Dawah Deen Islam

Dawah Deen Islam It's a page of dawah.. here u can find Islamic posts, pics, etc
(1)

আসসালামু আলাইকুম সাহায্যের জন্য পোস্ট করেছি। আমার বাবা খুবই অসুস্থ। ডায়বেটিস এর জন্য পায়ের ক্ষত থেকে পায়ের ৩ টা আংগুল কে...
08/12/2023

আসসালামু আলাইকুম
সাহায্যের জন্য পোস্ট করেছি। আমার বাবা খুবই অসুস্থ। ডায়বেটিস এর জন্য পায়ের ক্ষত থেকে পায়ের ৩ টা আংগুল কেটে ফেলতে হয়েছে। খুবই খারাপ অবস্থা পায়ের। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন।

সকল প্রমান দেওয়া যাবে।

কাটাছেঁড়া ব্লার করে দেওয়া হলো যেনো রেস্ট্রিকশন না দেয় ফেসবুক। আসল ছবি ইনবক্সে দেওয়া যাবে।

বিকাশ: +8801996094541

24/11/2023

❝আমরা খুব কমই আল্লাহ্ কে স্মরণ করি এবং খুব কমই কুরআন খুলে দেখি। এবং তারপর আমরা আশ্চর্য হই কেন আমরা সুখী নই❞

~ ড. বিলাল ফিলিপস

23/11/2023

হযরত ওমর (রাঃ) বলেন, "শীতকাল ইবাদতকারীদের জন্য গনিমত স্বরুপ। দীর্ঘরাত নামাজের জন্য, ছোট্টদিন রোযার জন্য এবং শান্ত পরিবেশ কুরআন তিলাওয়াতের জন্য
©

 #সদাকা_প্রজেক্ট_আপডেটআংকেল এর আরেকটা আংগুলে পচন ধরায় কেটে ফেলা হয়েছে 💔এক বোনের আব্বা অসুস্থ! আল্লাহ সহায় হউন।বোনেরা আমা...
16/11/2023

#সদাকা_প্রজেক্ট_আপডেট

আংকেল এর আরেকটা আংগুলে পচন ধরায় কেটে ফেলা হয়েছে 💔

এক বোনের আব্বা অসুস্থ! আল্লাহ সহায় হউন।

বোনেরা আমার বাবা খুব অসুস্থ। বাবার ডায়বেটিস অনেক। শুরু থেকে তেমন চিকিৎসা করে নাই। পায়ে মাস খানেক আগে পেরেক ঢুকছিল তখনো ঔষধ খায় নাই আস্তে আস্তে পায়ে পচন ধরতে শুরু করে। এই ছবিটা পা পছনের প্রথম অবস্থা। আপাতত দুইটা আংগুল কেটে ফেলে দিছে। ৮-৯ দিনের উপরে ঢাকা মেডিকেল ভর্তি ছিল। বাড়িতে গেছে কয়েকদিন আগে কিন্তু শুকাচ্ছেনা পরে ডাক্তার দেখানোর পর বলতেছে বারডেম হাসপাতাল এ নিতে কিন্তু অইখানের খরচ বহন করা আমাদের সাধ্যে নেই। যদি আপনারা পরিচিত কিছু মানুষ থেকে কিছু ফান্ডিং করে দিতেন অনেক উপকার হতো।বারডেম এ অনেক খরচ, আত্মীয়রা কেউই আগাচ্ছেনা। আংগুল অলরেডি দুইটা কেটে ফেলছে। পিক তোলা নেই। আরোও নাকি কাটতে হবে।

বিকাশ নাম্বার - +8801736934812

14/11/2023

কায়িক শ্রমেই শুধু নয়, মাঝে মাঝে মুখোশ-পরা মানুষ দেখতে দেখতেও ক্লান্ত লাগে।

© আরিফ আজাদ

 #সদাকা_প্রজেক্টএক বোনের আব্বা অসুস্থ! আল্লাহ সহায় হউন।বোনেরা আমার বাবা খুব অসুস্থ। বাবার ডায়বেটিস অনেক। শুরু থেকে তেমন ...
13/11/2023

#সদাকা_প্রজেক্ট

এক বোনের আব্বা অসুস্থ! আল্লাহ সহায় হউন।

বোনেরা আমার বাবা খুব অসুস্থ। বাবার ডায়বেটিস অনেক। শুরু থেকে তেমন চিকিৎসা করে নাই। পায়ে মাস খানেক আগে পেরেক ঢুকছিল তখনো ঔষধ খায় নাই আস্তে আস্তে পায়ে পচন ধরতে শুরু করে। এই ছবিটা পা পছনের প্রথম অবস্থা। আপাতত দুইটা আংগুল কেটে ফেলে দিছে। ৮-৯ দিনের উপরে ঢাকা মেডিকেল ভর্তি ছিল। বাড়িতে গেছে কয়েকদিন আগে কিন্তু শুকাচ্ছেনা পরে ডাক্তার দেখানোর পর বলতেছে বারডেম হাসপাতাল এ নিতে কিন্তু অইখানের খরচ বহন করা আমাদের সাধ্যে নেই। যদি আপনারা পরিচিত কিছু মানুষ থেকে কিছু ফান্ডিং করে দিতেন অনেক উপকার হতো।বারডেম এ অনেক খরচ, আত্মীয়রা কেউই আগাচ্ছেনা। আংগুল অলরেডি দুইটা কেটে ফেলছে। পিক তোলা নেই। আরোও নাকি কাটতে হবে।

বিকাশ নাম্বার - +8801736934812

13/11/2023

আমাদের বাড়িঘরের ৫টি স্থানে শয়তান অনেক সময় ‘বসত’ গাড়ে। এসব স্থান সম্পর্কে সতর্ক থাকা জরুরী। ঘরে ঘরে নানাবিধ সমস্যা এবং বিশেষ করে ঘরে ছোট সন্তান থাকলে তাদের উপর ক্ষতিকর প্রভাব দূর করতে সতর্ক থাকা আরো জরুরী।

১) দীর্ঘদিন যাবত যে বিছানায় কেউ শোয়নি।
শয়তান এমন বিছানা দখল করে বসে। নবীজি (ﷺ) বলেছেন, পুরুষের জন্য একখানা চাদর, তার স্ত্রীর জন্য একখানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য। আর চতুর্থটি শয়তানের জন্য (মুসলিমঃ ২০৮৪)।

