AHSAN HABIB

AHSAN HABIB Life is a great University

18/12/2023

কিভাবে বিসিএস পড়াশুনা শুরু করবেন?
প্রথমে জেনে নিন বিসিএস সিলেবাস ৷
* বিসিএস মৌলিক তিনটি ধাপ অর্জন
করতে হবে ৷
*প্রিলিমিনারি পরীক্ষা
* রিটেন পরীক্ষা
* ভাইভা পরীক্ষা
প্রথম প্রিলিমিনারি সিলেবাস জেনে
নিন ৷
প্রিলি পরীক্ষা ২০০ মার্ক
* বাংলা ভাষা ও সাহিত্য: ৩৫ মার্ক
* English Language and Literature : ৩৫
মার্ক
* বাংলাদেশ বিষয়াবলী : ৩০ মার্ক
* আন্তর্জাতিক বিষয়াবলী : ২০ মার্ক
* ভূগোল ( বাংলাদেশ ও বিশ্ব ) ,
পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা : ১০ মার্ক
* সাধারন বিজ্ঞান : ১৫ মার্ক
* কম্পিউটার ও তথ্য প্রযুক্তি : ১৫ মার্ক
* গাণিতিক যুক্তি : ১৫ মার্ক
* মানসিক দক্ষতা : ১৫ মার্ক
মোট ২০০ মার্ক প্রিলি সিলেবাস
* রিটেন ৯০০ মার্ক
* শিক্ষা ক্যাডারদের জন্য রিটেন ১১০০
মার্ক
বি: দ্র: প্রিলি পাস করার জন্য নির্দিষ্ট
মার্ক উল্লেখ নেই , প্রশ্নের ধরন
অনুযায়ী পাস করানো হয় , তবে
প্রিলিতে যারা ১২০ পাবে তারা প্রিলি
পাস করবে ৷
প্রিলিতে কোন বিষয় আলাদা আলাদা
পাস করা বাধ্যতামুলক নয় , মোট ১২০
পেলে পাস ৷
* রিটেনে ৯০০ মার্কের মধ্যে ৪৫০ পেলে
পাস , যারা আরো বেশি পাবে তারা
ক্যাডার হবে , আর অন্যগুলো ননক্যাডার
পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
* ভাইভা : ২০০ মার্ক
******************************
************
আসুন জেনে নিন কি কি বই পড়বেন-
* mp3 , প্রফেসরস , ওরাকল যে কোন দুই
সেট বই কিনবেন ৷
* গণিত : শাহীন ম্যাথ , mp3 , প্রফেসরস
ইংলিশ : Applied english grammar ,
English for competitive exams , A
handbook literature, common mistakes
in english
বাংলা : Mp3 , নবম দশম শ্রেণির
বাংলা ব্যাকরন ,প্রফেসরস বাংলা
* কম্পিউটার : প্রফেসরস ও mp3
* বিজ্ঞান : mp3 , প্রফেসরস
* মেন্টাল এবিলিটি : mp3
* প্রশ্ন ব্যাংক : প্রফেসরস
* জব সলুশন : প্রফেসরস
* নতুন বিশ্ব প্রফেসরস
* ওরাকল Vocabulary with mnemonic
* পত্রিকা : প্রথম আলো ও ডেইলি স্টার
গুরুত্বপুর্ণ তথ্য নোট করবেন ৷
অতিরিক্ত পড়বেন :
* লাল নীল দিপাবলী
* রক্তাক্ত প্রান্তর
* কারেন্ট অ্যাফেয়ার্স ও ওয়াল্ড
* বাংলা সাহিত্য ( শমিত্র শেখর )
* রিটেন ও ভাইভার জন্য আরো কিছু বই
পড়তে হবে ৷
সর্বোপুরি আল্লাহর উপর ভরসা রেখে
পড়াশুনা শুরু করেন , দৈনিক ৮ ঘন্টা করে
পড়াশুনা করার চেষ্টা করবেন, বিসিএস
কোচিং করার চেষ্টা করবেন, জীবনে
সফল না হলে পৃথিবীতে কোন মূল্য নেই!
১ টা বছর পড়াশুনার জন্য উৎসর্গ করুন ,
তাহলে আজীবন সুখ ভোগ করতে পারবেন
, নিজেকে পরিবর্তন করার জন্য এখনি
সময় , যখন সময় চলে যাবে তখন আফসোস
করবেন , কেউ তখন মূল্য দিবেনা ,
আজীবন কষ্ট করতে হবে , সময় ও
জলস্রোত কারো জন্য অপেক্ষা করেনা, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি!
(ALONE BOY)

16/12/2023

NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা: নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:

NTRCA - Non-Government Teachers Registration & Certification Authority

Ⓜ️১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)
• মূল বেতনঃ ২২,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=✅

🗣️১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=✅

🗣️প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/= ✅

Ⓜ️২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)
• মূল বেতনঃ ১২,৫০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=✅

🗣️যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে
তার,তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=✅

🗣️নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয় এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

Ⓜ️৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)
• মূল বেতনঃ ৯,৩০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=✅

♐ উপরের ৩ ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

♐ মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

♐ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

♐এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।

♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

13/12/2023

প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে রিট হয়েছে, অপেক্ষায় থাকেন শীঘ্রই সুখবর আসতেছে।
বাতিল চেয়ে সবাই পোস্ট করেন।

13/12/2023

#প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চাই

Address

Pirgonj
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHSAN HABIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Thakurgaon

Show All