Afsana TV Channel

Afsana TV Channel Afsana TV Chanel waiting for your important interview for represent u as like a internationally unif

শুভ জন্মদিন তারুণ্যের অহংকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা Sajeeb Wazed ❤️❤️ Afsana Tv Channel,
26/07/2022

শুভ জন্মদিন তারুণ্যের অহংকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা Sajeeb Wazed ❤️❤️ Afsana Tv Channel,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানি পণ্য বাড়াতে যার যার জলাধার রয়েছে ত...
25/07/2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় চাহিদা মেটাতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানি পণ্য বাড়াতে যার যার জলাধার রয়েছে তাকে মাছ চাষের আওতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ সকালে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২
উপলক্ষে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন Afsana Tv Channel

আজ রংপুরে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত এর পর বেশকিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
19/07/2022

আজ রংপুরে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত এর পর বেশকিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

জ্বালানির সংকট নয়, সংকট যাতে তৈরি না হয় সেজন্য আগেই সাশ্রয়ের পদক্ষেপ নিচ্ছে সরকার  - এলাকাভিত্তিক লোডশেডিং দিনে সব মিলিয়...
19/07/2022

জ্বালানির সংকট নয়,
সংকট যাতে তৈরি না হয় সেজন্য আগেই সাশ্রয়ের পদক্ষেপ নিচ্ছে সরকার
- এলাকাভিত্তিক লোডশেডিং দিনে সব মিলিয়ে ২ ঘণ্টা
- সপ্তাহে ১ দিন পেট্রোল পাম্প বন্ধ
--
অর্থনৈতিক সংকট এড়াতে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে ‘সাময়িক লোডশেডিং’-এর এ সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

নসরুল হামিদ আরও বলেন, ‘সরকারি-বেসরকারি অফিসের সময়ও এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনা যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।’ অফিসের বৈঠক অনলাইনে করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার আগের যে সিদ্ধান্ত রয়েছে, তা বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। সেই সঙ্গে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস-আদালত ও বাসাবাড়ির এয়ার কন্ডিশনের (এসি) তাপমাত্রা ২৪ ডিগ্রির উপরে রাখতে হবে।
‘এটা দীর্ঘমেয়াদি নয়, আমাদের সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের বেশি অগ্রাধিকার শিল্প ও ব্যবসায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য। আগামী কাল থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে।’

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘দেশে ডিজেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে। এর ফলে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। দিনে এক থেকে দেড় ঘণ্টা কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হবে।’

তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে ডিজেলচালিতগুলো বন্ধ রাখা হলেও ফার্নেস অয়েলচালিত কেন্দ্রগুলো প্রয়োজনে চালু রাখা হবে।

এদিকে বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় ২৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানিও বন্ধ রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের উন্নয়ন, জ্বালানী ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সঠিকভাবে করেছে বলেই করোনা দুর্যোগ, রাশিয়া - ইউক্রেন যুদ্ধাবস্থাতেও বাংলাদেশ এখনও সম্পূর্ণ ঝুকিমুক্ত।

বিএনপি ও কিছু বাংলাদেশবিরোধী দল সঙ্কটে পারেই শুধু গুজব করতে আর সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাস করতে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা এই সাময়িক সঙ্কট মোকাবেলা করবোই, ইনশাআল্লাহ্‌।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু..

#জ্বালানীসাশ্রয় #বিদ্যুৎ #জ্বালানী #বিদ্যুৎবিভ্রাট #বাংলাদেশ

আহা কি চমৎকার মৃত্যু ৫ জন হাজী এহরাম অবস্থায় ইন্তেকাল করেছেন।আল্লাহ  তা'আলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ছবিতে দে...
14/07/2022

আহা কি চমৎকার মৃত্যু
৫ জন হাজী এহরাম অবস্থায় ইন্তেকাল করেছেন।
আল্লাহ তা'আলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

