Technology Help BD

Technology Help BD Solving technology problem.

31/08/2022

বাংলাদেশী ক্রিকেটারদের টাইগার বলায় বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছে সুন্দরবনের এক বাঘ! :

29/08/2022

Bangladesh VS India | Highlights |

🆕 Useful Advanced excel shortcuts ( 14 Pics )
29/08/2022

🆕 Useful Advanced excel shortcuts ( 14 Pics )

27/08/2022

দেশের বর্তমান চিত্র!
কে কে জন্মনিবন্ধন করতে গিয়ে এমন সমস্যায় পড়েছেন? 🙁

25/08/2022

🛑 প্রশ্ন: রেন্ডারিং কি???
""সহজভাবে বলতে গেলে (আফটার ইফেক্টস এর ক্ষেত্রে) আফটার ইফেক্টস এ কোন কোন প্রজেক্টের কাজ শেষে তা ইমেজ(jpg,png ইত্যাদি) অথবা ভিডিও (avi, flv,mp4 ইত্যাদি) ফরম্যাটে এক্সপোর্ট করাই মূলত রেন্ডারিং। অর্থাৎ কম্পিউটার জেনারেটেড কোন থ্রিডি অথবা টুডি গ্রাফিক্স এর ফাইনাল আটপুট হচ্ছে রেন্ডার বা রেন্ডারিং, রেন্ডারিং এর ফলে আপনার তৈরিকৃত শিল্পকর্মটিকে দেখতে আকর্ষণীয় হয়ে উঠে।

24/08/2022

ICC T20 WC 2016 BD vs IND || India Full Innings
Bangladesh VS India

18/08/2022

কীভাবে আপনার ফেসবুক পেজে যেকোন দেশের ক্রিকেট ম্যাচ লাইভ দেখাবেন।
Bangladesh cricket match
bangladesh Live crcket

কি-বোর্ডের বোতাম গুলো কেন এলোমেলো ভাবে থাকে জানেন?🤔বর্তমান কি-বোর্ডের লে-আউট এসেছে টাইপরাইটার থেকে। একেবারে শুরুর টাইপরা...
18/08/2022

কি-বোর্ডের বোতাম গুলো কেন এলোমেলো ভাবে থাকে জানেন?🤔
বর্তমান কি-বোর্ডের লে-আউট এসেছে টাইপরাইটার থেকে। একেবারে শুরুর টাইপরাইটারগুলোতে বর্ণানুক্রমেই কি-গুলো সাজানো ছিল। কিন্তু এতে কিছু সমস্যা দেখা গেলো। ইংরেজি ভাষায় ২৬টি বর্ণের সবগুলোর সমান সংখ্যক ব্যবহার হয় না। কিছু বর্ণের ব্যবহার অন্যগুলোর তুলনায় অনেক বেশি। এখন বেশি ব্যবহৃত বর্ণের কি-গুলো যদি একসাথে থাকে তাহলে যান্ত্রিক কি-বোর্ড জ্যাম হয়ে যায়। ফলে টাইপরাইটিং এর গতি কমে যায় অনেকাংশে। এজন্যই qwerty লে-আউট ব্যবহার শুরু হয় যেখানে বেশি ব্যবহৃত বর্ণগুলোর অবস্থান অনেক দূরে দূরে।
দ্বিতীয় কারণ ergonomics, A B C D অক্ষর পাশাপাশি থাকলে আমাদের আঙুল ব্যথা হয়ে যেতো টাইপ করতে গিয়ে। এর ফলে দীর্ঘক্ষণ আমরা কাজ করতে পারতাম না। তাই বেশির ভাগ শব্দ লেখার সময় Vowel এবং Consonant গুলো যাতে কাছাকাছি থাকে সেই ব্যবস্থা করা হয়। খেয়াল করে দেখবেন কি-বোর্ড শুরু হয় Q লেটার দিয়ে এবং যথাক্রমে W ERTY যা Qwerty উপরে বলা হয়েছে।

17/08/2022

ফেসবুকে ক্রিকেট ম্যাচ লাইভ স্ট্রিম করা নিয়ে নতুন ভিডিও আসবে শিগ্রীই। 😍

13/08/2022

যে কোন ভিডিওক কপিরাইট মুক্ত করে ফেলুন সহজে।
বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Technology-Help-BD
Like Comments & Share

12/08/2022

Amazing Technology

10/08/2022

Computer Basic Training | About Computer Hardware | হার্ডওয়্যার পরিচিতি | বাংলায় | Part-1

10/08/2022

ক্ষমা করে দেন! 😜

09/08/2022

Smart Technology..