▪️বাসীরাহঃ এজন্য অব্যবহৃত বিছানা ভাঁজ করে রাখা নিরাপদ। ভাঁজ না করতে পারলে নিয়মিত বিছানা ঝাড়া উচিত। অথবা আয়াতুল কুরসি ও রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেয়া পানি ছিটানো উচিত। দুই বা তিনদিন পরপরই এমনটি করা উচিত।(লম্বা সময়ের জন্য বাড়ি বন্ধ রেখে সফরে গেলে উপরের চাদর ভাঁজ করে বা গুটিয়ে রেখে যাওয়া উচিৎ)

২) হাম্মাম (বাথরুম)।
এটা সবার জানা আছে। হাম্মামে সবচেয়ে দুষ্ট আর খবিস প্রকৃতির শয়তানরাই থাকে। জ্বিন শয়তানও থাকে। এজন্য হাম্মামে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরী। নবীজি (ﷺ) বলেছেন, এসব পায়খানার স্থান হচ্ছে (জ্বিন ও শয়তানের) উপস্থিতির স্থান। সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এ দোয়া পড়েঃ
‎أعوذُ باللهِ مِن الخُبُثِ والخبائثِ
অর্থাৎ- আমি নাপাক নর-নারী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই (আবু দাউদঃ ০২)।

▪️বাসীরাহ: বের হওয়ার পরে "গুফরানাক" পড়ুন। যাদের এটাষ্ট বাথরুম তারা সদা দরজা বন্ধ রাখার অভ্যাস করুন। সন্ধ্যার আগে টয়লেটের ছোট জানালা পারলে বন্ধ করুন। প্রয়োজনে সন্ধ্যার পরে আবার খুলুন।

৩) দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা অব্যবহৃত, অধোয়া জামাকাপড়।
আলমারি ওয়ার্ড্রবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পোশাকাশাকও এই ঝুঁকির আওতামুক্ত নয়। নবীজি (ﷺ) বলেছেন, তোমাদের জামাকাপড় ভাঁজ করে রাখো। কারণ, এসব জামাকাপড়ের কাছে দুষ্টজ্বিনেরা ফিরে ফিরে আসে। আর শয়তান ভাঁজ করা জামাকাপড় পড়েনা। মেলে দেয়া পোশাক পেলে পড়ে। (সিলসিলাহ যয়ীফাঃ ২৮০১)।

▪️বসীরাহঃ আমরা অনেকেই জামাকাপড় ঝুলিয়ে রাখি। হাতের নাগালে রেখে, যখন ইচ্ছা পরার সুবিধার্থে আমরা সাধারণত জামাকাপড় লটকে রাখি। দীর্ঘ সময় ব্যাপি ঝুলে থাকা কাপড় পড়ার সময় যে কোনো ক্ষতি-অনিষ্ট থেকে বাঁচতে হলে, এসব পোশাকে কুরআন পড়া /ফাতিহা পড়া পানি ছিটিয়ে দেয়া নিরাপদ। মাঝেমধ্যে আলমারি, ওয়ার্ড্রব খুলে জামাকাপড়ে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিতে পারি। পোশাক পরিধানের দূয়া আমাদের জন্য নিরাপত্তা কবচ। মাগরিবের আগেই বাহিরে মেলে দেয়া কাপড় শুকিয়ে গেলে উঠিয়ে নেয়া উত্তম।

৪) প্রাণী বা মানুষের মূর্তি ও পুতুল।
এসব পুতুল-মূর্তি ঘরে থাকলে, ঘরে রহমতের ফেরেশতা প্রবেশের জন্য বাধা স্বরুপ। ফেরেশতার আগমন বন্ধ হয়ে যাওয়ার কারণে, এসব পুতুল-মূর্তির আড়ালে শয়তান (দুষ্ট জ্বিন) আশ্রয় গ্রহণ করে। নবীজি (ﷺ) বলেছেন, যে ঘরে কুকুর ও মূর্তি-ভাস্কর্য থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না (মুসলিমঃ ২১০৬)।

▪️বসীরাহঃ আরেক বর্ণনায় আছে, ঘরে অংকিত বা লটকানো ‘ছবি’ থাকলেও ফেরেশতা প্রবেশ করে না। বাথরুমের শ্যাম্পু, টুথপেষ্ট এর গায়ে বিজ্ঞাপনের মডেলের ছবি মুছে ফেলা, দেয়ালের ক্যালেন্ডারে কি আছে খেয়াল করা জরুরী।

৫) আগুন জ্বালানোর স্থান।
উনুন-চুলা।এসব স্থান জ্বিন-শয়তানের খুবই প্রিয় জায়গা। কারণ তারা আগুনেরই সৃষ্টি। এজন্য যখনই আগুনের কাছে যাবো, রান্নাবান্নার কাজে চুলার কাছে যাবো, মুখে মনে আল্লাহর যিকির করার অভ্যেস গড়ে তুলব। ইন শা আল্লাহ।

▪️বাসীরাহ: চুলা জালাবার পূর্বে বিসমিল্লাহ বলা এবং মাঝে মাঝে সূরা ফাতিহা লবন মিশ্রিত পানিতে ফুঁকে ঘর-দোর মোছা উত্তম অভ্যাস।

নাউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম। ইয়া আল্লাহ, আমাদেরকে ও আমাদের সন্তান-সন্ততিকে জ্বিন-শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমীন।

মূল লিখা- শায়েখ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ।
ইষ্যত পরিমার্জিত ও সম্পাদিত- সাইফুল্লাহ।
Abdul Hi Muhammad Saifullah

নির্জনরাত..! গাঢ় অন্ধকার…! চার দিকে কুয়াশা।ঝি,ঝি পোকারা ডাকছে ঝিঝি করে। রাতের এই অন্ধকারে আপনি পড়ে আছেন বাশঁ বাগানের কোন...
12/11/2023

