04/07/2023
প্রিয় দেশবাসী ও গণঅধিকার পরিষদ এর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম!
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থকে সামনে রেখে দেশের একঝাঁক তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টায় গঠন করা হয় আজকের এই গণঅধিকার পরিষদ। সময়ের ব্যবধানে গণঅধিকার পরিষদ আজ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে।
স্বাধীনতার ৫০ বছরে রাজনৈতিক যে প্রতিহিংসা, বিদেশীদের রাজনৈতিক গোলামী, ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে দেশবিরোধী শক্তির সাথেও আপোষ করার যে রাজনৈতিক সংস্কৃতি এদেশে গড়ে উঠেছে; সেই অপ সংস্কৃতি ভেদ করে একটু সুন্দর সহনশীল এবং দেশপ্রেমের ভিত্তিতে সোনার বাংলাদেশ বিনির্মাণেই আমাদের গণঅধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছে। রাজনৈতিক নতুন ধারা নিয়ে আমরা জনগণের সামনে হাজির হয়েছি। নতুন ধারার কথা বলে যদি নিজেদের ভিতরে আমরা পুরাতন সেই কলুষিত ধারায় প্রতিষ্ঠা করতে চায়; তাহলে গণঅধিকার পরিষদ নামক নতুন এই দলটির প্রয়োজনই বা কেন ছিলো?
আমরা কারো তাবেদারী কিংবা গোলামী করার জন্য রাজনীতির মাঠে আসিনি। বরাবরই বলে এসেছি, গণঅধিকার পরিষদ সচ্ছ একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার জন্য রাজনীতির মাঠে এসেছে। সচ্ছ রাজনীতির কথা বলে যদি নিজের ভিতরেই অসচ্ছতা রেখে জোড়াতালি দিয়ে সামনে আগায়, তাহলে এই গণঅধিকার পরিষদ দিয়ে জনগণের মুক্তি তো দূরে থাক কোন মুক্তিই আসবেনা।
গণঅধিকার পরিষদ জনগণের রাজনৈতিক দল, এটার একক কোন মালিকানা নেই। তাই গণঅধিকার পরিষদের সচ্ছতার জবাবদিহিতা চাওয়ার অধিকার প্রতিটি নেতাকর্মীর রয়েছে।
কোন নেতাকর্মী যদি জবাবদিহিতা চায়, আর আমি নেতা হয়ে যদি জবাবদিহিতা করতে অস্বীকৃতি জানাই তাহলে বুঝতে হবে আমি নতুন ধারা নয় আরেকটি আ'লীগ প্রতিষ্ঠা করতে যাচ্ছি।
গণঅধিকার পরিষদের প্রতিটি দেওয়ালে লেগে আছে লাখো তরুণের রক্ত, হাজারো যুবকের পরিশ্রমের টগবগে ঘাম, অসংখ্য মানুষের ভালোবাসা ও দোয়া। তাই তাদের দিকে তাকিয়ে হলেও গণঅধিকার পরিষদ ভুল পথে পরিচালিত হতে পারেনা। সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদে উদ্ভূত যে সংকট, এই সংকট নিয়ে আমি ফারুক হাসান এখনো পাবলিক মিডিয়ায় কিছুই বলিনি শুধুমাত্র দল, দেশ ও জাতির স্বার্থে৷ কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই, আমি মনেকরি আপনাদের এই সংকটের পিছনের কারণগুলো জানা দরকার।
যদিও আমি এতোদিন সর্বোচ্চ চেষ্টা করেছি অভ্যন্তরীণভাবে সমস্যার সমাধান করতে; কিন্তু দুঃখজনক হলেও সত্যি কেউ কথা রাখেনি। যে সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করা যেতো সেটি পরিকল্পিতভাবে পাবলিক মিডিয়ায় এনে গণঅধিকার পরিষদের অপরিসীম ক্ষতিসাধন করা হয়েছে। কে বা কারা এর পিছনে দায়ী তার বিস্তারিত নিয়ে খুব শীঘ্রই সংবাদ সম্মেলনে আসতেছি।
আমি ফারুক হাসান মহান আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় এক চুল পরিমাণ পিছপা হবোনা। এতে যদি পুরো পৃথিবী আমার বিপক্ষে যায় তবুও আফসোস নেই, কারণ আমি বিশ্বাস করি বেলাশেষে সত্যের জয় আসবেই আসবে ইনশাআল্লাহ।।
ধন্যবাদ
আপনাদের ভাই বন্ধু সহযোদ্ধা,
ফারুক হাসান।।