Md Younus Ali

Md Younus Ali I won’t change – I was ‘being grown’ and not being adjusted to the opinion of the others.

 #আলহামদুলিল্লাহ💝 অভিনন্দন ফিলিস্তিন 💝👉 এএফসি এশিয়া কাপ ফুটসালে ভারত কে ৬-৫ গোলে হারিয়েছেন ফিলিস্তিন।                   ...
12/10/2023

#আলহামদুলিল্লাহ
💝 অভিনন্দন ফিলিস্তিন 💝

👉 এএফসি এশিয়া কাপ ফুটসালে ভারত কে ৬-৫ গোলে হারিয়েছেন ফিলিস্তিন।







এই জন্য এই মানুষটিকে এত ভালো লাগে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির...
12/10/2023

এই জন্য এই মানুষটিকে এত ভালো লাগে।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো; যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার পুরো দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা।’
____ সহীহ মুসলিম : হাদিস ৬৪৮০

07/10/2023

জয় দিয়ে শুরু আমাদের বিশ্বকাপ। আমরা সবাই আশাবাদী। সাব্বাশ বাংলাদেশ। শুভেচ্ছা বাংলাদেশ দলকে।
🔥🇧🇩100 🇧🇩🇦🇫

চিন্তা করা যায় একটা মানুষ কে কি পরিমাণ ভালোবাসলে অধির আগ্রহ নিয়ে বসে থাকে কখন কি বলবে সে মাত্র ৫ ঘন্টায় ৭ মিলিয়ন ভিউ + ১...
29/09/2023

চিন্তা করা যায় একটা মানুষ কে কি পরিমাণ ভালোবাসলে অধির আগ্রহ নিয়ে বসে থাকে কখন কি বলবে সে
মাত্র ৫ ঘন্টায় ৭ মিলিয়ন ভিউ + ১ মিলিয়ন রিয়েক্ট +১৩২k শেয়ার

আমার জানা মতে এর আগে তামিমের কোন ভিডিওতে ১ মিলিয়ন রিয়েক্ট কখনো পড়ে নাই
তাহলে এবার চিন্তা করে দেখেন সবার কেন্দ্র বিন্দুতে তামিম ইকবাল ছিলেন সবার আগে সবাই অনেক মিস করবে তামিম কে সব সময় ভালো থাকবেন খান সাহেব আপনি সারাজীবন তামিমিয়ানদের হৃদয়ে থাকবেন,,,,,,,

Tamim Iqbal

 #কানা_বগীর_ছা এর রচয়িতা “খান মুহাম্মদ মঈনুদ্দীন” এর স্মরণে ......Faatiha AayatFaatiha Aayat Official GroupToday's Best ...
25/09/2023

#কানা_বগীর_ছা এর রচয়িতা “খান মুহাম্মদ মঈনুদ্দীন” এর স্মরণে ......
Faatiha Aayat
Faatiha Aayat Official Group
Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️
























শ্রীলংকা গেলাম, টিকেটের দাম ৬৫ হাজার টাকা, এরমধ্যে ট্যাক্স ২৩ হাজার টাকা। কলকাতা গেলাম, টিকেটের দাম ৮৪০০ টাকা, ট্যাক্স ৪...
24/09/2023

শ্রীলংকা গেলাম, টিকেটের দাম ৬৫ হাজার টাকা, এরমধ্যে ট্যাক্স ২৩ হাজার টাকা। কলকাতা গেলাম, টিকেটের দাম ৮৪০০ টাকা, ট্যাক্স ৪১০০ টাকা। মালয়েশিয়া গেলাম, টিকেটের দাম পঁচাত্তর হাজার টাকা ( ওয়ান ওয়ে)। স্পেন গেলাম, টিকেটের দাম নিলো এক লাখ নব্বই হাজার টাকা। বেগম গেল কানাডা, টিকেটের দাম দুই লাখ ষাট হাজার টাকা। অদৃশ্য কারনে আনুপাতিক হারে হেভী ট্যাক্স তো প্রযোজ্যই।

বন্ধু মুন্না বললো- স্পেন থেকে রিটার্ন টিকেট কাটলে এটার দাম হতো অন্তত ৪০% কম। বন্ধু সুমিত অষ্ট্রেলিয়া থেকে সিডনি- ঢাকা- সিডনীর রিটার্ন টিকেট কেটেছে মাত্র সত্তর হাজার টাকায়। বাংলাদেশ থেকে কাটলে গুনতে হতো পৌনে দুই লাখ টাকা। পাশের দেশ ইন্ডিয়া থেকে এসব দেশের বিমান ভাড়া অর্ধেকেরও কম। একজন অষ্ট্রেলীয় পাসপোর্ট হোল্ডার ট্রানজিটে কলকাতা থেকে মালয়েশিয়ার টিকেট কিনেছেন দুইশো ডলারে, যেটা বাংলাদেশ থেকে পাঁচশো ডলারের উপরে। বাংলাদেশ বিমানের টিকেট পাওয়া যায়না, অথচ বিমানে উঠলে দেখা যায় প্রায় খালিই যাচ্ছে প্লেন।

