GSCian Freaks

GSCian Freaks "বাদামী মাটি থেকে নীল আকাশ অবধী,
সবিকের সফলতা ছোটে নিরবধি" 💙

Future Doctors from GSC!Courtesy: RETINA - রেটিনা
03/02/2025

Future Doctors from GSC!

Courtesy: RETINA - রেটিনা

02/02/2025

Last Goodnight From Physics Dept.

~Moriarty

02/02/2025

টেস্ট একজাম 2025 ফিজিক্স সেকেন্ড পেপারে চদ খেয়ে থাকলে লাভ রিয়াক্ট দিন

kire tora ekhane ki  koros?~moriarty
02/02/2025

kire tora ekhane ki koros?

~moriarty

Definitely Not my Search history today~moriarty
01/02/2025

Definitely Not my Search history today

~moriarty

-আন্টি সরকারি "বিজ্ঞান" কলেজে ভর্তি হইছি -সরকারি বিজ্ঞান কলেজ এটাকি আর্টস না কমার্স ??~Moriarty
01/02/2025

-আন্টি সরকারি "বিজ্ঞান" কলেজে ভর্তি হইছি
-সরকারি বিজ্ঞান কলেজ এটাকি আর্টস না কমার্স ??

~Moriarty

💎
31/01/2025

💎

সি সেকশনের রুমটা রিনিউ করে একদম সেরা করে ফেলসে
30/01/2025

সি সেকশনের রুমটা রিনিউ করে একদম সেরা করে ফেলসে

Chd gaye guru~ Eclipse
30/01/2025

Chd gaye guru

~ Eclipse

29/01/2025

We wanna make a proper post about medical achievers.We need you guys to drop down the pic and the result screenshot in our inbox asap

আল্লাহর দোহাই লাগে ভাই তোদের কমপ্লেইন থাকলে সরাসরি অফিসে  জানা ~moriarty
28/01/2025

আল্লাহর দোহাই লাগে ভাই তোদের কমপ্লেইন থাকলে সরাসরি অফিসে জানা

~moriarty

কেউ বলুন প্লিজ ~antagonist&schizo
28/01/2025

কেউ বলুন প্লিজ

~antagonist&schizo

28/01/2025

These things should get attention more than DC du fight as well other issue. more over how could a responsible person says that education is not way of earning meanwhile they're the one who earns from education with coaching business and so more

26/01/2025

W Question by English Dept

~moriarty

IMPORTANT
25/01/2025

IMPORTANT

আসসালামুআলাইকুম ,

আমরা আজ একটা হিংস্র , নোংরা মানুষরূপী প্রাণীর কথা তুলে ধরব । যেকিনা আমাদের ভাই কে হত্যা করেছে ও ৬ এর অধিক বোনের ইজ্জত লুটেছে ও ধ*র্ষ*ন করেছে , হত্যা করেও ক্ষান্ত হননি । ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে রাজনৈতিক , প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে একেরপর এক অপরাধ করে গেছে । ৫ই আগষ্টের পর ও যার ক্ষমতা ও টাকার দাপট বহমান আজ শুনবেন তারই কথা ।

আইডিয়াল কলেজের ২৫ ব্যাচের শিক্ষার্থী তাসফিয়ান আতিফ ইসলাম ( রাফিন ) যেকিনা রবিনহুড এনিমেল রেসকিউ টিমের হয়ে কাজ করত ( স্বেচ্ছাসেবক ) । তাকে গত বছর ২০ ডিসেম্বর কেরানীগঞ্জের হাসনাবাদে ট্র্যাপে ফেলে হত্যা করে ও ৩ তলা থেকে নিচে ফেলে দেয় এই টিমেরই মালিক আফজাল খান ।

প্রাণীপ্রেমির চাদরে থাকা আফজাল খানের কুকীর্তির শেষ নেই । বড়ংবার ক্ষমতার জোড়ে সে ভালো মানুষ হওয়ার ভান করে যাইতো । ওর মুল টার্গেট ছিল ১৮-২১ বছরের কলেজ পড়ুয়া ছেলে মেয়ে যাকে ও নিজের টিমে নিয়ে কামলা খাটাইত ও নিজের পকেটে টাকা পয়সা ঢুকাইতো , মেয়েদের সেক্স্যু*য়াল হারাসমেন্ট করত । এমনকি প্রশাসনিক হুমকি ধামকি দিয়ে ৪/৫ জনকে ধ*র্ষ*ন ও করে আফজাল খান ।

প্রাণীপ্রেমী হওয়ায় রবিনহুড এর সাথে যুক্ত হয় রাফিন , বেশ কয়েকমাস কাজ করে স্বেচ্ছাসেবক হিসেবে ।

রাফিনকে শত্রু বানানোর পিছনে মুল কাহিনী তখন শুরু হয় যখন রবিনহুড এর জন্য ১ কোটি টাকা অনুদান আসে যেটা টিমের কাজের গতি বাড়ানো , কর্মীদের নিরাপত্তা ও নতুন এক্সেসরিজ ক্রয় / প্রদান করার কথা ছিল । আফজাল খান সেই টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করে , এছাড়া এরপরের অনুদান এ একটা জমি কিনার টাকা আসে যেখানে পশুদের চিকিৎসা ও থাকার ব্যবস্থা করা হবে কিন্তু সেই টাকাও নিজের পার্সোনাল কাজে ব্যয় করে আফজাল । যা রাফিন ও কয়েকজন টের পেয়ে গিয়েছিল । রাফিনের মত আরেকজনকে আফজাল পুলিশি ঝামেলায় ফেলে দেয় , শারীরিক ক্ষতি করে ও সেই ভিডিও রাফিনকে দেখিয়ে ভয় দেখায় যাতে রাফিন মুখ বন্ধ রাখে ।

