News In Brief

  • Home
  • News In Brief

News In Brief A Committed page for providing update information,lead news,news lead,videos,interveiws & photos. (Owner)
Student at
Dept. Of Mass Communication & Journalism.

NIBtheMedia অনলাইন নির্ভর একটি সংবাদপাতা।
প্রকাশকাল ২৫ রমজান ১৪৪২ হিজরি,৭ মে ২০২১ ইং,২৪শে বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ রোজ শুক্রবার।

সংবাদপাতাটি দেশি-বিদেশি টেলিভিশন/পত্রিকা/অনলাইনে প্রকাশিত গুরুত্বপূর্ণ আলোকচিত্র / সংবাদ শিরোনাম / সংবাদের চুম্বক অংশবিশেষ আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরে। সম্মানীত পাঠকগণের মূল্যবান ব্যস্ততম সময়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দ্রুত ও সংক্ষেপে আপনারা এই পেজে দুনিয়ার খবরাখবর জানতে

পারবেন। জনগণের তথ্য প্রাপ্তির নাগরিক অধিকার বাস্তবায়ন আমাদের লক্ষ্য। বলা হয় তথ্যই জ্ঞান,তথ্যই শক্তি।

সংবাদপাতাটি প্রথম প্রকাশকালে (NewsCast) নামে যাত্রা শুরু করলেও এর সেবার ধরণ ও মান স্পষ্টভাবে তুলে ধরতে ৪ মার্চ ২০২২ তারিখে NIBtheMedia নতুন নামকরণ করা হয়।

আমাদের সুদীর্ঘ এই পদচারণের সূচনায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইলো। আপনাদের দোয়া,ভালোবাসা ও সমর্থনের প্রতি পরম বিশ্বাস রেখে মহান আল্লাহর নামে আমাদের নতুন যাত্রা।

প্রিয় মাতৃভূমির সেবায়
এগিয়ে চলার প্রত্যয়ে...
NIB_theMedia

All Rights Reserved to
Nur Islam. Begum Rokeya University,Rangpur.

মিরাজ নাসুমদের সহপাঠীরা যখন একেকজন ৭, ৮, ১১, ১২ রান করে  বাংলাদেশের ইনিংসকে মহাসমুদ্রে ডুবিয়ে প্যাভিলিয়নের পথ ধরলো তখন ভ...
07/12/2022

মিরাজ নাসুমদের সহপাঠীরা যখন একেকজন ৭, ৮, ১১, ১২ রান করে বাংলাদেশের ইনিংসকে মহাসমুদ্রে ডুবিয়ে প্যাভিলিয়নের পথ ধরলো তখন ভারতীয় উইনিং পোলে ভোট দিলাম আজকে ভারত জিতবে। যদিও মিরাজ, মাহমুদুল্লাহ, নাসুমের উইলোবাজিতে স্বস্তি এসেছে বাংলাদেশের স্কোর বোর্ডে।

মোবাইলে খেলার চ্যানেল চালু রেখে ঘুমের ভান ধরে শামীম চৌধূরী আর আতাহার খানের বাংলাদেশ ইন ট্রাউবল, নিড বিগ পার্টনারশীপ এই কথাগুলো শুনছিলাম। উইকেটে তখন মাটি কামড়ে আছে মেহেদী মিরাজ আর মাহমুল্লাহ। দুই একটা সিঙ্গেল রান ছাড়া বাউন্ডারি নাই তাই দর্শকের আওয়াজ তেমন নাই।

‌ডিফেন্সিভ ক্রিকেট খেলে উইকেটে টিকে থাকার প্রবণতা আজ আমাকে চরম ভালো লাগা দিয়েছে। একটা দুইটা বাউন্ডারি মারলেই আতাহার আলী খান ইটস বিউটিফুল, ম্যাগনিফিশেন্ট, টেরিফিক শট সব একসাথে বলে যাচ্ছিলো। কারণ অনেক্ষণ পর এই সুন্দর কথাগুলা সে বলতে পারছে।

