Freelancer Musa

Freelancer Musa Welcome to our page
We provide all marketing services,
So Contact us for any services..!

04/03/2024

hello

I will do youtube channel create and setup, and SEO, and promote organicallyMy Email-abumusa3083@gmail.comMy Gig Link- h...
12/05/2023

I will do youtube channel create and setup, and SEO, and promote organically

My [email protected]

My Gig Link- https://www.fiverr.com/abumusa3083/do-youtube-channel-create-and-setup-with-full-monetization-and-seo-promote

For only $20, Abumusa3083 will do youtube channel create and setup, and SEO, and promote organically. | ...............Hey Dear...........Would you like to launch a profitable YouTube channel and professional service?Hence, You are in the proper location. I am a digital marketer and | Fiverr

ফেসবুক হচ্ছে বর্তমানের  জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি। ছব...
12/05/2023

ফেসবুক হচ্ছে বর্তমানের জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারি। ছবি,ভিডিও ইত্যাদি শেয়ার করতে পারি। বন্ধু বান্ধবের ছবিতে লাইক, কমেন্ট ইত্যাদি আর কত সুবিধা। এগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে গ্রহণ করতে পারি। ওই জন্য ফেসবুক কোম্পানিকে আমাদের কোন টাকা দেওয়া লাগে না তবে আমরা আজ জানবো ফেসবুক পেইজ কি। এবং ফেসবুক পেইজ দিয়ে কি কি কাজ করা সম্ভব-

ফেইসবুক পেইজ কি?


ফেসবুক পেইজ হচ্ছে এমন একটি সুবিধা যেখানে আপনি পোস্ট করার মাধ্যমে অনেক ফেসবুক ব্যবহারকারীর নিকট আপনার পোষ্ট পৌঁছে দিতে পারেন।আমরা আমাদের প্রোফাইলে কোন কিছু পোস্ট করলে তা শুধুমাত্র আমাদের ফ্রেন্ড যারা আছে তারা দেখতে পায় কিন্তু ফেসবুক পেজ ভিন্ন রকম। আলাদাভাবে সেখানে পোস্ট করতে পারবেন।এবং যাদের নিকট পোস্ট পৌঁছাবে অবশ্যই আপনার ফেসবুক পেজের নাম অনুসারে তাদের কাছে চলে যাবে পোস্টগুলো। এবং ফেসবুক পেজের পোস্টগুলো যাতে অনেক লোকের নিকট পৌঁছে দেওয়া সম্ভব হয় তার জন্য ফেসবুক কোম্পানি পোস্ট বুস্ট করার সুবিধা চালু করেছে। আপনি অর্থ প্রদানের মাধ্যমে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করে হাজার হাজার লোকের নিকট আপনার পোস্টটি পৌঁছে দিতে পারবেন। মূল কথা হচ্ছে ফেসবুকের এটি একটি বিজ্ঞাপন সুবিধা।সুবিধাটি আপনি ফেসবুক পেইজের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। তবে আপনি ফেসবুক পেজ বুস্ট না করেও অনেক লাইক এবং ফলোয়ার পেতে পারেন। এজন্য আপনার বন্ধুদের ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে হবে এবং অনেক অনেক করতে হবে আপনার পেইজটি।

ফেসবুক পেইজ কি কি কাজে লাগে?


