁকা বাঁকা পথের পাশে বসে হাত বাড়িয়ে ডাকছিল তারাঃ

মালয়শির অজস্র দ্বীপ এর মধ্যে লাংকাউই অন্যতম। এখানে টুরিস্ট দের থাকার জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে চেনাং বীচ এরিয়া । টুরিস্টরা পান্তাই চেনাং / চেনাং বীচ এরিয়ায় থেকেই Comfort Feel করে । কারণ এখানে খাবার দোকান,শপিং মল ,ম্যাক, বার, মানি এক্সচেঞ্জ, ওয়াটার স্পোর্টস, বাইক রেন্ট সব কিছুই available ।
এখান থেকেই টিকেট কেটে যাওয়া যায় আইল্যান্ড হপিং এ ।

চেনাং থেকে পাহাড়ি পথ দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছি লাংকাউই স্কাই ক্যাব এর উদ্দেশ্যে। হঠাৎ রাস্তার বাম পাশে চোখ পড়তেই দেখি সেখানে বসে আছে ছোট একটা বানরের ফ্যামিলি। তারা যেন হাত নাড়িয়ে ডাকছে আমাকে।
সাথে সাথেই বাইক তা থামিয়ে ক্যামেরাটা বের করলাম । তুলে ফেললাম ওদের ফ্যামিলি ফটো।

2019

03/10/2023

কোলকাতার ছোট এক দোকানের অসম্ভব মজাদার কাবাব।
কোলকাতায় আমার খাওয়া সেরা স্ট্রিট ফুড এটা । কাবাব গুলোর দাম ৩০-৭০ রুপির মধ্যে । কিন্তু এতটাই অসাধারন স্বাদ , বড় বড় হোটেল রেস্তোরা কে হার মানাবে ।
এমন ভিডিও যদি ভাল লাগে , কমেন্ট করে জানাবেন । আপনাদের জন আরও অনেক ভিডিও আপলোড করা হবে

02/10/2023

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের খেলা সকালে উঠে রওনা দিলাম স্কটল্যান্ডের অর্থনৈতিক রাজধানী গ্লাসগোতে । সকালে স্টেশনে এসে ঘটলো এক বিপত্তি । চলুন দেখে আসি কি হল আমার সাথে।

আইফোন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই । বিভিন্ন সময় বিভিন্ন কারনে হট টপিকে থাকে আইফোন । আইফোনকে পৃথিবীর এক নাম্বার স্মার্টফো...
27/09/2023

আইফোন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই । বিভিন্ন সময় বিভিন্ন কারনে হট টপিকে থাকে আইফোন ।
আইফোনকে পৃথিবীর এক নাম্বার স্মার্টফোনও অনেকে বলে থাকেন ।
এবার এক বাংলাদেশী কিন্তু পৃথিবীর আইফোন ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন ।
গত ২২ তারিখ রিলিজ হওয়া আইফোন ১৫ পৃথিবীর প্রথম ইউনিট কিনেছেন এক বাংলাদেশী ।
তার নাম মোঃ বাদশা বুলবুল । যদিও তিনি একজন Android ফোন ব্যবহারকারী , কিন্তু এখন থেকে আইফোন ব্যবহার করবেন বলে জানিয়েছেন ।
তিনি অস্ট্রেলিয়ায় বসবার করেন, সিডনির জর্জ স্ট্রিট এর এপল স্টোর থেকে প্রায় ৯ ঘন্টা অপেক্ষার পর তিনি ফোনটি কিনেছেন বলে জানা যায় ।

ছবিটা চায়নায় তৃতীয় বৃহত্তম শহর গুয়াংজোর এক হোটেলের উপর থেকে তোলা। সাংহাই এর পর চায়নায় এটা আমার দ্বিতীয় হোম সিটি। ...
23/09/2023

