গল্পসংকলন ডায়েরি

গল্পসংকলন ডায়েরি Entertainment,funny,story for this page.
(3)

হয়তো আর কোনোদিন আগের মতন স্বাভাবিক  হবে না 'হাদি' ভাই। সে বাঁচুক বা না বাঁচুক, তার জীবনের পার্মানেন্ট ড্যা/মে''জ হয়ে গেছ...
14/12/2025

হয়তো আর কোনোদিন আগের মতন স্বাভাবিক হবে না 'হাদি' ভাই। সে বাঁচুক বা না বাঁচুক, তার জীবনের পার্মানেন্ট ড্যা/মে''জ হয়ে গেছে। এই অবস্থা পরিবারের জন্য কতটা কষ্টকর কল্পনা করতে পারেন? আমরা বলতেই পারি হাদী হবে।

কিন্তু বাস্তবে হাদী কোটিতে একজন জন্মায়। চাইলেই হওয়া যায় না। এগুলো স্রষ্টার উপহার। দ্বিতীয়টা চাইলেই পাওয়া যায় না। জনগণ তাকে ভুলে দিতে পেরেছিল।

গোপনে তার জন্য টাকা দিতে চেয়েছিল। সে নিজের জন্য রাখতো না টাকা। টানাটানি করে সংসার চালাতো। আজ আমরা যে যার মত ভালো আছি, এই দেশের মানুষের জন্য চরম ত্যা/গ করে গেল সে ও আর তার পরিবার।😰

— মোহাম্মদীন পাটোয়ারী

okk
14/12/2025

okk

29/11/2025

Good afternoon

আমেরিকাতে একটি বিস্কুট ফ্যাক্টরিতে ভুলে খালি প্যাকেট প্যাক হয়ে গিয়েছিল।ফ্যাক্টরির মালিকরা ভাবল, এই ভুল যেন আর দ্বিতীয়...
29/11/2025

আমেরিকাতে একটি বিস্কুট ফ্যাক্টরিতে ভুলে খালি প্যাকেট প্যাক হয়ে গিয়েছিল।

ফ্যাক্টরির মালিকরা ভাবল, এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, তাই তারা ৪৫ হাজার ডলার খরচ করে এক্স- রে মেশিন কিনলো।

যাতে করে সব প্যাকেট চেক করা যায়।

বাংলাদেশেও এক বিস্কুট ফ্যাক্টরিতে সেই একই প্রবলেম হলো। বাংলাদেশের ফ্যাক্টরির মালিকরা কিছুক্ষণ ভাবলো। পরে একটা ফ্যান চালিয়ে দিল, যাতে করে খালি প্যাকেট নিজে নিজেই উড়ে যায়।

এটাই হলো বাংলাদেশের মানুষের ট্যালেন্ট।

টাকা না থাকলে কি হবে?

বুদ্ধিটা কিন্তু সেরা, তা সে যেই বুদ্ধি হোক।।।

04/11/2025

হ্যাঁ / না ,,কোনটা আপনি???

হলের ওয়াইফাই দিয়ে ফিল্ম নামানোর চেষ্টা করেছিলাম। সময় লাগবে মাত্র ৫২ বছর ২১ সপ্তাহ।
24/10/2025

হলের ওয়াইফাই দিয়ে ফিল্ম নামানোর চেষ্টা করেছিলাম। সময় লাগবে মাত্র ৫২ বছর ২১ সপ্তাহ।

৬ বাটির সেটের লোভে আম্মু ৬টা চা পাতির প্যাকেট নিয়ে আসছে।🙂💔
17/10/2025

৬ বাটির সেটের লোভে আম্মু ৬টা চা পাতির প্যাকেট নিয়ে আসছে।🙂💔

16/10/2025

৩ টা ছাত্রীকে প্রাইভেট পড়াইতাম,
৩ টাই ফেইল করছে

২ মাসের বেতন বাকি ছিল ঐটা কিভাবে আনতে যাব পরামর্শ চাই......??

গণভোট চলছে
16/10/2025

গণভোট চলছে

15/10/2025
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই ছাত্রদল কর্মীর দ্ব ন্দ্বে র জেরে দফায় দফায় সং ঘ র্ষে অন্তত সাতজন আ হ ত হয়েছ...
13/10/2025

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই ছাত্রদল কর্মীর দ্ব ন্দ্বে র জেরে দফায় দফায় সং ঘ র্ষে অন্তত সাতজন আ হ ত হয়েছেন। এসময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) দিনগত গভীর রাত পর্যন্ত পৌরশহরে সং ঘ র্ষে র এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কলেজছাত্রীকে নিয়ে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে সং ঘ র্ষে র ঘটনা ঘটে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লা ঞ্ছি ত হন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

#ঠাকুরগাঁও

Address

Thakurgaon Sadar
Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when গল্পসংকলন ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category