এরকম চাপের ইনিংসে ভারতীয় বোলারদের আগুন ঝরানো দাপট। মেহেদী বলে বলে রান বের করার চেষ্টা করেছে কিন্তু রিয়াদের রান ও বলের মধ্যে তফাত থাকায় সেও ব্যবধান কমানোর চেষ্টায় ফ্রি হিট বলগুলার কার্যকরী ব্যবহার করলো। মেহেদী ও রিয়াদ দুজনেই রান বাড়ানোর সুযোগ নিতে বাংলাদেশের টপ অর্ডার খেয়ে দেওয়া বোলার সিরাজকেই বেছে নিলো।

মাঠে মিরাজকে উগ্রব্যবহারের মাধ্যমে উত্তেজিত করার চেষ্টায় থাকা সিরাজের স্পেলে আউট অব স্ট্যাম্পে বল আসলেই মাইর আর মাইর। মাইর খাওয়ার তালিকায় আরোও যুক্ত হয়েছিলো সারদুল ঠাকুর ও উমরান মালিক।

৩৫ ওভারের শেষেও বলা যাচ্ছিলো না রান ২২০+ হবে কিনা। মাহমুদুল্লাহ আর মিরাজের ৭ম উইকেটের রেকর্ড জুটিতে স্কোর বোর্ডে তখন শান্তি আসতে শুরু করেছিলো। সেঞ্চুরীর পথে থাকা মাহমুদুল্লাহ ৯৩ বলে ৭৭ রানে আউট হলে ইনিংস বড় করার দায়িত্ব পুরোই আসে তরুণ তুর্কি মিরাজের উপর। গত ম্যাচের নায়ক আজকেও তার খাটো কাঁধে চওড়া দায়িত্বের অসীম সক্ষমতা দেখালো। তাঁর ব্যাট হাসলো। ইনিংসের ৪৯ ওভার ৪ বল। মেহেদীর ৯৭ রান। সেঞ্চুরী পেতে ২ বলে দরকার ৩ রান। টিভির পর্দায় সারা বাংলাদেশ তাকিয়ে। চিন্তা আর উৎসাহ ছেলেটা কি পারবে!
ইনিংসের শেষ বলে ছেলেটা মনে রাখার মতো উদ্দীপনা নিয়ে সেঞ্চুরী করে দেখালো ১০০ (৮৩)। স্ট্রাইকরেট ১২০.৪৮ । মিরাজের ক্যামিও সেঞ্চুরিতে বাংলাদেশ জয়ের আগেই জয়ের স্বাদ পেলো।

আরেক তরুণ তুর্কি নাসুম ব্যাটিংয়ে এসেই তুনাধুনা করলো সিরাজ আর শারদুলের ওভারে ১৮ (১১)।
বাংলাদেশের স্কোর বোর্ডে এখন শক্তিশালী রানের মজুদ। ২৭১/৭ (৫০)।

অপেক্ষা এখন বোলিংয়ের মাধমে একটা সিরিজ জয়ের। হাসবে ১৬ কোটি বাঙালি।

28/11/2022
08/11/2022
04/11/2022

আমার দুঃখ ছিলো,দুঃখ থাকবে । কিন্তু আমি বাঁচবো। পিকচার আভি বহুত বাকি হ্যায়! Shayan/Credit: News24

বিজয়ী কিন্তু বিনয়ী। হাফেজ সালেহ আহমেদ তাকরিম। মক্কায় ১১১ দেশের হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ৩য় স্থান অর্জন করেছেন। গ...
23/09/2022

বিজয়ী কিন্তু বিনয়ী। হাফেজ সালেহ আহমেদ তাকরিম। মক্কায় ১১১ দেশের হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে ৩য় স্থান অর্জন করেছেন। গতরাতে তাঁকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ভীড় করেন হাজার হাজার মানুষ। যার দিকে সহস্র মানুষের চোখ, ক্যামেরার লেন্স তাক করা, সেই হাফেজ সালেহ আহমেদ তাকরিমের নত মাথা, মুখে মিষ্টি হাসি,দৃষ্টি মাটির দিকে। কিশোর বয়সের উন্মাদনা তাঁর উল্লাসে বিকৃতি ঘটাতে পারেনি। আল্লাহ তাঁকে আরোও সম্মানিত করবেন ইনশাল্লাহ।

হেরে যাওয়া আপেক্ষিক।
30/08/2022

হেরে যাওয়া আপেক্ষিক।

25/05/2022

কিছু কাঁইচ্যা ছাওয়াল যারা নাটোর নিয়ে বাজে কথা বলার চেষ্টা করে এটা তাদের জন্যে।

RAMADAN UL MUBARAK.Happy Ramadan. Ramadan Kareem.
02/04/2022

RAMADAN UL MUBARAK.
Happy Ramadan.
Ramadan Kareem.