ছবিটা চায়নায় তৃতীয় বৃহত্তম শহর গুয়াংজোর এক হোটেলের উপর থেকে তোলা। সাংহাই এর পর চায়নায় এটা আমার দ্বিতীয় হোম সিটি। এই শহরের অলি গলিতে ঘুরেছি বহুবার। বিশাল বড় এই শহর। প্রচুর কালচারাল ডাইভারসিটি এখানে দেখা যায়। এখানে আপনি মুসলিম খাবার, হালাল খাবার, যেকোনো মিডল ইস্টার্ন কুজিন যেমন, লেবানিজ, ইয়েমেনি বা টার্কিশ কুজিন খুব সহজেই খুজে পাবেন। এখানে প্রচুর আফ্রিকান দেখা যায়।
মূলত গুয়াংজো একটা ব্যবসায়িক সিটি হবার কারণে, আফ্রিকানরা কিছু কম দামে প্রোডাক্ট সোর্সিং করতে এখানে আসে। আফ্রিকানদের পরে আমি এখানে দেখেছি ইন্ডিয়ান এবং বাংলাদেশীদের। ভাষাগত সমস্যা চায়নায় অন্যান্য শহর থেকে এখানে একটু কম। কারণ প্রচুর ফরেনারদের আনাগোনার কারণে এখানকার চাইনিজরাও ইংরেজি শিখতে আগ্রহী হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী মহলের কাছে এই শহর খুবই পরিচিত।
এই শহরটা আমার মায়ার এক শহর । ভালোবাসার শহর।

চায়নায় এই খাবারটা খেলাম। বলেন তো নাম কী এটার ??
18/09/2023

চায়নায় এই খাবারটা খেলাম। বলেন তো নাম কী এটার ??

চায়নায় এসে আস্ত ভেঁড়ার বারবিকিউ খেলাম।
16/09/2023

চায়নায় এসে আস্ত ভেঁড়ার বারবিকিউ খেলাম।

গত ৩ দিন ধরে দেশের বাইরে চায়নায় আছি। যারা ফোনে পাচ্ছেন না , দয়া করে whatsapp বা messenger এ যোগাযোগ করবেন। একটা লেবান...
14/09/2023

গত ৩ দিন ধরে দেশের বাইরে চায়নায় আছি। যারা ফোনে পাচ্ছেন না , দয়া করে whatsapp বা messenger এ যোগাযোগ করবেন।
একটা লেবানিজ দোকানে ভেড়ার মাংস , বাসমতি চালের রাইস এবং বিশাল আকৃতির এক রুটি খাচ্ছি। উফ কী যে অসাধারণ স্বাদ বলে বুঝানো যাবেনা। ঘি এ ভাজা ভেড়ার মাংসটা এতই নরম ধরলেই হাড়গুলো খুলে আসছে। অন্যরকম অনুভূতি।
দেশের বাইরে সাধারণত এই খাবার গুলো আমার খুব ভালো লাগে। কিন্তু আজকের খবরটা কেন যেন একটু বেশিই ভালো লাগছে।
আমার একটা জিনিস জানার ছিলো।
আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে ভেড়ার মাংস কেন বিক্রি করা হয় না ?
হয়তো কিছু অসৎ ব্যবসায়ী ভেড়া কে খাসি হিসেবে চালিয়ে দেন , কিন্তু সরাসরি ভেড়া কেন রান্না করে বিক্রি হয়না। দেশের বাইরে কিন্তু ভেড়ার অনেক চাহিদা।
কেউ জানলে কমেন্ট করবেন।

সময়টা ২০১৮ এর শেষভাগ। মালয়শিয়ায় সোলো ট্রাভেল করছি। লাংকাউই থেকে কে এল আসলাম। কুয়ালালাম্পুর বেশ কিছু বন্ধু আছে আমার। তারা...
10/09/2023