ছবিতে দেখানো মৃত ব্যক্তিদের মুখ ঢেকে রাখা হয়নি মসজিদুল হারামে জানাযার সময়..
কারণ কি??
কেননা সে ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং যে ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে, সে হাজী হোক বা ওমরা পালনকারী হোক, তাকে তার পোশাকে কাফন দিতে হবে, তার মুখমণ্ডল ও মাথা অনাবৃত থাকবে।
কারন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...যখন একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যান, তিনি বলেন:
(তাকে তার কাপড়ে কাফন দাও, এবং তার মাথা বা মুখমণ্ডল ঢেকে রাখবে না, কেননা আল্লাহ তা‘আলা তাকে কিয়ামতের ময়দানে তালবিয়া (লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ) পাঠরত অবস্থায় উঠাবেন )।
বুখারী

হে আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি ।
আল্লাহুম্মা আমীন

সুযোগ পেলে এদেশের মানুষের পাশে থেকে কাজ করবো মায়ের মতো এদেশের মানুষকে আমিও ভালোবাসতে চাইসায়মা ওয়াজেদ পুতুল🇧🇩🇧🇩🇧🇩
23/05/2022

সুযোগ পেলে এদেশের মানুষের পাশে থেকে কাজ করবো মায়ের মতো এদেশের মানুষকে আমিও ভালোবাসতে চাই
সায়মা ওয়াজেদ পুতুল🇧🇩🇧🇩🇧🇩

We are for sacrifice to Bangladesh & For their citizens The Next generations of Honrable late great leader  Sheikh Mujib...
23/02/2022

We are for sacrifice to Bangladesh & For their citizens The Next generations of Honrable late great leader Sheikh Mujibur Rahman , The Next Pri Minister of Bangladesh proud of world Saima wazed Hossain putul we love her great duty achievement for coming Bangladesh , Afsana TV channel ,

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর মাতা সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজি...
17/02/2022

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এর মাতা সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন আল্লাহ খালাম্মাকে জান্নাত বাসী করুক আমিন Afsana TV channel ,,

শুভ জন্মদিন সফিকুল ইসলাম  #সেন্টু ভাই
11/02/2022

শুভ জন্মদিন সফিকুল ইসলাম #সেন্টু ভাই

বিপিএল ২০২২ সিলেট পর্ব যে ম্যাচ গুলো হবে...
06/02/2022

বিপিএল ২০২২ সিলেট পর্ব যে ম্যাচ গুলো হবে...

নামাজরত অবস্থায় মৃত্যু,রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সদস্য৷৭১ টিভির সিনিয়র ক্যামেরাপার্সন আনোয়ারুল ভাই৷ কিছুক্ষণ আগে...
05/02/2022

নামাজরত অবস্থায় মৃত্যু,

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সদস্য৷৭১ টিভির সিনিয়র ক্যামেরাপার্সন আনোয়ারুল ভাই৷ কিছুক্ষণ আগে আসরের নামায পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ আল্লাহ তুমি তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করো, Afsana TV channel,

ব্রীজ পারাপারে সাধারণ মানুষের সতর্ক থাকা উচিৎ,সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।লোকেশনঃ- শম্ভূগঞ্জ রেল সেতু, ময়মনসিংহ।
30/01/2022

ব্রীজ পারাপারে সাধারণ মানুষের সতর্ক থাকা উচিৎ,
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
লোকেশনঃ- শম্ভূগঞ্জ রেল সেতু, ময়মনসিংহ।

Afsana TV channel
30/01/2022

Afsana TV channel

 #সেলুট 🙏💥🙏প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত বলেছিলেন শেখ হাসিনা রত্ন চিনতে ভুল করেনা ❤️❤️❤️জনগনের সেবক মেয়র আতিকুল হক, সেলুট 🙏🙏...
25/01/2022

#সেলুট 🙏💥🙏
প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত বলেছিলেন শেখ হাসিনা রত্ন চিনতে ভুল করেনা ❤️❤️❤️
জনগনের সেবক মেয়র আতিকুল হক, সেলুট 🙏🙏
এত হাজার হাজার নেতার মাঝে রাজনীতির বাহিরে গিয়ে কাউকে শহরের মেয়রের দ্বায়িত্ব দেয়া মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না.....

