Astha Media আস্থা মিডিয়া

Astha Media আস্থা মিডিয়া Please follow the page
পেইজটি সবাই ফলো করুন। আমাদের এই পেইজটিতে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়।

03/04/2024

ছোট বেলায় বর্ষাকালে ঈদ উল ফিতর হতো, তখন আকাশে মেঘের জন্য চাঁদ দেখা যেত না, তখন রেডিওতে এই গানটি শোনার অপেক্ষায় থাকতাম

“ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”

যদি গানটি বাজতো তাহলে বুজতে পারতাম আগামী কাল ঈদ

01/04/2024
27/03/2024

মনে রাখবেন পৃথিবীর কোন মানুষই আপনার স্বত্তাকে ভালোবাসে না, ভালবাসে আপনার অবস্থানকে। কিন্তু শুধুমাত্র আল্লাহ, আপনাকে ভালোবাসেন, যখন আপনি পাপ করেন তখনও, যখন আপনি পুন্য করেন তখনও।

25/03/2024

আমাদের দেশে সবাই মুসল্লি। মসজিদ মুসল্লিতে ভরপুর। কিন্তু ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই ভংগুর !

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নীচের আসমানে নেমে আসেন এবং বলে...
21/03/2024

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নীচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকো; আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাও; আমি তোমাকে দান করবো। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী; আমি তোমাকে ক্ষমা করে দেব। (মুসলিম- ১২৬৩)

অন্য এক হাদিসে এসেছে, হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে, সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না। আর এটা প্রতিটি রাতেই ঘটে। (মুসলিম, ১২৫৯)

একই স্থানে বাংলার ৬ টি ঋতুর প্রাকৃতিক ছবি।
21/03/2024

একই স্থানে বাংলার ৬ টি ঋতুর প্রাকৃতিক ছবি।

21/03/2024

বছরের বারোটি মাস যেন (নবি) ইয়াকুব (আ.)-এর বারো জন পুত্রের মত । তাদের মধ্যে ইউসুফ (আ.) যেমন তাঁর পিতার নিকট সর্বাধিক প্রিয় ছিলেন, তেমনি রমজান মাস অন্য এগারো মাসের চেয়ে আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তা‘আলা যেভাবে এক ভাই (ইউসুফ আ.)-এর দো‘আয় এগারো জন (ভাই)-কে ক্ষমা করেছিলেন, ঠিক সেভাবে রমজান মাসের আমাদের এবাদত ও দোয়ার ফলে বাকি এগারো মাসের পাপগুলো তিনি ক্ষমা করে দিতে পারেন ।

15/02/2024

টাকা-পয়সা, ধন-সম্পদ কিংবা
ক্ষমতা নয়, মাঝেমধ্যে সামান্য একটু মানসিক সাপোর্টের অভাবেও মানুষ ভীষণ ভাবে হাহাকার করে ওঠে!

14/02/2024

সেদিন রাত বারোটায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশে
‘টাকা’ ওড়াচ্ছিলে; বরং পোড়াচ্ছিলে, ঠিক তখন হয়তো
তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোনো বনী আদম
একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল!
তোমার ওড়ানো ফানুস দেখে ফুটপাতের অসহায় মাকে
ক্ষুধাকাতর শিশু জিজ্ঞেস করেছে, আকাশে কিসের আগুন, মা?
তুমি স্বাধীন মানুষ। আনন্দ-উল্লাস করতেই পারো। তাই বলে
কোনো অর্জন বা যৌক্তিক উপলক্ষ ছাড়াই আকাশে ‘টাকা’
পোড়াবে? নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয়,
তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো
বছরের বিদায়ে কেঁদেছো? আমাকে উত্তর দিতে হবে না। একটু
নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখো প্লিজ।
জীবন একটাই। সেটাকে হেঁয়ালিপনায় নষ্ট না করে এসো
সুন্দরের পথে, কল্যাণের পথে। রবের কাছে একদিন দাঁড়িয়ে
হিসেব দিতে হবে জীবনের প্রতিটি ছোটবড় কাজের জীবন
এতো মূল্যহীন বস্তু নয় যে, জীবনের মূল্যবান মুহূর্তগুলো
তুচ্ছাতিতুচ্ছ বরং অনর্থক কাজে নষ্ট করবে!