দেশের এক কোটি ত্রিশ লাখ প্রবাসী এই হরিলুট থেকে বাঁচতে অন্য দেশের এয়ারলাইন্সে ভ্রমন করে, সেখানে দূর্বিষহ লম্বা ট্রানজিটে কষ্টও সহ্য করে, নিজের চোখে দেখা। এপ্রিল মাস থেকে ভ্রমন করে এই অভিজ্ঞঁতা হয়েছে আমার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অদৃশ্য শক্তি এবং শক্তিশালী রাহুচক্রের ইশারায় আকাশপথেই লুট হয়ে যাচ্ছে বিলিয়ন ডলার। পত্রিকা দেখলেই পাওয়া যায় বাংলাদেশে কোটিপতি বাড়ছে জ্যামিতিক হারে। ব্যাংক হিসাবে গত তিনমাসে কোটিপতি হয়েছে তিনহাজার লোক। আমার হিসাবে জেলে আটক থাকা চোর ডাকাতগুলো চুনোপুটি মাত্র। আসল লুটেরা ডাকাত আর চাটার দল রয়ে গেছে জেলের বাইরে, ভিআইপি মর্যাদায়। তারাই দেশকে লুটেপুটে খাচ্ছে খুল্লামখুল্লা, শেষ পর্যন্ত জিম্মী দেশের সাধারন মানুষই। ক্ষমতার জন্য আন্দোলন আর ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টার মাঝখানে চিড়েচ্যাপ্টা দেশের মানুষ! অবাক পৃথিবী তাকিয়ে রয় …

ভালবাসা অবিরাম…

ছবি- বন্ধু মুন্না।
তিবিদাবো পাহাড়, বার্সেলোনা, স্পেন।
©
লেখা গুলো কণ্ঠশিল্পী ভাইয়ের পেজ থেকে নেয়া।

24/09/2023
আলহামদুলিল্লাহ,,,বাংলাদেশের সাধারণ মানুষের মন মানসিকতা এখনো ভালো আছে। কিন্তু শুধুমাত্র কিছু ছাড়পোকা ছাড়া,,,,,,        ...
22/09/2023

আলহামদুলিল্লাহ,,,
বাংলাদেশের সাধারণ মানুষের মন মানসিকতা এখনো ভালো আছে। কিন্তু শুধুমাত্র কিছু ছাড়পোকা ছাড়া,,,,,,

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️                             •   
21/09/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️
























‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’
18/09/2023

‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

আর নয় পরীক্ষা নিরীক্ষা নিউজিল্যান্ড সিরিজের ৩ ম্যাচ + বিশ্বকাপ প্রস্তুতির ২ ম্যাচ মোট ৫ ম্যাচে এই ব্যাটিং অর্ডারটাকে টান...
12/09/2023

আর নয় পরীক্ষা নিরীক্ষা
নিউজিল্যান্ড সিরিজের ৩ ম্যাচ + বিশ্বকাপ প্রস্তুতির ২ ম্যাচ মোট ৫ ম্যাচে এই ব্যাটিং অর্ডারটাকে টানা সুযোগ দেন!
ভালো করুক বা খারাপ করুক টানা সুযোগ দেন....

যত পরীক্ষা নিরীক্ষা সব বিশ্বকাপের পর কইরেন।
#যদি_সব_কিছু_এরকম_থাকে_ইনশাল্লাহ_ভালো_কিছুই_হবে।

✨Ronaldo 850 goals Sporting Lispon 5 Goals Manchester United 145 Goals Real Madrid 450 goals Juventus 101 Goals Al Nassr...
08/09/2023

✨Ronaldo 850 goals

Sporting Lispon 5 Goals
Manchester United 145 Goals
Real Madrid 450 goals
Juventus 101 Goals
Al Nassr 26
Portugal 123
He is not a one club wonder, he dominates when ever he go.

The Greatest player ever in the history of football CRISTIANO RONALDO DOS SANTOS AVEIRO 🐐🇵🇹👑💪❤️

বিশ্বকাপ শুরু হয়নি, এশিয়া কাপও শুরু হয়নি! কিন্তু তার আগেই মারাত্মক লেভেলের খেলা শুরু হয়ে গেছে! আফগানদের বিপক্ষে দ্বিতীয় ...
25/08/2023

বিশ্বকাপ শুরু হয়নি, এশিয়া কাপও শুরু হয়নি! কিন্তু তার আগেই মারাত্মক লেভেলের খেলা শুরু হয়ে গেছে! আফগানদের বিপক্ষে দ্বিতীয় ODI-তে অবিশ্বাস্য জয় পেল পাকিস্তান!

🔴 2 ওভারে 27 চাই, হাতে 2 উইকেট! এবং ঐ ওভারে 16 রান তুললেন শাদাব খান!