সময়টা ২০১৮ এর শেষভাগ। মালয়শিয়ায় সোলো ট্রাভেল করছি। লাংকাউই থেকে কে এল আসলাম। কুয়ালালাম্পুর বেশ কিছু বন্ধু আছে আমার। তারা ওখানেই পরা লেখা করেছে। এখন জব করছে। আমি বাতু কেভ ছিলাম, আমাকে ওদের গাড়ি নিয়ে ওখান থেকে পিক করল। সরকারী ছুটি হওয়ায় ২ দিনের বন্ধ ছিল। প্ল্যান করলাম ২ দিন টানা ঘুরব। পুত্রাজায়া পুরোপুরি ঘুরে ফেললাম। সন্ধ্যা পর্যন্ত ঘুরে প্ল্যান হল সাইবার জায়া লেইকে রাত ১ টা পর্যন্ত আড্ডা দিব।
পুত্রাজায়া থেকে সাইবার জায়ার পথে একটা রেস্টুরেন্ট পরে, ওখানের সাতে খুব নাকি মজা। তাই গেলাম সেখানে । রাত ৮ তার মতো। আমরা এখন প্রায় ৫ জন।টেবিলে বসে অর্ডার নেয়ার জন্য একটা ছেলে আসল। দেখেই বুঝলাম বাঙ্গালী। আমরা অর্ডার দিয়েছিলাম ৩/৪ রকমের সাতে এবং কিছু স্নাক্স ।ড্রিঙ্ক ফ্রি ছিল। ৫ মিনিট পর খাবার নিয়ে আসল ছেলেটা। বাঙ্গালী দেখে একটু কথা বলতে চাইলাম। জিজ্ঞেস করলাম , কতদিন হল এসেছে ?
বলল আজকে নিয়ে ৭ দিন।
দেশে বাড়ি কোথায়, সম্ভবত কুমিল্লা বলল।তাকে বিদেশে চলার কিছু পরামর্শ দিলাম। আরও কিছু টুকটাক কথা বলে সে চলে গেল। আরও কাস্টমার কে সারভ করতে হবে তার।
একটু পরে সে একটা ডিশ নিয়ে আসল , যেটা আমরা অর্ডার করিনি।বললাম তাকে "ভাইয়া আমরা এটা অর্ডার করিনি।"
সে বলল " ভাইয়া খান , সমস্যা নাই "
ভাবলাম হয়ত ভুলে এনে ফেলেছে, ফেরত দিলে তাকে বকাঝকা করবে।
একটু পর বিশাল একটা নুডলস এর বল নিয়ে আসলে সে,
এবার একটু অবাকই হলাম।
বললাম 'ভাইয়া এটাও আমরা অর্ডার করিনি'
সে বলল, 'ভাইয়া খান, এগুলা আপনাদের জন্য আমি স্পেশাল আনসি , কত দিন দেশের মানুষ দেখিনা। টাকা লাগবে না , এগুলা ফ্রি। আমাদের পক্ষ থেকে এটা"
আহারে , ছেলেটার কথা শুনে আমার গায়ে কাটা দিয়ে গেল। এতটুক একটা ছেলে কিন্তু দেশের মানুষের জন্য কি ভালবাসা।
ইচ্ছা করছিল একটা স্যালুট দিয়ে আসি ওকে। খাওয়া শেষে বিল দেয়ার পর একজন বলেছিল ওকে কিছু টিপস দিতে। আমি দেইনি।
এই সম্মান, এই ভালবাসা টাকা দিয়ে ছোট করতে চাইনি আমি।
টাকা দিয়ে সব কিছু কখনই কেনা যায় না। অন্তত ছেলেটার ভালবাসা কিনতে পারতাম না।
ওকে বললাম ভাইয়া তোমার সাথে একটা ছবি তুলি। সে খুশি হয়ে সম্মতি জানাল।
ছেলেটা আসলেই ইমোশনাল করে দিয়েছিল আমাদের। হয়ত খাবার গুলো খুব আহামরি দামি ছিল না । কিন্তু ছেলেটা যে ভালবাসা দেখিয়েছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না । আপনারা যারা এই পোস্টটা পরছেন, যদি কখন মালয়শিয়া গিয়ে ওর সাথে দেখা হয়ে , একবার মাথায় হাত দিয়ে একটু আদর করে দিয়েন। খুব ভালো ছেলেটা।
আসলে এই সব জিনিস গুলোর জন্য আমি ট্রাভেলিং এত ভালবাসি। পথ চলতে চলতে আপনি খুব সুন্দর সুন্দর কিছু স্মৃতি সংগ্রহ করবেন যেটা সারাজীবন আমরা স্মৃতির ঝুড়িতে থেকে যাবে।

হ্যাপি ট্রাভেলিং

09/09/2023

ইংলান্ডের ওল্ড ট্রাফোর্ড এ শ্বাসরুদ্ধ ম্যাচ দেখলাম ।
আমার ইউকে ভ্রমনের অন্যতম একটা কারন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ঘুরে দেখা , এবং সুযোগ পেলে এদের খেলা দেখা । আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি , আমি ম্যানচেস্টার ইউনাইটেড এর হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ডে বসে তাদের একটা গুরুত্বপূর্ণ খেলা দেখার সুযোগ পেয়েছি । যদিও টিকেটের জন্য অনেকগুলো টাকা ( ১৫ হাজার +) খরচ হয়েছে , কারন এখানে শুধু টিকেট কাটলে হয়না, আগে ক্লাবের এক বছরের মেম্বারশিপ কিনতে হয়। এরপর টিকেট কাটা যায় । কিন্তু আলহামদুলিল্লাহ । এই সুযোগ বার বার আসে না ।

ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুদের
05/09/2023

ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুদের

লন্ডনের পাশে ওয়েলসের রাজধানী কার্ডিফ । ইংরেজিতে কার্ডিফ বললেও এখানের ওয়েলশ ভাষায় কারডিড বলে ডাকে অনেকে। কার্ডিফে পৌঁছানো...
02/09/2023

লন্ডনের পাশে ওয়েলসের রাজধানী কার্ডিফ । ইংরেজিতে কার্ডিফ বললেও এখানের ওয়েলশ ভাষায় কারডিড বলে ডাকে অনেকে। কার্ডিফে পৌঁছানোর পর ভয়াবহ এক রাত পার করি। সকালে একটু দেরি করেই ঘুম ভাঙ্গে। উঠে ফ্রেশ হয়ে কনকনে ঠাণ্ডায় নিচে গিয়ে টেসকো থেকে একটা মিল ডিল কিনি । মিল ডিল হচ্ছে ৪ পাউন্ডে একটা স্যান্ডুইচ , একটা চিপস/চকলেট এবং যেকোনো একটা ড্রিঙ্ক ( জুস, কোক বা মিল্কশেক) । আলাদা কিনলে খরচ বেশি পরে।
যাইহোক আরও ২ রাত থাকবো এখানে , কিন্তু কি করবো খুজে পাচ্ছি না । ভাবলাম কার্ডিফ ক্যাসলে যাই । হাটতে হাটতে গেলাম ক্যাসলে ।বাংলা টাকায় ২ হাজার টাকার মত সম্ভবত এন্ট্রি। খুব আকর্ষণীয় লাগে না আমার কাছে এইসব ক্যাসল ট্যাসল । কিন্তু ঢোকার আগে তো আর বুঝিনাই , যে এত বোরিং । ১৫ মিনিটে ঘোরা শেষ , ১ ঘণ্টা বসে থাকলাম আর ভাবতে লাগলাম কি করা যায় । উদ্দেশহীন হয়ে গেলে আসলে ভ্রমনে ভাল লাগে না । সব সময় আমি একটা লিস্ট রাখি , কোনটার পর কোনটায় যাব। এই কার্ডিফের লিস্ট টা সময় মত করা হয়নাই ।
বন্ধু সাজিদকে জানিয়ে রেখেছি আমি এসেছি , সে ২ টার পর ফ্রি হবে , জবে আছে এখন । তাই ওকেও ডিস্টার্ব করলাম না। গেলাম একটা মিউজিয়ামে। মিউজিয়ামটা ফ্রি । কিছুক্ষন ঘুরে দেখার পর ১ ঘণ্টার মত বসে রেস্ট নিলাম । অত্যন্ত বোরিং একটা দিন যাচ্ছে , চিন্তা করছি আর মেজাজ খারাপ হচ্ছে। যা হোক হেটে হোটেলের দিকে যাচ্ছি , হঠাৎ ভারি গলায় পিছন থেকে কে যেন ডাকল
"এই ভাই আপনি কি বাংলাদেশী "
ঘুরে দেখি সাজিদ দাড়িয়ে আছে। প্রায় ১০ বছর পর দেখা বন্ধুর সাথে। কিছুক্ষন কথা বললাম। ওর আরেকটু সময় লাগবে ফ্রি হতে, তাই অকে রেখে আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম ।