ফেসবুক পেইজ হচ্ছে ফেসবুকের এমন একটি সুবিধা যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। ফেসবুক পেইজ মূলত তৈরি করা হয় বিভিন্ন কাজের জন্য এবং বিভিন্ন তথ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে।কাজ গুলো হলো মনে করুন আপনি কোন সার্ভিস দেশ ব্যাপী প্রোভাইড করতে চাচ্ছেন। তাহলে সারা দেশের মানুষকে কিভাবে জানাবেন যে আপনি এই সার্ভিসটি তাদের প্রদান করতে চাচ্ছেন। অথবা আপনি একটি অনলাইন বিজনেস চালু করতে চাচ্ছেন। এ লক্ষ্যে আপনার অনলাইন বিজনেস সবার নিকট পরিচিত করে তুলতে হবে। কারণ আপনার অনলাইন বিজনেস এর সম্পর্কে মানুষ যদি জানতে না পারে তাহলে আপনার কোন প্রকার সেল হবে না।বর্তমানে ফেসবুকের বিজ্ঞাপন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ বর্তমান সময় বেশিরভাগ লোকেই ফেসবুক ব্যবহার করে যার ফলে ফেসবুকে কোনো বিজ্ঞাপন প্রদান করলে খুব দ্রুত সবার নিকট পৌঁছে যায়। এবং সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব হয়। ওয়েবসাইট এর পাশাপাশি অনলাইন শপিং এর জন্য ফেসবুক পেইজ ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে শুধুমাত্র ফেসবুক পেজ দিয়েও অনলাইন বিজনেস করছে অনেকে।
এছাড়াও বিভিন্ন সেলিব্রেটিরা ফেসবুক ব্যবহার করে তাদের ভক্তদের নিকট পোস্টগুলো পৌছে দেওয়ার জন্য।
ফেসবুক পেজ বুস্ট করে খুব সহজে সবার নিকট ফেসবুক পেজের পোস্ট পৌঁছে দেয়া সম্ভব। আর এ কারণেই ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। এর পাশাপাশি ফেসবুক ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাদের সেবার মানোন্নয়ন করার জন্য।

10/05/2023

When money makes you forget Allah

What Is Facebook Pixel? Facebook Pixel মূলতঃ একটি টুল যা ব্যবহার করে কোন ওয়েবসাইট এর ভিজিটর কি করছে তা ট্র্যাক করে একটি...
10/05/2023

What Is Facebook Pixel?

Facebook Pixel মূলতঃ একটি টুল যা ব্যবহার করে কোন ওয়েবসাইট এর ভিজিটর কি করছে তা ট্র্যাক করে একটি এনালেটিকস রিপোর্ট জেনারেট করা যায়। আপনি যদি Google Analytics বুঝে থাকেন তাহলে ফেসবুক পিক্সেল খুব সহজে বুঝে উঠতে পারবেন।

ফেসবুক পিক্সেল কি এবং কিভাবে কাজ করে?
Post Category:ফেসবুক অ্যাডভার্টাইজিং / ফেসবুক বিজনেস / ফেসবুক মার্কেটিং / মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট
আপনি কি ফেসবুক বুস্ট করেও আগের মতো আর সেল পাচ্ছেন না? ফেসবুক পিক্সেল থাকতে চিন্তার কোন কারণ নেই। ফেসবুকে বিজ্ঞাপন বুস্ট করেই আমরা চুপ করে থাকি। কিন্তু এতে যে সফলতা আসে তার থেকেও আরও বহুগুণ সফলতা বাড়িয়ে দেয় ফেসবুক পিক্সেল এর ব্যবহার। কারণ ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ফেসবুকের ক্যাম্পেইন গুলো কে আরও বেশি কার্যকর করতে পারি। চলুন তাহলে ফেসবুক পিক্সেল কি এবং এটি কিভাবে কাজ করে তা পড়ে আসা যাক।

ফেসবুক পিক্সেল কি?
ফেসবুক পিক্সেল হলো একটি টুলস। এটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট এ ভিজিটররা কি করছে তা ট্র‍্যাক করে একটি এনালাইটিক্স রিপোর্ট জেনারেট করতে পারবেন। আপনার গুগল এনালাইটিক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে ফেসবুক পিক্সেল খুব সহজেই বুঝতে পারবেন। গুগল এনালাইটিক্স একটি ফ্রি টুলস যা দিয়ে আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইট এ কতজন ভিজিটর ভিজিট করেছে, তারা কোন এরিয়া তে থাকে এবং তাদের বয়স কত। কিন্তু কেবল এইটুকু তথ্য দ্বারা বিজনেসটা কে সামনের দিকে এগিয়ে নেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু ফেসবুক পিক্সেল এর মাধ্যমে আমরা অনেক বিস্তারিত ধারণা পেয়ে থাকি।