🔴 1 ওভারে 11 চাই, হাতে 2 উইকেট! এবং প্রথম বলেই নন-স্ট্রাইকার প্রান্তে রান আউট শাদাব!

🔴 5 বলে 11 চাই, হাতে 1 উইকেট! এবং ব্যাট হাতে হিরো হয়ে উঠে পাকিস্তানকে জিতিয়ে দিলেন নাসিম শাহ!

এই পাকিস্তান সত্যিই আনপ্রেডিক্টেবল! এরা আগের ম্যাচে 59 রানে বিপক্ষকে অল আউট করে দেয়, আবার পরের ম্যাচেই একটা উইকেট তুলতে 40 ওভার লাগিয়ে দেয়! এই পাকিস্তান কখনও সহজে জেতা ম্যাচ হেরে যায়, আবার কখনও বা হেরে যাওয়া ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতে ফেরে!

23/08/2023
ম‌নে আ‌ছে, টি‌নের বেড়া নি‌র্মিত মস‌জি‌দে বয়ান দি‌য়ে শুরু ! আর, আজ তি‌নি দেশ ছে‌ড়ে বি‌দে‌শেও গি‌য়ে বয়া‌নের সু‌যোগ পে‌য়ে‌...
20/08/2023

ম‌নে আ‌ছে, টি‌নের বেড়া নি‌র্মিত মস‌জি‌দে বয়ান দি‌য়ে শুরু ! আর, আজ তি‌নি দেশ ছে‌ড়ে বি‌দে‌শেও গি‌য়ে বয়া‌নের সু‌যোগ পে‌য়ে‌ছেন ! আন্তর্জা‌তিক স্কলা‌রদের সা‌থে একসা‌থে এক ম‌ঞ্চে আ‌লোচনা করার সু‌যোগ পা‌চ্ছেন !

আল্লাহ যা‌কে ইচ্ছা সম্মান দেন এবং যা‌কে ইচ্ছা লা‌ঞ্চিত ক‌রেন ! (৩:২৬)

আলহামদু‌লিল্লাহ !

15/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মহান এক নক্ষত্রের পতন হলো।
তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। গতকাল রাত ৮:৪০ মিনিটে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
🤲 ইয়া রাব্বে কারিম আপনি এই দ্বীনের রাহবারকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে সাধারণভাবে যে কোনও যন্ত্রনায়িকা বা সিস্টেম যা মানব বুদ্ধির মতো কাজ করে তা বোঝায়। এই প্রযুক্তি...
11/08/2023

কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে সাধারণভাবে যে কোনও যন্ত্রনায়িকা বা সিস্টেম যা মানব বুদ্ধির মতো কাজ করে তা বোঝায়। এই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার বা মেশিন বুদ্ধির মতো কাজ করতে সক্ষম হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রতি যেসব উন্নতি হয়েছে তা মানে নেই যে, মেশিন মানবের মতো চিন্তার জ্ঞান অর্জন করে, কিন্তু এটি ডেটা নিয়ে কাজ করে এবং এটির কাছে থাকা ডেটা থেকে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারে।

ফটো প্রসেসিং এ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয় এমন কয়েকটি উদাহরণ রয়েছে, যেমন চিত্র সংশোধন, স্বতন্ত্রভাবে গ্রাফিক তৈরি, মেশিন লার্নিং ব্যবহার এবং অটোমেটেড ফটো বৃদ্ধি সহ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবির গুণমান বাড়ানো, অংশের সংশোধন করা এবং নতুন শৈলীতে চিত্র তৈরি করা সম্ভব।

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফটো প্রসেসিং করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন:

1. **ছবি সংশোধন:** রঙের সংশোধন, স্ক্যান স্মুদগিং, অবস্থান পরিবর্তন এবং অন্যান্য ছবির উন্নতি করার জন্য ব্যবহার হয়।

2. **স্বতন্ত্রভাবে গ্রাফিক তৈরি:** বিভিন্ন আকার, রঙ, এবং নকশা সংমিলিত করে নতুন ছবি তৈরি করা যায়।

3. **মেশিন লার্নিং এবং ডীপ লার্নিং:** অ্যালগরিদম এবং মডেল ব্যবহার করে আপনার প্রদত্ত ছবি থেকে শিখে নতুন ছবি তৈরি করা যায়, উদাহরণস্বরূপ শৈলীতে চিত্র রেটাইনিং এবং সেমান্টিক সেগমেন্টেশন।

4. **অটোমেটেড ফটো সংশোধন:** স্বয়ংক্রিয়ভাবে ছবির গুণমান বৃদ্ধির জন্য সব ধরণের প্রসেসিং কার্যক্রম প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন স্মুদগিং, রেড আয় বৃদ্ধি, এবং ব্যাকগ্রাউন্ড রিমোভাল।

এই প্রযুক্তিগুলি সমন্বয় করে আপনি ফটো প্রসেসিং কাজ করতে পারেন এবং আপনার ফটোগুলি আরও আকর্ষণীয় এবং গুণমানশীল তৈরি করতে সাহায্য পাতে পারেন।

বি: দ্র: এই ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। এমনকি ক্যাপশনের লেখাগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে নেওয়া।

অভিনন্দন মরক্কোর মুসলিম নারী ফুটবল দলকে এতটা সাহসী ফুটবল খেলার জন্য!!◾প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাসের বড় রেকর্ড ক...
07/08/2023

অভিনন্দন মরক্কোর মুসলিম নারী ফুটবল দলকে এতটা সাহসী ফুটবল খেলার জন্য!!