09/08/2022

প্রশ্নঃ গুগল এডসেন্স পিন লেটার আসে না। কি করবো? রিসেন্ড করবো? নাকি অপেক্ষা করবো?

উত্তরঃ ওয়েট করার কোনো দরকার নাই। ২১ দিন পার হতেই আপনি সাথে সাথেই রিসেন্ড করবেন। গুগল এডসেন্স ডুপ্লিকেট কপি পাঠায়। আগে যে পিন পাঠাবে, রিসেন্ড করার পরেও একই পিন পাঠাবে। অতএব, রিসেন্ড না করে অপেক্ষা করার কোনো মানেই হয় না। আর ৪ মাসের মধ্যে যদি পিন না আসে তাহলে কিন্তু আপনার এডসেন্সের এড সার্ভিস অফ করে দিবে। তাই ২১ দিন পার হতেই রিসেন্ড করবেন। আর ৪ বার রিসেন্ড করার পরেও যদি পিন না আসে, তাতেও চিন্তার কারন নেই। আপনি আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। ধন্যবাদ।

09/08/2022

ডোমেইন কেনার আগে আপনার করণীয় কি ?
আপনারা ডোমেইন জন‍্য হুট করে যে কোন ওয়েব সাইট থেকে অর্ডার করে রেজিষ্ট্রেশন করে নেন কিন্তু বাস্তাবে কতটুকু যুক্তিসংগত তা জানা দরকার। আজ আমি তাই নিয়ে আলোচনা করবো।
প্রথমত: ডোমেইন কেনার আগে যেটা সবচেয়ে জরুরী তা হলো প্রয়োজনীয়তার কথা বুঝায়। বলতে পারেন জরুরী ও প্রয়োজনীয়তা একই জিনিস। না একটু ভিন্ন। আমি প্রয়োজনীয়তা বলতে আপনি একটি বিজসেন ফার্ম করবেন বা এটি ব্লগ বা একটি নিউজ সাইট করবেন তার প্রয়োজনীতা থাকা সাপেক্ষে ডোমেইন নেবেন। অযথা ডোমেইন কিনে ফেলে রাখাকে আপনার প্রয়োজনীয়তা বলে না।
দ্বিতীয়ত: ডোমেইন রেজিষ্ট্রেশন করার আগে কিওয়ার্ড রিচার্চ প্রয়োজন। মানে আপনি যে নামে ডোমেইনটা কিনবেন তার ক‍্যাটাগরী অনুযায়ী ভ‍্যালু কত দাড়াবে। বর্তমানে ওয়াল্ডে Insurance(1st keyword), Loans(2nd keyword), Mortgage(3rd keyword) টপে রয়েছে। Google analytics গিয়ে আপনার কাংখিত কিওয়ার্ডটি সার্চ করে তার ভেলু জেনে নিন। তাহলে পরবর্তীতে ঐ কিওয়ার্ড ভেলু অনুযায়ী রিচ বেশি হবে ।
তৃতীয়ত: ডোমেইনের কিওয়ার্ড রিসার্চ শেষ হলে এবার রেজিষ্ট্রেশনের পালা। রেজিষ্ট্রেশনের সময় অবশ‍্যই আপনার দেয়া সকল তথ‍্য সঠিক হতে হবে। যদি ভুল তথ‍্য দেন তবে সাময়িক ক্ষতি হবে না। কিন্তু যখন ডোমেইন ভেরিফাইড ইস‍্যু আসবে তখন বিপদে পড়ে যাবেন। আর ইমেইল আইডি অবশ‍্যই সঠিক দেবেন। কোন বানান যেন ভূল না আসে। নয়তো ভেরিফাইড লিংক আপনার ইমেইলে না গেলে ১৫/১৮দিন পর আপনার ডোমেইন বন্ধ হয়ে যাবে।
চতুর্থত: ডোমেইন রেজিষ্ট্রেশনের চুড়ান্ত পর্যায় পেমেন্ট অবস্থা আসবে। মনে রাখবেন, পেমেন্ট গেটওয়ে এপিআই টু ক্লাইন্ট পর্যন্ত কানেক্ট হতে কিছূ সময় অতিবাহিত হয়। এই সময় পেজ রিলোড/ক্লোজ করবেন না। আপনার ভুলে আমার একাউন্ট থেকে টাকা কেটে নেবে কিন্তু পেজ রিলোড হয়ে কলবেক করতে না পারার কারণে ডোমেইন অটো একটিভ হবে না। তখন অযথা প্রোভাইডারকে গালাগালি করবেন।
পঞ্চমত: ডোমেইন রেজিষ্ট্রেশন চুড়ান্ত হয়ে গেল ডোমেইনের উপর নেম সার্ভার দিয়ে না থাকলে নেম সার্ভার বসিয়ে দিন তারপর হোস্ট করার। যদি ডোমেইন হোস্টিং একই প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকেন তাহলে নেম সার্ভার জনিত সমস‍্যা হয় না প্রায়।
আমার অনুমতি ব‍্যতিত আর্টিক‍্যাল অন‍্য কোথাও পোষ্ট না করার জন‍্য অনুরোধ করা হলো।
Source : msbabu(.)com