একজন উত্তরসূরী হওয়ার সকল চেষ্টাই তার মধ্যে আছে।উনার মাধ্যমেই ঢাকার আসল পরিবর্তন রচিত হোক 💥

 #শোক_সংবাদ ঃচলে গেলেন দক্ষিন এশিয়ার অন্যতম নেতা আধুনিক ও সমৃদ্ধ মালেশিয়ার রুপকার ড. মাহাথির মোহাম্মাদইন্না লিল্লাহি ওয়া...
25/01/2022

#শোক_সংবাদ ঃ
চলে গেলেন দক্ষিন এশিয়ার অন্যতম নেতা আধুনিক ও সমৃদ্ধ মালেশিয়ার রুপকার ড. মাহাথির মোহাম্মাদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান রাব্বুল আল-আমিন উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
আমীন।।

শুভ বিবাহবার্ষিকী প্রিয় ,,Mohammed Hasan Mahmud
24/01/2022

শুভ বিবাহবার্ষিকী প্রিয় ,,

Mohammed Hasan Mahmud

বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং নেতা শামীম ওসমান একজন দলের নিবেদিতপ্রাণ ,উনি উনার আদর্শ অসহায় কর্মীদের পাশে সবসময় আছে...
17/01/2022

বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং নেতা শামীম ওসমান একজন দলের নিবেদিতপ্রাণ ,উনি উনার আদর্শ অসহায় কর্মীদের পাশে সবসময় আছেন এবং থাকবেন তিনি হলো শামীম ওসমান, নারায়ণগঞ্জের ঘাঁটি নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের একমাত্র তার ফ্যামিলি অবদান

বিশ্ববিখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল ও তার সন্তানেরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানার সাথে , Afsana TV chann...
14/01/2022

বিশ্ববিখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল ও তার সন্তানেরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানার সাথে , Afsana TV channel

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারবেন  (Afsana TV channel)
14/01/2022

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারবেন (Afsana TV channel)

শোক সংবাদঃ  মোহাম্মদপুর সোনালী সংঘের সদস্য ,আমার স্নেহের ছোট ভাই  #ইফতেখার_প্রিন্স এর  শ্রদ্বেয় পিতা  #জুলফিকার_আলী সাহ...
10/01/2022

শোক সংবাদঃ

মোহাম্মদপুর সোনালী সংঘের সদস্য ,আমার স্নেহের ছোট ভাই #ইফতেখার_প্রিন্স এর শ্রদ্বেয় পিতা #জুলফিকার_আলী সাহেব আজ ১০ই জানুয়ারি ২০২২, রোজ সোমবার রাত ২.৩০ ঘটিকার সময় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।

আমি চাচাজান মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকামে আসীন করেন, আমিন। Afsana TV channel

নিঃসন্দেহে আজকের সেরা ফটো... 🥀❤️
17/12/2021

নিঃসন্দেহে আজকের সেরা ফটো... 🥀❤️

বিজয় দিবসের সবচেয়ে সুন্দর দৃশ্য ❤️ Afsana TV Channel
16/12/2021

বিজয় দিবসের সবচেয়ে সুন্দর দৃশ্য ❤️ Afsana TV Channel

শুভ জন্মদিন সায়মা ওয়াজেদ হোসেন পুতুলবঙ্গবন্ধুর নাতনী এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্...
09/12/2021

শুভ জন্মদিন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল
বঙ্গবন্ধুর নাতনী এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দূত।

মানুষের সেবায় এক অনন্য পুতুল  Afsana TV channel published//অটিস্টিক শিশুকে নিয়ে যখন পিছিয়ে পড়া বাংলাদেশের সমাজে বাবা-মা ...
09/12/2021

