MR Nayan

MR Nayan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MR Nayan, Digital creator, Thakurgaon.
(1)

কবিতা :★হৃদয় রাণী ★                   এম আর নয়ন তিন কবুলের শর্ত মেনে হয়ে চুক্তিবদ্ধ ,তোমাকে দিয়ে দিলাম আমার হৃদয় রাজ্য।এ...
08/05/2024

কবিতা :★হৃদয় রাণী ★
এম আর নয়ন
তিন কবুলের শর্ত মেনে হয়ে চুক্তিবদ্ধ ,
তোমাকে দিয়ে দিলাম আমার হৃদয় রাজ্য।
এই রাজ্যের শাসন কার্যে থাকবে অর্ধাঙ্গিনী,
একমাত্র অধিকারী আমার হৃদয় রাণী।

ইমারতে ইসলামীয়া আইন জারি করে,
ভুলগুলো শুধরে দিও চিরদিনের তরে।
হৃদয় রাজ্যে কভু যদি হয় আন্দোলন,
সাথে সাথেই থামিয়ে দিও সকল আয়োজন।

অনুরোধ হৃদয় রাণী ভুল বুঝো না কভু ,
শাসন কার্যে পরের কথায় কান দিও না শুধু।
নিজের রাজ্য সুরক্ষিত রেখো আজীবন,
সুযোগ বুঝে কেউ না যেন করে আক্রমণ।

চিরসবুজ হৃদয় রাজ্যে শান্তি বজায় রেখো,
কথা দিলাম হৃদয় রাণী পাবে না দুঃখ।
এই রাজ্যে শুধুই হবে তোমার বসবাস ,
হৃদয় রাণী অর্ধাঙ্গিনী রেখো তুমি বিশ্বাস।

সীতাকুণ্ড, চট্টগ্রাম

24/04/2024

নিজের বোনের জন্য তুমি যেমন ছেলে চাও।
অন্যের বোনের জন্যেওতুমি তেমন হয়ে যাও।

11/04/2024

ইয়া রাব্বি ইয়া রাব্বি। নিয়ামতের শুকরিয়া আদায় করার তাওফীক দাও।

প্রিয় মানুষগুলোকে ছেড়ে আরো একটি ঈদে আছি দুরে।সীতাকুণ্ড, চট্টগ্রাম
11/04/2024

প্রিয় মানুষগুলোকে ছেড়ে
আরো একটি ঈদে আছি দুরে।
সীতাকুণ্ড, চট্টগ্রাম

10/04/2024

পৃথিবীর ক্লান্তি লগ্নের এই ঈদ
যেন তাকওয়ায় ভরে দেয় হৃদ,

নিপিড়িত মজলুম জনপদ যেন
স্বাধীন আকাশে গায় মুক্তির গীত।

তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকা।
(ঈদ মোবারক )

কবিতা :★তুমি কী সেই মুসলমান ★               মনসুর রহমান নয়ন      রাসূলের আদর্শ মেনে নিয়ে ,আবু বক্করের মতো ধৈর্য দিয়ে।অথ...
02/03/2024

কবিতা :
★তুমি কী সেই মুসলমান ★
মনসুর রহমান নয়ন

রাসূলের আদর্শ মেনে নিয়ে ,
আবু বক্করের মতো ধৈর্য দিয়ে।
অথবা ওমরের মতো হুমকারে
হও আগুয়ান তুমি হও আগুয়ান।
তুমি কী সেই মুসলমান।।

আলীর মতো হও বিনয়ী
পাষাণ হৃদয়টাকে করতে জয়ী।
ওসমানের মতো হও দানবীর
গড়তে চাও যদি শান্তির নীড়।
খালিদের মতো হও সাহসী
বেলালের মতো হয়ো বিশ্বাসী।
শত আঘাতের পড়েও তুমি
ছেড়ো না ঈমান, ছেড়ো না ঈমান।
তুমি কী সেই মুসলমান।।

বদরের প্রান্তরে পারবে কী দাঁড়াতে
আবু উবায়দার মতো ?
উহুদের প্রান্তরে হামজার মতো করে
বুক যদি ছিরে ফেলে
বাতিলের কাছে তবু হয়ো না নত।
হানজালার মতো রেখে রমণী
পারবে কী যেতে জিহাদের ময়দান।
তুমি কী সেই মুসলমান।।

খাব্বাব খুবায়েব সুমাইয়ার মতো
পারবে কী গড়তে পরিবার ?
বাতিলের আঘাতে ক্ষত বিক্ষত
অমীয় সুধা পান করে শাহাদার।
পারবে কী হতে সাধারণ সৈনিক
একটি আদেশে ছেড়ে পদ সেনাপ্রধান ।
তুমি কী সেই মুসলমান।।