09/08/2022

অতিথিকেও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবেন না যেসব কারণে

প্রযুক্তি নির্ভর দুনিয়ায় ইন্টারনেট সবচেয়ে বড় আশীর্বাদ। ইন্টারনেট এখন আমাদের নিত্যসঙ্গী। বাসা কিংবা অফিস সবখানেই ইন্টারনেটের সম্পৃক্ততা। রাস্তাঘাটে মোবাইলের ডাটা খরচ করলেও বাসায় অবাধ ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই ব্যবহার করে থাকেন সবাই। এতে যেমন ইন্টারনেটের স্পিড ভালো পাওয়া যায় তেমনি সাশ্রয়ীও বটে।

এমনকি কোথাও বেড়াতে গেলেও সেখানকার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেয়ে নেন অনেকে। তবে এটি একেবারেই ঠিক নয়। কাউকে আপনার বাসায় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবেনও না এবং কারোটা নেবেনও না। খুব বেশি প্রয়োজন হলে মোবাইলের ডাটা ব্যবহার করুন।
নিশ্চয় ভাবছেন এতে ক্ষতি কি? আমার তো আর টাকা খরচ হচ্ছে না আবার সে তো বাইরে গিয়েও এটি ব্যবহার করতে পারবে না। তবে জেনে নিন এতে কী কী সমস্যায় পড়তে পারেন আপনি-

আপনার বাসায় যে ওয়াইফাই রাউটারটি ব্যবহার করছেন, তার একটি ইউনিক ম্যাক (মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল) অ্যাড্রেস রয়েছে। আপনি বাসার ওয়াইফাই রাউটার ব্যবহার করে যা কিছু ব্রাউজ বা ডাউনলোড/আপলোড করেন, সবকিছুই ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের লগ সার্ভারে আপনার ম্যাক অ্যাড্রেসসহ জমা থাকে এবং তারা নিয়মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এই লগ প্রদান করে।

তাই আপনার বাসার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে যদি কোনো অপরাধ সংঘঠিত হয়, তখন এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে খুব সহজেই আপনাকে খুঁজে বের করা সম্ভব। যেহেতু আপনার বাসার ইন্টারনেটের সব অ্যাক্টিভিটির দায়ভার আপনার। সুতরাং ইন্টারনেট ব্যবহারে সতর্ক হোন।

যারা ভাবছেন মোবাইল ডাটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই, তাদের জেনে রাখা ভালো মোবাইলেরও ইউনিক ম্যাক অ্যাড্রেস, ইএমআই এবং সিম নম্বরের মাধ্যমে খুব সহজেই আপনাকে খুঁজে বের করা সম্ভব।
মনে করুন আপনার বাসায় বেড়াতে আসা কেউ আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করলেন। এবার সেটা ব্যবহার করে কোনো পর্ন সাইট ব্রাউজ, জঙ্গি কার্যক্রম কিংবা ধর্মীয় উসকানিমূলক/রাষ্ট্রবিরোধী পোস্ট-কমেন্টস, ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কপিরাইট কন্টেন্ট ডাউনলোড, ডার্কওয়েব ব্রাউজ কিংবা অন্যকোনো অপরাধমূলক কাজ করলেন।

এতে কিন্তু আপনিই বিপদে পড়বেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আসবে আপনার দোরগোঁড়ায়। আসলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, অনেকটা আপনার বাসার মূল ফটকের চাবির মতো।

যা অন্যের কাছে থাকা মানে, সে আপনার অগোচরে যে কোনো সময় বাসায় ঢুকে প্রাইভেসি নষ্ট, চুরি কিংবা কোনো অপরাধ সংঘঠিত করে বিপদে ফেলতে পারে।

তাই কেউ ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে, তাকে মার্জিতভাবে বিষয়টি বুঝিয়ে মোবাইল ডাটা ব্যবহার করার পরামর্শ দিন। তাকেও অন্যের সঙ্গে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ারের বিষয়ে সচেতন করুন।

