07/12/2022
মিরাজ নাসুমদের সহপাঠীরা যখন একেকজন ৭, ৮, ১১, ১২ রান করে বাংলাদেশের ইনিংসকে মহাসমুদ্রে ডুবিয়ে প্যাভিলিয়নের পথ ধরলো তখন ভারতীয় উইনিং পোলে ভোট দিলাম আজকে ভারত জিতবে। যদিও মিরাজ, মাহমুদুল্লাহ, নাসুমের উইলোবাজিতে স্বস্তি এসেছে বাংলাদেশের স্কোর বোর্ডে।
মোবাইলে খেলার চ্যানেল চালু রেখে ঘুমের ভান ধরে শামীম চৌধূরী আর আতাহার খানের বাংলাদেশ ইন ট্রাউবল, নিড বিগ পার্টনারশীপ এই কথাগুলো শুনছিলাম। উইকেটে তখন মাটি কামড়ে আছে মেহেদী মিরাজ আর মাহমুল্লাহ। দুই একটা সিঙ্গেল রান ছাড়া বাউন্ডারি নাই তাই দর্শকের আওয়াজ তেমন নাই।
ডিফেন্সিভ ক্রিকেট খেলে উইকেটে টিকে থাকার প্রবণতা আজ আমাকে চরম ভালো লাগা দিয়েছে। একটা দুইটা বাউন্ডারি মারলেই আতাহার আলী খান ইটস বিউটিফুল, ম্যাগনিফিশেন্ট, টেরিফিক শট সব একসাথে বলে যাচ্ছিলো। কারণ অনেক্ষণ পর এই সুন্দর কথাগুলা সে বলতে পারছে।
এরকম চাপের ইনিংসে ভারতীয় বোলারদের আগুন ঝরানো দাপট। মেহেদী বলে বলে রান বের করার চেষ্টা করেছে কিন্তু রিয়াদের রান ও বলের মধ্যে তফাত থাকায় সেও ব্যবধান কমানোর চেষ্টায় ফ্রি হিট বলগুলার কার্যকরী ব্যবহার করলো। মেহেদী ও রিয়াদ দুজনেই রান বাড়ানোর সুযোগ নিতে বাংলাদেশের টপ অর্ডার খেয়ে দেওয়া বোলার সিরাজকেই বেছে নিলো।
মাঠে মিরাজকে উগ্রব্যবহারের মাধ্যমে উত্তেজিত করার চেষ্টায় থাকা সিরাজের স্পেলে আউট অব স্ট্যাম্পে বল আসলেই মাইর আর মাইর। মাইর খাওয়ার তালিকায় আরোও যুক্ত হয়েছিলো সারদুল ঠাকুর ও উমরান মালিক।
৩৫ ওভারের শেষেও বলা যাচ্ছিলো না রান ২২০+ হবে কিনা। মাহমুদুল্লাহ আর মিরাজের ৭ম উইকেটের রেকর্ড জুটিতে স্কোর বোর্ডে তখন শান্তি আসতে শুরু করেছিলো। সেঞ্চুরীর পথে থাকা মাহমুদুল্লাহ ৯৩ বলে ৭৭ রানে আউট হলে ইনিংস বড় করার দায়িত্ব পুরোই আসে তরুণ তুর্কি মিরাজের উপর। গত ম্যাচের নায়ক আজকেও তার খাটো কাঁধে চওড়া দায়িত্বের অসীম সক্ষমতা দেখালো। তাঁর ব্যাট হাসলো। ইনিংসের ৪৯ ওভার ৪ বল। মেহেদীর ৯৭ রান। সেঞ্চুরী পেতে ২ বলে দরকার ৩ রান। টিভির পর্দায় সারা বাংলাদেশ তাকিয়ে। চিন্তা আর উৎসাহ ছেলেটা কি পারবে!
ইনিংসের শেষ বলে ছেলেটা মনে রাখার মতো উদ্দীপনা নিয়ে সেঞ্চুরী করে দেখালো ১০০ (৮৩)। স্ট্রাইকরেট ১২০.৪৮ । মিরাজের ক্যামিও সেঞ্চুরিতে বাংলাদেশ জয়ের আগেই জয়ের স্বাদ পেলো।
আরেক তরুণ তুর্কি নাসুম ব্যাটিংয়ে এসেই তুনাধুনা করলো সিরাজ আর শারদুলের ওভারে ১৮ (১১)।
বাংলাদেশের স্কোর বোর্ডে এখন শক্তিশালী রানের মজুদ। ২৭১/৭ (৫০)।
অপেক্ষা এখন বোলিংয়ের মাধমে একটা সিরিজ জয়ের। হাসবে ১৬ কোটি বাঙালি।