28/07/2022
প্রেস বিজ্ঞপ্তি :
তারিখ: ২৮/০৭/২০২২
★ গণঅধিকার পরিষদ-এর উলিপুর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা★
আগামী ০৬ (ছয়) মাসের জন্য গণঅধিকার পরিষদ-এর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা'র ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহবায়ক হিসেবে মাহমুদুল হাসান নাছিরী ও সদস্য সচিব হিসেবে আবু তানভীর নির্বাচিত হয়েছেন।
ঘোষিত কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহবায়কবৃন্দ: সাহিদুল ইসলাম সাঈদ, মহব্বত আলী মাস্টার, মজিদুল ইসলাম মাস্টার, ফারুক আহমেদ, রাসেদ রাজ, মুসা মিয়া, আনোয়ার হোসেন, আব্দুর রহমান, এরশাদুল হক
যুগ্ম সদস্য সচিববৃন্দ: রহিম কালিয়া প্রামানিক, নিশান খান, আহসান হাবীব বজরা, রওশন আলী সরকার, আমিনুল ইসলাম মাস্টার, আহসান হাবীব বুড়াবুড়ী, এরশাদুল হক মালদার, এনামুল হক, রেজাউল করিম রাসেল
কার্যকরী সদস্যবৃন্দ: সহিদুর রহমান বকুল, ইউনুছ আলী মুন্সী, হাফেজ সিরাজুল ইসলাম, মহব্বত আলী, নুর বানু হক নিপা মেম্বার, উমর ফারুক, মো: মোস্তফা, আনোয়ার মিয়া, বেগম সুফিয়া আলম লাকী, এনামুল হক নুর, আলমগীর হোসেন ধামশ্রেণী, আব্দুর রশীদ, মনিরুল ইসলাম, নিখিল চন্দ্র বর্মণ, মাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম সবুজ, আলমগীর হোসেন বেগমগঞ্জ, এম আর আজম, কুদরত এ এহসান প্রবাসী, ইউনুস আলী, মোস্তাফিজার রহমান, মাহবুব হোসেন জীবন, আশরাফুল ইসলাম বাবু, মঞ্জুরুল ইসলাম বিদেশী, রানা পাটোয়ারী, জাহিদুল ইসলাম প্রবাসী, সাইফুল ইসলাম, ইলিয়াছুর রহমান বিপ্লব, মুকুল প্রামাণিক, মাহিন শিকদার, রাশেদ সরকার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহকারী আহবায়ক অ্যাড. সরকার নুরে এরশাদ সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধন নিতে হলে কমপক্ষে ২২ টি জেলা ও ১০০ টি উপজেলায় সাংগঠনিক কমিটি ও দলীয় কার্যালয় থাকতে হবে। গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ২০ টি জেলা, ১ টি মহানগর ও ৫ টি উপজেলা কমিটি ঘোষণা করেছে।
গণঅধিকার পরিষদ-এর কুড়িগ্রাম জেলার আহ্বায়ক অ্যাড. সাজ্জাদ হোসেন পলাশ বলেন, উলিপুর উপজেলা গণঅধিকার পরিষদ-এর আহবায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমরা কুড়িগ্রাম জেলায় সাংগঠনিক কমিটি ঘোষণার কাজ শুরু করলাম।
জেলা সদস্য সচিব প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, আমরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ-এর রাজনীতি গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দিতে চাই।