এলজিইডির রাস্তা নির্মাণে অনিয়ম,রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী এলাকায়। আই আর আইডিপি প্রকল্পের আওতায় ভাংবাড়ী হতে মহলবাড়ী প্রযর্ন্ত ৫০০মিটার রাস্তা নির্মাণ কাজ//যা বলছেন এলাকা বাসী।
রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ৪০ বছর পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় ২ জন হাসপাতালে ভর্তি।। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামে। জানা গেছে, চলাচলের রাস্তার সীমানা বন্ধ করে মইনুল ইসলাম (বইন) ও তার বাহিনী অতর্কিত ভাবে জেসমিন আক্তার (৫০),সীমা আক্তার (২২) কে মারধর করে তাদেরকে বাঁচাতে এগিয়ে সোহাগ (২৫) আহত হন। এ নিয়ে রাণীশংকৈল থানার একটি লিখিত অভিযোগ হয়েছে।
যশোরের* বেনাপোল পোট থানার* পটুয়াখালী এলাকা থেকে দুটি ওয়ান শুটার গান সহ ২ জনকে গ্রেফতার করেছে র ্যাব- ৬। Táherul Íslam Tamim AK Azad
Shadin Bangla News Rasmika Mandhana Fans #ProthomAlo #shadinbanglanews #reelsviral #actressmodel #bollywoodmovies #tamilcinema
রাণীশংকৈল উপজেলায় যথাযথ মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হলো।
রানীশংকৈলে যথাযথ মর্যদায় আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন।
নিউজ ডেক্সঃ সাড়াদেশের ন্যায় মহান ২১ শে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যদায় আজ ১২ টা ১মিঃ
ভাষা শহীদদের স্মরনে রানীশংকৈল ডিগ্রী কলেজ স্মৃতিসৌধে পালিত হয়।
স্হানীয় প্রশাসন ও আঃলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠন ভাষা শহীদদের পুস্প অর্পনের মাধ্যমে সম্মরন করবেন।
অপরদিকে ২১শে ফেব্রয়ারী প্রভাত ফেরী অনুষ্ঠিত হবে। এ প্রভাত ফেরীতে দলমত নির্বিশেষে নানা বয়সী ভাষা ভাষি মানুষ বাংলা ভাষার তরে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এবং পরবর্তী নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবসটি পালিত হবে।
শুভকামনা রইল 🎊
রাণীশংকৈল মিনি স্টেডিয়াম এ অনুশীলনরত সকল মেয়ে ফুটবলারদের জন্য ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. বাদশাহর বিরুদ্ধে বিধবা ভাতা কার্ড করে দেয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়,সম্প্রতি
দক্ষিণ সন্ধ্যারই গ্রামের বিধবা আন্জুর নিকট হতে ,(৪০০০) টাকা নেয় তাকে বিধবা ভাতা কার্ড করে দেয়ার নামে এই ইউপি সদস্য। টাকার দুর্নীতি করেছেন এমন অভিযোগ উঠে এসেছে।
এ মর্মে, গতকাল নিউজ প্রকাশিত হলে ,অভিযুক্ত ইউপি সদস্য,২৭ -০১-২০২৩ ইং আজ সন্ধ্যায় ঘুষ নেয়া ৪০০০ টাকা ফেরত দিয়ে তরিঘরি করে পালায়।(বিস্তারিত ভিডিওতে)
ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ।।
নিজেস্ব প্রতিবেদক।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. বাদশাহর বিরুদ্ধে বিধবা ভাতা কার্ড করে দেয়ার নামে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়,সম্প্রতি
দক্ষিণ সন্ধ্যারই গ্রামের বিধবা আন্জুর নিকট হতে ,(৪০০০) টাকা নেয় তাকে বিধবা ভাতা কার্ড করে দেয়ার নামে এই ইউপি সদস্য। টাকার দুর্নীতি করেছেন এমন অভিযোগ উঠে এসেছে।
এ বিষয়ে ভুক্তভোগি বিধবা আন্জু এ প্রতিবেদক বলেন, আমি বাসায় ভাত রান্না করছিলাম, এসময় বাদশাহ মেম্বার আমার বাসায় এসে,বলেন আপনাকে বিধবা ভাতার কার্ড করে দিবো (৫০০০)টাকা দেন।আমি একজন স্বামী হারা অসহায় হয়ে আমার স্বামীর পুরোনো ১টি সাইকেল ছিল, আমি সে সাইকেলটি বিক্রি করে,এবং অনেক কষ্ট করে (৪০০০) হাজার টাকা জমিয়ে, ওই মেম্বারকে দ
রাণীশংকৈলে ওয়ার্কাস পার্টির নির্বাচনী কর্মীসভা।
সভায় ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোট মনোনীত ওয়ার্কাস পাটির সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীকে নির্বাচিত করার লক্ষে করণীয় বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় নির্বাচনী কমিটি গঠন করা হয়। সভা শেষে ১৪ দলীয় জোট মনোনীত ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মি শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
রানীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে পৌছালো নতুন বই।।
নিউজ ডেক্সঃ