Insafer Kontho

  • Home
  • Insafer Kontho

Insafer Kontho The insaferkontho is one in all the online newspapers in Bangladesh. It won million hearts of indivi

09/04/2024
একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ◑ দুধে: ফরমালিন।◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন। ◑ মাছে: ফরমাল...
08/04/2024

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...

27/09/2023

চট্টগ্রামে যে ডাক্তার সাহেবরা মোবাইলে সিরিয়াল দেয়, তাদের সিরিয়াল নিতে কি আপনি কোন বিড়ম্বনায় পড়েছেন???

বাজারে গিয়ে কিছু জিনিসের দাম শুনে চক্ষুস্থির করে দোকানির দিকে তাকিয়ে থাকি!😥
31/03/2023

বাজারে গিয়ে কিছু জিনিসের দাম শুনে চক্ষুস্থির করে দোকানির দিকে তাকিয়ে থাকি!😥

আমরা একটু চিন্তা করি..
28/03/2023

আমরা একটু চিন্তা করি..

27/03/2023

এই মুহুর্তে পৃথিবীর সবচে গরীব দেশ বলা হয় আফ্রিকার ইথিওপিয়া! ইথিওপিয়া সাধারণ মানুষ দিনরাত খেটে কত ইনকাম করে জানেন? ২.৬$। মাসে সর্বোচ্চ ৮০$ ডলার। মাসে ৮০০০ টাকা আয় করে পরিবারসহ সারামাস চলবেন ভাবতে পারেন?

ইথিওপিয়া মানুষ মাংস চোখে দেখেন কদাচিৎ! সুতরাং মাথাপিছু মাংস গ্রহণের হার খুবই কম! মাথাপিছু বাৎসরিক ৪.৫৪ কেজি। তারপরেও পৃথিবীর দুইটা দেশ আছে যাদের মাথাপিছু মাংস গ্রহণের হার ইথিওপিয়া চেয়েও কম!

এর একটা ভারত; (৩ কেজি মাথাপিছু বাৎসরিক) ভারতের কারণটা ধর্মীয়। ওদের অর্ধেক মানুষই ভেজেটেরিয়ান।

আরেকটা দেশের নাম গেজ করেন তো দেখি! পারলেন না? বাংলাদেশ! বাংলাদেশের মানুষ বছরে মাথাপিছু মাত্র ৩.৪ কেজির মত মাংস খায়। আসলে এতোও খায় না।

কুরবানীর মত ধর্মীয় একটা আচার ব্যাপক হারে পালিত না হলে বাংলাদেশের মানুষের বছরে মাথাপিছু মাংস গ্রহণের পরিমাণ ৩ কেজির নিচে নেমে যেতো!

আর এই দেশে কিনা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি! এমন মিথ্যা একটা দাবী তুলে মাংস আমদানীর সুযোগ বন্ধ করে আমাদের তুলে দিয়েছেন কসাইদের হাতে! সত্যিই স্বর্গে থাকি!

16/03/2023

রমজানে আমিরাতে নিত্যপণ্য মূল্য ৭৫ ভাগ হ্রাসের ঘোষণা খুচরা বিক্রেতাদের।

হে ব্যবসায়ী ভাইয়েরা,
এই দেশে কত বাড়াবেন?

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় এ বক্তব্য উঠে এসেছেবিস্তারিত :https://somoynews....
03/03/2023

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের এক গবেষণায় এ বক্তব্য উঠে এসেছে

বিস্তারিত :https://somoynews.tv/news/2023-03-02/ব্রয়লার-মুরগিতে-স্বাস্থ্যঝুঁকি-মিলেছে-ক্ষতিকর-ভারি-ধাতুর-উপস্থিতি

💢 জামায়াতের ৩ দফার সাথে আপনি একমত???
02/03/2023

💢 জামায়াতের ৩ দফার সাথে আপনি একমত???

----------------------------------------------------------ক্ষতিকারক চুক্তির কারণে বিদ্যুৎ না নিলেও আদানির পকেট ভরাতে হবে...
28/02/2023

----------------------------------------------------------
ক্ষতিকারক চুক্তির কারণে বিদ্যুৎ না নিলেও আদানির পকেট ভরাতে হবে বাংলাদেশের জনগনকে!
----------------------------------------------------------
জালিয়াতির দায়ে অভিযুক্ত ভারতের গৌতম আদানির সাথে গোপন চুক্তি করে হাসিনার সরকার বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঐ চুক্তির ফলে লাভের ভাগ গৌতম আদানির, আর লোকসানটা হবে বাংলাদেশের! জ্বি হ্যাঁ, আদানির সাথে এমনই এক গোপন চুক্তি করেছে হাসিনার সরকার!