নির্জনরাত..! গাঢ় অন্ধকার…! চার দিকে কুয়াশা।
ঝি,ঝি পোকারা ডাকছে ঝিঝি করে। রাতের এই অন্ধকারে আপনি পড়ে আছেন বাশঁ বাগানের কোন এককোণে।
সবে কিছুদিন হলো আপনাকে কবর দেওয়া হয়েছে। কাঁচা বাশের বেড়া! কবরের উপর কয়েকটি খেজুর গাছের পাতাও দিয়ে রেখেছে ।

নির্জন এই অন্ধকার কবরে শুয়ে আছেন আপনি,
নিস্তব্দ কবরটিতে টু মাত্র শব্দ নেই। নেই ভাঝ ভাঙ্গা আওয়াজ। এভাবেই একাকী পড়ে থাকবেন যুগের পর যুগ ধরে।
হয়তোবা কেউ ক্ষণিকের জন্য মোনাজাতে স্মরণ করবে।

কেউ কি আছে এই মৃত্যুকে অস্বিকার করে.? এমনকি মৃত্যুর এ মহড়া থেকে রেহায় পেয়ে যাবে.?
কে আছে যে মৃত্যুর এই বাস্তব বিধানকে এড়িয়ে যাবে.?

হায় মৃত্যু তবুও ভুলে যাই আমরা।
চিরন্তন বাস্তব বিধানকে যেন অস্বীকার করি।
মৃত্যু থেকে গাফেল আমরা। কিন্তু মৃত্যু আমাদের থেকে গাফেল নয়। আমরা মৃত্যুকে ভুলে যাই মৃত্যু আমাদের প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে।

আফসোস!

সেই কবর!
সেই নির্জনতা।
সেই একাকি।
তবুও গাফেল আমি, তবুও গাফেল আমি।----

◼ প্রভু ______‌
◼ আমায় হেদায়েত দাও
◼ অতঃপর কবরের যাত্রী বানাও।
©

12/11/2023
12/11/2023

"হ্যাঁ! আমরা Uncultured!!"বোন, শুনছেন! হ্যাঁ,আপনাকেই বলছি!বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে যদি গলায় পেঁচানো আর কাঁধের পাশে ঝু...
12/11/2023

"হ্যাঁ! আমরা Uncultured!!"

বোন, শুনছেন! হ্যাঁ,আপনাকেই বলছি!

বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে যদি গলায় পেঁচানো আর কাঁধের পাশে ঝুলিয়ে রাখার নাম culture হয়, তাহলে আমরা uncultured.

যদি নিজের মূল্যবান সৌন্দর্য্য পরপুরুষের সামনে প্রদর্শনের নাম culture হয়, তাহলে আমরা uncultured.

Just Friend এর নামে পরপুরষের সাথে মাখামাখি যদি culture হয়, তবে আমরা uncultured.

অশ্লীল বাক্যালাপে আমরা ছেলেদের সাথে chatting করতে পারি না, তাই আমরা uncultured.

পার্কে নন-মাহরাম ছেলের হাতে হাত রেখে ঘুরতে যাওয়া আমাদের কল্পনাতীত-- আর তাই আমরা uncultured.

টপস আর জিন্স পরে মাথায় হিজাবের নামে ওড়না পেঁচিয়ে পর্দার বিকৃতি করতে জানিনা বলেই হয়তো, আমরা uncultured.

আমরা নিষ্প্রয়োজনে ঘরের বাইরে বেরই না, চাকরি করতে গিয়ে লাঞ্চনা, গঞ্জনার শিকার হতে চাই না, নিজের ঘরে রাণীর মতো থাকতে চাই--- বলেই হয়তো আমরা uncultured.

আমরা সমানাধিকার চাই না, বরং ইসলামের দেওয়া অধিকারটুকু আদায়ে বদ্ধপরিকর! - তাই আমরা uncultured.

ফেসবুকে নিজেদের ছবি দিয়ে পরপুরুষের সামনে প্রতিনিয়ত প্রদর্শিত হয়ে জাহান্নামে যেতে চাই না বলেই আমরা uncultured.

আল্লাহর কি অশেষ রহমত দেখুন! দিনশেষে এই uncultured আমরাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই বলে,

হে রাব্বুল আলামীন! তোমার কতই না দয়া, কতই না রহমত, তুমি আমাদের এইসব তথাকথিত অশ্লীল culture থেকে হেফাজত করেছো।

আর আমাদের ঐসব বোনদেরও তুমি হেদায়েত দাও, যাতে তারা শয়তানের শৃঙ্খল থেকে বেরিয়ে একটা সুন্দর, পবিত্র এবং আনন্দময় জীবন উপভোগ করতে পারে।

আল্লাহ আমাদের সকল মুসলিম বোনদের হেফাজত করুক। আমাদের বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিক।
আমিন।
©

11/11/2023

গাজার এক শিশু এক ভিডিওতে বলতেছে,

গাজার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে পৃথিবী থেকে,
কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়নি পৃথিবীর প্রতিপালকের থেকে।

ইমান

02/11/2023

৫০ বছরের গবেষণায় চারটি বাক্য উদ্ধার!

আরব বিশ্বের জনপ্রিয় ইসলামিক স্কলার, ড. শায়খ আইদ আল কারনি তাঁর এক বক্তব্যে বলেন, আমাকে যদি ৫০ বছরের অভিজ্ঞতালব্ধ উপদেশ করতে বলা হয় তাহলে আমি চারটি বাক্য বলব...

আরো ৫০ বছর পর আবারো যদি আমার কাছে উপদেশ চাওয়া হয় তাহলে আমি এই চারটি বাক্যই বলব...

বাক্য চারটি হল...
১. লা তাহযান
২. লা তাখাফ
৩. লা তাগদাব
৪. লা তাসখাত
''''''''''''''''''''''''''''''''''''''''''''''
অর্থগত ব্যাখ্যাঃ

১. লা তাহযান..,অতীত নিয়ে কখনো হতাশ হবেন না.., অতীতকে দাফন করে ফেলতে হবে চিরতরে..,ডিলেট করে ফেলতে হবে মেমোরি থেকে...

২. লা তাখাফ..,ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না.., তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর.., তাওয়াক্কুল করে নিতে হবে আরো সুদৃঢ়, আরো মজবুত...

৩. লা তাগদাব.., জীবনে চলার পথে বিভিন্ন সময় আপনাকে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে, কখনো রাগ করবেন না...