জমির বিষয়ে ও টাকার বিষয়ে মুখ খোলার কারণে আফজাল রাফিন দের বাসায় আসে পুলিশ নিয়ে ও রাফিনের মা কে শারীরিক ভাবে আঘাত করে ও হুমকি প্রদান করে ও বাবাকে হাত পা ভেঙে ফেলার হুমকি দেয় আর রাফিনকে মেরে ফেলার হুমকি দেয়
তখন রাফিনের মা মামলা করবে বললে , আফজাল রাফিনের মা কে থা*প্প*ড় দেয় ও বলে " থানা আমার কন্ট্রোলে চলে, কোনো থানা মামলা নিবেনা " এছাড়া সর্বদা রাফিনের বাড়ির সামনে পুলিশের গাড়ি অবস্থান করত এরপর থেকে ।

আফজালের স্ত্রী এর সাথে রাফিনের ভালো সম্পর্ক ছিল , আফজাল মাঝে মধ্যে বিভিন্ন মডেল , নারী নিয়ে রাতে রুমে থাকতো যা রাফিন জেনে গিয়েছিল কারণ ( আফজাল রাফিনকে নিজের একদম চোখের সামনে রাখার জন্য একসাথে থাকার কথা বলে বাধ্য করে )
রাফিন আফজালের বউকে এইসব ( নারীজনিত ) বিষয় জানিয়ে দিবে এই ভয়ে থাকতো আফজাল , তাই সে প্ল্যান করে রাফিন কে মেরে ফেলার কারণ রাফিন ছিল সাহসী , সে অন্যায়কে সহ্য করতে পারেনা । তার সাথে জয়েন করা এক মেয়েকে অফিসে ধ*র্ষ*ন করে আফজাল খান এতে আরো ক্ষিপ্ত হয় রাফিন ।

রাফিন কে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করে আফজাল । তাই সে ১২-১৬ ডিসেম্বর এর কোনো একদিন দুপুরে দাওয়াত করে রাফিন কে । রাফিন যেতে অস্বীকৃতি জানালে পরদিন সবার সামনে অফিস রুমে নিজের প্যান্টের বেল্ট দিয়ে মেরে আহত করে রাফিন কে যার ফলে অসুস্থ হয়ে যায় রাফিন । ( হত্যার ৪-৫ দিন পূর্বের ঘটনা )

রাফিনের মা এসে মুচলেকা দিয়ে নিয়ে যায় রাফিনকে
, সুস্থ হওয়ার কোনো লক্ষ্মণ না দেখে রাফিনের মা মামলা করবে বলে জানায় , সেদিন রাতেই আফজাল নিজের পুলিশ বন্ধুর মাধ্যমে হেনস্থা করে রাফিনের বাবা কে । ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে খিলগাঁও থানায় বন্যপশু হত্যা , মাদক ও নারী কেলেঙ্কারির মামলায় ট্রান্সফার করে । পরবর্তীতে রাফিনের মা ক্ষমা চেয়ে ছাড়িয়ে আনে রাফিনের বাবাকে এরপরেও ক্ষান্ত হয়নি আফজাল ।

২০ ডিসেম্বর ট্র্যাপ ফেলে অসুস্থ রাফিনকে মিশন এ ডাকায় আফজাল ও কোনো নিরাপত্তা ছাড়া ১ লাখ ৩০ হাজার ভোল্টের বিদ্যুতের খুটির উপরে উঠায় । রাফিন অস্বীকৃতি জানালে গালাগালি ও বিভিন্ন ভয় ভীতি দেখায় পাশে থাকা আফজাল ও কয়েকজন । রাফিন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর " আফজাল লাথি দিয়ে ফেলে দেয়া কথা বলে রাফিনকে " । কেউ না আগালে সে নিজেই লাথি দিয়ে ৩ তলা উচু থেকে ফেলে দেয় রাফিনকে । নিচে পড়ে মেরুদন্ড , হাত ভেঙে যায় রাফিনের । উপস্থিত লোকেরা প্রাথমিক চিকিৎসা দিতে শেখ হাসিনা বার্ন ইউনিটে আনলে ১১ : ৫৩ তে মারা যায় রাফিন এরপর আফজাল উপস্থিত হয় সেখানে ও রাফিনের বাবা মাকে হুমকি দেয় লাশ দিবেনা বলে বিভিন্ন পুলিশি ঝামেলা করানোর । পরে রাফিনের বাবার থেকে খালি কাগজে স্বাক্ষর নিয়ে লাশ ছেড়ে দেয় আফজাল ।

কষ্টে , শোকে একমাত্র ছেলের লাশ নিতে বাধ্য হয় রাফিন এর মা - বাবা । এরপরেও রাফিনের বাবাকে বারবার হুমকির উপরে রেখেছে আফজাল । ৫ই আগষ্টের পর রাফিনের মা মামলা করলে ২ জন আটক হয় কিন্তু পলাতক হয়েও ২ জনকে জামিন দেয়ানোর ব্যবস্থা করে ফেলে আফজাল খান ।

একমাত্র সম্পদ ছেলে কে হারিয়ে পাগলপ্রায় রাফিন এর মা । তার কষ্ট আর আমরা দেখতে পারিনি তাই আমরা এই হত্যার বিচার চাই । আফজালের ফাঁসি চাই ওর সাথে জড়িত সকল আসামির ফাঁসি বা যাবত জীবন কারাদণ্ড চাই । রাফিনের পরিবারকে আর্থিক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস চাই , রবিনহুড কে পার্মানেন্ট বন্ধ করতে হবে , আফজাল খানের মত ধ*র্ষ*ক , খুনিকে আটক করতে হবে ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when GSCian Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category