প্রিয়

প্রিয় ꧁༺࿐💞একজন পুরুষের সখের, নারী হতে পারা ভাগ্যের ব্যাপার💞 ࿐༻꧂

28/08/2024
আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি😎আমরা বিশেষ কিছু ছিলাম না,তবে আমরা ভাগ্যবান ছিলাম🤦যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামা...
30/03/2024

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি😎
আমরা বিশেষ কিছু ছিলাম না,
তবে আমরা ভাগ্যবান ছিলাম🤦
যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম ,আমার হাত নাই🤞
একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো✍️
আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম😎
আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤦
দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে, সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম🤦
রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে😞
কারেন্টের সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি
অবস্থানে আনার চেষ্টা করতাম😴
স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে
দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃ক্লাসে কলম কলম খেলা, খাতায়
ক্রিকেট খেলা, চোর-ডাকাত🕵️
-বাবু-পুলিশ
খেলতাম।🧑‍🏭

অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা
দিতাম আর ও কত কি.
এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🧑‍🦱
, হাওয়াই মিঠাই খেতে না
পারলে মনটাই খারাপ হয়ে যেত😭
হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম😞
স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখবো, সিসিমপুর দেখবো।🕵️
শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে 😎এবং সন্ধার পর আলিফ লায়লা ,সিন্দবাদ, রবিনহুড, ম্যাকাইভার দেখার জন্য পুরো
সপ্তাহ অপেক্ষা করতাম😴
ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম😎
পেটের ভিতর গাছ হবে কিনা
মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম😁
কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম ।
যাতে সে আর লম্বা হতে না পারে🧑‍🏭
বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, ১এ ঋতু, না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😭
ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই😎
এতো মজা লাগতো যা বলার বাইরে।
নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়,,😎 ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়।
ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল 😎
তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো, ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি,😭😭

আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো, নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??

এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি পি

25/03/2024

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন।

একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন। এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __

"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে, যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)
হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ!❤️

Love
16/02/2024

Love

16/02/2024

I love you Abbu

ছাত্রীকে পড়াতে গিয়েছিলাম। পাশের রুম থেকে ছাত্রীর গলা ভেসে আসছিলো- "খিঁচ মেরে ফটো, তোর বাপে চালায় অটো..." বাকীটা আর শুনতে...
11/02/2024

ছাত্রীকে পড়াতে গিয়েছিলাম। পাশের রুম থেকে ছাত্রীর গলা ভেসে আসছিলো- "খিঁচ মেরে ফটো, তোর বাপে চালায় অটো..."

বাকীটা আর শুনতে পেলাম না।
কিছুক্ষণ পর ছাত্রী বেশ নিরীহ মুখ করে সামনে এসে বসলো। বললাম-
"বিন্তি, কিছুক্ষণ আগে যেই গানটা গাইছিলে, সেটা গাও তো?"

-"না মিস, ভুলেও না। আপনি মারবেন।"

-"আমি মারবো যে তেমন গান গাওয়ার কি প্রয়োজন? শেখায় কে এসব?"

-"নতুন স্কুলের মেয়ে গুলো খুব মজার মজার গান গায়, মিস। কিছু গান পঁচাও । শুনলে আপনি বকা দিবেন।"

-"আচ্ছা, দেবো না। যেটা বলেছিলাম সেটা শোনাও।"

-"খিঁচ মেরে ফটো, তোর বাপে চালায় অটো, তোর মায়ে চালায় গাড়ি, তোর বাঁকা ত্যাড়া বাড়ি, তোর ভাইয়ে চালায় হুন্ডা, তোর চৌদ্দ গুষ্টি গুন্ডা।"

একনাগাড়ে বলে গেলো, আর আমি তাজ্জব হয়ে বসে রইলাম। কিছুতেই হাসিটা পুরোপুরি লুকোতে পারছিলাম না। তাই কিছুটা প্রশ্রয় পেয়ে গেলো।

- "মিস আরেকটা শুনবেন??"

-"এই চুপ! এসব গান আর শুনলে দেবো মার!"

"আচ্ছা মিস, আর গাইবো না তো। শুধু আজকে গাই, প্লিজ?"

