01/04/2024
বিষয়টি খুবই বেদনাদায়ক... ঠাকুরগাঁওয়ের ঘটনা! অসুস্থ মায়ের ওষুধ নিতে যাওয়ার পথে ট্রাফিক পুলিশের খপ্পরে যুবক। কান্নাজড়িত কণ্ঠে কর্মকর্তার পায়ে ধরে মাকে বাঁচানোর আকুতি। তবুও কি রেহাই পেলেন যুবক?
পুলিশ সুপার মহোদয় ঠাকুরগাঁওয়ে যোগদানের পরপরই জেলার চিত্র অনেকটা পাল্টে গেছে। যেখানে অপরাধ-অন্যায় সেখানেই এসপি মহোদয়ের একশন। ঠাকুরগাঁও এসপি অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। জেলাবাসীর নিরাপত্তার স্বার্থে তিনি ২৪ ঘন্টায় কাজ করে যাচ্ছেন।
অন্যায় তিনি প্রশয় দেন না। কিন্তু ব্যাথিত চিত্তে বলতে হয় আজ দুপুরের শহরের কালীবাড়ি মৌড়ে ট্রাফিকের এক কর্মকর্তা যে আচরণ করেছে তা মেনে নেওয়ার মতো না। যত্রতত্র চেকপোষ্টের নামে এই হয়রানী বন্ধ করা উচিৎ। ঠাকুরগাঁওয়ে ট্রাফিক যেভাবে অলি-গলিতে গাড়ি আটক করে হয়রানি করছে যা কামন্য নয়। অবশ্যই আমাদের সুযোগ্য এসপি মহোদয় বিষয়টি নজরে নিবেন।
কপি... Redoan Milon Vai