করোনা আক্রান্ত নববর্ষ ১৪২৭ বঙ্গাব্দ
https://www.youtube.com/channel/UCsQh70r4jdfLFP0Ck6pOvgA
করোনাভাইরাস প্রসঙ্গ ঃ
বাংলা নববর্ষের প্রথম দিনে বাংলাদেশ দেখলো করোনা আক্রান্তের নতুন রেকর্ড। এই সংখ্যা বছরের প্রথম দিনে চার অংকের ঘর পেরুলো। শতক ছাড়িয়ে হাজার ও পেরিয়ে গেলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এক দিনে নতুন শনাক্ত হয়েছেন ২০৯ জন। বাংলাদেশে মোট করোনা শনাক্ত হল ১০১২ জনের। এবং একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে। এদিকে মোট সুস্থ হয়েছেন ৪২ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা মোট সুস্থের সংখ্যার থেকে বেশি।
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯ লক্ষ ৫০ হাজারে। এবং মোট মৃত্যু ছাড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাস বিশ্বের ২১২ টি দেশে সংক্রমিত হয়েছে।
https://youtu.be/gZ86p1LPaSY
করোনাভাইরাস মোকাবেলায় বিল গেট্সের পরামর্শ | 3 Measures Bill Gates Urged To Follow | COVID-19 Update
নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে বিল গেট্সের তিন দফা দাবিই হতে পারে করনাভাইরাস মোকাবেলার মূলমন্ত্র !
টেকজায়েন্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেট্স এরকম একটি মহামারির আশঙ্কা করেছিলেন আজ থেকে বছর পাঁচেক আগে। করোনার মহামারি দেখা দিলে বিল গেট্স করনাভাইরাস প্রতিরোধে এবং অবস্থা দ্রুত পরিবর্তনের স্বার্থে তিনটি দাবি প্রস্তাব করেন।
==========================
বিল গেট্সের প্রস্তাবনা
==========================
প্রথম দফা - 00:45
দ্বিতীয় দফা - 00:56
তৃতীয় দফা- 01:33
পূর্বে ১০টি ভয়াবহ মহামারি - shorturl.at/msuAW
আরও জানতে -- shorturl.at/mnqu9
========================================================================================================================
নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে তিন দফা পরিকল্পনা দিয়েছেন টেকজায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে গত মঙ্গলবার লেখা এক নিবন্ধে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন তিনি। গেটস ওই লেখ