হজ্ব নিয়ে নতুন আলোচনা -হজ্বের গুরুত্ব
#islamic
#islam
#islamicquotes
সামান্য পাসওয়ার্ড ছাড়া যদি
Facebook আইডি না খুলে
তাহলে বলেন তো
নামাজ ছাড়া কি ভাবে
জান্নাতের দরজা খুলবে
ভেবে দেখেন তো একবার 
আল্লাহ আমাদের সবাই কে বোঝার
তৌফিক দান করুন 
 আমিন 
#islamic
#islam
দোয়ার আগে নবীজির উপর দরুদ পড়ার ফজিলত-Mufti Arif bin Habib Islamic video
সূরা আল ইখলাস-এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রুকুর সংখ্যা ১টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।
#islamic
#islam
জাবের (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ((ﷺ) বলেছেন, তোমরা রুজী সন্ধানের ব্যাপারে জলদিবাজি করো না। পৃথিবীতে কোন বান্দাই তার ভাগ্যে নির্ধারিত সর্বশেষ রুযী অর্জন না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং রুযী সন্ধানে মধ্যবর্তী পন্থা (সুন্দর ও স্বাভাবিক বৈধ পথ) অবলম্বন কর। হালাল উপায় গ্রহণ কর এবং হারাম উপায় বর্জন কর। [Ibn Majha:2144]
হে নবী! তোমার জন্য ও তোমার অনুসারী বিশ্বাসিগণের জন্য আল্লাহই যথেষ্ট।
সূরা আল আনফাল
পারা ১০
পৃষ্ঠা ১৮৫
আয়াত ৬৪
নিশ্চয় যারা অবিশ্বাস করেছে ও অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে কখনও ক্ষমা করবেন না এবং কোন পথও দেখাবেন না; [১]
সূরা আন নিসা
পারা ৬
পৃষ্ঠা ১০৪
আয়াত ১৬৮
নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব।[১] যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই ওর স্থলে নূতন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে।[২] নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সূরা আন নিসা
পারা ৫
পৃষ্ঠা ৮৭
আয়াত ৫৬
কালের শপথ!
১. অর্থাৎ কালের ইতিহাস সাক্ষ্য দেয়, যারা ঈমান ও সৎকর্ম থেকে বঞ্চিত থাকে, তারা মহা ক্ষতিগ্রস্ত কেননা এ রকম বহু জাতিকে দুনিয়াতেই আসমান আযাবের সম্মুখীন হতে হয়েছে। তাছাড়া প্রত্যেক যুগে আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব ও তাঁর প্রেরিত নবীগণ মানুষকে সতর্ক করেছেন যে, যদি ঈমান ও সৎকর্ম অবলম্বন না করা হয়, তবে আখেরাতের কঠিন শাস্তি মানুষের জন্য অপেক্ষা করছে।
যারা অবিশ্বাস করেছে এবং রসূলের অবাধ্য হয়েছে, তারা সেদিন কামনা করবে যে, যদি তারা মাটির সাথে মিশে যেত! এবং তারা (সেদিন) আল্লাহ হতে কোন কথাই গোপন করতে পারবে না।
সূরা আন নিসা
পারা ৫
পৃষ্ঠা ৮৫
আয়াত ৪২
এবং (আজীবন) যারা মন্দ কাজ করে, তাদের জন্য তওবা নয়, আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, ‘আমি এখন তওবা করছি।’ [১] আর যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়, তাদের জন্যও তওবা নয়। এরাই তো তারা, যাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছি।
সূরা আন নিসা
পারা ৪
পৃষ্ঠা ৮০
আয়াত ১৮
এবং (আজীবন) যারা মন্দ কাজ করে, তাদের জন্য তওবা নয়, আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, ‘আমি এখন তওবা করছি।’ [১] আর যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়, তাদের জন্যও তওবা নয়। এরাই তো তারা, যাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছি।
সূরা আন নিসা
পারা ৪
পৃষ্ঠা ৮০
আয়াত ১৮
এসব আল্লাহর নির্ধারিত সীমা। আর যে আল্লাহ ও রসূলের অনুগত হয়ে চলবে আল্লাহ তাকে বেহেশ্তে স্থান দান করবেন; যার নীচে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে এবং এ মহা সাফল্য।
সূরা আন নিসা
পারা ৪
পৃষ্ঠা ৭৯
আয়াত ১৩
হে লোক সকল! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে, তা থেকে তোমরা আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, [১] নিঃসন্দেহ সে তোমাদের প্রকাশ্য শত্রু
সূরা আল বাকারা
পারা২
পৃষ্ঠা ২৫
আয়াত ১৬৮
#ইসলামেরআলো
#ইসলামিক
#ইসলাম
তোমরা বল, ‘আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মূসা ও ঈসাকে প্রদান করা হয়েছে এবং যা অন্যান্য নবীগণ তাদের প্রতিপালকের নিকট থেকে প্রদত্ত হয়েছে, তাতেও (বিশ্বাস করি)। আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁর কাছে আত্ম-সমর্পণকারী।
সূরা আল বাকারা
পারা১
পৃষ্ঠা ২১
আয়াত ১৩৬
#ইসলামেরআলো
#ইসলামিক
#ইসলাম
আমি যাদেরকে কিতাব (ধর্মগ্রন্থ) দান করেছি [১] তারা যথাযথভাবে তা (ধর্মগ্রন্থ) পাঠ করে থাকে। [২] তারাই তাতে (ধর্মগ্রন্থ) বিশ্বাস করে। আর যারা তা অমান্য করে, তারাই হবে ক্ষতিগ্রস্ত।
সূরা আল বাকারা
পারা১
পৃষ্ঠা ১৯
আয়াত ১২১
#ইসলামেরআলো
#ইসলামিক
#ইসলাম
ইয়াহুদীদের যেহেতু ইসলাম ও নবী করীম (সাঃ)-এর প্রতি হিংসা ও বিদ্বেষ ছিল, তাই তারা মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে রাখার জঘন্য প্রচেষ্টা চালাতো। সুতরাং এখানে মুসলিমদেরকে বলা হচ্ছে যে, তোমরা ধৈর্য ও উপেক্ষার পথ অবলম্বন কর এবং ইসলামের বিধি-বিধান ও ফরয কাজগুলো পালন কর, যার নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে।
#ইসলামেরআলো
#ইসলামিক
#ইসলাম
হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, অবশ্যই তাকে আপনি লাঞ্ছিত করবেন। আর যালিমদের কোনো সাহায্যকারী নেই।
#ইসলামেরআলো
#ইসলামিক
#ইসলাম
পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে (মু’মিন হয়েছে) এবং সৎকাজ করেছে, তারাই হবে জান্নাতের অধিবাসী; তারা সেখানে চিরকাল থাকবে।
সূরা আল বাকারা
পারা১
পৃষ্ঠা ১২
আয়াত ৮২
তোমরা সেই দিনকে ভয় কর, যেদিন কেউ কারোর কোন কাজে আসবে না, কারোও সুপারিশ সবীকৃত হবে না, কারোও নিকট হতে ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং তারা কোন প্রকার সাহায্যও পাবে না।
সূরা আল বাকারা
পারা১
পৃষ্ঠা ৭
আয়াত ৪৮
#ইসলামেরআলো
#ইসলামিক
#ইসলাম