Miss you

Miss you لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰهِ
(16)

31/01/2024

- কথা দেওয়ার আগে 🖐

- কথা রাখতে শিখো 🙂🥀

31/01/2024

যে তোমাকে বিশ্বাস করে, তাকে কখনো মিথ্যা বলো না 🌼

31/01/2024

- অনেক মানুষ ভালো নেই 😥

- অথচ মুখে কি স্নিগ্ধ,সুন্দর হাসি!🙃💔

31/01/2024

- মন কে বললাম তাকে ভুলে যেতে..! মন উত্তরে বললো এই কথাটা আগে মন থেকে বলো 🙂💔

28/01/2024

– যাদের অহংকার নেই

তারাই বলি আলহামদুলিল্লাহ্..!!🌸

😊🌸
27/01/2024

😊🌸

27/01/2024

কথা কম বলবেন,,
রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন। ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন, মানুষ কে আপন কম ভাববেন।
যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন...!! 🙂

27/01/2024

কখনো কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করা উচিত না। এক্সাইটেড থাকা উচিত না। আশা করে থাকলে, এক্সাইটেড থাকলেই আপনি কষ্ট পাবেন শিওর। আশায় বাঁচে মানুষ আবার আশাতেই মরে। আশা কম রাখুন, ভালো থাকুন...!🖤

27/01/2024

❐-নিজেকে এতোটাই ব্যাস্ত করে ফেলা উচিত,
যাতে অনুভূতি নিয়ে ভাবার সময়টায় না থাকে...!!🙂😅

26/01/2024

★ শুভ রাত্রি ★

নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিঠি মিঠি
মনে রেখো আমার এই বন্ধুত্বের চিঠি...!!🧚‍♀️🖤✨

26/01/2024

- কিছু মুহূর্তের কথা মনে পড়লে মন ভরে যায়, হয়তো কখনো ফিরে পাওয়া সম্ভব না সেই দিন গুলো কিন্তু সেই দিন গুলো ভোলার নয়..!!🥀✨

26/01/2024

- আমরা মানুষ কে দাম দিতে গিয়ে, নিজের দাম কমিয়ে ফেলি..!!🙃🌸🥀

–আগের তুমি টাকে অনেক Miss করি...!!😅💔
26/01/2024

–আগের তুমি টাকে অনেক Miss করি...!!😅💔

24/01/2024

প্রিয় মানুষ গুলোর কাছে হঠাৎ করেই তুমি কোনো কারণ ছাড়াই একদিন বিরক্তিকর হয়ে যাবে, সস্তা হয়ে যাবে।এরা তোমাকে ইগনোর ও করবে না, আবার নিজে থেকে খোঁজ ও নেবে না। তুমি খোঁজ নেওয়া বন্ধ করে দিলে সেও আর যোগাযোগ রাখবে না। কারন তার কাছে তোমার থেকেও বেটার অপশন আছে।অবশ্য সবাই বেটার অপশন খুঁজে না, কিছু লোক আছে যারা বেটার অপশন পেলে সবাইকে ভুলে যায়।🙂🥀

24/01/2024

এতো তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও...!! 🖤🥀

24/01/2024

একদিন তুমিও কারো ভালো স্ত্রী হবে, আর আমি হব কারো দায়িত্ববান স্বামী। হয়তো আমরা দুজনেই সুন্দর একটা জীবন কাটাবো, কিন্তু কোন এক নির্জন বিকেলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠবো, মানুষটা কি আজও আমায় মনে রেখেছে? নাকি নতুন কাউকে পেয়ে সত্যি আমায় ভুলে গেল।
আমাদের দুষ্টু,মিষ্টি ঝগড়ার কথা, আমাদের অতীত, আমাদের স্মৃতি, এই সবকিছু হঠাৎ হঠাৎ মনে পড়বে, যখনই মনে পড়বে, তখনই নিজের অজান্তে কান্না করে দিব, আবার সবার থেকে লুকিয়ে পিছন ফিরে চোখ মুছে ফেলবো! হয়তো এভাবে মুছতে মুছতে একদিন মন থেকে তোমাকে পুরোপুরি মুছে ফেলবে।
কথাটা কঠিন হলেও, এটাই বাস্তব প্রিয়!😅🤍

24/01/2024

চাকরিটা পেলেই বাড়িতে তোমার কথা বলবো প্রমিস; হাজারো ছেলের শেষ ভরসা..!!🙂🌸

24/01/2024

- পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সিজদাহ। সেখানে মৃ'ত্যু হলে জান্নাত সুনিশ্চিত, সুবহানাল্লাহ...!! 💜🌸

24/01/2024

যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরোনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে..!! 🖤🌸

হুম 🙂🥀
22/01/2024

হুম 🙂🥀

22/01/2024

– আপনাকে নিয়ে অনেক কিছু লিখেছি যেদিন আমার জীবনে আসবেন ওইদিন সব গল্প গুলা শুনবো ❤️🌸

22/01/2024

– তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ কিছুদূর পেরোলেই টের পাই পিছু টান..!! 🖤🌸

22/01/2024

– একটা সুন্দর মন.! হাজারো সুন্দর চেহারা থেকে উত্তম..!! 🖤🌸

" বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে; পৃথিবীর সব সুতা দিয়ে রিপু করলেও তা জোড়া লাগে না" 😅
21/01/2024

" বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে; পৃথিবীর সব সুতা দিয়ে রিপু করলেও তা জোড়া লাগে না" 😅

21/01/2024

কথা না বোঝা মানুষের কাছে ব্যাথা প্রকাশ করা মূল্যহীন 🖤🌸

21/01/2024

মানুষের তাও কোনো একটা দিক ভালো হয়, আমি কোনোদিকেই পারফেক্ট না! চেহারা ভালো না, ব্রেইন ভালো না, কপাল ভালো না! ভালো ক্যারিয়ার নাই, বন্ধু নাই! কিছুই নাই আমার জীবনে!' - 🙂

21/01/2024

কাউকে ঘৃণা করার মতো সময় বা মন মানসিকতা কোনটাই নেই হয়তো খুব ভালোবাসবো, নয়তো চুপচাপ অনেক দূরে সরে যাবো...!🌸🖤

21/01/2024

আল্লাহ আমাকে অনেক অবজার্ভ করার ক্ষমতা দিয়েছে, কিন্তু তা কাউকে বলে বোঝানোর ক্ষমতা দেননি।🙂🖤🥀

শখের প্রিয় মানুষ আছে...?🦋🌸
20/01/2024

শখের প্রিয় মানুষ আছে...?🦋🌸

20/01/2024

আমি প্রতিষ্ঠিত না দেখা পর্যন্ত যেন। সৃষ্টিকর্তা আমার মা বাবাকে বাঁচিয়ে রাখে ❤️🌸
আমিন 🤲

Address


Telephone

+8801311871983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miss you posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share