#এই চুক্তি অনুযায়ী ভারত সরকারকে প্রদেয় আদানি পাওয়ারের করের বোঝা আগামী ২৫ বছর পর্যন্ত বহন করবে, অর্থাৎ বাংলাদেশের জনগর ভারতে ১ বিলিয়ন ডলার কর দিতে হবে। অথচ ভারতীয় কোম্পানিটি তার সরকারের কাছ থেকে ঐ কর ইতোমধ্যে ছাড় পেয়েছে। অর্থাৎ চুক্তিটি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে আদানি ভারত সরকারকে ট্যাক্স দেবে না, অথচ সেই ট্যাক্স বাংলাদেশকে দিয়ে যেতে হবে।

#এই চুক্তির ফলে বাংলাদেশ আগামি ২৫ বছর পর্যন্ত আদানির কাছ থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে বাধ্য! বিদ্যুৎ না কিনলেও ক্যাপসিটি দিতে হবে ২৫ বছর পর্যন্ত, অর্থাৎ প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা, যা তিনটি পদ্মা সেতুর খরচ!

#চুক্তি অনুযায়ী, প্রয়োজন না হলেও কমপক্ষে ৩৪ শতাংশ মানে ৫৪৪ মেগাওয়াট বিদ্যুৎ আনতেই হবে। এই পরিমান বিদ্যুৎ না আনলে জরিমানা গুনতে হবে বাংলাদেশকে।

#অন্য সোর্স থেকে যে দামে বিদ্যুত কেনে, তার তিন গুণ দাম দিতে হবে আদানিকে!

#এই বিদ্যুৎকেন্দ্রের জন্য যে কয়লা ব্যবহার করা হবে, সেখানে ২৫০ ডলারের কয়লার জন্য বাংলাদেশকে দিতে হবে ৪০০ ডলার হারে!

#গোপন এই চুক্তি বাংলাদেশ পক্ষ থেকে বাতিলও করতে পারবে না। ২৫ বছর পর্যন্ত ঘানি টানতে হবে।

#এখন এটা মোটামুটি পরিষ্কার যে, আদানির সাথে শেখ হাসিনার সরকার বিদ্যুৎ কেনার যে চুক্তিটা করেছে এটা বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি। মানে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ।

#খবরে লেখা হয়েছে, এই ক্ষতিকারক চুক্তিটি ভালো করে না পড়েই বাংলাদেশের কর্মকর্তারা সই করেছিল, অর্থাৎ যে কাগজ দিয়েছে আদানি, সেটাই ভালো করে যাচাই বাছাই না করে সই করে দিয়েছে বাংলাদেশের পিডিবির অফিসাররা! ভারতীয় কংগ্রেস তাই প্রশ্ন করেছে, বাংলাদেশকে ঐ চুক্তি সই করতে মোদি চাপ দিয়েছিল কি না?

যত দিন যাচ্ছে চুক্তির মধ্যে গোপন অনেক গোপন শর্ত বেরিয়ে আসতেছে। অবাক করা একটা বিষয়, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট, যেখানে চাহিদা হচ্ছে সর্বোচ্চ ১২০০০ মেগাওয়াট, সেখানে কেনো আদানি থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে হবে উচ্চ মূল্যে? হিসাবটা কি? ভাগ বাটোয়ারা কি রকম

এই গোপন চুক্তির সাথে জড়িত কারা?
-------------------------------
আদানির সাথে ঐ চুক্তি সই করেছিল পিডিবির সচিব পদে কর্মরত মিনা মাসুদুজ্জামান নামে বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যচের এক উপসচিব, যার বাড়ি গোপালগঞ্জ। সেদিন ঐ চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিল না বিদ্যুৎ মন্ত্রী বা সচিব, কেবল একজন জয়েন্ট সেক্রেটারি উপস্থিত ছিল। কেনো মন্ত্রী সচিব অনুপস্থিত ছিল? ভবিষ্যতের দায় এড়াতেই কি? কিন্তু এভাবে কি দায় এড়ানো যায? ভারতের সাথে এই অসম চুক্তি করার এখতিয়ার কি ছিল ঐ পিডিবি সচিবের? থাকলে কোন্ আইনে- পিডিবি আইনে? নাকি পিপিআর আইনে? এগুলো পরীক্ষা করে দেখতে হবে।