14/02/2024

চেনা-অচেনা, সারাদেশের সকল এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলে-মেয়েদের জন্য রইল দোয়া ও শুভ কামনা। মহান আল্লাহ তাদের মেধায় বরকত দান করুন।

13/02/2024

আলহামদুলিল্লাহ

13/02/2024

হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান-নাসির'

12/02/2024

❝ যে ইলম তোমাকে তোমার থেকে পৃথক করে মহান প্রভুর নিকট স্থাপন করে না, সে ইলম শেখার চেয়ে অজ্ঞ থাকা শতগুনে ভালো।❞
দুনিয়ার কেউই আপনার নয়। এখানে সব হিসেব নিকেশের সম্পর্ক। আপনাকে বোঝার কেউ নেই। আপনার মানবীয় দূর্ববলতা ও ভুলভ্রান্তিকে পাশ কাটিয়ে কাছে নেয়ার কেউ নেই।
একমাত্র পরম বন্ধু ও সম্পর্ক স্থাপনের হকদার হলেন আল্লাহ তায়ালা। জানিনা হায়াত কার কতদিন! তবে এই হায়াত থাকতেই মহান রব কে চিনতে না পারা, তাঁর সাথে এক নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক করতে না পারাটা সবচে বড় ব্যর্থতা।

10/02/2024

রাত যত গভীর হয়, রাস্তা তত নির্জন হয়। দুনিয়ার রাস্তাও, মনের রাস্তাও। দুনিয়াতে হয় খু *ন -রাহাজানি আর মনের মাঝে জায়গা করে নেয় শয়তান, গোপন গুনাহে লিপ্ত হয় মানুষ।
দুনিয়ার রাস্তার ক্ষতি থেকে আশ্রয়ের জন্য মানুষ নীড়ে ফেরে, মনের রাস্তার ক্ষতি থেকে আশ্রয়ের জন্য মানুষের কোথায় ফেরা উচিত?- আল্লাহর কাছে।
আল্লাহ বলেন, '(বলো! আশ্রয় চাই) রাতের অন্ধকার থেকে, যখন তা চারপাশে ছেয়ে যায়)।

06/02/2024

প্রতিটি জীবনেই মানুষ হাজারো শূন্যতার সাথে বেঁচে থাকে,
প্রতিটি মানুষের জীবন হাজারো ভুলের সমাহারে ঘেরা,
আমরা কেউ তার বাইরে নই,
অথচ দাম্ভিকতার সঙ্গে নিজেকে জাহির করে চলেছি সবাই
বিবেক তো এখন হাটে বাজার বিক্রি হয়,
কোথাও১০০ টাকায় বিক্রি হয়, কোথাও লক্ষ কোটি টাকায়,
ঠিক সেখানে দাঁড়িয়ে মানুষ হবার, মানুষ সাজার একটা অভিনয়ের প্রতিযোগিতা চলছে, সমাজটাকে বদলাতে চায় সবাই, কিন্তু নিজেকে বদলানোর কোন চেষ্টাই করা হয় না,হাজারো অসংগতির সঙ্গে নিজের পরিবার ডুবে আছে, আমরা সে বিষয়ে কেউ খেয়াল রাখি না, নিজেই বদলাতে পারি না,অথচ সবাই পরিবর্তন চাই,
ভালো মানুষ চাই, সবাই ভালো থাকতে চাই,
নিজেই মহা অপরাধী হয়ে, অন্য মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি।
তাই বেশিরভাগ মানুষ, মানুষ রূপে জন্ম নিয়েও, অমানুষ হয়েই জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দেই।

06/02/2024

যতদিন জীবন আছে অন্তত ভালো দ্বীনদার হবার নিয়তের আশাটুকু নিয়ে বাঁচুন।

– I just got recognized as one of their top fans! 🎉 jobstestbd.com With
05/02/2024