◾প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাসের বড় রেকর্ড করলো মরক্কোর নারী ফুটবল দল! কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউট রাউন্ডে উঠলো তারা।

◾মরক্কো প্রথম ম্যাচেই জার্মানির বিপক্ষে ৬ গোল হজম করার পরেও অবিশ্বাস্য কামব্যাক করলো এবং পরপর টানা ২ ম্যাচ জিতে গেল। যেটা কেউ কল্পনা ও করেনি!

◾দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই জার্মানির বিদায়। কারণ মরক্কো জিতে যাওয়ায় তারা গ্রূপে পয়েন্ট টেবিলে উপরে উঠে এসেছে।

যে দেশ এখনো পাসপোর্ট বানানই ভুল করে সেই পাসপোর্ট নাকি হবে বিশ্বের সর্বচেয়ে (সবচেয়ে) দামী পাসপোর্ট। 🤑🥺
05/08/2023

যে দেশ এখনো পাসপোর্ট বানানই ভুল করে সেই পাসপোর্ট নাকি হবে বিশ্বের সর্বচেয়ে (সবচেয়ে) দামী পাসপোর্ট। 🤑🥺

ডা. মরিচ বুকাইলি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন ফেরাউনের মমি করা লাশের দিকে। রাত গভীর হয়েছে। কিন্তু তিনি হিসেব মেলাতে পারছেন না...
06/07/2023

ডা. মরিচ বুকাইলি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন ফেরাউনের মমি করা লাশের দিকে। রাত গভীর হয়েছে। কিন্তু তিনি হিসেব মেলাতে পারছেন না৷ এ কী করে সম্ভব! কী এমন রহস্য লুকিয়ে থাকতে পারে এর পেছনে! শত শত বছর ধরে মেডিকেল সায়েন্সকে একপ্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি লাশ কীভাবে টিকে থাকল! লাশের দেহে পাওয়া গেছে লবন, যা প্রমাণ করে—এটিকে সমুদ্র থেকে তোলা হয়েছে। কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ কেন কার্যকর হলো না লাশের শরীরে!

বলছি প্যারিসের এক ল্যাবরেটরির কোনো এক মধ্যরাতের দৃশ্যপট নিয়ে। এই দৃশ্যপটটি যে সময় সংঘটিত হচ্ছিল, সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তিনি মিসর সরকারের কাছে অনুরোধ করেছিলেন—তার দেশ ফেরাউনের মমিকে ফ্রান্সে নিতে চায়। উদ্দেশ্য মমিটি নিজেদের আয়ত্বের ভেতরে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা করা। সে সময়কার মিসর সরকার ফ্রান্সের এই অনুরোধ বিবেচনা করে সায় দিলো তাতে। মিশরের রাজধানী কায়রো থেকে ফেরাউনের মমি নিয়ে আকাশে ওড়া বিমানটির গন্তব্য প্যারিস।

বিমান যথারীতি পৌঁছে গেল প্যারিস এয়ারপোর্টে। ফেরাউনের মমি করা লাশ বিমান থেকে অবতরণ করল অনেকটা রাষ্ট্রীয় মর্যাদায়। এককালের দোর্দণ্ড প্রতাপশালী মিশর শাসক বলে কথা! মমিকে স্বাগত জানাতে বিমান বন্দরে স্বয়ং উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সাথে উজির নাজির অমাত্যবর্গ। বিমানের সিঁড়ি দিয়ে ফেরাউনের মমি নামানো হচ্ছে। সবার মধ্যেই টান টান উত্তেজনা। সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট, মন্ত্রীবর্গ এবং ফ্রান্সের সিনিয়র অফিসারগণ। কুর্নিশ করে ফেরাউনকে স্বাগত জানালেন তারা।

জমকালো প্যারেডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হলো এককালের মিশর অধিপতি ফেরাউনের মমি করা লাশকে। আনুষ্ঠানিকতা শেষে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের একটা বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো মমি, যেখানে অপেক্ষমান ফ্রান্সের সবচেয়ে বড়ো সার্জনগণ। তারা ফেরাউনের মমির ময়নাতদন্ত করে সেটা নিয়ে স্টাডি করবেন। এই মমির টিকে থাকার পেছনের গোপনীয়তা আবিষ্কার করাই তাদের লক্ষ্য। উদঘাটন করবেন এর হাজার হাজার বছর ধরে অবিকল টিকে থাকার গভীর এবং জটিল রহস্য।