উত্তরের অপেক্ষা না করেই শুরু করে দিলো -
"মুরগি করকরায়, করকরায়, আন্ডা পাড়ে না। আন্ডা না পাড়িলে মুরগির দাম বাড়ে না...."

(ছাত্রী তৃতীয় শ্রেণীতে পড়ে)

01/02/2024

বাসায় যখন গোস্ত রান্না হয়,
সাথে আলু দেওয়া হয়।
আচ্ছা,আলু গুলো কেন দেওয়া হয় ?

আগে ভাবতাম তরকারির স্বাদ বৃদ্ধির জন্য।
কিন্তু পরবর্তীতে মায়ের কাছ থেকে এবং স্ত্রীর কাছ থেকে জানতে পারলাম,
শুধু তরকারি স্বাদের জন্য নয়,
বরং গোস্তের তরকারি বৃদ্ধির জন্যও আলু দেওয়া হয়।
যাতে সকলে যেন একটু একটু করে খেতে পারে।

বাবা হওয়ার আগে যখন আলু দিয়ে গোস্ত রান্না হতো,তখন আমি বেছে বেছে গোস্ত গুলো নিতাম।
আর আলু গুলো অন্যদের জন্য রেখে দিতাম।

কিন্তু বাবা হওয়ার পর যখন বুঝতে পারলাম,আমার সন্তানরা গোস্ত বেশি পছন্দ করে এবং আলু গুলো রেখে গোস্ত গুলো বেশি বেশি নেয় !
তখন থেকেই আমি গোস্ত নেওয়া কমিয়ে দিয়ে আলু গুলো নেওয়া শুরু করলাম।

এখন সন্তানরা জিজ্ঞেস করে,
বাবা গোস্ত নেও না কেন ?
তখন বলি,আমার গোস্তের চেয়ে আলু গুলোই বেশি পছন্দ !
তোমরা গোস্ত নাও।

পিতা পুত্রের এই লুকোচুরি খেলা সেই আদিকাল থেকেই হয়ে আসছে।
আমার পিতাও আমার সাথে একই আচরণ করেছিলেন।
সেদিন ভেবেছিলাম,
তার নিকট হয়তো আলু গুলোই বেশি পছন্দ।
কিন্তু আজ বুঝতে পারছি,
আমার নিকট যে কারণে আলুগুলো পছন্দ,তার নিকটও সেই একই কারণে সেটা পছন্দ ছিল !

বাবা মাকে অনেক বেশি ভালোবাসুন। তাদেরকে কখনও অবজ্ঞা কিংবা অবহেলা করবেন না।

( রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা )

27/01/2024

🌹মানুষ কখনো কোন কিছুতে 🌹
🍂🍂 ব্যর্থ হয় না!!🌾🌾
🌹হয় জিতবে🍁🍁না হয়😶😶
🌹🌹পরিস্তি তাকে !!!!!🌹🌹
🌹(@শিক্ষায় প্রতিদিন @)🌹
🌹 💔🙁🌹
HIGH LIGHTHIGH LIGHT

27/01/2024

আয়াতুল কুরসী

اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم

উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজিম 🌸👇

[ পড়া শেষে আলহামদুলিল্লাহ ] 🖤🥀

23/01/2024

পর্দা করেন হাত মোজা পা মোজা পরেন কিন্তু হায় গায়রে মাহরাম মেনে চলেন না। দুর্ভোগ তাদের জন্য। এভাবে পর্দা করার পর ও হাশরের ময়দানে যদি দেখেন এত করে পর্দা মেনটেইন করে চলার পরও পর্দার কোনো সওয়াব আপনার আমল নামায় নাই কেমন লাগবে সেদিন?