আপনার ওয়েবসাইট এ কতজন ভিজিটর ভিজিট করতে আসছে, তারা ওয়েবসাইট এ ঢুকে কি প্রোডাক্ট দেখছে, তারা কি কি প্রোডাক্ট ক্র‍য় করছে, তাদের বয়স অনুযায়ী চাহিদা কেমন, তাদের কোন প্রোডাক্টটির প্রতি চাহিদা বেশি এই সমস্ত বিষয় রিপোর্ট এনালাইটিক্স আকারে ফেসবুক পিক্সেল আপনার কাছে উপস্থাপন করবে। আপনি হয়তো জানেন, বড় ধরনের মার্কেটারদের বিজ্ঞাপনে সফলতা পাওয়ার অন্যতম গোপন রহস্য হলো এই ফেসবুক পিক্সেল। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, এটি ব্যবহার এর ফলে আপনার ব্যবসা আরও লাভজনক হবে। আপনি ফেসবুকে বিজ্ঞাপন বুস্ট করে pixel এর মাধ্যমে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবেন। আপনি হয়তো শুনে থাকবেন অনলাইন জগতে Data driven এর বিকল্প নেই কিন্তু এর একটি অন্যতম হাতিয়ার হলো ফেসবুক পিক্সেল। কিন্তু ফেসবুকের এই চমৎকার আপডেট টা সম্পর্কে এখানো অনেকেই জানে না।

পিক্সেলের সংগৃহীত তথ্যের প্রয়োজনীয়তাঃ
আপনি এডভারটাইজিং এক্সপার্ট হোন অথবা বিজনেস ম্যান হোন না কেনো আপনার কাছে ওয়েবসাইট এর বিস্তারিত তথ্য অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আপনার একটি বুটিক শপ রয়েছে এবং আপনি চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে তার প্রশারতা বাড়ুক। তাই আপনি আপনার বিজনেস এর বিজ্ঞাপন দিয়ে যাচ্চেন, এতে আপনার বিক্রয় ও হচ্ছে ভালোই কিন্তু বছর শেষে আপনি যখন হিসেবের খাতা টা বের করলেন তখন দেখলেন আপনার যা লাভ হচ্ছে প্রায় সেরকম একটা অ্যামাউন্টের টাকা আপনার বিজ্ঞাপন দিতে চলে যাচ্ছে। ফলাফলঃ ব্যবসায় লাল বাতি। এখন আপনি মাথায় হাত দিয়ে ভাবতে পারেন, ” তাহলে আমার এক্ষেত্রে করণীয় কি”? হ্যাঁ, চিন্তার কিছু নেই। ফেসবুক পিক্সেল হতে পারে আপনার সমস্যার সমাধান। এর মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার বিজ্ঞাপন কে কে দেখছে। ধরুন আপনি জানতে পারলে আপনার বুটিক শপের বিজ্ঞাপন ৩৫+ বছরের বড় কেও দেখছে না। কিংবা তাদের সামনে আপনার শপের বিজ্ঞাপন আসলেও তারা প্রোডাক্ট ক্রয় করছে না। আপনার শপ থেকে ১৬-৩৫ বছরের মহিলারা বেশি ক্রয় করছে। তাহলে আপনার টার্গেটেড কাস্টমার হলো ১৬-৩৫ বছরের মহিলারা। এটা আপনি ফেসবুক পিক্সেল এর মাধ্যমে জানতে পারলেন। এখন আপনি ৩৫ বছরের ঊর্ধ্বে যেসব মহিলাদের বয়স তাদের কাছে আপনার বিজনেসের বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনার খরচ বেঁচে গেলো এটির মাধ্যমে। সেই টাকা দিয়ে আপনি ১৬-৩৫ বছরের মহিলাদের কাছে আপনার বিজনেস এর বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবেন। এবং আপনার বিজনেস এর সেল জেনারেট ব্যাপক হারে বৃদ্ধি পাবে।

আবার আপনি এই টুলস টির মাধ্যমে দেখলেন যে, যেসব মহিলারা আপনার প্রোডাক্ট ক্রয় করছে তারা বৃহঃপতি-শুক্রবারে দুপুর থেকে রাত পর্যন্ত এই সময়টাতে বেশি আপনার বিজ্ঞাপন দেখছে এবং ক্রয় করছে। তাহলে আপনি বাকি দিনে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিলেন এবং এই ২ দিনে বেশি বিজ্ঞাপন দিয়ে সবার নজর কেড়ে নিলেন। এক্ষেত্রে আপনার খরচ ও কমলো এবং আপনার বিক্রয় ও বাড়লো। খরচ কমাতে তাই Facebook Pixel এর অতি সুক্ষ্ম সংগৃহীত তথ্যের প্রয়োজনীয়তা অনেক।
ফেসবুক পিক্সেল কি কি কাজ করে?
এতক্ষণে এর কাজ কি তা হয়তো একটু হলেও জানতে পেরেছেন। এবার বিস্তারিত আলোচনা করা যাক।