৪. লা তাসখাত..,আল্লাহর কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেননা কখনো..,মাথা পেতে সন্তুষ্টিচিত্তে আল্লাহর ফয়সালা মেনে নেয়ার মধ্যেই রয়েছে সফলতা...

-Prof. Mohammad Omar Faruq sir

02/11/2023

"পরিবারের সবাই উপার্জন করে, এরপরও ব্যয় মেটে না। অনেকে বলে, হুজুর, পরিবারের সবাই উপার্জন করে, কিন্তু তবু সংসার চলে না। বুঝেই আসে না কিছু।
এর কারণ হলো, রিযিকে বরকত নেই। প্রতিদিন ডাক্তারের নিকট দৌড়াতেই হয়। কখনো এ অসুস্থ, কখনো ও অসুস্থ। পরিবারের কেউ না কেউ অসুস্থ আছেই আছে।
প্রিয় বন্ধুরা আমার, রাসূলের মিম্বারের ওপর বসে বলছি, আমি যুবক বয়সী এক জেনারেল ম্যানেজারকে দেখেছি। তার মাসিক বেতন সত্তর হাজার টাকা। সে তার অবস্থা বলতে গিয়ে কেঁদে ফেলে। বলল, হুজুর, কী করব? যা বেতন পাই তা দিয়ে সংসার চলে না।
আমি ঐ যুবককে বললাম, তুমি কাঁদছ না, তোমাকে কাঁদানো হচ্ছে। তোমার সংসার না চলার কারণ হলো তোমার সম্পদে বরকত নেই। তোমার মাসিক বেতন সত্তর হাজার টাকা। কিন্তু আল্লাহ তা'আলা তোমার প্রয়োজন সত্তর হাজারের চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছেন। তুমি যদি তাকওয়া অবলম্বন না কর, তবে শত চেষ্টা সত্ত্বেও তোমার প্রয়োজন পূরণ হবে না। তোমার সংসারে স্বচ্ছলতা আসবে না। মনে রাখবে-
চুম্বক যেমন লোহা টানে, ঠিক তাকওয়াও রিযিক টানে।
আর আল্লাহ তা'আলা যখন রিযিকে বরকত দান করেন। তখন কোনো প্রয়োজনই আর অপূর্ণ থাকে না। এরপর আয় দুই হাজার টাকা হলেও সব প্রয়োজন পূরণ হয়ে যায়। সবচেয়ে বড় কথা অন্তরে আল্লাহ তা'আলা প্রশান্তিও দান করেন"
~ শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী [হাফি.]

02/11/2023

⭕ যে ব্যক্তি এই দোআ সকালে ও বিকালে ১০০ বার করে পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি উৎকৃষ্ট কিছু নিয়ে আর কেউ উঠবে না। সে ব্যতীত যে এর সমান ও এর চেয়ে অধিকবার পড়বে।

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

♦ অর্থঃ আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

♦ উচ্চারনঃ সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী

[মুসলিম ৪/২০৭১, নং ২৬৯২।] 💞

ছোটবেলায় বুঝতাম না মানুষ কিভাবে নামাজের বিছানায় কাঁদে! তারপর যখন আস্তে আস্তে বড় হতে শুরু করি তখন বুঝতে পারি যখন মানু...
02/11/2023

ছোটবেলায় বুঝতাম না মানুষ কিভাবে নামাজের বিছানায় কাঁদে! তারপর যখন আস্তে আস্তে বড় হতে শুরু করি তখন বুঝতে পারি যখন মানুষের হৃদয় টা ভারী হয়ে যায়, কারো কাছে নিজের মনের খারাপ লাগাগুলি শেয়ার করেও শান্তি পায়না, আপন মানুষগুলির অচেনা রুপ সামনে চলে আসে, নিজের কষ্টগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য দিশেহারা হয়ে নামাজের সেজদায় লুটে পড়ে তখন চোখের পানি নিজে থেকেই চলে আসে।♥️

©️

01/11/2023

আমাদের একটু ক্ষুধা-পিপাসা লাগলে অস্থির হয়ে যাই। মনে হয় যেন রূহ বের হয়ে যাচ্ছে।
আমার কেন যেন মনে হয় তারা অস্থির হয় না, তারা খাবারের অপেক্ষাও করে না, তারা জানে তারা চোখের পলকেই আল্লাহর কাছে চলে যেতে পারে, তারা সেখানে আল্লাহর মেহমান হয়ে জান্নাতের ঝর্নার পানি খাবে, শারাবান তাহুরা খাবে, গাছেরা এসে এসে তাদের এমন সুস্বাদু ফল খাওয়াবে যার স্বাদ আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। আল্লাহ তাদের ভালবাসেন, ভালবাসেন বলেই তাদেরকে দুনিয়ার সর্বোচ্চ পরিক্ষায় রেখেছেন, ভালবাসেন বলেই নিজ হাতে আদরের বাচ্চাদের নরম নিথর দেহ দাফন করাচ্ছেন, ভালবাসেন বলেই আল্লাহর জন্য তাদের জান কুরবান করার তাউফিক দিচ্ছেন।

হতভাগা আমরা, যাদের জন্য জান্নাত অর্জন করা এতটা কঠিন। এই দুনিয়ার বিলাশিতায় ডুবে থেকে জান্নাতের স্বপ্ন দেখি ...

আল্লাহ তাদের সাহায্য করছেন, আল্লাহ তাদের বিজয় দিবেন খুব শীঘ্রই।

01/11/2023

আমি একটা সময় নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতাম।একটা অদ্ভুদ ঘটনা বলি, রাতে ঘুমানোর পর রাত তিনটার দিকে আজানের শব্দে তাড়াতাড়ি উঠে পড়তাম। উঠে দেখতাম ফজরের সময় হয়নি, বাস্তবেই কোনো আজান হয়নি, তখন তাহাজ্জুদ পড়তাম।এরকম রেগুলার হতে থাকলে, আমি বিষয়টা নিয়ে একজন মুফতির সাথে কথা বলি, উনি শুধু বলেন যে, “আল্লাহ হয়তো চান যে, আপনি শেষ রাতে ইবাদাত করুন এটা আল্লাহ চান, আল্লাহ ভাল জানেন।”

তারপর অনেকদিন আমি আর আজান শুনিনা। জানিনা এটা জানার অতি উৎসাহে ঐ জিনিসটা হারালাম কিনা! আল্লাহ নিয়মিত তাহাজ্জুদের তৌফিক দিন। এই কথা বলাটার উদ্দ্যেশ্য হলো, আল্লাহ কখনো কখনো বিশেষ কিছু দান করেন যা আমরা প্রকাশ করাতে নজর লাগতে পারে, হাসাদের স্বিকার হতে পারি। অনেককিছু। বিশেষ করে ফেসবুকে। যদি আমলের দিকে বিশেষ কিছু পেয়ে থাকেন, যা সবাই পায় না, সেটা প্রকাশ করবেন না প্লিজ। নজর খুব খারাপ জিনিস!