– I just got recognized as one of their top fans! 🎉 jobstestbd.com With

04/02/2024

আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি।
(সূরা ইউসুফ, আয়াত ৮৬)
হতাশা ও দুঃখ-বেদনায় মুষড়ে পড়া ব্যক্তিদের জন্য এই আয়াতে কারিমা বিশাল এক মানসিক শক্তি হিসেবে কাজ করে।

04/02/2024

‘‘ইয়া- হাইয়্যু, ইয়া কইয়ূমু বিরহমতিকা আস্‌তাগীস’’

সুবহানাল্লাহ
02/02/2024

সুবহানাল্লাহ

28/01/2024

বলুন তো আপন দেহের আপন, আপন অঙ্গের চাইতে আপন আর কে হতে পারে? যে হাতে সুন্দর ঘড়ি পড়েছেন, শোভা বর্ধনের জন্য আংকটিও!! এ পদযুগলকে ঠান্ডা-শীত-ধূলো-বালি হতে রক্ষা করার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য দেশ বিদেশের নাম করা সব ব্রান্ডের জুতো পড়েন। পা দুটো না থাকলেই আপনি পঙ্গু।
শরীরের আরো গুরুত্বপূর্ণ অঙ্গ জিহ্বা। এই জিহ্বার আহ্লাদ মিটানোর জন্য, স্বাদের প্রতি সম্মান দেখিয়ে ব্রয়লার মুরগী খাই না, চাষের মাছ ভালো লাগে না, স্যুপ থাই/চাইনিজ খাই, দেশীর মুরগীর ডিম চাই। শত কষ্টের মাঝেও এই যে জিহ্বার নানান আবদার পূরণ করেই চলেছি, সে কিন্তু নেমক হারাম। বিশ্বাস করেন এ দুই চক্ষু নেমক হারাম। কত হাসি আনন্দের নাটক সিনেমা দেখায়েছি এই চক্ষুকে, হাজার মাইল পাড়ি দিয়ে পর্যটন স্পটে ভ্রমণ করেছি নয়নাভিরাম দৃশ্য দেখিয়ে চক্ষুকে শীতল করতে। নেমক হারাম বেঈমান হবে এই চক্ষুও!! ভাবা যায় কি?
এবার একে একে আসুন আপনার প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরো সন্তানাদি, স্বীয় মাতা পিতার কথা বলি। তারাও অস্বীকার করবে আপনার কষ্টার্জিত সমস্ত অবৈধ সম্পদ ও ধন দৌলতের কথা, যাদের মুখের দিকে তাকিয়, যাদের সুখের কথা ভেবে ইচ্ছায় অনিচ্ছায় কিংবা প্ররোচনায় দু’হাতে কামিয়েছেন অঢেল সম্পদ। ভাই-বোন-বন্ধু-আত্বীয় পরিজন কেউ এর দায় নিবে কিনা আপনার মনকে জিজ্ঞেস করুন।
বলছিলাম যখন আপনি আমি পকেট বিহীন পোষাকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে মাটির বিছানায় শায়িত হবো সেদিনের কথা। অবশ্য পোষাকে পকেট থাকলেও লাভ নেই। পকেট ভর্তি করে দিয়ে দিলেও লাভ নেই!! ঐখানকার ইমিগ্রেশনে যারা থাকবেন তাদের কোন কিছুতেই চাহিদা নেই।