এর মধ্যে সাজিদ ও চলে এলো। এক সাথে লাঞ্চ করবো । ক্ষুধা লেগেছে অনেক । একা স্যান্ডুইচ খেয়ে কি এত সময় থাকা যায় ?
বন্ধু আমার "এইজে একটু সামনে" বলতে বলতে ৪০ মিনিট হাটালো । এর মধ্যে, ইংলিশ চ্যানেল , কার্ডিফ বে , ইরানি এলাকা দেখা শেষ । কিন্তু খাবারের দোকান আর আসে না । ৪০ মিনিট পর জিজ্ঞেস করলাম , আর কতক্ষন ?
বলল এইজে একটু সামনেই । যাইহোক কিছুক্ষন এসে পৌছালাম একটা পাকিস্তানি দোকানে । যদিও অনেক স্টাফ বাংলাদেশী এখানে।
আমাদের যিনি সার্ভ করছিলেন , সে ভদ্রলোক কুমিল্লার। ঢাকায় একটা ব্যাংকে চাকরি করতেন । তার ওয়াইফ ও সম্ভবত ভাল একটা চাকরি করতেন । রিসেন্টলি একটা বাবু হয়েছে । তার ওয়াইফ স্টুডেন্ট হিসেবে এসেছেন। আর তিনি আর তার বাচ্চা ডিপেন্ডেন্ট।
বেশ কিছুক্ষন কথা হল , একটা কথাই বুঝার চেস্টা করছিলাম । ভাল সম্মানের চাকরি করতেন , সুন্দর একটা পরিবার আছে , কিন্তু কি কারনে সব ফেলে এখানে আসলেন ? আমি বুঝলাম না ।
হয়ত বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করেই এই ডিসিশন ।
খাবার আসলো , মাটন , চিকেন এবং রাইস নিয়েছি , এবং সাথে কোক ।
অনেক দিন পর ভরপেট খেলাম । খাবার শেষে আবার রাইস নিলাম ।
মানুষের স্বাদ বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন রকম হয় । অনেকদিন দেশি খাবার না খাওয়ার কারনে ভিনদেশে এই সাধারণ খাবার ও অসাধারন লাগছে ।
টোটাল বিল হল ৩৬ পাউন্ড ( ৫১১২ টাকা ) ।
অসাধারন একটা খাবার অভিজ্ঞতা শেষ হাটতে হাটতে গেলাম বন্ধু সাজিদের বাসায় ।
এখানে কিছু রেস্ট নিয়ে যাবো কার্ডিফ বে এলাকায় । সেই গল্প আরেকদিন হবে ।
এখন আপনারা একটা প্রশ্নের উত্তর দিন , এই দোকানের যে ভাইটা দেশে নিজের সম্মানের চাকরি, আরাম আয়েশের জীবন বাদ দিয়ে ছোট শহর কার্ডিফে এসে ওয়েটারের চাকরি করছেন , এটার কারন কি ?