© Najnin Akter Amatullah

01/11/2023



Summary of Lecture by Dr.Hamza Al-Hamzawi

১) ঘুমের সময়ঃ ঈশার সলাতের পর ৯টা থেকে ১২টা) এই সময় ঘুম খুবই উপকারী।

এই সময় যে কেউ ৮০% গভীর ঘুম পেতে পারে।এ সময় ঘুমের যে বারাকা পাওয়া যায় তা ১ ঘন্টার ঘুম=৩ ঘন্টার ঘুম।

এ সময় প্যানিয়াল গ্রন্হি দুটি শর্তে মিলাটোনিন হরমোন উৎপন্ন করে।

1.কক্ষটি নিঃশব্দ ও অন্ধকার হতে হবে।

2. পূর্ণভাবে আরামে শায়িত হতে হবে।(যদি ঘুম না আসে তাহলে মিলাটোনিন হরমোন ঘুমাতে সাহায্য করে।

২). রাত ১২টা থেকে ২টাঃ
এই সময় ২০% গভীর ঘুম হয়। বাকী ঘুম গুলো ঘুমন্ত স্বপ্ন হয়।এই সময় ১ঘন্টা ঘুম=১ঘন্টা ঘুম।

৩).রাত ২টা থেকে ফজরের আগ পর্যন্তঃ
এই সময়টা একটা উত্তম সময় যা মন মানসিকতা চিন্তাশীলতা,ও শরীরকে প্রশান্ত রাখে।এই সময় মুখস্ত করা আল্লাহকে স্মরন করা,ইস্তেগফার করার জন্য মন সুস্হির থাকে।

৪). ফজরের পর ঘুমঃ
এই সময় ঘুমের কোন উপকারিতা নেই।এই সময় ৩ ঘন্টা ঘুম=১ঘন্টা ঘুম।এই সময়ে ঘুমের কোন বারাকা থাকে না।উপরন্তু শরীর নির্জীব,অলস,অবসাদ,মাথাব্যাথা,মনঃসংযোগের অভাব দেখা দেয়।

৫). ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত ঘুমঃ
এই সময় প্যানিয়াল গ্রন্হি অন্য আরেক রকম হরমোন সেরোটোনিন দুটি শর্তে উৎপন্ন করে।এবং এটা ফজরের পর থেকে সূর্যোদয় সময়ে উৎপন্ন হয়।

শর্ত দুটি হলো-
1.ব্যক্তিটি জাগ্রত থাকতে হবে।
2. হালকা নড়াছড়া থাকতে হবে(like mental exercise) যেমন এক ব্যক্তি মাসজিদে গিয়ে জামায়াতে সলাত আদায় করল।

এ সময় কুরআন তেলোয়াত স্নায়ুকে উদ্দীপ্ত করে।আত্নাকে প্রশান্ত করে।এ সময় দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর প্লান করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

সূর্যোদয়ের পর হালকা ব্যায়াম ও শ্রম সাধ্য কাজ শুরু করা ভাল।

বয়স ৪০ এর পর থেকে প্যানিয়াল গ্রন্হি মিলাটোনিন উৎপাদন কমাতে শুরু করে, এবং বয়স ৫০ এর মধ্যে তা উৎপাদন বন্ধ করে।তখন কোন ব্যক্তি তার পূর্বের সঞ্চয় থেকে বাকী জীবন মিলাটোনিন ব্যবহার করে।

তাই কোন ব্যক্তি যদি আলজাইমার/স্মৃতিভষ্ট,উম্মাদ হয়ে যায় তাহলে বুঝতে হবে সে সারাজীবন দেরীতে ঘুমানোর অভ্যাসে ছিল।

এ সবই তো বিজ্ঞানের কথা।এখন আমরা দেখি মহান আল্লাহ মানুষদের প্রতি কি নির্দেশ দেন -
সূরা আয-যারিয়াত,আয়াত-১৮ঃ রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।

সূরা হুদ,আয়াত-১১৪ঃ আর দিনের দুপ্রান্তেই নামাজ ঠিক রাখবে,এবং রাতের প্রান্তভাগে পূর্ণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়।যারা স্মরন রাখে তাদের জন্য এটি এক মহা-স্মারক।

উপরের আয়াতগুলোর সারমর্ম বুঝা যায় রাতের শেষ ভাগপ জাগ্রত থেকে এবাদত করতে হবে, আর রাতের শেষভাগে উঠতে হলে আমাদের ঈশার পরপরই ঘুমাতে হবে।

এছাড়াও রাসূলের বিজ্ঞানময় জীবন-যাপন অনুসরন করলে দেখা যায় রাসূল ঈশার পরই ঘুমিয়ে পড়তেন এবং গভীর রাত থেকে ফজর পর্যন্ত এবাদতে মশগুল থাকত।

তাই নিজেদের দুনিয়া ও আখিরাতের সুরক্ষার জন্য সুন্নাহ জীবন-যাপনে অভ্যস্ত হতে হবে।মহান আল্লাহ যেন সেই তৌফিক দেয়। আমিন
ইংরেজী থেকে অনুদিত ও সংক্ষেপিত।

( collected )

01/11/2023

সূরা আল কাহাফ কেনো নাযিল হয়েছিলো জানেন?

রাসূলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রশ্নবিদ্ধ করতে মুশরিকরা আহলে কিতাবদের কাছ থেকে তিনটা প্রশ্ন ধার করে আনে। আহলে কিতাবরা বলে দিয়েছিলো—সত্যিকার নবি না হলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কখনোই সম্ভব হবে না।

মুশরিকরা নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই সত্য নবি মনে করতো না৷ তাদের ধারণা ছিলো এই প্রশ্নগুলোর উত্তর মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দিতে পারবেন না এবং তিনি যে আল্লাহর নবি নন, সেটা সকলের সামনে প্রমাণ হয়ে যাবে।

প্রশ্ন তিনটা ছিলো—

১. গুহার সেই বালকদের ঘটনাটা কী? কী ঘটেছিলো তাদের ভাগ্যে?

২. সেই ধর্ম অন্তপ্রাণ রাজা কে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা পূর্ব এবং পশ্চিমের গোটা রাজত্ব দান করেছিলেন?

৩. রুহ কী?

আমরা জানি—মুশরিকদের উত্থাপিত এই প্রশ্নগুলোর জবাব দিয়ে সূরা আল কাহাফ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা জিবরাইল আলাইহিস সালামকে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান।

এখানে আমার চিন্তাটা একটু অন্য জায়গায়৷ যদিও ষড়যন্ত্র আর কূটচালের অংশ, তবুও মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে জানতে চেয়েছিলো কেবল তিনটা ঘটনা৷ কিন্তু সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কি শুধু তিনটা ঘটনাই জানিয়েছেন?

মুশরিকদের উত্থাপিত তিনটা প্রশ্নের জবাব তো দিয়েছেনই, সাথে বাড়তি করে সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে আরো দুটো বাড়তি ঘটনা জানিয়েছেন।

১. সেই দুই বাগানের মালিকের ঘটনা যে অঢেল সম্পদের মালিক হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলাকে ভুলে গেলো এবং ধ্বংস হলো।

২. মুসা আলাইহিস সালাম এবং খিযির আলাইহিস সালামের ঘটনা।

এই বাড়তি দুই ঘটনার কথা কিন্তু মুশরিকরা জানতে চায়নি, তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা অনুগ্রহ করে জানিয়েছেন আমাদের।

হোক না তারা আল্লাহর দ্বীনের অকল্যাণ কামনা করেই প্রশ্নগুলোর জবাব চেয়েছে, কিন্তু উত্তর দানের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কিন্তু তাঁর স্বভাবসুলভ বদান্যতা ঠিক ঠিক ধরে রেখেছেন৷ তারা জানতে চাইলো তিনটে ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা জানালেন পাঁচটা।

মুশরিকদের চাওয়ার বিপরীতেই যদি আপনার রব বাড়তি দিতে পারেন, বাড়তি জানাতে পারেন, হাজার গুনাহ করলেও আমরা তো তাঁরই গুনাহগার বান্দা, আমরা তো তাঁকেই দিনশেষে সিজদাহ করি। আমরা যদি তাঁর কাছে কোনোকিছু চাই, তিনি কতোগুণ বেশি করে আমাদের দিতে পারেন ভাবুন তো...

01/11/2023

Arif Azad:
ফিলিস্তিন নিয়ে আপনার পোস্ট, কমেন্ট, ক্যাম্পেইন, হ্যাশট্যাগ অবশ্যই দরকারি, কিন্তু তারচেয়েও বেশি দরকারি তাদের জন্য আপনার নিরন্তর দুয়া৷ সেই কাজটা করতে ভুলে যাবেন না যেনো।

সূরা আল কাহাফ কেনো নাযিল হয়েছিলো জানেন?

রাসূলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রশ্নবিদ্ধ করতে মুশরিকরা আহলে কিতাবদের কাছ থেকে তিনটা প্রশ্ন ধার করে আনে। আহলে কিতাবরা বলে দিয়েছিলো—সত্যিকার নবি না হলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কখনোই সম্ভব হবে না।

মুশরিকরা নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই সত্য নবি মনে করতো না৷ তাদের ধারণা ছিলো এই প্রশ্নগুলোর উত্তর মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দিতে পারবেন না এবং তিনি যে আল্লাহর নবি নন, সেটা সকলের সামনে প্রমাণ হয়ে যাবে।

প্রশ্ন তিনটা ছিলো—

১. গুহার সেই বালকদের ঘটনাটা কী? কী ঘটেছিলো তাদের ভাগ্যে?

২. সেই ধর্ম অন্তপ্রাণ রাজা কে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা পূর্ব এবং পশ্চিমের গোটা রাজত্ব দান করেছিলেন?

৩. রুহ কী?

আমরা জানি—মুশরিকদের উত্থাপিত এই প্রশ্নগুলোর জবাব দিয়ে সূরা আল কাহাফ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা জিবরাইল আলাইহিস সালামকে নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান।

এখানে আমার চিন্তাটা একটু অন্য জায়গায়৷ যদিও ষড়যন্ত্র আর কূটচালের অংশ, তবুও মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে জানতে চেয়েছিলো কেবল তিনটা ঘটনা৷ কিন্তু সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কি শুধু তিনটা ঘটনাই জানিয়েছেন?

মুশরিকদের উত্থাপিত তিনটা প্রশ্নের জবাব তো দিয়েছেনই, সাথে বাড়তি করে সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে আরো দুটো বাড়তি ঘটনা জানিয়েছেন।

১. সেই দুই বাগানের মালিকের ঘটনা যে অঢেল সম্পদের মালিক হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলাকে ভুলে গেলো এবং ধ্বংস হলো।

২. মুসা আলাইহিস সালাম এবং খিযির আলাইহিস সালামের ঘটনা।

এই বাড়তি দুই ঘটনার কথা কিন্তু মুশরিকরা জানতে চায়নি, তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা অনুগ্রহ করে জানিয়েছেন আমাদের।

হোক না তারা আল্লাহর দ্বীনের অকল্যাণ কামনা করেই প্রশ্নগুলোর জবাব চেয়েছে, কিন্তু উত্তর দানের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কিন্তু তাঁর স্বভাবসুলভ বদান্যতা ঠিক ঠিক ধরে রেখেছেন৷ তারা জানতে চাইলো তিনটে ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা জানালেন পাঁচটা।

মুশরিকদের চাওয়ার বিপরীতেই যদি আপনার রব বাড়তি দিতে পারেন, বাড়তি জানাতে পারেন, হাজার গুনাহ করলেও আমরা তো তাঁরই গুনাহগার বান্দা, আমরা তো তাঁকেই দিনশেষে সিজদাহ করি। আমরা যদি তাঁর কাছে কোনোকিছু চাই, তিনি কতোগুণ বেশি করে আমাদের দিতে পারেন ভাবুন তো...