মানুষের সেবায় এক অনন্য পুতুল Afsana TV channel published//

অটিস্টিক শিশুকে নিয়ে যখন পিছিয়ে পড়া বাংলাদেশের সমাজে বাবা-মা অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়তেন, অটিস্টিক শিশুর জীবন যেখানে ছিল নরকসম তখন তাদের পক্ষে দাঁড়ান সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের মানুষকে বুঝাতে সক্ষম হন, অটিজম স্রেফ একটা রোগ; সঠিক চিকিৎসায় যার প্রতিকার হয়। অটিজমে আক্রান্ত শিশুরা বরং বিশেষভাবে সক্ষম। আজ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন। পুতুল আপাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

রাজনৈতিক ক্ষমতাধর পদে না থেকেও মানুষের জন্য কাজ করার এক অনন্য উদাহরণ সায়মা ওয়াজেদ পুতুল। গুণী বাবা ও মায়ের মতোই গ্ল্যামারের বাইরে থেকে মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। আর তার কাজের মাধ্যমে বাংলাদেশকেও তিনি নিয়ে যাচ্ছেন আরেক উচ্চতায়।

সায়মা ওয়াজেদ পুতুল এখন একজন বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য। তার কাজের প্রশংসা বিশ্বজুড়ে।

অটিজম বা অটিস্টিক আমাদের দেশের খুব পরিচিত একটি বুদ্ধি বিকাশ জনিত সমস্যা। যেটাকে আগে আমরা পাগল বা প্রতিবন্ধী হিসেবে জানতাম। অটিজম নিয়ে বাংলাদেশে প্রথম কাজ করতে এগিয়ে আসেন সায়েমা ওয়াজেদ পুতুল। যিনি বাংলাদেশের মানুষকে তার কাজের মাধ্যমে উদ্বুদ্ধ করেন। তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে, অটিজম কোনো জিন-পরির আসর না, বা পাপের বিষয় নয়- এটি স্রেফ একটি মানসিক অবস্থা। সঠিকভাবে চিকিৎসা করলে এর প্রতিকার সম্ভব। অটিজম নিয়ে কাজ করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ‘সূচনা ফাউন্ডেশন’ নামের সেবামূলক প্রতিষ্ঠান।

১৯৭২ সালের ৯ ডিসেম্বর ঢাকায় জন্ম সায়মা ওয়াজেদ পুতুলের। ১৯৭৫ পরবর্তী প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে উঠেছিলেন তিনি। মা ও বাবার সঙ্গে নির্বাসিত জীবনও কাটাতে হয়েছে তাকে। অত্যন্ত অনিরাপদ ও দুর্বিষহ জীবনেও বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের মতোই উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েছেন সায়মা ওয়াজেদ।

অত্যন্ত শক্তিশালী এক একাডেমিক ক্যারিয়ার রয়েছেন সায়মা ওয়াজেদের। ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনি। ২০০৪ সালে স্কুল মনস্তত্বে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের ১০০ জনের তালিকায়ও স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ।

তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। স্বীকৃতিস্বরূপ বিশ্ব সংস্থা কর্তৃক ২০০৪ সালে হু অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

মানসেবার ব্রত উত্তরাধীকার সূত্রেই পেয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। নানী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা, নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা দেশরত্ন শেখ হাসিনা ও বাবা পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া। প্রত্যেকেই নিজের জীবন উৎসর্গ করেছেন মানবসেবায়। পরিবারের সেই ধারা বজায় থেকেছে সায়মা ওয়াজেদের কর্মকাণ্ডেও।

অটিস্টিক শিশুকে নিয়ে যখন পিছিয়ে পড়া বাংলাদেশের সমাজে বাবা-মা অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়তেন, অটিস্টিক শিশুর জীবন যেখানে ছিল নরকসম তখন তাদের পক্ষে দাঁড়ান সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের মানুষকে বুঝাতে সক্ষম হন, অটিজম স্রেফ একটা রোগ; সঠিক চিকিৎসায় যার প্রতিকার হয়। অটিজমে আক্রান্ত শিশুরা বরং বিশেষভাবে সক্ষম।

আজ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন। পুতুল আপাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

