14/12/2025
হয়তো আর কোনোদিন আগের মতন স্বাভাবিক হবে না 'হাদি' ভাই। সে বাঁচুক বা না বাঁচুক, তার জীবনের পার্মানেন্ট ড্যা/মে''জ হয়ে গেছে। এই অবস্থা পরিবারের জন্য কতটা কষ্টকর কল্পনা করতে পারেন? আমরা বলতেই পারি হাদী হবে।
কিন্তু বাস্তবে হাদী কোটিতে একজন জন্মায়। চাইলেই হওয়া যায় না। এগুলো স্রষ্টার উপহার। দ্বিতীয়টা চাইলেই পাওয়া যায় না। জনগণ তাকে ভুলে দিতে পেরেছিল।
গোপনে তার জন্য টাকা দিতে চেয়েছিল। সে নিজের জন্য রাখতো না টাকা। টানাটানি করে সংসার চালাতো। আজ আমরা যে যার মত ভালো আছি, এই দেশের মানুষের জন্য চরম ত্যা/গ করে গেল সে ও আর তার পরিবার।😰
— মোহাম্মদীন পাটোয়ারী