ফেসবুক পিক্সেলের মাধ্যমে ফেসবুকে দেওয়া বিজ্ঞাপন ক্যাম্পেইনগুলো কে আরও বেশি কার্যকর করা যায়।
এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বুটিক শপ থেকে কারা বেশি ক্রয় করছে, এবং কোন সময়ে ক্রয় করছে।
আপনি জানতে পারবেন আপনার বিজ্ঞাপন টি কয়জনের কাছে পৌঁছে ছিল এবং তাদের ভেতর কয় জন আপনার প্রোডাক্ট টি ক্রয় করেছে।
আপনি এটাও জানতে পারবেন আপনার বিজ্ঞাপনগুলো ছেলে নাকি মেয়েরা বেশি দেখছে।
এই সমস্ত তথ্য জানার ফলে আপনি আপনার টার্গেটেড কাস্টমার নির্ধারণ করতে পারবেন অতি সহজেই। এবং শুধুমাত্র আপনার টার্গেটেড কাস্টমার এর কাছে বিজ্ঞাপন পৌঁছানোর মাধ্যমে আপনার খরচ বেঁচে যাবে।
এই ক্যাম্পেইন হতে যে তথ্যগুলো আপনি পাবেন তা পরবর্তীতে ও কাজে লাগাতে পারবেন।
এটির আরও অনেক কাজ রয়েছে। এই সমস্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে স্মার্টলি বড় করতে পারবেন। আপনার আগের চেয়ে খরচ কমবে এবং বিক্রয় অনেক বেড়ে যাবে।

ফেসবুক পিক্সেলফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে?
আপনার ফেসবুক পিক্সেল সম্পর্কে হালকা ধারণা থাকলে হয়তো জেনে থাকবেন যে, একটি পিক্সেল অন্য আরেকটি পিক্সেল থেকে সম্পূর্ণ আলাদা। প্রতিটি পিক্সেল এর ইউনিক আইডি নাম্বার দেওয়া থাকে যাতে একটির সাথে অপরটির তথ্যের সংমিশ্রণ না ঘটে। চলুন ফেসবুক Pixel কি ভাবে ব্যবহার করতে হয় দেখে আসি।

ফেসবুক পিক্সেল ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনাকে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার এ লগ ইন করতে হবে। উপরে ডান দিকে যে মেন্যু বাটন টা রয়েছে তাতে ক্লিক করুন এবং পিক্সেল লেখাটি তে ক্লিক করুন ড্রপ-ডাউন মেন্যু থেকে। এখন যে উইন্ডো টি ওপেন হয়ে গেলো তা থেকে আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারবেন।

Pixel ক্রিয়েট করার সময় আপনি একটা ইউনিক নাম ব্যবহার করুন। এর ফলে খুব সহজেই আপনি সেটা খুঁজে বের করতে পারবেন। এরপর আপনি আপনার ওয়েবসাইট এর URL দিবেন। এরপর ক্রিয়েট লেখা অপশনে ক্লিক করুন, আপনার পিক্সেল টি তৈরি হয়ে গেলো। এখন ফেসবুক আপনাকে একটি কোড দিবে। যা ওয়েবসাইটে ব্যবহার এর মাধ্যমে আপনি পিক্সেলের সুবিধা টা নিতে পারবেন।

পরিশেষেঃ
বিক্রয় বাড়াতে ফেইসবুক এডভারটাইজিং এবং এর সাথে ফেসবুক পিক্সেল এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। এটি আপনার বিজনেস এর খরচ কমিয়ে টার্গেটেড কাস্টমার চিহ্নিত করবে এবং বিক্রয় বাড়াবে। তাই আপনার বিজনেসের যদি কোনো এডভারটাইজিং রিলেটেড সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো মানের সেবা নিন, বিজনেসের বিক্রয় বাড়ান।

10/05/2023

💞💞💞

ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন ?ফ্রিল্যান্সিং কি ?ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা বা স্ব...
07/05/2023

ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন ?