এই গবেষক দলের প্রধান ডা. মরিস বুকাইলি। গবেষক দলের মধ্যে যারা থেরাপিস্ট ছিলেন, তারা চাচ্ছিলেন—ক্ষত অংশগুলো ঠিক করে মমিটিকে পুনর্গঠন করবেন। কিন্তু ডা. মরিস বুকাইলির দৃষ্টি ছিল ভিন্ন দিকে। তিনি প্রথমেই ফেরাউনের মৃত্যুরহস্য উদঘাটন করতে চাচ্ছিলেন। এ নিয়েই ভাবতে শুরু করলেন তিনি। অবশেষে দীর্ঘ গবেষণার একপর্যায়ে মৃত্যুরহস্য স্পষ্ট হয়ে উঠল তাঁর কাছে। পানিতে ডুবেই যে ফেরাউনের মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হলেন তিনি। কিন্তু লাশটি টিকে থাকল কীভাবে, সেই রহস্যের কোনো কুল-কিনারা করতে পারলেন না। ব্যাকটেরিয়া এখানে অকার্যকর কেন?

অতঃপর ডা. মরিচ বুকাইলি রিপোর্ট তৈরি করলেন এবং বললেন, 'এটি এক নতুন আবিষ্কার, যা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়ক হতে পারে।' এরমধ্যে তাঁর এক কলিগ জানালেন—ফেরাউনের ডুবে যাওয়া এবং তার লাশ সংরক্ষণের ব্যাপারে মুসলিমদের ধর্মীয় পুস্তক আল কুরআনে বলা হয়েছে। কথাটা বিস্মিত করল ডা. মরিসকে। তিনি পালটা প্রশ্ন করলেন, 'এটা কীভাবে সম্ভব? এই মমি পাওয়া গেছে সবেমাত্র সেদিন; ১৮৮১ সালে, আর কুরআন অবতীর্ণ হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে! আরবের লোকজন প্রাচীন মিসরীয়দের মমি করার পদ্ধতি জানতোই না। আমরাই তো এটা জানলাম মাত্র কয়েক দশক আগে!'

ডা. মরিস বুকাইলি সেই রাতে ফেরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘসময় বসে রইলেন। গভীরভাবে ভাবতে লাগলেন তাঁর কলিগের কথাটি। বাড়তে থাকল তাঁর কৌতূহল। এ বিষয়ে অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত তথ্যগুলোর খোঁজ নিতে লাগলেন। তিনি দেখলেন—বাইবেলে ফেরাউন কর্তৃক মুসা আলাইহিস সালামের পিছু নেওয়ার কথা বলা হলেও শেষমেষ ফেরাউনের লাশের কী হয়েছিল, সে সম্পর্কে কিছুই বলা নেই। তিনি ভেবে পেলেন না—আরবের মরুভূমির এক নিরক্ষর মানুষের আজ থেকে ১৪০০ বছর আগে এমন একটি তথ্য তাহলে কী করে জানবার কথা! এ তো অবিশ্বাস্য!

নাছোড়বান্দা ডা. বুকাইলি। তিনি মরিয়া হয়ে উঠলেন প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য। তিনি এ-ও বুঝতে পারলেন—এসব প্রশ্নের উত্তর হুবহু পেতে হলে তাঁকে ধর্মীয় গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। সেগুলোতে উপস্থাপিত তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখতে হবে তাঁকে। সে রাতে নির্ঘুম রাত কাটালেন তিনি। এরপর তাওরাত (তোরাহ্) সংগ্রহ করলেন। দেখলেন—তাওরাতে লেখা রয়েছে, 'পানি এলো এবং ফেরাউনের সৈন্য ও তাদের যানবাহনগুলোকে ঢেকে দিলো। যারা সমুদ্রে ঢুকল, তাদের কেউই বাঁচতে পারল না।' কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের ব্যাপারে কিছুই বলা নেই তাওরাতে। তাহলে ইসলামের নবি মুহাম্মাদ এই তথ্য কী করে জানলেন!