কারন সে, তার পরিবারের সুখ , পরিবারের সেফটি কে চুজ করেছেন।নিজে কস্ট করেও তার পরিবারকে, তার সন্তানকে একটা সুন্দর জীবন উপহার দিচ্ছেন ।
এটাই পুরুষ মানুষ । এটাই বাবা , এটাই স্বামী ।

28/08/2023

মৃত বাংলাদেশী প্রবাসীদেরদের সম্মানে ইংলান্ডের জাদুঘরে সম্মাননাঃ
ইংল্যান্ডের ম্যানচেস্টারে আসলাম । সারাদিন ঘুরার পরিকল্পনা নিয়েই এসেছি এখানে । ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এসে একটা জিনিস দেখে দেখে থমকে গেলাম ।
ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন । শেষে খুব আবেগঘন কিছু ঘটনা শেয়ার করা হয়েছে ।

ইউকের কার্ডিফের ভয়াল রাত ইউকের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং ওয়েলস এর রাজধানী কার্ডিফে আমি পৌছাই রবিবার রাত ১০;৩০ এর দিকে ...
24/08/2023

ইউকের কার্ডিফের ভয়াল রাত

ইউকের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং ওয়েলস এর রাজধানী কার্ডিফে আমি পৌছাই রবিবার রাত ১০;৩০ এর দিকে । স্টেশনে নেমে ভুতুরে পরিবেশ । ট্রেনে আমার সাথে নামা যাত্রীরা ছাড়া তেমন কেউই নেই সেখানে । যাইহোক গুগল ম্যাপের সাহায্যে হোটেল এর দূরত্ব চেক করলাম । খুব বেশি দূর না । ৫/৭ মিনিট হাটলেই হবে, ৪০০ মিটার এর মত । বিশাল বড় লাগেজটা নিয়ে যদিও হাটা কঠিন , তাও আল্লাহ ভরশা ।
কনকনে ঠাণ্ডা । ইউকেতে এসে একটা জিনিস শিখেছি , যে এখানে যত রাত হয় ঠাণ্ডা তত তীব্র হয় । সারাদিনে খাবার বলতে সকালে খেয়েছি একটা ব্রেড , কলা আর সম্ভবত একটা চিপ্স। দুপুরে সালিসবেরি তে যাবার কারনে তেমন কিছু খাওয়া হয়নাই , একটা প্যাটিস খেয়েছিলাম । তাও রাস্তা হারিয়ে পাহার পর্বতে উঠে প্রায় ১৮ কিলোমিটার হেটেছি ।সব হজম হয়ে গেছে ।
হেটে হেটে যাচ্ছি কার্ডিফ সেন্ট্রালে আমার হোটেলের দিকে। যেহেতু রবিবার তাই আসে পাশে পাব , বার বা রেস্টুরেন্ট গুলোয় কিছুটা ভিড় কমতে শুরু করেছে । এখানের লোকজন শনি এবং রবিবার পরিবার- বন্ধুবান্ধব নিয়ে রেস্টুরেন্ট , পাব বা বারে যায়। এখানে এগুলো খুব সাধারণ ।
যেহেতু রাত গভীর হচ্ছে মদ্যপ হোমলেস/ ড্রাগ ডিলারদের রাস্তায় আনাগোনা বাড়ছে।
যেহেতু বাংলাদেশের পল্টন এলাকায় জন্ম আমার , সারাজীবন আওয়ামীলীগ বিএনপির মিছিল মিটিং দেখে বড় হয়েছি , তাই এগুলো দেখে তেমন আতঙ্কিত হলাম না। এরমদ্ধে এক আধা পাগল বিয়ার খাবার জন্য টাকা চেলো । ধুর ! কে শুনে কার কথা !
হোটেল এর গেটে এসে কলিং বেল বাজালাম । রিসিপশনের ছেলেটা বলল দেরি করে ফেলেছি , তাই ঢুকতে দিবে না । বুঝিয়ে বললাম , যে সরাসরি ট্রেন থেকে এসেছি । ট্রেন লেট ছিল । ঝামেলা করল না । ঢুকতে দিল । ঢুকার সময় দেখি গেটের বাইরে একজন শ্রীলংকান এবং একজন ইটালিয়ান গাজা খাচ্ছে । ( পরে কথা বলে জানতে পেরেছি যে তারা শ্রীলংকান এবং ইটালিয়ান) ।
যাইহোক , রুমে গিয়ে ফ্রেশ হয়ে, বের হলাম খাবারা সন্ধানে । রাইস খাই না অনেক সময় হয়ে গেছে ।আমার হোটেলের বাইরেই অনেক ইন্ডিয়ান ফুড ডেলিভারি বয় ( এরা মুলত স্টুডেন্ট , পার্ট টাইম করছে ) অপেক্ষা করছিল । অদের কাছে জিজ্ঞেস করতেই অরা বলল সামনে একটা দোকানে ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে ।
৯ পাউন্ড (১৪২*৯ =১২৭৮টাকা) স্বাদ অত্তন্ত বিস্বাদ । কাগজের প্যাকেতে রাইস আর একটু ঝোল সহ মুরগি দিল । যদিও আর খাবার রুচি হচ্ছিল না , কিন্তু ৯ পাউন্ড জলে না ফেলে , গলাধঃকরণ করলাম । রাত ১টার বেশি । ঠান্ডায় বেশি হাঁটাহাঁটি করলাম না । হোটেলে গিয়ে সুন্দর একটা ঘুম দিলাম ।

আমি আমার ভ্রমনের ছোট ছোট গল্প গুলো এই পেইজে লিখে রেখে দেই , ভবিষ্যতে স্মৃতির পাতায় যেন এগুলো থেকে যায় । কার্ডিফ ভ্রমনের ভিডিওগুলোর লিঙ্ক নিচে কমেন্টে দিয়ে রাখব । যদি আপনাদের কারও ইচ্ছা হয় দেখতে পারবেন ।

22/08/2023

লিভারপুল ফুটবল ক্লাব ঘুরে কেমন লাগলো !!