আরও কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন-

> একটু কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন। নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ/সাল, অর্থপূর্ণ শব্দসহ সহজে অনুমান করা যায়। তাই এগুলো পাসওয়ার্ড দেওয়া বাদ দিন।

> কিছুদিন পর পর ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করুন। এক মাস অন্তর অন্তর করতে পারেন।

> ওয়াইফাই রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড শিগগিরই পরিবর্তন করুন এবং পাসওয়ার্ড নিজের কাছে রাখুন।

> সম্ভব হলে মাঝে মাঝে রাউটারে লগইন করে স্ট্যাটিস্টিক চেক করুন, অপরিচিত কেউ আপনার ইন্টারনেট ব্যবহার করছে কি না দেখুন।

 #ভিন্ন_কিছুকিভাবে এল ৩৩ নম্বরে পাশ..!১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়। কিন্তু পাশ নম্বর...
09/08/2022

#ভিন্ন_কিছু
কিভাবে এল ৩৩ নম্বরে পাশ..!

১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়। কিন্তু পাশ নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কতৃপক্ষ দ্বিধাদ্বন্দে পড়ে যায়, এবং ব্রিটেনে কনসাল্টেশনের জন্য চিঠি লেখা হয়।

তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের জন্য পাশের নম্বর ছিল ৬৫। সে সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল, "The people of Subcontinent are half as intellectual and efficient as compared to the British" অর্থাৎ "বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষ কে ইংরেজদের তুলনায় অর্ধেক বলে মনে করা হতো"।
এর-ই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাশ নম্বর ৬৫ এর অর্ধেক ৩২.৫ নির্ধারণ করা হয়। ১৮৫৮ সাল হতে ১৮৬১ সাল পর্যন্ত পাশ নম্বর ৩২.৫ ই ছিল।
১৮৬২ সালে তা গননার সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়। সেই থেকে এই ৩৩ নম্বর-ই চলছে। ফেডারেল পাকিস্তানেও ছিল,বাংলাদেশেও তাই চলছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে আইআইটিতে বিষয়ভেদে পাশ নম্বর ৪১ থেকে শুরু করে ৯০ পর্যন্তও হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে এমআইটিতে বিষয় ভেদে ৩৬ থেকে ৪৫ এমন কি বাংলাদেশেও C.A কিংবা C.M.A- তে বিভিন্ন সময় বিভিন্ন পাশ নম্বর নির্ধারণ করা হয়ে থাকে।

লক্ষনীয় ও আজব ব্যাপার হল, প্রায় দুই শতাব্দী পরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় ৩৩ নম্বরে উত্তীর্ন হওয়ার ধারাবাহিক ইতিহাস বদলায়নি।

Shorts থেকে ক্রিয়েটররা কীভাবে অর্থ উপার্জন করবেন সেই ব্যাপারে সাহায্য করার জন্য YouTube Shorts ফান্ড আমাদের প্রথম পদক্ষ...
07/08/2022

Shorts থেকে ক্রিয়েটররা কীভাবে অর্থ উপার্জন করবেন সেই ব্যাপারে সাহায্য করার জন্য YouTube Shorts ফান্ড আমাদের প্রথম পদক্ষেপ ছিল এবং গত ৮ মাসে আমরা কয়েক হাজার ক্রিয়েটরকে পেমেন্ট করেছি। এই বিষয়টি শেখা চালিয়ে যাওয়ার জন্য, আমরা ফান্ড থেকে ক্রিয়েটরদের পুরস্কৃত করার বিভিন্ন উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি, যার মধ্যে আরও ক্রিয়েটরদের পেমেন্ট করা এবং ক্রিয়েটরদের উপার্জনের পরিমাণ বাড়ানোর বিষয়টিও আছে। কিছু ক্রিয়েটর যারা আগে যোগ্যতা অর্জন করেনি তারা এখন $১০০-এর নিচে বোনাস পেতে পারেন এবং অন্য ক্রিয়েটররা আগের সর্বোচ্চ $১০,০০০-এর বেশি বোনাস দেখতে পেতে শুরু করতে পারেন। এইসব পরীক্ষা বর্তমানে ফান্ড থেকে উপার্জন করা ক্রিয়েটরদের পেমেন্টে কোনও পরিবর্তন করবে না; যদিও তারা পেমেন্টে কিছু বৃদ্ধি দেখতে পেতে পারেন।

ভালো লাগলে পেজটি ফলো করবেন। কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ 💞

07/08/2022

Address

Tejgaon
1205

Telephone

+8801572224373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Technology Help BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Technology Help BD:

Share


Other Digital creator in Tejgaon

Show All