RM Barta TV

RM Barta TV শিক্ষা,বিনোদন,পরিবেশ,উন্নয়ন, অপরাধ,দুর্ঘটনা,স্বাস্থ্যসেবা,রোগ, শোক,খেলাধুলা বৈচিত্র্য তথ্য সমৃদ্ধ-

পীরগঞ্জে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।।====================নিজস্ব সংবাদদাতাঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তারুণ্যে উৎসব অনুষ্ঠি...
15/01/2025

পীরগঞ্জে তারুণ্যের
উৎসব অনুষ্ঠিত হয়েছে।।
====================
নিজস্ব সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তারুণ্যে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ শ্লোগানকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলায় সকালে পৌরসভার আয়োজনে পৌর অডিটোরিয়ামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
আরএম বার্তা টিভি

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক আটক।।=========================নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বা...
15/01/2025

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক আটক।।
=========================
নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে আজ বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘খবরটি পাওয়ার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি।’

বিজিবি সূত্র জানায়, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আটক ব্যক্তির নাম শেখ আলিমুর রহমান (৪৫)। তাঁর বাড়ি খুলনা জেলায়। তিনি সাবেক সেনাসদস্য। গতকাল রাত আটটার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব–পিলার এলাকা দিয়ে আলিমুর ভারতের ভেতরে প্রবেশ করেন। বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে। পরে তাঁকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়। আটক আলিমুরকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসে এক দরবেশ বাবা আটক।।============+========== নিজস্ব সংবাদদাতাঃ ঘুষ গ্রহণের সময়’ ঠাকুরগাঁও আঞ্চল...
14/01/2025

ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসে এক দরবেশ বাবা আটক।।
============+==========
নিজস্ব সংবাদদাতাঃ ঘুষ গ্রহণের সময়’ ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক কর্মকর্তা দরবেশ বাবাকে আটক করেছে দুদক।

মঙ্গলবার দুপুরে শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক।

আটক ফারুক আহমেদ ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক।

দুদক জানায়, ফারুক আহমেদ পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ভুক্তভোগী বিষয়টি দুদককে জানায়।

দুদকের উপ-পরিচালক তাহসিন বলেন, ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিতে চান ফারুক আহমেদ। পরে দুদকের একটি দল ওই এলাকায় অবস্থান নেই। নতুন কমিশনের প্রথম অভিযান এটি। “দুপুরে ঘুষের প্রথম কিস্তির ২০ হাজার টাকা নেওয়ার সময় ফারুক আহমেদকে হাতেনাতে আটক করা হয়।”

তিনি বলেন, ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে দুদক।
আরএম বার্তা টিভি
RM Barta TV
Md. Rezaul Karim



ার্তা_টিভি

13/01/2025
ঠাকুরগাঁওয়ের  চন্দরিয়ায় সীমান্ত অতিক্রমের সময় ৩ জন আটক।।=====================নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজে...
13/01/2025

ঠাকুরগাঁওয়ের চন্দরিয়ায় সীমান্ত অতিক্রমের সময় ৩ জন আটক।।
=====================
নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন চন্দরিয়া শুখানদীঘি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ১জন শিশুসহ মোট ০৩ জন আটক হয়েছে বলে জানা যায়।

রবিবার (১২ জানুয়ারি) সীমান্ত পিলার ৩৩৮/১-এস হতে
আনুমানিক সাড়ে ৬টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)র অধীনস্থ চান্দুরিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ বাংলাদেশের মধ্যে নায়েক এনামুল হক এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময়-

বৈরচুনা ইউনিয়ন, মহেশপুর গ্রামের মৃত আকালু বর্মন এর ছেলে, কচু বর্মন (৪২), ভাদরা গ্রাম, চিরির বন্দর দিনাজপুরের প্রমোতোষ রায়ের স্ত্রী মতি বাসন্তী রায় (৩০) ও ৪ বছরের শিশু মেয়ে পল্লবীকে আটক করা হয়। পরে আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর এবং ০১৭নং মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।



ার্তা_টিভি

ঠাকুরগাঁওয়ে "ইত্যাদি" অনুষ্ঠানে বিশৃঙ্খলা।।=====================নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি ...
10/01/2025

ঠাকুরগাঁওয়ে "ইত্যাদি"
অনুষ্ঠানে বিশৃঙ্খলা।।
=====================
নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিবেশ শান্ত করতে না পেরে "ইত্যাদির" পরিচালক হানিফ সংকেত বলেন, "অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না"। এতে নির্ধারিত সময়ের আগেই স্থগিত হয়ে যায় অনুষ্ঠানটি। পরে মধ্যরাতে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু করেন অনুষ্ঠানটির পরিচালক হানিফ সংকেত।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক পুরনো রাজা টংকনাথের রাজবাড়ীতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ৩ হাজার প্রবেশ (গেট) পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মেন গেট, চেয়ার ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতির জন্য দর্শনার্থীরা প্রশাসন ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনা করছেন নেটিজেনরা।