এ পর্যায়ে ডা. মরিস কোনো একটি মুসলিম দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উদ্দেশ্য—সেখানকার প্রখ্যাত অটোপসি বিশেষজ্ঞ মুসলিম ডাক্তারের সাক্ষাৎকার নেওয়া। পরিকল্পনা অনুযায়ী মুসলিম ডাক্তারের সাথে সাক্ষাৎ করে তাকে তাঁর সমগ্র গবেষণার ফলাফল অবহিত করলেন এবং এ বিষয়ে কুরআনের কোনো বক্তব্য সত্যিই রয়েছে কি না জানতে চাইলেন। তখন মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার পবিত্র কুরআন খুললেন এবং সংশ্লিষ্ট আয়াতটি ডা. মরিসকে পড়ে শোনালেন। আয়াতটি এমন, 'সুতরাং আজ আমি তোমার দেহটি সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল।' [সূরা ইউনুস : ৯২]

কুরআনের এই আয়াতটি শোনার পর সত্যি সত্যিই হতভম্ব হয়ে পড়লেন ডা. মরিচ বুকাইলি। সেই মুহূর্তে তাঁর মনে হলো—এই গ্রন্থটি মানুষের রচিত হওয়া কোনোভাবেও বাস্তবসম্মত নয়৷ আরবের মরুভূমিতে দাঁড়িয়ে শত শত বছর আগে মিশরে ঘটে যাওয়া একটি ঘটনার এমন বিবরণ দেওয়া একজন নিরক্ষর মানুষের পক্ষে রীতিমতো অসম্ভব।
কুরআনের এই অভিনব সত্য দর্শনে সেই মুহূর্তেই তিনি জোর গলায় চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, 'আমি ইসলামে বিশ্বাস করি, আমি এই কুরআনে বিশ্বাস করি।'

এ ঘটনার পর ফ্রান্সে ফিরে গেলেন ডা. মরিস বুকাইলি। কিন্তু তখন তিনি সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। বিশ্বাসের হিরণ্ময় জ্যোতিতে উদ্ভাসিত৷ পরবর্তী ১০ বছর পেশাগত ডাক্তারি প্রাকটিস বন্ধ রাখলেন এবং গভীর সাধনার মধ্য দিয়ে শিখে ফেললেন আরবি ভাষা। এরপর সমগ্র কুরআন আদ্যোপান্ত গবেষণা করলেন তিনি। সবকিছুই বিস্মিত করছিল তাঁকে। সেই অভিজ্ঞতাকে ব্যবহার করে লিখে ফেললেন পৃথিবীবিখ্যাত বই, 'Bible Quran & Science.' এই বই পৃথিবীর অন্তত ৫০টি ভাষায় অনূদিত হয়েছে। বইটির একটি উক্তি হলো, 'The Quran does not contain a single statement that is assailable from a modern scientific point of view'. অর্থাৎ কুরআনে এমন একটি তথ্যও নেই, যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক।

'কুরআন সাধকদের গল্প-২'/ লাবিব আহসান

তথ্যসূত্র :
1. The story of Maurice Bucaille’s inspiring conversion to Islam-ARAB NEWS.

2. The men who never became Muslims : The cases of Dr. Keith Moore & Dr. Maurice Bucaille.

3. Maurice Bucaille Embraces Islam.

4. Professor Maurice Bucaille and Pharaoh Ramesses.

6. Lecture of Dr. Zakir Naik.

7. Dr. Maurice Bucaille Converted to islam after a deeper study about Pharaoh.

8. Somewhereinblog.

15/12/2022

ুক্তিবাদী_বোনের_কথা
আমারা ছেলেদের খাওয়াবো বিষয় টা এমন নয়! আল্লাহ নির্ধারন করে দিয়েছেন ছেলেদের উপার্জিত অর্থ দিয়ে নারীরা সংসার করবে! আর চাকরি করলেও স্বভাবতই প্রাকৃতিক নিয়মে আমরা ছেলেদের উপার্জনের উপর নির্ভরশীল।
সে হিসেবে একজন নারীর কর্মসংস্থানের চেয়ে একজন পুরুষের কর্মসংস্থানের প্রয়োজনীয়তা অধিক। আমি একজন নারী হলেও আমি কোটার পক্ষে একমত না,একজন মেয়ে যে কিনা 45 পেয়ে সরকারি চাকুরির সুযোগ পাচ্ছে,আর অন্যপক্ষে ছেলেরা 63 পেয়েও এবার চাকরি পেলো না!

যোগ্যতা থাকলে একজন নারীও যেকোনো মার্ক নিয়ে চাকরি পেতে পারে আমার বিশ্বাস,
এক্ষেত্রে কোটাকে অগ্রাধিকার দেয়াটা যুক্তিযুক্ত বলে আমি মনে করিনা!

আল্লাহ ছেলেদের সন্মান এমনিতেই বেশি দিয়েছেন,কিন্তু এই সন্মানের বরখেলাপ করে আমরা নারীবাদিরা নিজেদের সমান অধিকার আদায়ে অতঃপর হয়ে উঠেছি,এতে আমাদের মঙ্গল মনে হলেও আসলে তা নয়। অদুর ভবিষতে আমাদের বৃহৎ এক ছেলেসমাজ যে চরম বেকারত্বের তৈরি হচ্ছে তাঁরা আমাদেরই ভাই! আমাদেরই প্রানপুরুষ! তাঁদের চেয়ে আমাদের মর্যাদা অধিক হলে কখনোই আমাদের মাঝে শান্তি বিরাজ করবে না! এটা মহাসত্য!