© আরিফ আজাদ

31/10/2023

আল্লাহর রাসূল ﷺ কাফিরদের মাঝে বসবাস করতে মানা করে গিয়েছিলেন। যুদ্ধ হোক বা না হোক। (দাওয়াহর জন্য যাওয়ার কথা তো আনবেনই না এখানে, তার জন্য কোথায় কতটুকু অনুমতি আছে কয়জন তা জানে আর সেজন্য কতজন যায় আর গিয়ে কী দাওয়াহ করে সেটা সবাই জানে)।যাই হোক আল্লাহর রাসূলের নিষেধাজ্ঞা অনেকের পছন্দ হয় না।
এখন তো প্রকাশ্য যুদ্ধ চলছে। এর আগেও চলেছিল অবশ্য- তখনও যুদ্ধে সাহায্যকারী দেশটাই স্বপ্নের দেশ ছিল। আজকের গাজার খবরে "আহা উহু" করছেন তো? স্বপ্নের দেশের ছয়টা শক্তিশালী বোমা কত শত স্বপ্ন ভস্ম করে দিয়েছে আজকে। এখন স্বপ্নের দেশে কেন পড়ে থাকবেন? নিজের স্বপ্ন পূরণের জন্য? আপনি থাকুন আপনার মুসলিমের রক্তে মাখা স্বপ্ন নিয়ে। ওখানেই থাকুন।

গাজার জন্য কাঁদতে অনেককে দেখলাম- এই দেশে আর থাকবো না "আল্লাহর জন্য" এই কথা শুনলাম না। দেখলাম না কাউকে সেই দেশ থেকে বের হয়ে আসার প্রস্তুতি নিতে। নাহ ডিগ্রিটা শেষ করি, নাহ সন্তান ভূমিষ্ঠ হোক আগে, নাহ প্রমশনটা হয়ে নিক, অথবা নাহ, কই আর যাবো.... সেদেশ ছাড়ার কথাতে রক্তগুলো কেমন যেন ঠান্ডা হয়ে আসে... স্বপ্নের দেশ বলে কথা।

দোয়া করি। হেদায়েতের। আশা করি যে, আমি হয়ত শুনিনি- কিন্তু কোথাও কেউ সত্যিই ভাবছেন, "আমি মুসলিম বলেই আমি এদের মাঝে থাকবো না। আল্লাহর রাসূল বলেছেন বলেই থাকবো না- শত্রুতা করুক আর না করুক। কাফিরদের দেশের মুখাপেক্ষী আমি হবো না।”

© Reflection

31/10/2023

চোখ দিয়ে ঠিক ওতোটুকুই দেখুন যতটুকুর হিসেব দিতে পারবেন।

© Umme Kulsum Putul

31/10/2023

গাজা তে ২৩-২৪ ব্যাচের Officially academic বছরের ইতি ঘোষণা করা হয়েছে। 'Because there are no students left alive.' একটা গোটা জেনারেশন মুছে গেল পৃথিবী থেকে

©জুলকার নাইন

31/10/2023

একটি ভাইরাল ভিডিওতে ফি-লি-//স্তি-/নি এক নারী সম্পর্কে বলা হয়েছে যে, তিনি দূরে থাকা তার ছেলেটিকে ডেকে তার কাছে আসতে বললেন, ছেলেটি দৌড়ে মায়ের কাছে আসতে যাবে তখনই ইজ-রায়ে-লের বো -মা পড়ে ছেলেটি শ -হী -দ হয়ে গেল।

ওই নারী আল্লাহর কাছে সবর চাইলেন এবং ইন্নালিল্লাহ পড়লেন। তিনি আশেপাশের মানুষদের শুধু এই কথা বলতে থাকলেন যে, "আমার শুধু এই চিন্তা হচ্ছে যে, আমার ছেলেটা ব্যথা পেয়েছিল কিনা!" চোখের সামনে বো -মা -র আঘাতে এমন মৃ-ত্যু যে ভ-য়-ঙ্ক-র ছিল।

ওইরাতে মা স্বপ্ন দেখলেন তার ছেলেটিকে। সে ছিল জান্নাতে। তিনি বললেন, আমার ছেলে তুমি কি ব্যথা পেয়েছিলে?
ছেলেটি বলল, 'মা, আমি জানিনা কী হয়েছিল, তুমি যখন ডাকছিলে আমি দৌড়াচ্ছিলাম তোমার কাছে আসার জন্য, হঠাৎ দেখি আমি জান্নাতে দৌড়াচ্ছি!'
মা আবার জিজ্ঞেস করলেন, ব্যথা পাওনি?
সে বলল, 'না, আমি শুধু চিমটির মতো অনুভব করলাম, তারপর দেখি আমি জান্নাতে দৌড়াচ্ছি।'

যিনি দয়ার সাগর, পরম করুণাময় তিনি নিশ্চয়ই আমাদের জীবিত আহত শিশুগুলোর অন্তরেও শান্তি দিবেন। জখমে ও দিলের বেদনায় পুড়ে যাওয়ার অনুভব যেন তাদের হয় চিমটির মতো প্রতিনিয়ত আসুন এই দুআটাও করি।

লিখাঃ- মাজিদা রিফা

31/10/2023

হযরত আয়েশা (রাঃ) এর কোন সন্তান ছিলেন না।
এমনকী তিনি গর্ভবতী হয়েছিলেন এমন কোন হাদীসও নাই। রাসুলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন তিনি।
রাসুলকে সাথে নিয়ে, কিংবা নিজে নিজে আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন বা সন্তানের জন্য আক্ষেপ করেছেন এমন কোন হাদীসও নাই।
রাসুল (সঃ) এর ইন্তেকালের সময় আয়েশা (রাঃ) এর বয়স ছিল ১৮ বছর। নবিজীর ওফাতের পর তিনি প্রায় ৪৮ বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময় তিনি স্বামী, সন্তান ও সংসার ছাড়াই কাটিয়েছেন। কখনো সন্তান বা সংসারের জন্যে আফসোস করেছেন এমন কোনও হাদীসও নাই।