লেখক : সিলভিয়া পারভীন লেনি, সিইও, রেডিও ঢোল

৯ ডিসেম্বর, ২০২০ । সূত্র: নিউজবাংলা ২৪

https://www.bangabandhuonline.org/15352/

শুভ জন্মদিন আপু
09/12/2021

শুভ জন্মদিন আপু

সেনাবাহিনী প্রধান এর সঠিক ফটোগ্রাফ ব্যবহার প্রসঙ্গে ১। সেনাবাহিনী প্রধান পদটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ । পাশাপাশ...
01/12/2021

সেনাবাহিনী প্রধান এর সঠিক ফটোগ্রাফ ব্যবহার প্রসঙ্গে

১। সেনাবাহিনী প্রধান পদটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ । পাশাপাশি তিনি দেশজুড়ে খুব সম্মানিত । তাঁর পদমর্যাদা এবং সজ্জাও খুব সংবেদনশীল । সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু গণমাধ্যম সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ( SM Shafiuddin Ahmed ) ওএসপি , এনডিইউ , পিএসসি , পিএইচডি এর জেনারেল র‍্যাংকের পুরাতন ছবি , পূর্ববর্তী র‍্যাংকের ( লেফটেন্যান্ট জেনারেল / মেজর জেনারেল ) ছবি ব্যবহার করছে ।

২। এমতাবস্থায় , সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ , ওএসপি , এনডিইউ , পিএসসি , পিএইচডি এর জেনারেল ( ৪ তারকা ) র‍্যাংকের সংযুক্ত ফটোগ্রাফ সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো ।

৩। উপরের বক্তব্যের আলোকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এর সঠিক ফটোগ্রাফ ( র‍্যাংক এবং সজ্জাযুক্ত ছবি ) ব্যবহারের জন্যও অনুরোধ করা হলো ।

৪। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ।

সূত্রঃ আইএসপিআর

একজন শিক্ষক, একজন অভিভাবক …ছাত্র-ছাত্রী অন্ত প্রাণ। মানুষ হিসাবে পূজনীয়। তাঁর মতো মানুষের সাহচর্য পাওয়া যে কারো জন্যই সৌ...
26/10/2021

একজন শিক্ষক, একজন অভিভাবক …
ছাত্র-ছাত্রী অন্ত প্রাণ। মানুষ হিসাবে পূজনীয়।
তাঁর মতো মানুষের সাহচর্য পাওয়া যে কারো জন্যই সৌভাগ্যের।আমি সেই সৌভাগ্যবানদের একজন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সফল উপাচার্য ।
আজ তাঁর জন্মদিন। শুভ জন্মদিন স্যার …Afsana TV channel

শুভ জন্মদিন বাংলার বাঘ!এমন জনপ্রিয় নেতা এই মাটিতে আবার কবে আসবে কেউ জানিনা..... Afsana TV channel
26/10/2021

শুভ জন্মদিন বাংলার বাঘ!
এমন জনপ্রিয় নেতা এই মাটিতে আবার কবে আসবে কেউ জানিনা..... Afsana TV channel

আসসালাতু ওয়াসসালামু আলাইকা,ইয়া রাসুলাল্লাহ(ﷺ)আসসালাতু ওয়াসসালামু আলাইকাইয়া হাবীবাল্লাহ(ﷺ)জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (ﷺ)...
20/10/2021

আসসালাতু ওয়াসসালামু আলাইকা,
ইয়া রাসুলাল্লাহ(ﷺ)
আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া হাবীবাল্লাহ(ﷺ)
জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (ﷺ)
সফল হউক, সফল হউক....

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামআমি মুসলিম উম্মাহ’র ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। আমি শেষ নবী...
19/10/2021

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি মুসলিম উম্মাহ’র ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (সঃ)’র প্রতি সালাম জানাই।
—Afsana Tv Chanel
***
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) এর বাণী —

“আজ ঈদ-ই-মিলাদুন্নবীর এক মহামানবের জন্ম দিন। ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্বমানবের নিকট এক আলোকিত বিস্ময় হযরত মোহাম্মদ (সঃ)। দিনটি সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তাওহিদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেন। অনন্য সাধারণ ব্যক্তিত্ব, অনুপম আচরণ, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, সীমাহীন দয়া ও ক্ষমার জন্য তিনি মানবজাতির এক অনুকরণীয় আদর্শ। আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবী (সাঃ) উপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুসরণের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে।

