Wild Icon

Wild Icon আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ! প্রকৃতি আমাকে খুব করে টানে। তাই সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি প্রকৃতির টান
(1)

15/05/2024

Bangladesh is not a rich country, but we have a big heart.
Climate.environment.change Everyone

With Shahin&Aysha Page. – I just got recognized as one of their top fans! 🎉
15/05/2024

With Shahin&Aysha Page. – I just got recognized as one of their top fans! 🎉

23/04/2024
23/04/2024

অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রাম জীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে, মতান্তরে ১৭১০ সালে।[৪] ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রাণী ভবানীর সাথে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।[৫] রাণী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল।

কোথায় কি গাছ লাগাবেন???  গাছ লাগালেই যেসব জায়গায় একই ধরনের গাছ লাগাইতে হবে সেটা আমরা অনেকেই জানিনা!!  চলুন জেনে নেয়া...
21/04/2024

কোথায় কি গাছ লাগাবেন???
গাছ লাগালেই যেসব জায়গায় একই ধরনের গাছ লাগাইতে হবে সেটা আমরা অনেকেই জানিনা!! চলুন জেনে নেয়া যাক কোথায় কি গাছ লাগাতে হয়।

05/04/2024

বিট কর্মকর্তা সাজ্জাদ হত্যার বিচারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন।

02/04/2024

বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল ফরস্টার এর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।


02/04/2024

#ইউসুফ, #সাজ্জাদ হত্যার বিচার চাই।
প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ান হাসান
পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)


#এনভায়রনমেন্ট
িভাগ

Let us not reject redemption! Let us not be darkness!Here's the nine-month old child of the deceased forest beat officer...
02/04/2024

Let us not reject redemption! Let us not be darkness!

Here's the nine-month old child of the deceased forest beat officer Sazzaduzzaman, who succumbed to death when a dump truck run over him in Cox's Bazar.

The child along with a handful number of environment watchers took to the street on Tuesday morning over the alleged 'murder' of the forest sentinel.

The child on mother's lap still unaware of what happened to the father, the child may not ask you any questions right now. But, can you gaze into the child's eyes?

"We will not be satisfied until justice rolls down like waters and righteousness like a mighty stream.” – Martin Luther King Jr

©Zia Chowdhury

মাত্র ৯ মাসের  #কন্যা_সন্তান  পৃথিবীতে রেখে চলে গেলেন তরুণ ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজল।একজন পিতা হত্যার বিচার চায়।  এই ...
02/04/2024

মাত্র ৯ মাসের #কন্যা_সন্তান পৃথিবীতে রেখে চলে গেলেন তরুণ ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজল।
একজন পিতা হত্যার বিচার চায়।
এই পরিবারের #দায়িত্ব বন বিভাগকে নিতে হবে।
িভাগ
Center for Atmospheric Pollution Studies - CAPS
#এনভায়রনমেন্ট Everyone #উস্ফুদস
এর দায় কে নেবে।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
Cradit:

02/04/2024

বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল হোসেনের বিচারের দাবিতে বাংলাদেশ প্রধান বন সংরক্ষক এর বক্তব্য।
Statement of Hon'ble Chief Conservator of Forests demanding the trial of sazzadujjaman Sazal Fr (Beat officer)

https://youtu.be/8mC1jH68Usc?si=_uQ7nVobb4BWdB8cমানুষ হত্যার বিচার চাই।  একজন বাবা হত্যার বিচার চাই।  আল্লাহ যেন এমন মৃত...
01/04/2024

https://youtu.be/8mC1jH68Usc?si=_uQ7nVobb4BWdB8c
মানুষ হত্যার বিচার চাই। একজন বাবা হত্যার বিচার চাই। আল্লাহ যেন এমন মৃত্যু কাউরে না দেয়

to the Official YouTube Channel of DeshTV»» One-Click Subscription Link: https://cutt.ly/DeshTV»» Read more news o...

01/04/2024

আর কত??

06/03/2024

প্লাস্টিকের ব্যবহার কমাই, বাঁচাই পরিবেশ
পরিবেশ বাঁচলে জীব বাঁচবে। আমাদের যেমন বাঁচার অধিকার আছে ঠিক তেমনই প্রাণীদের অধিকার আছে। ইট-কাঠ আর সুরকির বেড়াজালে একটু সবুজের অবসর কি এখন চাইলেই মেলে? সবুজ, নদীর টলটল জল কিংবা বাতাসে প্রশান্তির ছোঁয়া এখন চাইলেই মানুষ পায় না। আর এর কারণ হিসেবে দায়ী কিন্তু আমরা—মানুষ! দিন দিন পরিবেশকে বিপন্ন করে তুলছি। বসবাসের অযোগ্য করে তুলছি প্রাণ-প্রকৃতিকে। যে সবুজের সমারোহে প্রাণ ভরে নিশ্বাস নিয়ে, মাঠে-ঘাটে শীতল পরশ নিয়ে পূর্বতনরা বেঁচে ছিলেন, কৃত্রিমতায় ঠাসা জীবনে পরবর্তী প্রজন্মকে আমরা রেখে যাচ্ছি এক বিপন্ন জলবায়ুর পৃথিবীতে।

03/03/2024

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
এ ঘরটি কপি করতে পারলে বুঝবো আপনার ফোন অনেক দামী