ফ্রিল্যান্সিং কি ?

ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা বা স্বাধীন পেশা। নিজের দক্ষতা,শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে একাধিক ক্লায়েন্ট এর কাজ করে, তখন ঐ কাজকে বলা হয় ফ্রিল্যান্সিং। আর যে ব্যক্তি ফ্রিল্যান্স কাজ করেন তিনি হচ্ছেন ফ্রিল্যান্সার।

🔰সহজ ভাষায় বলতে গেলে, ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাজ করে টাকা আয় করার একটি মাধ্যম।

ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন ?

শুধু ফ্রিল্যান্সিং কোর্স করলেই ফ্রিল্যান্সার হওয়া যায়না।
ফ্রিল্যান্সিং করতে সবার আগে যা প্রয়োজন:👉

১➡️ ভালো গাইড লাইন ও ভালো সাপোর্ট দরকার
২➡️ ধৈর্য
৩➡️ সময়
৪➡️ পরিশ্রম
৫➡️ কাজের দক্ষতা

💥 তারপর সাধারণ ভাবে যা প্রয়োজন:👉

📱 মোবাইল ফোন ( ভালো মানের )
🖥️ কম্পিউটার /💻 ল্যাপটপ
🌐 ইন্টারনেট কানেকশন বা মডেম

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল সমূহ:👉

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অসংখ্য ধরনের কাজ রয়েছে।
তবে কিছু স্কিল বা দক্ষতা বর্তমানের ফ্রিল্যান্সিং জগতে ব্যাপক জনপ্রিয়। সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল সমূহ হলো:👉

✴️ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং
✴️ গ্রাফিক্স ডিজাইন
✴️ ওয়েব ডিজাইনিং
✴️ কনটেন্ট রাইটিং
✴️ ডাটা এন্ট্রি
✴️ এডিটিং
ইত্যাদি.........


নিরব হয়ে অনুভব করা 😞😞      স্বপ্নগুলো অনেক সুন্দর হয়☺️☺️      Dreams experienced in 😞😞      silence are very beautiful...
16/03/2023

নিরব হয়ে অনুভব করা 😞😞
স্বপ্নগুলো অনেক সুন্দর হয়☺️☺️

Dreams experienced in 😞😞
silence are very beautiful❤️❤️

আমাদের সেবাসমূহ 👇....!1..ফেসবুক 👇👉 প্রফেশনাল পেইজ তৈরি এবং সাথে মেসেজিং রোবট👉 ফেসবুক বিজ্ঞাপন প্রচার করা👉 পেইজ এর জন্য র...
04/03/2023

আমাদের সেবাসমূহ 👇....!

1..ফেসবুক 👇
👉 প্রফেশনাল পেইজ তৈরি এবং সাথে মেসেজিং রোবট
👉 ফেসবুক বিজ্ঞাপন প্রচার করা
👉 পেইজ এর জন্য রিয়েল ফলোয়ার/ page promote
👉 ফটো এবং ভিডিও পোস্ট বুস্ট করা
👉 বিক্রয় যেকোনো পণ্য
👉 পছন্দের যায়গা অনুযায়ী পণ্য প্রচার করার সুবিধা
👉 কম সময়ে বেশি মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা

1..ইনস্টাগ্রাম 👇
👉প্রফেশনাল ইনস্টাগ্রাম তৈরি এবং সেটআপ
👉 ইনস্টাগ্রাম বিজ্ঞাপন
👉 ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ার

3..ইউটিউব 👇
👉 প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি এবং সেটআপ করা
👉 ইউটিউব রিয়েল সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম
👉 ইউটিউব চ্যানেল প্রচার করা

4..টুইটার 👇
👉 প্রফেশনাল টুইটার তৈরি এবং সেটআপ
👉 টুইটার বিজ্ঞাপন
👉 টুইটার রিয়েল ফলোয়ার

5..লিঙ্কডইন👇
👉 লিঙ্কডইন তৈরি এবং সেটআপ করুন
👉লিংকডিন মার্কেটিং

যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ-: +8801796384609
জিমেইল- [email protected]

04/03/2023
নিজের স্বপ্নকে পূরন করতে পেইজে লাইক করে আমাদের সাথেই থাকুনআমাদের সেবাসমূহ 👇....!1..ফেসবুক 👇👉 পেইজ তৈরি এবং প্রফেশনাল সেট...
27/02/2023

নিজের স্বপ্নকে পূরন করতে পেইজে লাইক করে আমাদের সাথেই থাকুন
আমাদের সেবাসমূহ 👇....!