আমরা যেন সবাই নিজেদের জীবনে তাঁর আদর্শ ও কর্মজীবন অনুসরণ করে সত্যিকার মোমিন-মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট মুনাজাত করি।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমি মুসলিম উম্মাহ’র ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (সঃ)’র প্রতি সালাম জানাই।

"রাসেল আছে সকল মায়েরদুচোখ ভরা জলেরাসেল আছে ভোরে জাগা শিশুর কোলাহলে"শেখ রাসেলের ৫৮ তম জন্মদিনে জানাই গভীর ভালোবাসা , Afsa...
17/10/2021

"রাসেল আছে সকল মায়ের
দুচোখ ভরা জলে
রাসেল আছে ভোরে জাগা
শিশুর কোলাহলে"

শেখ রাসেলের ৫৮ তম জন্মদিনে জানাই গভীর ভালোবাসা , Afsana Tv Chanel

শোক সংবাদঃমোহাম্মদপুর সোনালী সংঘের অন্যতম সদস্য, সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়, ক্রিড়া অনুরাগী,   #শাহীন_আজাদ এ...
17/10/2021

শোক সংবাদঃ

মোহাম্মদপুর সোনালী সংঘের অন্যতম সদস্য, সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়, ক্রিড়া অনুরাগী, #শাহীন_আজাদ এর মমতাময়ী #মা গতকাল ১৬ অক্টোবর ২০২১, রোজ শনিবার রাত ১১:৫৫ ঘটিকার সময় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকামে আসীন করেন, আমিন

এমন একটি আয়োজনের স্বপ্ন ছিল বহুদিনের। শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবে, আমরাও জানব নতুন কিছু এমন আশায় শুরু করেছিল...
26/09/2021

এমন একটি আয়োজনের স্বপ্ন ছিল বহুদিনের। শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবে, আমরাও জানব নতুন কিছু এমন আশায় শুরু করেছিলাম এই প্রতিযোগিতা। আল্লাহ আমাদের কাজে এতটাই বরকত দান করেছেন যে, আমরা প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুরুতে স্বল্প পরিসরে করার ইচ্ছে থাকলেও দর্শক-শ্রোতারা যখন দেখবে তখন হয়ত টেলিভিশনের মেগা বাজেটের প্রোগ্রামগুলোর সাথে কম্পেয়ার করবে আর তাই আমরা আমাদের বাজেটটা বাড়িয়ে অন্তত একটা মানসম্মত পোগ্রাম উপহার দেয়ার কথা চিন্তা করি। একে একে স্পন্সর হিসেবে যুক্ত হয় পিএইচপি ফ্যামিলি, শাহ আমানত হজ্ব কাফেলা, মল্লিক পেপারস, আল হারামাঈন হজ্ব কাফেলা ও শেখ টিউব মিলস।

