মন্ত্রীরা যেসব মন্ত্রণালয় পেলেন
নতুন সরকারের প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, চলুন জেনে নেই স্টার স্পেশালে
যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া তিন পরাশক্তিকে কীভাবে সামলাবে বাংলাদেশ?
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে ছিল। নির্বাচনের পর দেশটির বিবৃতি দেখে অনেকের মনে সংশয়, যুক্তরাষ্ট্রের স্যাংশন দেওয়ার কি কোনো সম্ভাবনা আছে? জানব আজকের স্টার নিউজপ্লাসে।
চলুন তপতী সাহার কাছ থেকে জেনে নেই ফর্টিফাইড সয়াবিন তেল কেন সাধারণ তেল থেকে স্বাস্থ্যের জন্য বেশি উপকারী।
দ্য ডেইলি ষ্টার ও সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল এর যৌথ আয়োজন 'লিভ হেলদি'।
একদিকে নেতাকর্মীদের বিক্ষোভ, অন্যদিকে জাপা এমপিদের শপথ গ্রহণ
নির্বাচনে ভরাডুবির পর নিজ দল এবং দলের বাইরে নানামুখী চাপের মুখে পড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সকালে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও সন্ধ্যায় নাটকীয় ভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। কেন এই সিদ্ধান্তের পরিবর্তন?
নতুন মন্ত্রিসভায় কারা ডাক পাননি?
সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন মোট ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। তবে সবাইকে অবাক করেছে এই তালিকা থেকে বাদ যাওয়া ৩০ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম। নতুন মন্ত্রিসভায় কারা ডাক পাননি চলুন জেনে নেই।
৭৫ দিন পর তালা ভেঙে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘিরে ৭৫ দিন তালাবদ্ধ থাকার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন দলটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।
নির্বাচন নিয়ে নতুন করে কি বললো জাতিসংঘ? জাপান-কানাডা-অস্ট্রেলিয়া কি বলছে?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর নির্বাচন বয়কটের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে। এই নির্বাচনে সব দল ও অংশীজনদের অংশ না নেওয়ার বিষয়টিকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছে অস্ট্রেলিয়া। এছাড়াও জাতিসংঘ মহাসচিব, জাপান এবং কানাডা তাদের বিবৃতি দিয়েছে।
৯ মামলায় মির্জা ফখরুলের জামিন
পল্টন ও রমনা থানায় দায়ের করা নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই করতে পারি: চুন্নু
আজ বুধবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন চুন্নু। এসময় সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করা এবং দলের নেতাকর্মীদের ক্ষোভের বিষয়ে কথা বলেন তিনি।
শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
যে ৪ কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির। এবার ২৬৫টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১১টিতে জয়লাভ করেছে দলটি।
গত তিন দশকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোর মধ্যে এবারই সর্বনিম্ন আসন পেয়েছে দলটি। নির্বাচনে তাদের এই ভরাডুবির কারণ কী?
আওয়ামী লীগকে সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে।
নির্বাচন শেষ হলো এবার বিএনপি কী করবে?
নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলেও আগামী কয়েকদিন হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যাবে না বিএনপি। আওয়ামী লীগের প্রধান বিরোধী দলটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনসমর্থন আদায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণসহ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে চায়।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চোখে নির্বাচন অবাধ হয়নি, শেখ হাসিনাকে মোদির অভিনন্দন
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।নির্বাচনে সব দল অংশ না নেওয়া ও ভোটের দিন অনিয়মের খবরে উদ্বেগ জানিয়েছে দুই দেশ। এদিকে নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন
Today's Star Lifestyle
From Star Lifestyle
দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা ভাঙচুর, লুটতরাজ এবং অগ্নিসংযোগ
জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারী ফলাফল প্রকাশের পর দেশের কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। রাজশাহী ও জামালপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটতরাজের তথ্য পাওয়া গেছে।
নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই অনুশীলনে ফিরলেন সাকিব
জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে জয়ী হওয়ার পরদিনই সাকিব আল হাসানকে দেখা গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ইনডোরে অনুশীলনে যাওয়ার আগে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের হাতে ছিল ব্যাট।
আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে বাংলাদেশের নির্বাচন
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের খবর। সিএনএন, বিবিসি, রয়টার্সের পাশাপাশি আরও অনেক সংবাদমাধ্যমের খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন।
নির্বাচনে হারলেন যেসব প্রতিমন্ত্রী এবং শক্তিশালী প্রার্থীরা
এবারের সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে কৌশল নিয়েছিলেন, তা এতটা ভালো কাজ করেছে যে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের বেশ কয়েকজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।
১০ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে আ. লীগের সমাবেশ
আজ আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাতের তীব্র বিরোধীতা এবং নির্বাচন বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের পরও এই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সেই সাথে ১০ জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেন তিনি।