01/04/2022

শীর্ষ দুই সামরিক জেনারেলকে চাকরিচ্যুত করেছে ইউক্রেন। রাশিয়ার পক্ষে কাজ করার অভিযোগ তুলে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

21/03/2022

চীনের দক্ষিণাঞ্চলের শহর গুয়াংশিতে ১৩৩ জন যাত্রীবাহী বিমান বোয়িং-৭৩৭ বিধ্বস্ত।

21/03/2022

মানিকগঞ্জের শিবালয়ে একটি স্কুলের নির্মাণ সামগ্রী বহনকারী পিকআপের চাপায় ছাত্র শিক্ষকের মৃত্যু।
সূত্র: Jamuna TV

অভিনন্দন! বাংলাদেশ।ওমানকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় হকি দল। নাটোরের কৃতিসন্তান অধিনায়ক Sarower Hos...
21/03/2022

অভিনন্দন! বাংলাদেশ।
ওমানকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় হকি দল। নাটোরের কৃতিসন্তান অধিনায়ক Sarower Hossain'র নেতৃত্বে চ্যাম্পিয়ন লাল সবুজের হকি দল।
Congratulations Bangladesh National Hockey Team.

শ্রীলঙ্কায় কাগজের অভাবে বন্ধ হলো পরীক্ষা। শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকট।
21/03/2022

শ্রীলঙ্কায় কাগজের অভাবে বন্ধ হলো পরীক্ষা। শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকট।

19/03/2022

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ মারা গেছেন।

শুভ জন্মদিন ফাদার অব দ্যা ন্যাশন। শেখ মুজিবুর রহমান।
16/03/2022

শুভ জন্মদিন
ফাদার অব দ্যা ন্যাশন।
শেখ মুজিবুর রহমান।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাটোরকে ব্রান্ড করবে শাকিল-শুভ কমিটি -------------------------------------------------------------...
16/03/2022

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাটোরকে ব্রান্ড করবে শাকিল-শুভ কমিটি
-------------------------------------------------------------------------

এক বছর মেয়াদী নতুন কার্যকরী ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে রংপুরস্থ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের শিক্ষার্থীদের সংগঠন নাটোর জেলা সমিতি। সমিতির উপদেষ্টামন্ডলী,সভাপতি ও সেক্রেটারি সাক্ষরিত এক তথ্যবিবরণীতে গতকাল এ তথ্য জানানো হয়।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সমিতিটিতে মোট তিনশতাধিক সদস্য রয়েছে। সমিতির ২১ পদের বিপরীতে ৩৭ সদস্যকে জায়গা দেওয়া হয়েছে।
এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটিতে সমিতির ভোটারদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। উল্লেখ্য নাজমুল হক শুভ সদ্য বিলুপ্ত কমিটির সেক্রেটারি ছিলেন। নতুন কমিটিতে তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাকিল হোসাইন।

কমিটির অনুমোদনে সাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম হুমাইদা, কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আল হেলাল,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম,সদ্য সাবেক সভাপতি জীবন সাহা এবং সদ্য বিগত কমিটির সেক্রেটারি নাজমুল হক শুভ।

নাটোর জেলা সমিতির সিনিয়র সদস্য ও শহীদ মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসান আলী নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন,"নব কমিটিতে থাকা সদস্যদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি উপদেষ্টামন্ডলীর পরামর্শে এই কমিটির যুগান্তকারী সিদ্ধান্ত,পদক্ষেপে এবং সমিতির সদস্যদের স্বতস্ফূর্ত অপরিসীম অবদানে বেরোবিতে নাটোর জেলার মর্যাদা সম্মুন্নত রেখে দেশে নাটোর জেলার মর্যাদাপূর্ণ সম্মান উত্তরোত্তর বৃদ্ধিতে অবদান রাখবে।"