প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় ২১৯৫ থেকে সেরা ১০০ এবং চূড়ান্ত বাছাই প্রক্রিয়ায় সেরা ১০০ থেকে সেরা ১০ জনকে তুলে আনা হয় মূল পর্বের জন্য। সেরা ১০ কে নিয়ে প্রতিযোগিতার প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মোট ৫টি পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ছয়টি সেগম্যান্টের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সেগম্যান্ট ছিল বেল বাটন প্রেস সেগম্যান্ট। প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের রোমাঞ্চ বাড়িয়ে দিবে বহুগুণে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, ইনশাআল্লাহ। প্রতিযোগীরা এতটাই প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স করেছে যে নক আউট পর্বে কাউকে বাদ দেওয়াটা ছিল আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং মুহুর্ত। সেমিফাইনালে চারজন প্রতিযোগীর বিদায় মুহুর্তটা ছিল অন্যরকম। সম্ভবত বাংলাদেশের কোন টিভি চ্যানেলেও এর আগে এমন দৃশ্যধারণ করেনি। প্রাইজ না জেতার আফসোসে নয় বরং প্রতিযোগীদের মদিনায় যেতে না পারার অনুভূতি ব্যক্ত করার মূহুর্তটা কাঁদিয়েছে সবাইকে। প্রতিযোগী, দর্শক, ক্যামেরাম্যান-সহ সেটে উপস্থিত সকলের অশ্রু বলে দিয়েছে সবার মন কতটা ব্যাকুল হয়ে আছে মদিনার মুসাফির হওয়ার জন্য। সেই মুহূর্তটাই হয়ত এই ক্ষুদ্র প্র‍য়াস আল্লাহর দরবারে কবুল হওয়ার উছিলা হবে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন আমার পথিকৃৎ উস্তাদজি আল্লামা মুফতী আবুল কাশেম ফজলুল হক্ব ও তারুণ্যের দুই অহংকার শাইখ হাসান আজহারী এবং শাইখ জয়নুল আবেদীন কাদেরী। সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়িয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে রেখেছিল তানভীর মহিউদ্দীন। মূসা ইসতিয়াক, কায়সান, মুশফিক ইলাহী ও গোলাম পাঞ্জেতানের মত টিম মেম্বারদের পেয়ে এই টিমের একজন মেম্বার হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। তাদের ডেডিকেশন না থাকলে এমন অনুষ্ঠান আয়োজন সম্ভব হতো না। আহমাদ সোহান ছায়ার মত আমাকে সঙ্গ না দিলে হয়ত এই জার্নিটা আরো কষ্টকর হতো।

বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠানকে উজ্জীবিত করে রেখেছিল। সর্বোপরি আপনাদের দোয়া আর ভালোবাসা এবং একটি সম্মিলিত প্রয়াসে আপনাদের এমন একটি অনুষ্ঠান উপহার দিতে পেরে আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ মাহে রবিউল আউয়ালের ১ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠানটি আমার এই পেইজে Mustafa Azhari দেখতে পাবেন। Afsana TV channel

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...
19/09/2021

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসি করুক। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। Afsana TV channel

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর বর্ণীল গৌরবোজ্জ্বল কর্মজীবনবাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান ২৪ জুন ২০২১ তারিখ ...
16/09/2021

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর বর্ণীল গৌরবোজ্জ্বল কর্মজীবন

বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান ২৪ জুন ২০২১ তারিখ হতে জেনারেল পদে পদন্নোতিপ্রাপ্ত জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৬৩ সালের পহেলা ডিসেম্বর খুলনার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শেখ রোকন উদ্দীন আহমেদ ছিলেন একজন অধ্যাপক। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে সাফল্যের সাথে এসএসসি ও এইচএসসি পাশ করার পর ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তখন থেকে তিনি বিগত ৩৮ বছর ধরে একটি বর্ণীল গৌরবোজ্জ্বল সামরিক কর্মজীবন বজায় রেখেছেন।

জেনারেল শফিউদ্দিন কমিশন পরবর্তী কাউন্টার ইনসারজেন্সি অপারেশন এলাকায় যোগদানপূর্বক তাঁর সামরিক কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে সেখানে পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশন কমান্ড করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক এবং সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়ে তিনি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর জিওসির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বরে তিনি সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এর দায়িত্বভার গ্রহণ করেন। গত ১০ জুন ২০২১ তারিখে সরকারী একটি প্রজ্ঞাপনে এ বছর ২৪ জুন হতে তাকে সেনাপ্রধানের দায়িত্বে নিযুক্ত করা হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জেনারেল শফিউদ্দিন উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি ১৯৯৩-১৯৯৪ সালে মোজাম্বিকে ১৬ মাস শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। ২০১৪-২০১৬ পর্যন্ত তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে অসামান্য কর্মদক্ষতা প্রদর্শনের জন্য এসআরএসজি কর্তৃক সাইটেশন প্রাপ্ত হন।