পর্দা করার পর ও যদি নিম্নোক্ত কাজগুলো করেন আপনার পর্দার কোনো মূল্য নেই বোন।

১) পর্দা করেন কিন্তু গায়রে মাহরাম না মেনে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, খালু এদের সাথে বসে গল্প করেন। আপনার পর্দা কেটে গেলো।

২) পর্দা করেন কিন্তু মেসেঞ্জারের নন মাহরামে ভর্তি। তাদের সাথে দিনের পর দিন চ্যাট করছেন, আপনার পর্দা কেটে গেলো।
আপনি বলবেন প্রয়োজনে কথা বলেন, এটা শয়তানের ফাঁদ। আমার অন্তত মনে হয় না একজন গায়রে মাহরামের সাথে আপনার প্রয়োজনীয়তা থাকতে পারে।

৩) পর্দা করেন কিন্তু ছেলেদের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন হাসি ঠাট্টা করেন, আপনার পর্দা কেটে গেলো।
আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, “(হে নবি পত্নীগণ) তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে পরপুুরুষদের সাথে কোমল কন্ঠে কথা বলো না। এতে করে যার অন্তরে ব্যাধি রয়েছে, সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে।”
(সূরা আহযাব,আয়াত: ৩২)।
আয়াতটা সকল মুমিন নারীর ক্ষেত্রে প্রযোজ্য।

৪) বাসায় নন মাহরাম আসলে তাদের সামনে বেপর্দায় দিব্বি ঘুরে বেড়ান, আপনার পর্দা কেটে গেলো।

৫) নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে পারেন না। একটা সুন্দর ছেলে দেখলে তার দিকে তাকিয়ে থাকেন। আর বলেন ক্রাশ খাইছি (নাউজুবিল্লাহ মিন যালিক), আপনার পর্দা কেটে গেলো।
আল্লাহ বলেন, “(হে রাসুল) আপনি বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হিফাযত করে।”
(সূরা নূর, আয়াত: ৩০)

৬) পর্দা করে ফেইসবুকেে ছবি দেন, অযথা এদিকে সেদিক ঘুরে বেড়ান। আপনার পর্দা কেটে গেলো। নিজেকে অযথা প্রদর্শন করে কি বুঝাতে চান? আপনি পর্দা করেন এটা? নাকি আপনি পর্দা নিয়ে মশকরা করেন এটা দেখাতে চান?
আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, “(হে নারীগণ) তোমরা তোমাদের ঘরের (বাড়ির চতুর্সীমানার) ভেতর অবস্থান কর এবং বাইরে বের হয়োনা। জাহিলী যুগের মেয়েদের মতে নিজেরদের প্রদর্শন করে বেরিয়ো না।”
(সূরা আহযাব,আয়াত: ৩৩)

৭) পর্দা করে বাহিরে বের হওয়ার আগে চিন্তা করেন আপনাকে সুন্দর লাগতেছে কিনা। পর্দা কেটে গেলো। পর্দা কেন করেছেন সুন্দর দেখার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য?

আল্লাহ মাপ করুন।আমিন

15/01/2024

নতুন কারিকুলাম আবার ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে!
২০২৪ ব্যাচ থেকে PSC ও JSC পরিক্ষা
নেওয়ার চূড়ান্ত ঘোষণা।❤️

06/12/2023

.>🌺💚𝐭𝐡𝐢𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐥𝐢𝐧𝐞!ᵉ-🌺💚
︵🌸🥀
খুজতে হলে ভালো মনের মানুষ খুজো༎ 🥰🥳
❥┈সব কিছু 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁 খুজতে গেলে ভালোবাসাটাই পাবে না……🥀
★🫠

24/11/2023
মনে পড়ে হারানো দিন গুলার কথা 🤩🤩🤩
22/11/2023

মনে পড়ে হারানো দিন গুলার কথা 🤩🤩🤩

একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনেই দুজনকে সমান গুরুত্ব দেয়, একে অপরকে সম্মান করে, ভালোবাসে আর সম্পর্কটার প্রতি যত্নশ...
22/11/2023

একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনেই দুজনকে সমান গুরুত্ব দেয়, একে অপরকে সম্মান করে, ভালোবাসে আর সম্পর্কটার প্রতি যত্নশীল হয়!🩷


❤️শীত চলে এসেছে। চলোনা দুজন মিলে একটা ট্যুর দিয়ে আসি।🩷    @
22/11/2023

❤️শীত চলে এসেছে। চলোনা দুজন মিলে একটা ট্যুর দিয়ে আসি।🩷



@

Address

Love
Thakurgaon
ANOTHER

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয়:

Videos

Share