তিনি জ্ঞানচর্চা করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, মানুষদের নিয়ে ধর্মীয় আলোচনা করেছেন, ইসলাম প্রচার করেছেন, দ্বীনের খেদমত করেই জিন্দেগী কাটিয়েছেন।

সন্তান না থাকলে, সংসার না থাকলে কোন মেয়ের জীবন থেমে যাবে না। মা হতেই হবে এমন কোন কথা নেই।
যারা নিঃসন্তান, সন্তানের জন্য আফসোস করেন আয়েশা (রাঃ) এর জিন্দেগী থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধারন করা উচিৎ।
আল্লাহ বিভিন্নভাবে তার বান্দা বান্দিদের পরীক্ষা করেন। আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে পরীক্ষা দেওয়া উচিৎ। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই উত্তম পুরষ্কারের ব্যবস্থা রয়েছে।

হযরত বেলাল (রাঃ) দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। যার পায়ের শব্দ জান্নাতে রাসূল (সাঃ) শুনেছিলেন, তিনিও কিন্তু নিঃসন্তান ছিলেন।

সন্তান না থাকার কারনে কারও জান্নাতে যাওয়া কঠিন হবেনা। যদি সে ইমানদার হয়ে থাকে।

সুখে থাকুক পৃথিবীর সকল মা- বাবা ।
মা-বাবা হওয়ার আক্ষেপ যে নিঃসন্তান দম্পতিদের কুড়ে কুড়ে খাচ্ছে আল্লাহ তাদের সবরে জামিল দান করুক।
©

ما لَكُم لا تَناصَرونَ‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’[সূরা আস সাফফাত:আয়াত -২৫]কত জীবন্ত আয়াত,সুবহানাল...
30/10/2023

ما لَكُم لا تَناصَرونَ
‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’

[সূরা আস সাফফাত:আয়াত -২৫]

কত জীবন্ত আয়াত,সুবহানাল্লাহ!!
মনে হচ্ছে যেন ঠিক এই পরিস্থিতির জন্যই নাযিল করা হয়েছে।

আল্লাহ সুবহানাহু তাআলার এ প্রশ্নের উত্তর প্রস্তুত আছে তাঁদের কাছে,যে ভূমিতে নাযিল হয়েছিল এই পবিত্র আয়াত?

শামছুন্নাহার রুমি

29/10/2023

রাসূলুল্লাহর ﷺ ইন্তেকালের পর তাঁর স্ত্রীগণ কি সাদা রঙের কাপড় পরতেন?

আয়িশা বিনতে সা’দ রাহিমাহাল্লাহ এটা জানার জন্য আগ্রহী ছিলেন। আয়িশা বিনতে সা’দ হলেন দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সা’দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মেয়ে।

আয়িশা বিনতে সা’দ নবিজীর ৬ জন স্ত্রীর সাথে দেখাসাক্ষাৎ করেন। তাঁদের সাথে দেখা করার সময় তিনি লক্ষ্য করতেন তারা কোন রঙের কাপড় পরেছেন।

তিনি দেখতে পান, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের কেউই সাদা রঙের পোশাক পরেননি। তারা হলুদাভ-লাল রঙের কাপড় পরতেন।

আয়িশা বিনতে সা'দ তাঁদের কাছে যাবার সময় স্বর্ণের নেকলেস পরে যেতেন। তিনি ভাবতেন, উম্মুল মুমিনীনগণ হয়তো তাঁকে এগুলো পরতে বারণ করবেন। কিন্তু, তিনি দেখতে পেলেন, কেউই তাঁকে বারণ করেননি।

আয়িশা বিনতে সা’দ ব্যক্তিজীবনে স্বর্ণ-অলংকার খুব পছন্দ করতেন। তাঁর দুই আঙ্গুলে দুটো রূপার আংটি পরতেন। ওজু করার আগে আংটি খুলে ওজু করতেন।

(তাবাকাতে ইবনে সা’দ: ৮/৩০১-৩০২)

নিরো বাঁশি বাজাচ্ছে। ওদিকে রোম (গাজা) পুড়ছে।ফিলিস্তিন জ্বলছে, আর সৌদি বিশাল বিনোদনের আয়োজন করেছে। অনেকেই ফিলিস্তিনের শহি...
29/10/2023

নিরো বাঁশি বাজাচ্ছে। ওদিকে রোম (গাজা) পুড়ছে।
ফিলিস্তিন জ্বলছে, আর সৌদি বিশাল বিনোদনের আয়োজন করেছে। অনেকেই ফিলিস্তিনের শহিদদের স্মরণে এই কাজ বন্ধ করার আহ্বান করলেও কুখ্যাত mbs এই অনুষ্ঠান বন্ধে সম্মত হয়নি।
আমার কথা হলো, ই-হুদি প্রেতাত্মা বিন সালমান এই অনুষ্ঠান বন্ধ না করলেও জনগণের কর্তব্য ছিল অন্তত এই মুহূর্তে এই বিনোদনে অংশ না নেয়া। কিন্তু শত আফসোস! দ্বীনভোলা আরবরাও সেই বিনোদনে অংশ নিলো।
অপরদিকে গাজ্যায় বোমা পড়তে দেখে অভিশপ্ত ইহুদীরা উল্লাস করছে।

- মুফতী ফাহিম সিদ্দিকী

28/10/2023

শুধু জীবিত নয়, মৃতকেও হাদিয়া দেয়া যায়। মৃতের জন্য হাদিয়া হল-দোয়া ও সাদাকা। হে আল্লাহ,কবরবাসী প্রিয়জনকে জান্নাত নসীব করুন।আমীন

© আমেনা বিনতে আজিজুর রহমান

28/10/2023

রিমাইন্ডার
২৯,৩০ ও ৩১ অক্টোবর আইয়ামে বীযের রোযা। আজকে রাতে সাহরি করে কাল থেকে আইয়ামে বীযের রোযা শুরু ইন শা আল্লাহ ৷ 🖤

Address

আর্দশ হাই স্কুলের সামনে
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Deen Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share