J B TV Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de J B TV, Société de médias/d’actualités, Democratic Republic of the.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আপনাদের এলাকার নিউজ দিয়ে আমাদের কে সহযোগিতা করুন এবং আপনাদেরকে ও আমরা নিয়মিত নিউজ দেব ইনশাআল্লাহ ধন্যবাদ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত।চাপাইনবাবগঞ্জ জেলার  প্রতিনিধি:: ইমাম হাসানচাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীম...
25/01/2025

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত।

চাপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি:: ইমাম হাসান

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে সীমান্তে ৬-৭ জন চোরাকারবারি ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে গুলির শব্দ শোনা যায়। তবে ঘটনাস্থলে কারো আহত হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে, আহত হাবিলের ভাবী সুলেখা খাতুন জানান, হাবিল কোনো চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি সীমান্ত এলাকায় কৃষিকাজ করছিলেন। এ সময় বিএসএফ তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান বলেন, হাবিলের বুকে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্তে এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

21/01/2025

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদী ফহরামের ঘাট অবৈধভাবে বালু উত্তোলন করছে নদী থেকে দেখার কেউ নেই।।।।।

সু খবর সু খবর সু খবরJB TV - সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তিJB TV-তে সংবাদ সম্প্রচারের কাজে নিয়োগের জন্য আগ্রহী, প্রতিভাবান এবং ...
20/01/2025

সু খবর সু খবর সু খবর

JB TV - সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

JB TV-তে সংবাদ সম্প্রচারের কাজে নিয়োগের জন্য আগ্রহী, প্রতিভাবান এবং দায়িত্বশীল সাংবাদিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ভালো লেখালেখি দক্ষতা, কম্পিউটার এবং ইন্টারনেটের সাথে পরিচিতি।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

জাতীয় পরিচয়পত্র (NID) এর কপি

পাসপোর্ট সাইজ ছবি

সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (CV)

যোগাযোগের মোবাইল নাম্বার

আবেদন জমা দেওয়ার সময়সীমা: [ ২০/০১/২৫ হইতে ২০/০২/২৫ এখানে নির্দিষ্ট তারিখের মধ্যে যোগাযোগ করবেন।

যোগাযোগের তথ্য:
ইমেইল: [email protected]
মোবাইল: 01744932675

বিশেষ দ্রষ্টব্য: প্রার্থীদের আবেদনপত্রের সাথে উল্লিখিত সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

25/12/2024
আলহামদুলিল্লাহ্
24/11/2024

আলহামদুলিল্লাহ্

23/11/2024

বিয়ানী বাজার পৌর শহরে চলছে ভ্রাম‍্যমান আদালতের অভিযান ও জরিমানা।।।।।।।

17/11/2024

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা মনজুরুল ইসলামের মতবিনিময় করে।।।

01/11/2024

বাংলাদেশ জামায়াত ইসলামী
এর যৌথ উদ্যোগে বিশাল মানববন্ধন. করেন
সিলেট কোর্ট পয়েন্ট।










28/10/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ঐতিহাসিক ২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।।।।













আসসালামু আলাইকুম আমাদের পেইজ'র সাথে তাকার জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা রইলো আপনাদের প্রতি।
22/10/2024

আসসালামু আলাইকুম
আমাদের পেইজ'র সাথে তাকার জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা রইলো আপনাদের প্রতি।

20/10/2024

দীর্ঘ দেড়যুগ পর দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।










মন মাতানো চায়ের বাগান চল একবার গুরে আশা যাক হাফিজ চা বাগান থেকে।
17/10/2024

মন মাতানো চায়ের বাগান চল একবার গুরে আশা যাক হাফিজ চা বাগান থেকে।

বিয়ানীবাজার চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী র‍্যাবের হাতে গ্রেফতার …  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এ...
16/10/2024

বিয়ানীবাজার চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী র‍্যাবের হাতে গ্রেফতার …

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।

১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, এফআই তে দেখানো হয়েছে

16/10/2024

গভীর শোকঃ

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সন্মানিত সভাপতি প্রবীণ সাংবাদিক আলতাফ আহমদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

15/10/2024

আমার সন্তানকে হসপিটালাইজ হত্যা করেছে,
আমি আমার সন্তান হত্যার বিচার চাই
সংবাদ সম্মেলনে মিরান'র বাবা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ











#

13/10/2024

বিয়ানী বাজারে ৭ পরিবার কে জিম্মি করে রেখেছেন
মাথিরার ৮ নং ওয়ার্ড'র আওয়ামীলিগের সাবেক সভাপতি জিয়াউর রহমানের খুটির জুর কোথায়।

ভিডিও চিত্র -----
জাকারিয়া হোসেন -----










12/10/2024

উবায়দুল - কাদির - কে - নিয়ে - যে - বক্তব্য - দিলেন - সাবেক এই - চেয়ারম্যান।।।।।।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801744932675

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque J B TV publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à J B TV:

Vidéos

Partager