এই দু’হাত সাক্ষ্য দিবে, এই দু’পা সাক্ষ্য দিবে, এই জিহ্বা, চোখ আর কান যখন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এর চাইতে অসহায় পরিস্থিতি আর কি-ই বা হতে পারে?? ফেরত এসে যার যার মাল ফিরিয়ে দেবার রাস্তাও যে বন্ধ!!
একবার ভাবুন তো আপনার প্রিয়তমা স্ত্রী যে কিনা আপনার সবচাইতে বেশী আপন, ২০/৩০/৪০ বছর ধরে একই ছাদের নিচে একই বিছানার উপর ঘুমোচ্ছেন যদি আজ ডিভোর্স হয়ে যায় তো কাল তার জন্য আপনি পর-পুরুষ হয়ে যাচ্ছেন। কি ঠুনকো এক বন্ধনে আবদ্ধ থেকে কত ভয়ংকর পরিস্থিতির পরিবেশ সৃষ্টি করে চলেছি আমরা!!
চোখ বলবে আমাকে দিয়ে মন্দ / পাপের বস্তু দেখিয়েছে, পা বলবে চোখের কথা সত্য, আমার উপর ভর করে হেটে গিয়েছে, কান বলবে আমাকে দিয়ে শ্রবণ করিয়েছে, হাত বলবে আমাকে দিয়ে টাকা দিয়েছে, জিহ্বা বলবে আমাকে দিয়ে স্বাদও নিয়েছে, দাঁত বলবে আমাকে দিয়ে চর্বণ করিয়েছে! কি ভয়ানক অসহায় পরিস্থিতি হবে সেদিন!! বলছিলাম শেষ বিচারের দিনের কথা।
যে স্ত্রীর গলার সৌন্দর্য বৃদ্ধির জন্য, হাতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অলংকারে সুশোভিত করেছেন তার প্যারাপেরিতে বা তার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার অজ্ঞতায় সে স্ত্রী কিন্তু পাশে থাকবে না!! কার জন্য কি করছেন? করছি?

পৃথিবীতে মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কো...
25/01/2024

পৃথিবীতে মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে সিদরাতুলমুনতাহা।িএটি হচ্ছে সৃষ্টি ও শ্রষ্ঠার মধ্যে একটি মধ্যবর্তী স্থান।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
ইয়া আল্লাহ! তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

13/01/2024

# হায় রে জীবন!

03/01/2024

আমাদের প্রায় প্রত্যেকের ফ্রেন্ডলিস্টেই এরকম অনেককেই আমরা পাবো, যাদের সাথে কোন ধরনের কোন যোগাযোগই নেই। কিন্তু একসময় কোন এক পরিচয়ের সুত্র ধরেই তো তারা লিস্টে এসেছিলেন। কোন একসময় হয়তো রেগুলার যোগোযোগও হত। অথচ এখন কেবলই একটি নাম হিসেবে তারা রয়ে গিয়েছেন।

সম্পর্কের এসব জোয়ার ভাটা আমাদের এটাই শিখিয়ে দিয়ে যায়, আমার আপনার মৃত্যুর পরও এভাবেই একসময় সবাই আমাদেরকে ভুলে যাবে। একটি নাম ছাড়া আর কিছুই হয়তো অবশিষ্ট থাকবে না।

আপনি আমি আমাদের আশেপাশের মানুষদের নিয়ে হয়তো চিন্তা করি, তারা আমাকে ছাড়া কিভাবে থাকবে? কিন্তু বিশ্বাস করুন, তাদের এটা ভাবার সময়ও একসময় হবে না, আপনি তাদের ছাড়া কেমন আছেন?

কার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া উচিত? কার ভালবাসা পাওয়ার জন্য লালায়িত হওয়া উচিত? সৃষ্টির না স্রষ্টার?

উত্তর আপনার নিজের কাছেই......

03/01/2024

সর্বশেষ কবে এমন নামাজ পড়েছেন, যখন দুনিয়ার কোনো চিন্তাই আপনার মনে উঁকি দেয়নি?

সর্বশেষ কবে আপনার এমন ইচ্ছে হয়েছে, রুকু থেকে মাথা না তুলি? রুকূতে আরেকটু সময় থাকি?

সর্বশেষ কবে ইয়াকানা'নুবুদুর তিলাওয়াতে হারিয়ে গেছেন? ফাতিহা পড়ে কেঁদেছেন?

যদি মনে করতে না পারেন, তাহলে নিজের দ্বীনদারি নিয়ে প্রশ্ন তুলুন। দ্বীনের তো অনেক কাজ করলেন। কিন্তু আদৌ কি আপনার উন্নতি হয়েছে?

18/12/2023

জগতের সবচেয়ে সুন্দর স্থাপনা—নিজের পাপসাগরের ওপর নির্মিত তাওবা-ইস্তেগফার ও আনুগত্যের সেতু।

Address

Thakurgaon
Thakurgaon

Telephone

+8801726897711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astha Media আস্থা মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astha Media আস্থা মিডিয়া:

Videos

Share

Category


Other Video Creators in Thakurgaon

Show All

You may also like