শিক্ষাজীবনেও অনন্য সাধারন জেনারেল শফিউদ্দিন। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করেছেন। তিনি ২০১০ সালে চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ)’তে ডিফেন্স এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এ মাষ্টার্স সম্পন্ন করেন এবং ‘প্রেসিডেন্ট অফ দ্যা স্টুডেন্টস গ্রুপ’ হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রীতে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অর্জনসহ গোল্ড মেডেল প্রাপ্ত হন। এরপর অসামান্য ফলাফলসহ ডেভলপমেন্ট এন্ড সিকিউরিটি স্টাডিজে এম. ফিল সম্পন্ন করেন। জেনারেল শফিউদ্দিন বর্তমানে বিইউপিতে পিএইচডিতে অধ্যায়নরত আছেন। তিনি তার কর্মজীবনে আন্তর্জাতিক সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়াদি, জাতিসংঘ শান্তিরক্ষা এবং ডিফেন্স এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ সম্পর্কিত বিভিন্ন সেমিনার, সম্মেলন, কর্মশালা ইত্যাদিতে অংশ নিয়েছেন। দেশ ও বিদেশের স্বনামধন্য জার্নালে তার আর্টিকেল প্রকাশিত হয়েছে। খুলনাবাসীর গর্ব জেনারেল শফিউদ্দিন এবং সারা বাংলাদেশের গর্ব।

Afsana TV channel

বাউল সম্রাট শাহ আবদুল করিম ভাটি বাংলার মাটির গগন্ধ শোধা মানুষ বাউল শাহ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স...
12/09/2021

বাউল সম্রাট শাহ আবদুল করিম

ভাটি বাংলার মাটির গগন্ধ শোধা মানুষ বাউল শাহ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে তাকে।জনপ্রিয় অসংখ্য বাউল গানের জনক ও গায়ক শাহ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল।নদী,কাদাজল ও মানুষের প্রতি অকৃত্তিম ভালোবাসা ছিল তার গানের কথায়।দরদী সুরে ছিল মায়াবী যাদু!

আগে কী সুন্দর দিন কাটাইতাম,

গাড়ি চলে না চলে না।

এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি।

শাহ আব্দুল করিম পেয়েছেন ‘একুশে পদক’। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননাসহ পেয়েছেন নানা পুরস্কার।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর থেকে সর্বস্তরের বিশেষ করে সাধারণ মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেন বাউল শাহ্ আব্দুল করিম।

সিরিজ জেতায় টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দনএক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়...
08/09/2021

সিরিজ জেতায় টাইগারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর পৃথক অভিনন্দন বার্তা দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Afsana TV channel

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আমি গত বুধবারের সকাল ঠিক ১১ টার দিকে হার্ট অ্যাটাক করে হূদরোগ হাসপাতালে আইসিওতে ভর্তি ...
04/09/2021

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আমি গত বুধবারের সকাল ঠিক ১১ টার দিকে হার্ট অ্যাটাক করে হূদরোগ হাসপাতালে আইসিওতে ভর্তি হয়ে হসপিটালের দুই দিন ছিলাম আমার অসুস্থতার খবর পেয়ে আত্মীয়-স্বজন শুভাকাঙ্খীরা আমার জন্য দোয়া অনেকে চেয়েছেন দোয়া করেছেন অনেকে নামাজে বসে গেছেন আমার জন্য ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না ভালোবাসার দোয়া অমূল্য, ডাক্তার ফুল বেড রেস্টে থাকার জন্য অনুরোধ করেছিলেন অনেকের ফোন আমি ধরতে পারিনি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আবার যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি,,,, Afsana TV channel

দ্রুত সুস্থতা কামনা করি এয়ার এ্যাম্বুলেন্সে করে দিল্লি নেওয়া হলো সকলেই দোয়া করবেন।সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে দেন Afs...
04/09/2021

দ্রুত সুস্থতা কামনা করি

এয়ার এ্যাম্বুলেন্সে করে দিল্লি নেওয়া হলো
সকলেই দোয়া করবেন।
সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে দেন Afsana TV channel

Address

Dhaka
Tejgaon
BGMEABUILDINGS,TEAJGOAN,DHAKA,BANGLADESH

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana TV Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana TV Channel:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in Tejgaon

Show All

You may also like