☞শৃঙ্খলা দেখেছি আমি পিঁপড়ার
মধ্যে ??
যারা কখনো একজনকে টপকে আরেক
জন সামনে যায় না।
☞আমি একতা দেখেছি কাকের
ভিতরে ??
যারা একজন বিপদে পড়লে ১০০ জন
তৎক্ষণাৎ হাজির হয়।
☞আমি বিশ্বস্ততা দেখেছি কুকুরের
মধ্যে ??
যারা তার প্রভুর জন্য জীবন
দিতে পারে।
☞আমি সচ্ছতা দেখেছি পায়রার
ভিতরে ??
যারা তাদের সরল মনে একজন
অপরিচিত মানুষকে ও অল্প সময়
বিশ্বাস করে।
☞আমি পরিশ্রম দেখেছি ঘোড়ার
মধ্যে
??
যারা তার মালিককে নিয়ে ঘন্টার
পর ঘন্টা ছুটে যায়
কোনো প্রতিবাদ ছাড়াই।
☞তবে আমি হিংসা, ক্রোধ, লোভ
অহংকার দেখেছি -
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের ভিতরে
যারা মানুষের মন নিয়ে খেলা করে।
কিন্তু কেন। ??
�আমার কল্পনার রংতুলিতে,,
সাজানো স্বপ্ন গুলো মরীচিকা,,
হয়ে ঘূড়ে বেড়ায়,,
তাকে ধড়া যায় না, ছোয়াও যায় না,
শুধু দেখে যেতে হয়,,
আমি আবেগহীন পৃথিবীর
এক আবেগী মানব,
✿ আমি আমার মত থাকতে
ভালবাসি।
✿ জীবনের অনেকটা পথ,,
পেরিয়ে এসেছি,,
এতটুকু সময়ের মাঝে
সাফল্যের ঝুড়ি খালিই বলা
যায়।
✿ আমি এক অতি সাধারন মানুষ
যে কিনা ফ্যাশন মডেলের মত সুন্দর
মুখশ্রী ও সুগঠিত শরীরের
অধিকারী নয়৷
✿ আমার একা একা সময়
কাটাতে অনেক ভাল লাগে
তাই সব সময় একাই
থাকি।
✿ আমার প্রতিটা দিনেই
কোন না কোন চিন্তা
ভাবনার মধ্য দিয়ে কাটে l
✿ আমার তখনি অনেক
ভাল লাগে,
যখন আমার দ্বারা কারো
উপকার হয়।
✿ আমার তখনি অনেক
খারাপ লাগে,
যখন আমার দ্বারা কারো
ক্ষতি হয়।
✿ মানুষকে অল্পতেই
বিশ্বাস করি ।
কিন্তু কখনো যদি তার প্রতি
কোন ভুল ধারণা জন্মায় তাহলে
সে ভুলটা মন থেকে সহজে মুছে
ফেলতে পারি না।
✿ আমি রাগ করি অন্যদের
সাথে আর
অভিমান করি নিজের সাথে।
✿ কখনো যদি দেখেন ভুল
কিছু করতে বা
করে ফেলি তাহলে সে
ভুলটার জন্য বাজে
কিছু না বলে আমাকে
বলবেন সে ভুলটা শুদ্ধে নেওয়ার
চেষ্টা করবো।
✿ বড়দেরকে সম্মান ও
ছোটদেরকে
স্নেহ করি।
✿ সদা সত্য কথা বলিবেন। কারণ
মিথ্যা কথা বলা মহা পাপ।
তাই আমারও তা পছন্দ নয়।
তবে নিজেকে বাঁচাতে
এবং অন্যকে সাহায্য করতে
মাঝে মাঝে মিথ্যা বলি।
✿ ব্যবহার খারাপ করে বা উচ্চ স্বরে
কথা বলে কখনো নিজেকে বড়
ভাবা বা মিথ্যাকে সত্যি
করা যায় না।
✿ আমি এমন এক মানুষ
যার মাঝে আকর্ষণীয়তা
বলতে কিছুই নেই। তাই
আমার সঙ্গে কারো ভাল নাও
লাগতে পারে।
✿ সবাই বলে
আমি নাকি বোকা তবে
ভাঁজা মাছটা উলটে
খেতে জানি ।
✿ একটা কথা আছে,
"শুরু ভালো যার "শেষ ভালো তার"।
কিন্তু আমার শুরুটাই
যখন খারাপ তাহলে শেষটাও
খারাপ হবেই ।
✿ আমি সুখ কি এটা জানিনা ।
কিন্তু সুখ বলে যে একটা নাম
আছে সেটা জানি।
✿ আমার কষ্ট ভরা জীবন কাউকে
দেখাতে চাই না বলেই অন্যদের
কাছ থেকে নিজেকে
আড়াল করে রাখি।
✿ আমার কষ্টের সাগরে কাউকে
সঙ্গী করে কষ্টের সামিল
করতে চাই না।
✿ আমি চাই মানুষের মত মানুষ
হতে। তবে জানিনা এই জীবনটাকে
কতটুকু এগিয়ে নিতে পারবো।
✿ আমার ভুবন আমার
মত করে সাজাই। সুতরাং
অতি উচ্চ সাহিত্য
খুঁজলে আপনাকে
হতাশ হতে হবে।
✿ প্রত্যেক মায়ের কাছেই তার
সন্তানটি শ্রেষ্ট থাকে। এবার তার
সন্তানটি যদি কালো,
অভদ্র,অশিক্ষিত ও খারাপেও হয়
তবুও সে তার মায়ের কাছে
শ্রেষ্ঠ সন্তান।
✿ আমার কাছে বন্ধু তো সেই,
যে হাজার কষ্টের মাঝেও
পাশে থাকে ও
তার ভালবাসা দিয়ে আগলে
রাখে। যে কখনো একা
রেখে চলে যায় না।
কিন্তু আফসোস, এই জীবনে
বন্ধুর মত বন্ধু পেলাম না।
সত্যিই তো এই কষ্ট ভরা
জীবনে কেই বা আমার
বন্ধু হতে চাইবে।
✿ আমার কাছে ভালবাসা হলো
সেটাই,"যে শেষ নিশ্বাস পর্যন্ত
বলে যাবে আমি শুধু তোমাকেই
ভালবাসি।"
কারণ রূপ ও অর্থ দিয়ে কখনো
ভালবাসা হয় না, ভালবাসা হয়
একটি পবিত্র ও
সুন্দর মন দিয়ে। যে ভালবাসা
কখনো মরে না, চিরদিন
অমর হয়ে থাকে।
✿ স্বপ্ন পূরণের আশায় প্রতিটি
মানুষের জীবনেই কোনো না
কোনো স্বপ্ন থাকে।
ঠিক তেমনি এক সময়
আমার জীবনেও
অনেক স্বপ্ন ছিল। কিন্তু
বাস্তবতার মুখে আমার
স্বপ্নগুলো পূরণ হবার নয়।
এজন্য এখন আর কোন স্বপ্ন
দেখি না। তাই আজও
স্বপ্ন ছাড়াই বেঁচে আছি।
✿ কষ্ট পাওয়ার জন্যই হয়তো এই
পৃথিবীতে এসেছি। তাই
কষ্টই আমার নিত্যসঙ্গী।