Afsana TV Channel

  • Home
  • Afsana TV Channel

Afsana TV Channel Afsana TV Chanel waiting for your important interview for represent u as like a internationally unif

শুভ জন্মদিন তারুণ্যের অহংকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা Sajeeb Wazed ❤️❤️ Afsana Tv Channel,
26/07/2022

শুভ জন্মদিন তারুণ্যের অহংকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা Sajeeb Wazed ❤️❤️ Afsana Tv Channel,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানি পণ্য বাড়াতে যার যার জলাধার রয়েছে ত...
25/07/2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানি পণ্য বাড়াতে যার যার জলাধার রয়েছে তাকে মাছ চাষের আওতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ সকালে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২
উপলক্ষে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন Afsana Tv Channel

আজ রংপুরে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত এর পর বেশকিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
19/07/2022

আজ রংপুরে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত এর পর বেশকিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

জ্বালানির সংকট নয়, সংকট যাতে তৈরি না হয় সেজন্য আগেই সাশ্রয়ের পদক্ষেপ নিচ্ছে সরকার  - এলাকাভিত্তিক লোডশেডিং দিনে সব মিলিয়...
19/07/2022

জ্বালানির সংকট নয়,
সংকট যাতে তৈরি না হয় সেজন্য আগেই সাশ্রয়ের পদক্ষেপ নিচ্ছে সরকার
- এলাকাভিত্তিক লোডশেডিং দিনে সব মিলিয়ে ২ ঘণ্টা
- সপ্তাহে ১ দিন পেট্রোল পাম্প বন্ধ
--
অর্থনৈতিক সংকট এড়াতে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে ‘সাময়িক লোডশেডিং’-এর এ সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

নসরুল হামিদ আরও বলেন, ‘সরকারি-বেসরকারি অফিসের সময়ও এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনা যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।’ অফিসের বৈঠক অনলাইনে করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার আগের যে সিদ্ধান্ত রয়েছে, তা বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। সেই সঙ্গে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস-আদালত ও বাসাবাড়ির এয়ার কন্ডিশনের (এসি) তাপমাত্রা ২৪ ডিগ্রির উপরে রাখতে হবে।
‘এটা দীর্ঘমেয়াদি নয়, আমাদের সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের বেশি অগ্রাধিকার শিল্প ও ব্যবসায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য। আগামী কাল থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে।’

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘দেশে ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে। এর ফলে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। দিনে এক থেকে দেড় ঘণ্টা কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হবে।’

তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে ডিজেলচালিতগুলো বন্ধ রাখা হলেও ফার্নেস অয়েলচালিত কেন্দ্রগুলো প্রয়োজনে চালু রাখা হবে।

এদিকে বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় ২৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানিও বন্ধ রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের উন্নয়ন, জ্বালানী ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিকভাবে করেছে বলেই করোনা দুর্যোগ, রাশিয়া - ইউক্রেন যুদ্ধাবস্থাতেও বাংলাদেশ এখনও সম্পূর্ণ ঝুকিমুক্ত।

বিএনপি ও কিছু বাংলাদেশবিরোধী দল সঙ্কটে পারেই শুধু গুজব করতে আর সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাস করতে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা এই সাময়িক সঙ্কট মোকাবেলা করবোই, ইনশাআল্লাহ্‌।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু..

#জ্বালানীসাশ্রয় #বিদ্যুৎ #জ্বালানী #বিদ্যুৎবিভ্রাট #বাংলাদেশ

আহা কি চমৎকার মৃত্যু ৫ জন হাজী এহরাম অবস্থায় ইন্তেকাল করেছেন।আল্লাহ  তা'আলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ছবিতে দে...
14/07/2022

আহা কি চমৎকার মৃত্যু
৫ জন হাজী এহরাম অবস্থায় ইন্তেকাল করেছেন।
আল্লাহ তা'আলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

ছবিতে দেখানো মৃত ব্যক্তিদের মুখ ঢেকে রাখা হয়নি মসজিদুল হারামে জানাযার সময়..
কারণ কি??
কেননা সে ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং যে ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে, সে হাজী হোক বা ওমরা পালনকারী হোক, তাকে তার পোশাকে কাফন দিতে হবে, তার মুখমণ্ডল ও মাথা অনাবৃত থাকবে।
কারন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...যখন একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যান, তিনি বলেন:
(তাকে তার কাপড়ে কাফন দাও, এবং তার মাথা বা মুখমণ্ডল ঢেকে রাখবে না, কেননা আল্লাহ তা‘আলা তাকে কিয়ামতের ময়দানে তালবিয়া (লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ) পাঠরত অবস্থায় উঠাবেন )।
বুখারী

হে আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি ।
আল্লাহুম্মা আমীন

সুযোগ পেলে এদেশের মানুষের পাশে থেকে কাজ করবো মায়ের মতো এদেশের মানুষকে আমিও ভালোবাসতে চাইসায়মা ওয়াজেদ পুতুল🇧🇩🇧🇩🇧🇩
23/05/2022

সুযোগ পেলে এদেশের মানুষের পাশে থেকে কাজ করবো মায়ের মতো এদেশের মানুষকে আমিও ভালোবাসতে চাই
সায়মা ওয়াজেদ পুতুল🇧🇩🇧🇩🇧🇩

We are for sacrifice to Bangladesh & For their citizens The Next generations of Honrable late great leader  Sheikh Mujib...
23/02/2022

We are for sacrifice to Bangladesh & For their citizens The Next generations of Honrable late great leader Sheikh Mujibur Rahman , The Next Pri Minister of Bangladesh proud of world Saima wazed Hossain putul we love her great duty achievement for coming Bangladesh , Afsana TV channel ,

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর মাতা সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজি...
17/02/2022

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর মাতা সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন আল্লাহ খালাম্মাকে জান্নাত বাসী করুক আমিন Afsana TV channel ,,

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana TV Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana TV Channel:

  • Want your business to be the top-listed Media Company?

Share