"সদস্যদের দারুণ পড়াশোনা করে প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে সফলতা অর্জন করার জন্য শুভ কামনা জানাই। যেনো,দেশজুড়ে নাটোর জেলা ব্রান্ড হয়ে থাকে।"যোগ করেন হাসান আলী।

তথ্যবিবরণীর পর সমিতির ভবিষ্যত কার্য পরিকল্পনা জানতে চাইলে সমিতির নব সভাপতি নাজমুল হক শুভ বলেন,"এই কমিটির মেয়াদের মধ্য বেরোবি'তে নাটোর জেলাকে মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করতে যা যা চ্যালেঞ্জ আছে আমি সাদরে গ্রহণ করবো। আমার কমিটির অধীনে সমিতির সকল সদস্যের সহযোগিতায় সকল পদক্ষেপ বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে শ্রদ্ধেয় উপদেষ্টামন্ডলীর পরামর্শ নিয়েই পদক্ষেপ যাচাই করা হবে।

"নাটোর জেলা সমিতি দেশের উত্তরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণী সংগঠন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে আসা নাটোরের ভর্তিইচ্ছুকদের ভর্তি পরীক্ষাকালীন আবাসন সুবিধা থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়াসমূহের সকল পর্যায়ে এবং ভর্তি পরবর্তী সকল সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করে। রংপুরে নাটোর থেকে আসা পড়ুয়াদের অন্যতম পরিবার ও নিরাপদ বন্ধন গঠন করাও জেলা সমিতির অন্যতম লক্ষ্য। সমিতিটিতে তিনশতাধিক সদস্য রয়েছে।সদস্যদের মধ্যে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত দূর্বলদের তহবিল দিয়ে সহযোগিতা করার কথাও জানান সমিতির সদ্যসাবেক সভাপতি জীবন সাহা।

নব গঠিত কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ পদ সহসভাপতি পদে আছেন শামীম কবির,সাকিব আল হাসান, ফারিহা খানম,খায়রুল হাসান। যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিতা খাতুন,মীম খাতুন ও আবু জাফর।সাংগঠনিক সম্পাদক পদে শরীফুল ইসলাম সবুজ, সজীব হোসেনসহ মোট ৪ জন এবং দপ্তর সম্পাদক পদে আল আমিন। এছাড়াও অন্যান্য ১৫ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ২২ জন।

ইউক্রেনে হাসপাতালে গিয়ে যুদ্ধাহত সেনাদের খোঁজ খবর নিলো প্রেসিডেন্ট জেলনেস্কি। দেশীয় সূত্র: সময় টিভি।
14/03/2022

ইউক্রেনে হাসপাতালে গিয়ে যুদ্ধাহত সেনাদের খোঁজ খবর নিলো প্রেসিডেন্ট জেলনেস্কি।
দেশীয় সূত্র: সময় টিভি।

11/03/2022

চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুন । অনলাইনে সরাসরি সম্প্রচার করছে দৈনিক পূর্বকোণ

11/03/2022

নাটোরে ত্রিভুজ প্রেমের সমীকরণে যুবকের মৃত্যু।
Source: dbc news.

11/03/2022

পাকিস্তানে ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ভারত। তবে ভারতের দাবি ক্ষেপনাস্ত্রটি যান্ত্রিক ত্রুটির কারণে ভুল করে পাকিস্তানে আঘাত করেছে। সুপারসনিক ক্ষেপনাস্ত্রটি বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াচন্দ্র শহরে আছড়ে পড়ে।

08/03/2022

জেলেনস্কিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করলো চেক প্রজাতন্ত্র।

07/03/2022

নাটোর ও পাবনার বিভিন্ন অঞ্চল থেকে চুরি হওয়া ১৩টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
: Natore Tv.