পৃথিবীতে আজও ভালো মানুষ আছে।ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর আর পবিত্র।মানবতা যেদিন চিরতরে হারিয়ে যাবে প...
12/12/2022

পৃথিবীতে আজও ভালো মানুষ আছে।ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর আর পবিত্র।মানবতা যেদিন চিরতরে হারিয়ে যাবে পৃথিবীর ধ্বংস সেদিন নিশ্চিত।

12/12/2022

আলহামদুলিল্লাহ,,

অভিনন্দন বাংলাদেশ,,অভিনন্দন  #মেহেদী_হাসান_মিরাজ।আপনি আরও একবার প্রমাণ করে খেলিয়ে দিলেন, কিভাবে একটি দলকে ধ্বংস-স্তূপ থ...
07/12/2022

অভিনন্দন বাংলাদেশ,,
অভিনন্দন #মেহেদী_হাসান_মিরাজ।
আপনি আরও একবার প্রমাণ করে খেলিয়ে দিলেন, কিভাবে একটি দলকে ধ্বংস-স্তূপ থেকে বের করে নিয়ে আসতে হয়।
শুভ কামনা রইলো,,,
আমরা আজকেও জিতবো,, #ইনশাআল্লাহ্

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর এমন বিজয়ে আনন্দিত আমরাও। অভিনন্দন মরক্কো।
07/12/2022

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর এমন বিজয়ে আনন্দিত আমরাও। অভিনন্দন মরক্কো।

১৭৭৭০ আন্তর্জাতিক রান৪১টি সেঞ্চুরি৬টি ডাবল সেঞ্চুরি১টি ট্রিপল সেঞ্চুরি 🏆 পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক...
30/11/2022

১৭৭৭০ আন্তর্জাতিক রান
৪১টি সেঞ্চুরি
৬টি ডাবল সেঞ্চুরি
১টি ট্রিপল সেঞ্চুরি

🏆 পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
✅ পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।
✅ টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পষ্ট করে একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান।
💯 টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক (৩৪টি)

জন্মদিনের শুভেচ্ছা পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান ইউনুস খান। 🎂

25/11/2022

মানুষের গুপ্ত ক্যান্সার কি???

হযরত নুহ (আঃ) একবার একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃর্ণায় মুখ ফিরায়ে নিলেন। সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেলো।

মানুষের মতই সে বলে উঠলোঃ হে নুহ
তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃর্ণায় মুখ ফিরিয়ে নিলে। কিন্তু তুমি কি জানো না, যে আল্লাহই আমাকে এ আকৃতি দিয়াছেন?

মনে রেখো এ সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকত, তবে কিছুতেই আমি এ আকৃতি মেনে নিতাম না। বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না।

কুকুরের মুখে এ কথা শুনে নুহ (আঃ)- এর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন। এমন কি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন!! ( সুত্র: নুজহাতুল মাজালিস)

তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু! আমাকে মাফ করে দাও। না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি।

সেই অপরাধের অনুশোচনা করে আবদুল গাফফার দীর্ঘ দশ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে, চোখের পানি পড়ে পড়ে তাঁর চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাঁকে নূহ ডাকতে শুরু করে। আরবি ভাষায় ‘নূহ’ অর্থ যে ক্রন্দন করে।

হে প্রিয় বন্ধুরা একবার ভাবুন সামান্য একটি কুকুরঃ সম্পর্কে কোন মন্তব্য করার কোন সুযোগ নাই সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনী আদম তাকে আমরা কেমনে কি ভাবে সমালোচনা করি, আমরা নিজের দোষ দেখিনা পরের দোষ দেখি, এটা ও একটা গুপ্ত ক্যান্সার!!

আল্লাহ আমাদের হেফাযত করুন,, (আমিন)
(Copied)

24/11/2022

অনার্স ২য় বর্ষ - ২০২১
রুটিন প্রকাশ - ২০২২
পরীক্ষা শুরু - ২০২৩ !

21/11/2022

আলহামদুলিল্লাহ,,,
কাতার বিশ্বকাপের ১ম দিনেই ৪ জন কালেমা শাহাদাত এর ঘোষণা দিলেন ডাঃ জাকির নায়েকের হাতে,,,

"গনিম-আল-মুফতাহ্" কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি।। কারণ,, এনার হাত ধরেই বেজে উঠলো ফিফা বিশ্বকাপের দা...
21/11/2022

"গনিম-আল-মুফতাহ্"

কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি।। কারণ,, এনার হাত ধরেই বেজে উঠলো ফিফা বিশ্বকাপের দামামা।। 2022 সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন গনিম-আল-মুখতাহ্।।" আল বাইয়াত ষ্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করলো গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ।।