তালহার মতো পারবে কী হতে
তুমিও জীবন্ত শহীদ ?
পারবে কী হতে প্রিয় কবি
ঈমান জাগানো সাবিত।
জাফর যায়েদ আর শহীদ যতো
আব্দুল্লাহ বিন রাওহা 'র মতো
পারবে কী ধরতে দ্বীনের নিশান।
তুমি কী সেই মুসলমান।।

আমার আছো বোন যতো
তোমরা হও মা খাদীজার মতো।
ফাতেমার মতো হও তুমি
মা আয়েশার মতো হও জ্ঞানী।
বিশ্ব চেয়ে দেখবে আবার
নতুন দিনের জাগরণ।
হাতে হাত রেখে চলো এক সাথে
এই তো আমার আহবান।
তুমি কী সেই মুসলমান ।।

ন্যায়ের সৌধে গড়তে সমাজ
গড়ে তোলো মাজ -মুয়াজ।
মাগো তোমার শিশুই হবে মহাবীর ,
আনতে বিজয় একুশ শতাব্দীর।
মুক্তির মিছিলে আসবে কী দলে দলে
জুলুমের করতে অবসান।
তুমি কী সেই মুসলমান।।

01/03/2024

★এক হও মুসলিম★
কথা ও সুরে :মনসুর
এক হও মুসলিম হাতে রাখো হাত
ভাই হয়ে কেনো করো ভাইকে আঘাত।।
এরুপ দেখে ওই বিধর্মীরা,
সুযোগ বুঝে শুধু করে ইশারা।।
আমরা হয়ে যাই উন্মাদ।
এক হও মুসলিম হাতে রাখো হাত,
ভাই হয়ে কেনো করো ভাইকে আঘাত।।

যে কোরআন আমার,সে কোরআন তোমার
যে রাসূল তোমার,সে রাসূল আমার।
কোনো বিদ্বেষী অহংকার
করো তুমি বারে বার
গোলাম তো মোরা একি আল্লাহর।
তবে কেনো এই হাল,বিভেদের বেড়াজাল
ভুলেছি খোদারী হুকুমত।
এক হও মুসলিম হাতে রাখো হাত
ভাই হয়ে কেনো করো ভাইকে আঘাত।।

ভাই ভাই শত্রুতা শেষ নাই
এ যেন ওই কারবালা,
বিভেদের আগুন জ্বলছে দ্বিগুণ
দিন দিন বাড়ছেই অন্তজ্বালা।।
লংঘিত বারে বার
রাসুলের ঘোষণার
আমরা যে একি ইমারত।
এক হও মুসলিম হাতে রাখো হাত
ভাই হয়ে কেনো করো ভাইকে আঘাত।।

এক হও মুসলিম হাতে রাখো হাত
ভাই হয়ে কেনো করো ভাইকে আঘাত।।

28/02/2024

আরেক জন সালাহউদ্দীন আইয়ুবী খুব প্রয়োজন।
এ যুগে ধুলায় লুটাতে
বিভেদ কারী ব্যক্তি পুজারী শয়তানের গর্দান।

20/02/2024

ওরে...ড্রাইভার কিয়া বাদ হে.....

কবিতা ★নেই ভয়★         মনসুর রহমান নয়নকতো জনে দৃঢ় মনেএগিয়ে যায় লক্ষ্য পানে।যত ভয় সংশয়দুপায়ে মারিয়ে লয়।আল্লাহর পথের পথিক ...
06/02/2024

কবিতা
★নেই ভয়★
মনসুর রহমান নয়ন
কতো জনে দৃঢ় মনে
এগিয়ে যায় লক্ষ্য পানে।
যত ভয় সংশয়
দুপায়ে মারিয়ে লয়।

আল্লাহর পথের পথিক যারা
কোনো ভয় করেনা তারা।
যত ব্যথা যাতনা
যত বাঁধাই থাক না।
এপথের পথিকেরা
পিছ পা হবে না।

জালিমের বিরুদ্ধে
আমরণ লড়তে,
সংকল্প করে তারা
সুদৃঢ় চিত্তে।

(রচিতঃসকাল বেলা)

30/01/2024

কবিতা :একাকিত্ব
কথা ও কন্ঠে :মনসুর রহমান নয়ন

আজ থেকে ব্রাক এর সব বয়কট করলাম৷
22/01/2024

আজ থেকে ব্রাক এর সব বয়কট করলাম৷

15/01/2024
07/01/2024

আহা কী নির্বাচন। মার সিল নৌকা উরাধুরা।

হাদিস টি এখন নিজের উপলব্ধি করা জরুরী।
07/01/2024

হাদিস টি এখন নিজের উপলব্ধি করা জরুরী।

03/01/2024

ক্ষমতাশালী লজ্জাহীন।

01/01/2024

২০২৪ সালের কেন্দ্রীয় সদস্য সম্মেলন।

28/12/2023

একি হাল! বাংলা দেখে বলতে পারলো না সাকিব আল হাসান।

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR Nayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share