06/03/2022

বাকবিতন্ডার এক পর্যায়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে পাঁচ বিএসএফ নিহত।

রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ডের কার্যক্রম স্থগিত ঘোষণা।
06/03/2022

রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ডের কার্যক্রম স্থগিত ঘোষণা।

06/03/2022

ইউক্রেন-রাশিয়া তৃতীয় দফা শান্তি আলোচনা সোমবার।

আমেরিকায় নামলো রাশিয়ার বিমান! --------------------------------------------------------------------------জাতিসংঘ থেকে exp...
05/03/2022

আমেরিকায় নামলো রাশিয়ার বিমান!
--------------------------------------------------------------------------
জাতিসংঘ থেকে expelled হওয়া রুশ কূটনীতিকদের নিয়ে যাওয়ার জন্য একটি রাশিয়ান বিমান ওয়াশিংটন ডিসি এর ডুলেস বিমানবন্দরে অবতরণ করেছে। রাশিয়ান জেট বিমানে নিষেধাজ্ঞার পর এই বিমানটিকে মার্কিন আকাশে প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল।
Source: CGTNAmerica

পঞ্চগড়ে শয়নকক্ষ থেকে জাতীয় পার্টি নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার ।
05/03/2022

পঞ্চগড়ে শয়নকক্ষ থেকে জাতীয় পার্টি নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার ।

খুন হয়েছে ইউক্রেনের শান্তি আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি।
05/03/2022

খুন হয়েছে ইউক্রেনের শান্তি আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি।

05/03/2022

জয়ের জন্য আফগানিস্তানকে ১১৬ রানের সহজ টার্গেট দিলো বাংলাদেশ। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ মুশফিক ৩০ । স্কোর: ১১৫/৯

05/03/2022

ইউক্রেনের মারিওপোল ও ভোলডাভোকা শহরে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া।

04/03/2022

ন্যাটো ইউক্রেন সংকটের অংশ নয়।
দাবি ন্যাটোর।
Source: Ekattor TV

নতুন কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের শিক্ষার্থীদের সংগঠন নাটোর জেলা ছাত্রক...
04/03/2022

নতুন কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের শিক্ষার্থীদের সংগঠন নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

04/03/2022

নাটোরের লালপুরে জুয়েল আলী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জুয়েল আলী (৩০) লালপুর উপজেলার দিলালপুর গ্রামের সাকেম আলীর ছেলে।
Source : DBC News.

পাকিস্তানের মসজিদে আত্মঘাতি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৬।Source: Jamuna TV
04/03/2022

পাকিস্তানের মসজিদে আত্মঘাতি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৬।
Source: Jamuna TV

04/03/2022

Great

A Committed page for providing update information,lead news,news lead,videos,interveiws & photos.

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন।Source: ফক্স ক্রিকেট
04/03/2022

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন শেন ওয়ার্ন।
Source: ফক্স ক্রিকেট

04/03/2022

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত,আহত অন্তত আরও ৫০ জন
Source : Ekattor TV

ইউক্রেনে এক বাংলাদেশি প্রবাসী ছাত্র রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার দেশের বাড়ি গাজীপু...
04/03/2022

ইউক্রেনে এক বাংলাদেশি প্রবাসী ছাত্র রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার দেশের বাড়ি গাজীপুর।
Source : In Photo

ইউক্রেন vs রাশিয়া সংঘাতে পুড়ছে ইউরোপের সর্ববৃহৎ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র।সোর্স: Jamuna TV
04/03/2022

ইউক্রেন vs রাশিয়া সংঘাতে পুড়ছে ইউরোপের সর্ববৃহৎ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র।
সোর্স: Jamuna TV

সেবার ধরণ স্পষ্ট করতে আপনাদের প্রিয় সংবাদপাতার নতুন নাম  News In Brief .
04/03/2022

সেবার ধরণ স্পষ্ট করতে আপনাদের প্রিয় সংবাদপাতার নতুন নাম News In Brief .

Address


Telephone

+8801616691834

Website

Alerts

Be the first to know and let us send you an email when News In Brief posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News In Brief:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share