"গনিম-আল-মুখতাহ্" এর শরীরের নিচের অংশ নেই,, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন।। "কোডাল রিগ্রেশন সিনড্রোম" রোগে আক্রান্ত গনিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল।। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত,, সমর্থকবৃন্দ।।

তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পীকার।। তাঁর বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত,, বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন।।

গনিম যখন মাতৃগর্ভে রয়েছেন,, তখনই আলট্রা-সাউন্ড মেশিনে ধরা পড়ে তাঁর শরীরের অবিকশিত অংশ।। ডাক্তার গর্ভপাতের নিদান দেন।। কারণ,, অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে জঠরে হত্যা করে দেওয়া শ্রেয়।।

গনিমের মাতা-পিতা এই সিন্ধান্ত মেনে নিতে পারলেন না।। কারণ,, ইসলামের নিদান অনুযায়ী গর্ভপাত হলো চূড়ান্ত অপরাধ।।

মাতা "ইমান-উল-আবদেলি" এবং পিতা "মুহাম্মদ-আল-মুফতাহ্" এটাকে মহান আল্লাহর সিন্ধান্ত হিসেবে মেনে নিয়ে,, বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন।। মাতা পিতার উদ্দেশ্যে বলেন - "আমি হবো সন্তানের বাম পা,, আর,, তুমি হবে তার ডান পা।। আমরা দুজনে সন্তানকে কখনো নিম্নাংশের অভাব টেপ পেতে দেবো না।।"

5-ই মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গনিম।। শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি।। স্কুল,, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাঁকে অপমানিত করা হতো।। তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে,, একেবারে নিজস্ব ছন্দে।। বন্ধুদের বোঝাতেন - তাঁর অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন।। আল্লাহ তাঁকে যে পরিমাণ অঙ্গ-প্রতঙ্গ প্রদান করে পাঠিয়েছেন,, এর জন্য তিনি কৃতজ্ঞ।।

নিজের সহপাঠী,, বন্ধুবান্ধব-কে এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তেই তিনি হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পীকার।।

একদিন যাঁর ভুমিষ্ট হওয়া নিয়েই যথেষ্ট সন্দেহ ছিলো,, তাঁর হাতে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর।।

কাতারের 20 বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সেদেশের শান্তির দূত হিসাবে গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছেন।। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পীকার,, কবি,, সাহিত্যিক,, দারুণ বক্তা হিসাবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত।।

আজ তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন।।

ধন্যবাদ,, গনিম-আল-মুফতাহ্।।"

আপনি প্রমাণ করে দিলেন,, শারিরীক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো অন্তরাল হয়ে উঠতে পারে না।।

#সংগৃহীত - রবিউল আলম রবিন থেকে।

04/11/2022

ভারতের সাথে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে, সেটা আমরা হাসিমুখে আলোচনা করি। প্রতিপক্ষের খেলোয়ারকে জড়িয়ে ধরি। ম্যাচ শেষে কোন অফিশিয়াল প্রতিবাদ জানাই না। এমনকি সংবাদ সম্মেলেন এই প্রশ্নের উত্তরে আইডিয়াল স্পোর্টসম্যানশিপের উদাহরণ সৃষ্টি করে আম্পায়ারদের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা খেলোয়াড়রা কথা বলতে চাই না।

সবই ঠিক আছে। আইসিসি'র কোড অব কন্ডাক্টের কারনে হাত পা বাঁধা। সমস্যা এটা না যে এত মার্জিত ভাবে প্রতিবাদ করা হয়েছে।

সমস্যা হলো ঘরোয়া ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে আমরা আর এত অমায়িক থাকি না। বিসিবি'র কোড অব কন্ডাক্টের ধার ধারি না। তখন করি অন্য কাজ। স্ট্যাম্প তুলে আছাড় দেই, লাথি মেরে ভেঙে ফেলি। এই স্পর্ধাকে আবার জাস্টিফাই করার জন্য আমাদের ফ্যান ফলোয়াররাতো আছেই। তারা গলা উঁচিয়ে বলবে, "ঠিকই আছে, ঘরোয়া আর আন্তর্জাতিক ম্যাচ এক হল নাকি? দেশের আম্পায়ারিংয়ের মান খুবই খারাপ। তাই এখানে এরকম করাই যায়"।

#দ্বিচারিতা_বনাম_দেশপ্রেম
©Faatiha Aayat

03/11/2022
Really very beautiful scenery.
08/10/2022

Really very beautiful scenery.

30/06/2022

#হতাশ_হবেন_না.......

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৬ টা বাজে, লন্ডনে তখন রাত ১২ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন সফল হবেনই # #ইনশাআল্লাহ # #

যাদেরকে বন্ধু ভেবেছিলেন ইউক্রেন, তারাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে।
27/02/2022

যাদেরকে বন্ধু ভেবেছিলেন ইউক্রেন, তারাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে।

Address

Thakurgaon
5140

Telephone

+8801723964761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Younus Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Younus Ali:

Share