1..ফেসবুক 👇
👉 পেইজ তৈরি এবং প্রফেশনাল সেটআপ করা
👉 ফেসবুক বিজ্ঞাপন প্রচার করা
👉 পেইজ এর জন্য রিয়েল ফলোয়ার/ page promote
👉 ফটো এবং ভিডিও পোস্ট বুস্ট করা
👉 বিক্রয় যেকোনো পণ্য
👉 পছন্দের যায়গা অনুযায়ী পণ্য প্রচার করার সুবিধা
👉 কম সময়ে বেশি মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা

1..ইনস্টাগ্রাম 👇
👉প্রফেশনাল ইনস্টাগ্রাম তৈরি এবং সেটআপ
👉 ইনস্টাগ্রাম বিজ্ঞাপন
👉 ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ার

3..ইউটিউব 👇
👉 প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি এবং সেটআপ করা
👉 ইউটিউব রিয়েল সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম
👉 ইউটিউব চ্যানেল প্রচার করা

4..টুইটার 👇
👉 প্রফেশনাল টুইটার তৈরি এবং সেটআপ
👉 টুইটার বিজ্ঞাপন
👉 টুইটার রিয়েল ফলোয়ার

5..লিঙ্কডইন👇
👉 লিঙ্কডইন তৈরি এবং সেটআপ করুন
👉লিংকডিন মার্কেটিং

Do you want to grow your business?I'm a professional digital marketer, I can help you to increase your Business. to get ...
25/02/2023

Do you want to grow your business?

I'm a professional digital marketer, I can help you to increase your Business. to get the real audience for your Website and page. and get more Messages, Website visitors & followers.

💌 Looking for someone professional and reliable to reach your business to desired customers?
Take your business to the desired goal, We are providing all kinds of professional services to expand your business..!

Our Services 👇 ....!
1..Facebook 👇
👉 Business page create and setup
👉 Facebook ads campaign
👉 Page promote
👉 Post Boost
👉 Sales
👉 Facility to add according to location
👉 The benefit of reaching more people in less time is your ad
1..Instagram 👇
👉Professional Instagram create and setup
👉 Instagram ads
3..YouTube 👇
👉 Professional YouTube channel create and setup
👉 YouTube SEO
👉 YouTube channel promote
4..Twitter 👇
👉 Professional Twitter create and setup
👉 Twitter ads

5..LinkedIn 👇
👉 LinkedIn create and setup
👉 LinkedIn marketing
Contact us:
WhatsApp-: +8801796384609
Gmail- [email protected]

Fulfill your dream with us
Have a nice day ❣

25/02/2023

বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। ফটো এডিটিং (Photo Editing) থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging)

তাই সময় নষ্ট না করে শুরু করেন,শুরু করতে যদি কোথায় ও হেল্প লাগে আমি করবো ইনশাআল্লাহ।

সাফল্যের জন্য ৮ টি অভ্যাস১. প্রতিদিন পড়ুন২. হাই লেভেলের কাজের প্রতি বেশি মনোযোগ দিন৩. নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন৪....
24/02/2023

সাফল্যের জন্য ৮ টি অভ্যাস
১. প্রতিদিন পড়ুন
২. হাই লেভেলের কাজের প্রতি বেশি মনোযোগ দিন
৩. নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন
৪. যাদেরকে অনুকরণ, অনুসরণ করেন তাদের কাছ থেকে শিখুন
৫. দিনের কাজের প্লান, আগের দিন রাতেই রেডি করে ফেলুন
৬. নিজের লক্ষ্যকে সময় সময় সামনে (লিখে) রাখুন
৭. যতই কঠিন আর ভীতিকর হোক না কেন, একশন নিতে পিছ পা হবেন না।
8. কেন আপনি কাজটি করবেন? এর পেছনে শক্তিশালী এবং মোটিভেশনাল কারন থাকতে হবে

Address

Dhaka
Tejgaon
1220

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Musa:

Videos

Share

Nearby media companies


Other Social Media Agencies in Tejgaon

Show All