'''''''''''''''বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৪''''''''''''''''''বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল সংরক্ষণের প্রতি গণসচেতনতা বাড়া...
03/03/2024

'''''''''''''''বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৪''''''''''''''''''

বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল সংরক্ষণের প্রতি গণসচেতনতা বাড়াতে প্রতি বছর ৩ মার্চ "বিশ্ব বন্যপ্রাণী দিবস" পালন করা হয়। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের ৬৮ তম সাধারণ অধিবেশনে বন্যপ্রাণী দিবস হিসেবে ৩ মার্চ ঘোষণা করা হয়। ২০১৪ সালে প্রথম এ দিবসটি পালন করা হয। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদগুলির প্রতি গণসচেতনা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য। বাংলাদেশে সরকার বন ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ৫৩টি সংরক্ষিত এলাকা ঘোষনা করেছে। বন্যপ্রাণী সংরক্ষন ও অপরাধ দমনের জন্য বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এবং আইনে অধীন আনেকগুলি বিধিমালা ও নীতিমালা রয়েছে। বন্যপ্রাণী ও মানুষ সহাবস্থান তৈরিতে কাজ করে যাচ্ছে বন অধিদপ্তর। প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে হলে প্রকৃতিতে বন্যপ্রাণীর উপস্থিতি থাকতে হবে।
“World Wildlife Fund (WWF)”-এর রিপোর্ট অনুযায়ী, এখন যে হারে মানুষ প্রকৃতি আর পরিবেশ ধ্বংস করছে তা অতীতের সব রেকর্ডই ভেঙে দিয়েছে। আর এই ধ্বংসের ঘটনা যে অদূর ভবিষ্যতে কমে যাবে, এমন কোনো ইঙ্গিতও নেই আপাতত। বন্যপ্রাণীর বর্তমান চিত্র সম্পর্কে WWF-এর রিপোর্ট জানিয়েছে, বিশ্বব্যাপী স্তন্যপায়ী, পাখি, উভচর, মাছ ও সরীসৃপের ২০ হাজার প্রজাতির ৬৮ শতাংশই হারিয়ে গেছে। সেই বিলুপ্তি সবচেয়ে বেশি হয়েছে ১৯৭০ থেকে ১৯৯০ পর্যন্ত। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়সহ জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশের ১৪ গবেষকের করা এক সমীক্ষায় বলা হয়-সামগ্রিকভাবে বাংলাদেশের বন ধারাবাহিকভাবে সংকুচিত হয়ে আসছে।
IUCN এর সমীক্ষা জানাচ্ছে, মানুষের বিভিন্ন কার্যক্রমে ২০০০ সাল থেকে বিশ্বে ১৯ লাখ মাইল ভূমি হারিয়ে গেছে, যা গোটা ব্রিটেনের ৮ গুণ। ১০ লাখ বন্যপ্রাণী বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রাণী ও উদ্ভিদের এক লাখ প্রজাতির মধ্যে ৩২ হাজার প্রজাতি বিলুপ্তির মুখে পৌঁছে গেছে।
জাতিসংঘের জীববৈচিত্র্য সনদ CBD তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৪.৬১ শতাংশ স্থলভাগ এবং ৫.৪ শতাংশ সামুদ্রিক এলাকা সংরক্ষিত এলাকার আওতায় রয়েছে। CBD আওতায় করা কুনমিং-মন্ট্রিয়ল চুক্তি অনুযায়ী দেশের ১৭ শতাংশ ভূখণ্ড ও ১৩ শতাংশ সাগর এলাকাকে সংরক্ষিত হিসাবে ঘোষণা দিতে হবে। কারণ বেশির ভাগ সংরক্ষিত এলাকার আয়তন খুব ছোট হওয়ায় তা জীববৈচিত্র্য রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না। এ চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের মধ্

আজ ১৪ই ফেব্রুয়ারী সুন্দরবন দিবস। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ...
14/02/2024

আজ ১৪ই ফেব্রুয়ারী সুন্দরবন দিবস।
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন।১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

25/01/2024

পাখি পরিযান বলতে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে দু’টি অঞ্চলের মধ্যে আসা-যাওয়াকেই বোঝায়। জীবজন্তুর ক্ষেত্রে মাইগ্রেশন (ইংরেজি: Migration) এর সঠিক পরিভাষা হচ্ছে সাংবাৎসরিক পরিযান।[১] যেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয়, তাদেরকে পরিযায়ী পাখি বলে। এ পাখিরা প্রায় প্রতিবছর পৃথিবীর কোনো এক বা একাধিক দেশ বা অঞ্চল থেকে বিশ্বের অন্য কোন অঞ্চলে চলে যায় কোনো একটি বিশেষ ঋতুতে। সে ঋতু শেষে সেগুলো আবার ফিরে যায় যেখান থেকে এসেছিল সেখানে। এমন আসা যাওয়া কখনো এক বছরে সীমিত থাকে না। এ ঘটনা ঘটতে থাকে প্রতি বছর এবং কমবেশি একই সময়ে।

19/11/2023

Wining moment of Australia 2023 Cricket world cup.
Everyone

19/11/2023

Congratulations

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."এরা বিকেলে মাঠ ছেড়ে পড়...
30/10/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical !! 👏

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো ।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !' 🙂

08/10/2023
07/10/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Wild Icon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wild Icon:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share