ইউকে আসার আগে থেকেই প্লান করে রেখেছিলাম, লিভারপুল ক্লাব ঘুরব ! আজ সেই আশা পুরন হল । লিভারপুল ক্লাবসহ এবং লিভারপুলের আরও কিছু জায়গা ঘুরলাম আজ । আশা করি ভিডিওটা আপনাদের ভাল লাগবে ।

16/08/2023

ট্রেনে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাবার অভিজ্ঞতা.
আজকের ভিডিওতে ইউকের ট্রেন ভ্রমনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব । কিভাবে ইউকের দেশ ওয়েলস থেকে ইংলান্ডের শহর লিভারপুলে গেলাম , কত টাকা টিকেট এর মূল্য এসব নিয়েই আজকের ছোট এই ভিডিওটা । আশা করি আপনাদের ভাল লাগবে ।

10/08/2023

ইউকে এসে আমার ভ্রমন করা অন্যতম একটা সুন্দর জায়গা ব্যারি আইল্যান্ড।
আমি জানিনা ভবিষ্যতে আর কখনও এখানে যাওয়া হবে কি না, কিন্তু এই ভিডিওটা সব সময় আমার স্মৃতির পাতায় অমলিন থাকবে । ভিডিওতে ভিউ হোক বা না হোক , আমার নিজের স্মৃতিতে এটা সবসময় থাকবে । ধন্যবাদ বন্ধু সাজিদ , তুই না থাকলে হয়ত এখানে আসা হত না , সুন্দর দ্বীপটা অদেখা রয়ে যেত ।

06/08/2023

এই আটলান্টিক জীবন নিয়েছে হাজার অভিবাসন প্রত্যাশীর
আমার ইউকে ভ্রমনের অন্যতম স্মরণীয় সময় কেটেছে কার্ডিফে । অল্প সময়ের জন্য যাই , তাই খুব বেশি ঘুরে দেখতে পারিনি । তবুও যতটুক দেখেছি , স্বার্থক ।
আজকের ভিডিওটা আটলান্টিক সাগরের পাশে কার্ডিফ বে এলাকায় করা । আশা করি ভিডিওটা ভাল লাগবে আপনাদের ।

আমাদের বরিশাল ভ্রমণের কিছু ছবি। প্রতিটা মুহূর্ত ছিল উপভোগের মতো। বৃষ্টি তে নদীতে গোসল , গাবখান সেতু তে দাঁড়িয়ে সমুদ্রগ...
04/08/2023

আমাদের বরিশাল ভ্রমণের কিছু ছবি। প্রতিটা মুহূর্ত ছিল উপভোগের মতো।
বৃষ্টি তে নদীতে গোসল , গাবখান সেতু তে দাঁড়িয়ে সমুদ্রগামী জাহাজের সারেঙ এর সাথে ইশারায় কুশল বিনিময় , রাতের আকাশের তারার মেলা , ভাসমান পেয়ারা বাজারে ভ্রমণ। এক কথায় অসাধারণ।

আশা করি ছবি গুলো আপনাদের ভালো লাগবে।

02/08/2023

ইউরোপের নতুন এক দেশে ভ্রমন করতে আসলাম

গতরাতে আমি ট্রেনে করে ইংল্যান্ড থেকে আরেকটি দেশে ভ্রমন করি । অসম্ভব সুন্দর দেশটিকে দুর্গের দেশও বলা হয় । চলুন আজ সেই দেশের একটি দুর্গ নিয়ে আপনাদের সাথে কথা বলব ।

31/07/2023

ইংলান্ডের পাহাড়ে পথ হারিয়ে আরেক দেশে ।

আপনারা জানেন আমি লন্ডন থেকে গতকাল রওনা দিয়ে আসি সালিসবারি নামের ছোট এক গ্রামে । এখানের সৌন্দর্য আমায় মুগ্ধ করেছে । এখানে কয়েকটি দর্শনীয় জায়গা ভ্রমনের সময় শেষে আমি যাই এক পাহাড়ের উপর ওল্ড সেরাম নামের একটা জায়গায় । সেখানে উঠেই ঘটে বিপত্তি। নামার সময় রাস্তা খুজে পাচ্ছিলাম না । প্রায় সন্ধ্যা ছুই ছুই । আমার সন্ধার সময় সালিসবারি স্টেশন থেকে আবার অন্য আরেক জায়গার ট্রেন ।
চলুন আপনাদের আমার অভিজ্ঞতা গুলো ভিডিওর মাধ্যমে দেখাই । । গত পর্বের ভিডিও লিঙ্ক নিচে কমেন্টে দিয়ে দিলাম ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Ahmed Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share