তখন আরও যারা ঐ চুক্তির সাথে জড়িত ছিল তাদের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ডঃ আহমদ কায়কাউস অন্যতম, যিনি পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন।

পিডিবির চেয়ারম্যান ছিলেন খালেদ মাহমুদ, বর্তমানে বারাকা পাওয়ারের স্বাধীন পরিচালক। তিনি এখন ঐ চুক্তির বিষয়ে কোনো কথা বলতে রাজি নন। খালেদ মাহমুদ বলেন, 'আমি এ বিষয়ে কথা বলতে আগ্রহী না। বুঝতেই পারছেন, এখন সময়টা ঝুঁকিপূর্ণ।'

এতে জড়িত ছিল বিদ্যুৎ বিভাগের মন্ত্রী নসরুল হামিদ বিপু, যিনি এখনও চুক্তিতে খারাপ কিছু দেখছেন না।

আরও জড়িত ছিল, জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, যিনি বলছেন চুক্তিটি গোপন, এটি প্রকাশ করা যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, আদানির সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের করা ঐ গোপন চুক্তিটি বাংলাদেশের জনগনের স্বার্থবিরোধী- অর্থাৎ রাষ্ট্রবিরোধী।

24/02/2023

"আমারে সাইজ করতে আসলে আমি মুখ খুলতে বাধ্য হবো। আমি না থাকলে নিজামী-মুজাহিদরে ফাঁসি দেয়া সম্ভব হতো না"- বাণীতে নজীবুল বশর মাইজভান্ডারি

বিষাক্ত পোলট্রি খাদ্যে ঝুঁকিতে জনস্বাস্থ্য। পোলট্রি মুরগিতে রয়েছে প্রচুর প্রোটিন। যা শরীরের জন্য খুব দরকার। কিন্তু সেই প...
23/02/2023

বিষাক্ত পোলট্রি খাদ্যে ঝুঁকিতে জনস্বাস্থ্য। পোলট্রি মুরগিতে রয়েছে প্রচুর প্রোটিন। যা শরীরের জন্য খুব দরকার। কিন্তু সেই পোলট্রি মুরগির খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত বর্জ্য। এতে মুরগির মাংস ও ডিম দুটিই ক্ষতিকর হয়ে ওঠে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ব্রয়লার মুরগির খাবারে ক্ষতিকর চারটি ভারী ধাতু পাওয়া গেছে। এগুলো হলো—নিকেল, ক্রোমিয়াম, সিসা ও আর্সেনিক। এসব ভারী ধাতুর কারণে মানুষের ক্লোন ক্যানসার, পাকস্থলী ক্যানসার ও খাদ্যনালিতে ক্যানসারের মারাত্মক ঝুঁকি রয়েছে। এ ছাড়া কিডনি সমস্যা, ডায়াবেটিস, হাবা-গোবা, ঠোঁট কাটাসহ শরীরের যে কোনো অঙ্গে নানা জটিল রোগ হওয়ার সম্ভাবনা প্রবল।

https://www.prothomalo.com/bangladesh/xpolsct4tg
15/02/2023

https://www.prothomalo.com/bangladesh/xpolsct4tg

নোংরা পরিবেশে মিষ্টি ও মিষ্টিজাতীয় পণ্য তৈরি করা হচ্ছিল সিজল নামের মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায়। ...

লিফট কিনতে ইউরোপ যাচ্ছেন ৯ কর্মকর্তা! ফিনল্যান্ডে থাকবেন ১ সপ্তাহ। মজার বিষয়, যে ভবনের জন্য লিফট কেনা হবে ৯ জনের কেউ ওই...
09/02/2023

লিফট কিনতে ইউরোপ যাচ্ছেন ৯ কর্মকর্তা! ফিনল্যান্ডে থাকবেন ১ সপ্তাহ। মজার বিষয়, যে ভবনের জন্য লিফট কেনা হবে ৯ জনের কেউ ওই প্রকল্পের সঙ্গে যুক্ত নয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Insafer Kontho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insafer Kontho:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share