28/11/2023
শূন্যতার হাত ধরে আমি এমনি হেঁটেছি
চেনা পথে অনেক অনেক দিন,
জানি অভিমানের দেয়াল ডিঙিয়ে
আমাকে তোমার মনে পড়েনি কোনোদিন।
তোমার জানালার কোণ ঘেঁষে একা
একা বিস্ময়ে দাঁড়িয়ে রই নক্ষত্র কিংবা
জানালার কোণ ঘেঁষে দাঁড়িয়ে থাকা
বৃক্ষের মতোই আমি আসলে তোমার
কেউ নই।
তবুও তোমার অভিমান ফুরায় না, তবুও
তোমার অভিযোগের প্রাচীর ভাঙে না।
তোমার অভিমান ফুরাবে যখন, তোমার
অভিযোগের প্রাচীর ভাঙবে যখন, তখন
আর র’বো না আমি। র’বে শুধু
আমার ভালোবাসার সাতকাহন।
জেনে রেখো আশায় আশায় এক চাতক
পাখির ফুরিয়েছে ভালোবাসায় বাঁচার
পিপাসা একবার ভালোবেসে বুঝেছে
যে ভালোবাসায় বাঁচতে চেয়েছিল সে
এই নাকো সেই ভালোবাসা।
😥😥