ইত্যাদি অনুষ্ঠান দেখতে যাওয়া মতিউর রহমান বাচ্চুসহ অনেক দর্শক বলেন, এমন অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবুও পুলিশ প্রশাসন ও কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি। যতটুকু করেছে তা লক্ষাধীক জনগণের মধ্যে শৃঙ্খলা আনতে পারেনি। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, দেশের সভ্য জেলায় অসভ্যতা দেখে ফিরছে পুরো ইত্যাদি টিম। অথচ প্রত্যাশা ছিল ভিন্ন কিছু। এই লজ্জা কার...? অনভিজ্ঞ, অপেশাদার ইভেন্ট ম্যানেজমেন্টের কারণে আজকের ঘটনা রাণীশংকৈলের সঙ্গে সঙ্গে সমগ্র জেলাবাসীর জন্য লজ্জার।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ‘ব্যাপক লোকের সমাগমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত করতে। তবে কেউ নিষেধ না মেনে বিশৃঙ্খলা তৈরি করেছে, যা কাম্য ছিল না। তবে রাত বারতে থাকায় সমাগম কমতে থাকে। পরে পুরো পরিস্থিতি শান্ত হলে বিটিভিতে প্রচার উপযোগী কিছু দৃশ্য ধারণ করে তাদের কার্যক্রম শেষ হয়।’

আরএম বার্তা টিভি
Md. Rezaul Karim
RM Barta TV



ার্তা_টিভি

☞০৯ জানুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার। ☞রাণীশংকৈল ইত্যাদি অনুষ্ঠানে...সম্মানিত সূধীবৃন্দ ইচ্ছে ছিলো নির্ধারিত অনুষ্ঠান শু...
09/01/2025

☞০৯ জানুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার।
☞রাণীশংকৈল ইত্যাদি অনুষ্ঠানে...
সম্মানিত সূধীবৃন্দ ইচ্ছে ছিলো নির্ধারিত অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের একটু ইত্যাদি অনুষ্ঠানের অবস্থানটি দেখাবার, কিন্তু দুঃখের বিষয় যে, নেটের সমস্যা থাকায় সেটি আর সম্ভব হল না।
সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। ধারণকৃত অনুষ্ঠানটি আগামী ২৯ তারিখে বিটিভি চ্যানেলে সম্প্রচার করার কথা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

09/01/2025

অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে জন প্রিয় অনুষ্ঠান ইত্যাদি।

অদ্য ০৯ জানুয়ারী ২০২৫ইং রোজ বৃহস্পতিবার রাণীশংকৈল ইত্যাদি অনুষ্ঠানে।
09/01/2025

অদ্য ০৯ জানুয়ারী ২০২৫ইং রোজ বৃহস্পতিবার রাণীশংকৈল ইত্যাদি অনুষ্ঠানে।

☞ ৯ জানুয়ারী ২০২৫ তারিখে হতে যাচ্ছে সবার জন প্রিয় অনুষ্ঠান ইত্যাদি➤ঠাকুরগাঁওয়ের ইতিহাস,ঐতিহ্য নিয়ে এবার সাজানো হয়েছে জনপ...
07/01/2025

☞ ৯ জানুয়ারী ২০২৫ তারিখে হতে যাচ্ছে সবার জন প্রিয় অনুষ্ঠান ইত্যাদি➤
ঠাকুরগাঁওয়ের ইতিহাস,ঐতিহ্য নিয়ে এবার সাজানো হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'

আগামী ৯ জানুয়ারি সন্ধ্যাবেলা রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী মুখরিত হবে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের কথামালায়৷

৩০ ডিসেম্বর ২০২৪ ইং রোজ সোমবার ঠাকুরগাঁও বড় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর শফিকুর রহমান। মঞ্চে সবাইকে দু'হাত তুলে ...
04/01/2025

৩০ ডিসেম্বর ২০২৪ ইং রোজ সোমবার ঠাকুরগাঁও বড় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর শফিকুর রহমান। মঞ্চে সবাইকে দু'হাত তুলে অভিনন্দন জানার দৃশ্য।
আরএম বার্তা টিভি
Md. Rezaul Karim

02/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

31/12/2024

আরডি আরএস অফিস রংপুর।

Address

Thakurgaon
5110

Alerts

Be the first to know and let us send you an email when RM Barta TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RM Barta TV:

Videos

Share