![চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত।চাপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি:: ইমাম হাসানচাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীম...](https://img4.medioq.com/907/355/603684659073557.jpg)
25/01/2025
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত।
চাপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি:: ইমাম হাসান
চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে সীমান্তে ৬-৭ জন চোরাকারবারি ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে গুলির শব্দ শোনা যায়। তবে ঘটনাস্থলে কারো আহত হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, আহত হাবিলের ভাবী সুলেখা খাতুন জানান, হাবিল কোনো চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি সীমান্ত এলাকায় কৃষিকাজ করছিলেন। এ সময় বিএসএফ তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান বলেন, হাবিলের বুকে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সীমান্তে এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।